Uncategorized – Bangla Green News https://bgn24.com সংবাদে নতুনত্বের সূচনায়! Wed, 21 May 2025 07:28:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 মেসিকে ‘সর্বকালের সেরা’ ঘোষণা https://bgn24.com/?p=4086 https://bgn24.com/?p=4086#respond Wed, 21 May 2025 07:15:54 +0000 https://bgn24.com/?p=4086 ব্রাজিলের পেলে ও ম্যারাডোনাকে পেছনে ফেলে ফুটবলের ইতিহাসে শীর্ষস্থান দখল করেছেন লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ফেডারেশন (ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকস বা আইএফএফএইচএস) সম্প্রতি প্রকাশ করেছে সর্বকালের সেরা ১০ ফুটবলারের তালিকা। সেই তালিকাতেই তারা শীর্ষে রেখেছে মেসিকে।  বিষয়টিকে ঘিরে ফুটবল বিশ্বে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। সকল খেলোয়াড়ের ব্যক্তিগত অর্জন এবং সমষ্টিগত পরিসংখ্যানের উপর ভিত্তি করে র‍্যাঙ্কিংটি করা হয়েছিল। ৩৮ বছর বয়সী মেসি ক্যারিয়ারে এখনও  পর্যন্ত ৪৬টি শিরোপা জিতেছেন—বার্সেলোনার হয়ে ৩৫টি, পিএসজির হয়ে ৩টি, ইন্টার মায়ামির হয়ে ২টি এবং আর্জেন্টিনার হয়ে ৬টি। এছাড়া তিনি রেকর্ড আটবার ব্যালন ডি’অর জিতেছেন।

দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে, যিনি ক্যারিয়ারে তিনটি বিশ্বকাপ (১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০) জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। তৃতীয় স্থানে আছেন আর্জেন্টাইন মহাতারকা দিয়েগো ম্যারাডোনা, যিনি ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রাখেন এবং ১৯৯০ সালে রানার্স-আপ হন।অনেকেই ক্রিশ্চিয়ানো রোনালদোর র‍্যাঙ্কিং (চতুর্থ) নিয়ে সমালোচনা করেছেন। এটা সত্য যে তিনি ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা (এখন পর্যন্ত ৯৩৫টি অফিসিয়াল গোল), কিন্তু তিনি কখনও বিশ্বকাপ জেতেননি। যদিও তিনি রিয়াল মাদ্রিদের হয়ে অনেক ট্রফি এবং পর্তুগালের হয়ে একটি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ (২০১৬) জিতেছেন। 

তালিকায় শীর্ষ ১০ জনের মধ্যে কোনও স্প্যানিশ খেলোয়াড় নেই , তবে তিনজন আর্জেন্টাইন (ডি স্টেফানো সহ) এবং তিনজন ব্রাজিলিয়ান (পেলে, রোনালদো এবং রোনালদিনহো) রয়েছেন।

সূত্র : মার্কা

]]>
https://bgn24.com/?feed=rss2&p=4086 0
পারমাণবিক অস্ত্রে এগিয়ে পাকিস্তান, সার্বিক সক্ষমতায় ভারত https://bgn24.com/?p=4081 https://bgn24.com/?p=4081#respond Sat, 26 Apr 2025 09:56:50 +0000 https://bgn24.com/?p=4081

পারমাণবিক অস্ত্রে এগিয়ে পাকিস্তান, সার্বিক সক্ষমতায় ভারত

ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক শক্তির তুলনা করা হলে সেখানে জনবল, অস্ত্রশস্ত্র, বাজেট, পারমাণবিক ক্ষমতা ও কৌশলগত নীতি–আদর্শের এক জটিল হিসাব–নিকাশ প্রতিফলিত হয়। ১৯৪৭ সালে বিভক্তির পর থেকে দুই দেশ একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে আছে। এ সময়ে একাধিক যুদ্ধে জড়ানোর ইতিহাস রয়েছে তাদের। ভূরাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে দীর্ঘ সময় ধরে উভয় দেশ উল্লেখ করার মতো সামরিক শক্তিও বজায় রেখে চলেছে।

গত মঙ্গলবার ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ওই দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। এ হামলায় পাকিস্তানের মদদ থাকার অভিযোগ তুলে ভারত দেশটির বিরুদ্ধে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। পাল্টা ব্যবস্থা ঘোষণা করেছে পাকিস্তানও।

এমন প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তান সামরিকভাবেও সংঘাতে জড়িয়ে পড়তে পারে—এ আশঙ্কা অনেকের। প্রাসঙ্গিকভাবে উভয় দেশের সামরিক সক্ষমতার বিষয়টি আলোচনায় উঠে আসছে। এই সক্ষমতার গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে বিশ্লেষণমূলক একটি প্রতিবেদন প্রকাশ করেছে মালয়েশিয়াভিত্তিক ‘ডিফেন্স সিকিউরিটি এশিয়া’।

‘গ্লোবাল ফায়ারপাওয়ার সূচক (জিএফপি) ২০২৫’ অনুসারে করা এ প্রতিবেদন ডিফেন্স সিকিউরিটি এশিয়ার ওয়েবসাইটে গতকাল শুক্রবার প্রকাশ করা হয়। প্রতিবেদনের উল্লেখযোগ্য অংশ পাঠকের জন্য তুলে ধরা হলো:

সামগ্রিক সামরিক র‍্যাঙ্কিং ও সক্ষমতা সূচক

‘জিএফপি ২০২৫’–এ ৬০টির বেশি বিষয়ের (জনশক্তি, সামরিক সরঞ্জাম, অর্থনৈতিক ও ভৌগোলিক অবস্থা ইত্যাদি) ভিত্তিতে ১৪৫টি দেশকে মূল্যায়ন করা হয়েছে। সে অনুযায়ী, সামগ্রিক র‍্যাঙ্কিংয়ে ভারত বিশ্বের মধ্যে চতুর্থ, সক্ষমতা সূচকে স্কোর ০.১১৮৪ (কম স্কোর মানে বেশি শক্তিশালী সেনাবাহিনী)। এ ক্ষেত্রে পাকিস্তান বিশ্বে ১২তম, স্কোর ০.২৫১৩।

র‍্যাঙ্কিংয়ে ভারতের এ অবস্থান দেশটির বড় জনসংখ্যা, বৃহত্তর প্রতিরক্ষা বাজেট ও বিস্তৃত পরিসরের সামরিক সম্পদের প্রতিফলন। অন্যদিকে পাকিস্তান ছোট অর্থনীতির কারণে নানা সীমাবদ্ধতা ও বৈদেশিক সরবরাহকারী, বিশেষ করে চীনের ওপর নির্ভরশীলতা সত্ত্বেও ভারতকে মোকাবিলায় কৌশলগত বিষয়গুলোয় মনোযোগী। ফলে নির্দিষ্ট খাতগুলোয় প্রতিযোগিতামূলক অবস্থানে রয়েছে দেশটি।

সামরিক–বেসামরিক জনশক্তি

প্রচলিত যুদ্ধে জনবল গুরুত্বপূর্ণ এক বিষয়। ভারত ও পাকিস্তানের জন্যও তা বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ, বিশাল জনসংখ্যা ও স্থলবাহিনীর ওপর উভয় দেশেরই নির্ভরতা রয়েছে।

ভারতের জনসংখ্যা ১৪০ কোটি (বিশ্বে দ্বিতীয়)। সক্রিয় জনশক্তি ৬৬ কোটি ২০ লাখ। সক্রিয় সেনা ১৪ লাখ ৬০ হাজার (বিশ্বে দ্বিতীয়)। রিজার্ভ সেনা ১১ লাখ ৬০ হাজার (বিশ্বে সপ্তম)। আধা সামরিক বাহিনীর সদস্য ২৫ লাখ ৩০ হাজার (বিশ্বে দ্বিতীয়)। মোট সামরিক (সক্রিয় ও রিজার্ভ সেনা এবং আধা সামরিক বাহিনী) জনবল ৫১ লাখ।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=4081 0
ঝিনাইদহ-২ সংসদ সদস্য প্রার্থীর এর আপিল। https://bgn24.com/?p=3562 https://bgn24.com/?p=3562#respond Sat, 09 Dec 2023 09:23:31 +0000 https://bgn24.com/?p=3562

বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ব্যানারে নির্বাচনের লক্ষে নির্বাচন কমিশনে আপিল করলেন ঝিনাইদহ-২ আসনের সাংসদ সদস্য পদপ্রার্থী শরীফ মোঃ বদরুল হায়দার লিংকন । এর আগে গত ০৪/১২/২০২৩ তারিখ রিটার্ন এর প্রত্যায়ন না থাকায় তিনি মনোনয়ন বাতিল করেন।। পরে তিনি আপিল করে রিটার্ন এর প্রত্যায়ন দাখিল করেন । তিনি মনোনয়ন ফিরে পাবেন বলে আশাবাদী। তিনি আমাদের জানান মনোনয়ন ফিরে পেলে জয়ের ব্যাপারে আশাবাদী । শরীফ মোঃ বদরুল হায়দার লিংকন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক। ।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3562 0
ঝিনাইদহে দুই সন্তানের জননী কে নিয়ে লাপাত্তা  সাবেক ইউপি সদস্য https://bgn24.com/?p=2516 https://bgn24.com/?p=2516#respond Thu, 04 Aug 2022 05:03:50 +0000 https://bgn24.com/?p=2516 ঝিনাইদহে দুই সন্তানের জননী কে নিয়ে লাপাত্তা  সাবেক ইউপি সদস্য

মহেশপুর প্রতিনিধি 

ঝিনাইদহের মহেশপুরের আজমপুর ইউনিয়নের নওদাগ্রাম এ পরকীয়ার জের ধরে দুই সন্তানের জননী ৩৫ বছর বয়সী গৃহবধূ মোছাঃ শারমিন খাতুন ও একই গ্রামের ৩৮ বছর বয়সী ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ ফারুক হোসেনের হাত ধরে উধাও হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এবং তারা সম্পর্কে ফারুক হোসেনের মামী হয় বলে জানা গেছে।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২ আগষ্ট) রাত দুইটার দিকে। স্থানীয়রা জানান,মোছাঃ শারমিন খাতুন উপজেলার নওদাগ্রাম গ্রামের মইদুল ইসলামের স্ত্রী এবং তার বিবাহিত একটি ১৯ বছরের কন্যা সন্তান ও ৮ বছর বয়সের একটি পুত্র সন্তান রয়েছে। এদিকে মোঃ ফারুক হোসেন একই গ্রামের মোঃ ইদ্রিস আলী ছেলে এবং তারও ১৩ বছর ও পাঁচ বছরের দুইটি কন্যা সন্তান রয়েছে। এঘটনায় গৃহবধূর স্বামী মইদুল ইসলাম দুপুরে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য মোঃ ফারুক হোসেন এর সাথে দীর্ঘদিন ধরে প্রেমের ও পরকীয়ার সম্পর্ক চলে আসছিল। এবং মইদুল ইসলামের বাড়িতে নিয়মিত যাতায়াত করত।প্রত্যক্ষ সূত্রে জানা যায় গেল রাত দুইটার দিকে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে টয়লেটে যাওয়ার জন্য ঘর থকে বের হয় শারমিন খাতুন। টয়লেট থেকে আসতে দেরি হওয়ায় স্বামী মইদুল ইসলাম ঘর থেকে বের হয়ে দেখে তার স্ত্রী টয়লেটে নাই, পরে তার পরিবারের সকলে মিলে বাড়ির আশেপাশে খোঁজাখুঁজি করে কোথাও তাকে পাওয়া যায় নাই।পরিবার সূত্রে আরো জানা গেছে, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার যা কিছু ছিল সবকিছুই নিয়ে লম্পট ফারুক হোসেনের সাথে চম্পট দিয়েছে ।

ঘরে নেই টাকা পয়সা, তার উপর ছোট ছেলে মায়ের শোকে অনাবর্ত কান্না, আর বড় মেয়ের অসহায় চাহনীর কাছে মইদুল ইসলাম একান্ত অসহায় কিংকর্তব্যবিমূঢ়। এদিকে গৃহবধুর উধাও এর খবরে স্বামী মইদুল ইসলাম বড় মেয়ে ও ছোট ছেলেকে নিয়ে বিপাকে পড়েছেন। একই অবস্থা ফারুক হোসেনের স্ত্রী’র। তিনিও স্বামীকে হারিয়ে দুটি কন্যা সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।বিশ্বস্ত সূত্রে আরও জানা যায়, ইউপি সদস্য থাকাকালীন মোঃ ফারুক হোসেন একাধিক মেয়ের সঙ্গে প্রেমের ও পরকীয়ার সম্পর্ক গড়ে তোলে। এবং বিভিন্ন অসহায় নারীর সরকারি ভাতা ও কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন হোটেলে সময় কাটানোর অভিযোগ ও পাওয়া যায়।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=2516 0
লোডশেডিংয়ের তথ্য নিতে গিয়ে জিএম ইসাহাক আলীর কাছে তিন সাংবাদিক অবরুদ্ধ,সাংবাদিক জেলা প্রশাসকও পুলিশ সুপারের সহযোগিতায় উদ্ধার https://bgn24.com/?p=2434 https://bgn24.com/?p=2434#respond Wed, 27 Jul 2022 12:32:32 +0000 https://bgn24.com/?p=2434 লোডশেডিংয়ের তথ্য নিতে গিয়ে জিএম ইসাহাক আলীর কাছে তিন সাংবাদিক অবরুদ্ধ,সাংবাদিক জেলা প্রশাসকও পুলিশ সুপারের সহযোগিতায় উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধিঃ

লোডশেডিংয়ের তথ্য নিতে গিয়ে ঝিনাইদহের তিন সাংবাদিককে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠছে ঝিনাইদহ পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার ইসাহাক আলীর বিরুদ্ধে। বুধবার দুপুরে ঝিনাইদহ শহরের রাউতাইল পল্লী বিদ্যুৎ ভবনে এ ঘটনা ঘটে। অবরুদ্ধ সাংবাদিকরা হলেন চ্যানেল টোয়েন্টিফোরের সাদ্দাম হোসেন,সময় টিভির লোটাস রহমান সোহাগ ও গ্লোবাল টিভির এস এম মেহেদী হাসান জিকু।

জানা গেছে, পল্লী বিদ্যুৎ অফিসে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে আনসার সদস্য দিয়ে প্রধান গেট আটকিয়ে দিতে বলে জিএম ইসাহাক আলী। পরে অবরুদ্ধ সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণর করেন এই জিএম ইসাহাক আলী । খবর পেয়ে ঝিনাইদহের সিনিয়র সাংবাদিকরা ঘটনাস্থলে পৌছে পুলিশ ও জেলা প্রশাসনের সহায়তায় অবরুদ্ধ সাংবাদিকদের উদ্ধার করেন।

এর পূর্বে মঙ্গলবার লোড শেডিংয়ের তথ্য চাওয়া হলে জিএম ইসাহাক আলী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাওয়ার পরামর্শ দেন। আরও জানা যায়,ঝিনাইদহ পল্লী বিদ্যুতের অধীনে জেলার ৬ উপজেলায় নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত সময় লোডশেডিং হচ্ছে। বিদ্যুতের সরবরাহ কম নাকি কারিগরি ত্রুটি এ বিষয়টি জানতে মঙ্গলবার দুপুরে চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার ইসাহাক আলীর দপ্তরে যান। সেখানে গিয়ে বিষয়টি জানতে চাইলে জিএম ইসাহাক আলী বলেন আমি কোন তথ্য দিব না।

প্রধানমন্ত্রী লোডশেডিং দিচ্ছেন আপনি তার কাছে যান। বুধবার লোডশেডিংয়ের তথ্য জানতে আরও কয়েকজন সংবাদকর্মী সেখানে গেলে অফিসে যাওয়ার পরপরই তিনি ক্ষুব্ধ হন। তথ্য না দিয়ে উল্টো সাংবাদিকদের সাথে অশালীন আচরণ শুরু করেন। একপর্যায়ে অফিসের সরকারি ফাইল ছুড়ে দিয়ে অকথ্য ভাষায় সাংবাদিকদের গালী-গালাজ করতে করতে অফিস কক্ষ থেকে বের হয়ে চিৎকার চেচামেচি করতে থাকেন এবং রুমে তালা দিয়ে আনসার সদস্যদের ডাকতে বলেন।

তিন সংবাদকর্মীরা অবরুদ্ধ হয়ে পড়লে অফিসের অন্যান্যরা তাদের উপর ক্ষিপ্ত হন। খবর পেয়ে জেলায় কর্মরত সংবাদকর্মীরা সেখানে গিয়ে তাদের উদ্ধার করেন।সংবাদকর্মীরা বিষয়টি জেলা প্রশাসক মনিরা বেগম,পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম কে জানালে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ভুক্তভোগী সাংবাদিক সাদ্দাম হোসেন বলেন, “গনমাধ্যমকর্মীদের সঙ্গে জিএম যে আচরণ করেছেন তা কোন সরকারি কর্মকর্তার আচরণ হতে পারে না। আমরা তার রুমে বসেই আছি আর তিনি অফিসের মধ্যে নিজেই চিৎকার চেচামেচি করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। এ দৃশ্য দেখে মনে হয়েছে আমরা যেন ডাকাতি করতে এসেছি”।

এ ব্যাপারে অভিযুক্ত জেনারেল ম্যানেজার ইসাহাক আলী অনুতপ্ত হয়ে বলেন,আমি ভুল করেছি। এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=2434 0
পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ বস্তা টাকা… https://bgn24.com/?p=2000 https://bgn24.com/?p=2000#respond Sat, 02 Jul 2022 04:50:24 +0000 https://bgn24.com/?p=2000 পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ বস্তা টাকা

]]>
https://bgn24.com/?feed=rss2&p=2000 0
শুভ জন্মদিন বীর শেখ কামাল https://bgn24.com/?p=1458 https://bgn24.com/?p=1458#respond Thu, 05 Aug 2021 15:14:40 +0000 https://bgn24.com/?p=1458

শেখ কামাল একটি নাম নয় একটি প্রতিষ্ঠান। তিনি বঙ্গবন্ধুর ছেলে অথচ ছিলেন খুব সাধারণ।তিনি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যাস্ত থাকতেন। আজকের আবহানি তার অবদান। তিনি দেশের সনামধন্য থিয়েটার ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।

সেই দলের সদস্য ছিলেন অভিনেত্রী ডলি জহুর। তিনি এক সাক্ষাৎকারে বলেন;

শেখ কামাল রিহার্সাল শেষে বাসায় দিয়ে যেতেন । কারণ, ডলি জহুর তখন হাতিরপুলে থাকতেন। ডলি জহুরকে বাসায় পৌছে দিয়ে তারপর ধানমন্ডি ৩২ নাম্বারের বাসায় যেতেন শেখ কামাল।

ডলি জহুর বলেন,
আমি উনার ছোট বোন শেখ রেহানার বান্ধবী ছিলাম। ছেলেরা ছোট বোনের বান্ধবীদের সাথে কত রকম দুষ্টামী করে। উনি কোনদিন তাও করেননি। ভুল করেও বলেন নি – ডলি তোর হাতটা দেতো ধরি । এক কথায় কামাল ভাই ছিলেন আপন বড় ভাইয়ের মতই ভাই। শুধু আমি কেন, যেসব মেয়েরাই উনার সাথে মিশতো সবাই এই কথা স্বীকার করবেন। আর এই দেশের মানুষ তাকে নিয়ে কত রকমের অপপ্রচার চালালো। কামাল ভাই নাকি কার বৌকে (মেজর ডালিম) তুলে নিয়ে গেছেন হ্যান ত্যান। মানুষ এত মিথ্যাবাদী হয় কি করে, আমি ভেবে পাই না। স্বার্থ মানুষকে ভিতর-বাহির থেকেই নষ্ট করে দেয়।

প্রেসিডেণ্টের ছেলে হয়েও তার কাছে সবসময় টাকা থাকতো না। এ নিয়ে অনেক ক্ষ্যাপাত ক্যাম্পাসেও তার বন্ধুরাও। যেদিন কামাল ভাইয়ের কাছে টাকা থাকত না, সেদিন রাতে হেঁটে যেতাম। যেদিন টাকা থাকত সেদিন যেতাম রিকশায়। কত রাতের পর রাত উনার সাথে আমি একা বাসায় ফিরেছি অথচ এক বারের জন্যও আমি তাকে আমার দিকে বাজে দৃষ্টিতে তাকাতে দেখিনি।

তা ছাড়া কামাল ভাই ছিলেন প্রেসিডেন্টের ছেলে। বিশ্ববিদ্যালয়ে তার জন্য শত শত মেয়ে পাগল। কখনও কোনদিন আমরা তাকে সেসব মেয়েদের পাল্লায় পরতে দেখিনি। তিনি কি পারতেন না সেসব মেয়েদের সাথে নোংরামী করতে ??
এখানেই শেষ নয়। সুলতানা কামালকে ভালবেসে বিয়ে করেছিলেন কামাল ভাই। সুলতানা আপা ছিলেন নামকরা একজন খেলোয়ার। বিশ্ববিদ্যালয়ে খেলা ধুলার জন্য তিনি এক নামে পরিচিত ছিলেন। অনেক লম্বা আর শক্ত পেটা শরীর। আমরা উনাকে ভয় পেতাম। সহজে কেউ সুলতানা আপার কাছে যেতাম না। ছেলেরাও ভয় পেত তাকে। এড়িয়ে চলত। সেই সুলতানা আপাকে পছন্দ করে বসলেন কামাল ভাই। আর তার হয়ে সুলতানা আপার কাছে এই কথাটা বলার দ্বায়িত্ব দেন আমাকে। আমি তো ভয়েই শেষ। না করে দিলাম। কিন্তু কামাল ভাইয়ের জোরাজোরিতে রাজী হলাম। কথা দিলাম সুলতানা আপাকে জানাবো যে কামাল ভাই আপনাকে পছন্দ করে। কিন্তু দিন যায়, মাস যায় জানানো আর হয় না। কি করে হবে ?? আমি যতবার সুলতানা আপার কাছে এইকথা বলতে গিয়েছি ততবারই ভয়ে আমার গলা শুকিয়ে গেছে। আমি ভীতু, তেলাপোকা দেখে মরে যাই এসব কত্তো রকমের কথা শুনালো কামাল ভাই।

অবশেষে নিজেই একদিন সুলতানা আপাকে জানালেন তার মনের কথা। এবং হলেন প্রত্যাখ্যাত। সুলতানা আপা বলে দিলেন প্রেম ট্রেম করতে পারবেন না। এতই যদি ভাল লাগে তবে যেন বাসায় লোক পাঠায়। তাই করে- -ছিলেন কামাল ভাই।

শেখ কামাল বঙ্গবন্ধুর সন্তান। বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছেন শেখ মুজিব একদিন বসে ছিলেন শেখ হাসিনা ও শেখ কামাল খেলছিনেন হঠাৎ শেখ কামাল শেখ হাসিনা কে বলেছিল হাসু আপু হাসু আপু আমি তোমার আব্বা কে আব্বা ডাকি। সারাজীবন পিতার স্নেহ বঞ্চিত অথচ আদর্শ ধারণ করা শেখ কামাল আমাদের আদর্শ।
আজ অমক নেতার অমক রা যখন দেশ অশান্ত করে তখন শেখ কামালের ইতিহাস হতে পারে ভালো রাজনীতিবীদদের অনুপ্রেরণা।

বঙ্গবন্ধুর মৃত্যুর পর দেশের মানুষকে শান্ত রাখতে বঙ্গবন্ধুর পরিবারের প্রতি ঘৃনার জন্ম দিতে সব রকমের চেষ্টা চালিয়েছে ঘাতকের দল।শেখ কামাল ও সেই অপচেষ্টার শিকার। ৫ টাকার বাদাম কিনে যে ছেলে তার ছোট বোন আর তার বান্ধবীদের খুশি করতে পারত না, তার নামেই ছড়ানো হয়েছে ব্যাংক লুটের কিচ্ছা-কাহিনী।
আমি শুনেছি তৎকালীন এসপি মাহাবুব এর কাছে সেই রাতের কথা। ব্যাংক ডাকাতির কোন ঘটনায় ঘটেনি। বরং এসপি মাহাবুব রা মনে করেছিলেন সেই রাতের গাড়িটা গণবাহিনীর। আমরা ইতিহাস পড়ে জেনেছি জাসদ গণবাহিনীর গনবিরোধী কার্যকলাপের কথা।
এগুলো ছিল তার বিরুদ্ধে অপপ্রচার। নির্লোভ নিরহংকার মানুষ ছিলেন শেখ কামাল।

খুনি মোস্তাক ফারুক গং রা ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধুর বাসায় যদি কিছু পেত তাহলে অপপ্রচার কি পরিমাণ বাড়ত তা বলা মুসকিল। পাওয়া যায়নি উল্লেখ করার মত তেমন কোন ব্যাংক একাউন্ট। তাই আর তারা বাড়াতে পারেনি অপপ্রচার।
আজ ৫ই আগস্ট এই ক্ষনজন্মা, সাংস্কৃতিমনা তারুন্যের মডেল আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযুদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭২ তম শুভ জন্মদিন। বিনম্র শ্রদ্ধা।দেশে আজ এমন মানুষদের বড় প্রয়োজন।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=1458 0