শিক্ষা – Bangla Green News https://bgn24.com সংবাদে নতুনত্বের সূচনায়! Sun, 08 Sep 2024 11:04:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 রাবির নতুন ভিসি হলেন ” অধ্যাপক ড.সালেহ হাসান নকীব https://bgn24.com/?p=3895 https://bgn24.com/?p=3895#respond Sun, 08 Sep 2024 10:55:13 +0000 https://bgn24.com/?p=3895

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন উচ্চশিক্ষালয়টির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। বিশ্ববিদ্যালয়টির ২৫তম উপাচার্য অধ্যাপক নকীব পদার্থবিজ্ঞানের একজন অন্যতম সেরা গবেষক।

বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক ড. সালেহ হাসান নকীব ১৯৭০ সালে রাজশাহীতে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বোর্ড থেকে ১৯৮৭ সালে এসএসসি ও ১৯৮৯ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে পদার্থবিজ্ঞান বিষয়ে বিএসসি (অনার্স) ও ১৯৯৩ সালে এমএসসিতে (মাস্টার্স) প্রথম শ্রেণিতে প্রথম হয়ে উত্তীর্ণ হন। শুধু অনার্স-মাস্টার্সেই নয় শিক্ষাজীবনে সকল পরীক্ষায় তিনি প্রথম বিভাগ ও প্রথম শ্রেণি অর্জন করেন। কমনওয়েলথ স্কলারশিপে ২০০৩ সালে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের কার্বন্ডেল শহরে অবস্থিত অন্যতম প্রধান উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট স্টুডেন্ট হিসাবে অধ্যয়ন করেন। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পোস্টডক্টরাল গবেষক ও সহযোগী হিসেবে আছেন। ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন-এ অবস্থিত নিউজিল্যান্ডের অন্যতম শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান ‘ম্যাকডিয়ারমিড ইনস্টিটিউট ফর অ্যাডভ্যান্সড ম্যাটেরিয়ালস অ্যান্ড ন্যানোটেকনোলজি’-এর একজন পোস্টডক্টরাল গবেষক তিনি। এছাড়া ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন ভিজিটিং রিসার্চার স্কলার ছিলেন।
অধ্যাপক নকীব ১৯৯৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। ২০১১ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন। গবেষণায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ অধ্যাপক নকীব বিভিন্ন সময় বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন। তিনি ইতালির দ্য ওয়ার্ল্ড অ্যাকাডেমি অব সায়েন্সেস-এর একজন ফেলো এবং বাংলাদেশে বিজ্ঞানীদের শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত ‘বাংলাদেশ বিজ্ঞান একাডেমি’রও একজন নির্বাচিত ফেলো। যা একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ সম্মান। একজন বিজ্ঞানীর দেশের বৈজ্ঞানিক অগ্রগতিতে অসাধারণ অবদানের জন্য এটা দেওয়া হয়।
বাংলাদেশ থেকে পদার্থবিজ্ঞান ক্যাটাগরিতে ‘তরুণ বিজ্ঞানী’ হিসেবে ২০০৮ সালে ‘দ্য ওয়ার্ল্ড অ্যাকাডেমি অব সায়েন্স অ্যাওয়ার্ড’ অর্জন করেন। ‘আবদুস সালাম ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরেটিক্যাল ফিজিক্স’ প্রতিষ্ঠানটিতে ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত সহযোগী সদস্য হিসেবে ছিলেন। যা এক ধরনের বৈজ্ঞানিক সম্মাননা।
গবেষণায় তাঁর প্রধান আগ্রহের বিষয় হলো সুপার কন্ডাকটিভিটি এবং কম্পিউটেশনাল ফিজিক্স। ২০২০ সালে স্কোপাস তালিকাভুক্ত জার্নালগুলোতে সর্বোচ্চ সংখ্যক প্রকাশিত গবেষণা নিবন্ধ নিয়ে অধ্যাপক নকীব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেরা গবেষক নির্বাচিত হয়েছিলেন।

তিনি পদার্থবিজ্ঞান গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৭ সালে বিশ্ববিদ্যালয় ডিনস অ্যাওয়ার্ড লাভ করেন। এ ছাড়াও ২০০৮ সালে টাওয়াস ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড এবং ২০১১ সালে রাজ্জাক-শামসুন ফিজিক্স রিসার্চ পুরস্কারে ভূষিত হন। তিনি ২০২১ সালে দ্য ওয়ার্ল্ড অ্যাকাডেমি অব সায়েন্স টোয়াসের সদস্য হিসেবে পদ পেয়েছিল অধ্যাপক সালেহ হাসান নকীব। রাবির ইতিহাসে প্রথমবারের মতো কোনো অধ্যাপক হিসাবে তিনি এ সম্মানিত পদটি পেয়েছিলেন।
পদার্থবিজ্ঞানের গবেষণায় অধ্যাপক নকীব এই দেশের একজন সেরা গবেষক। তিনি এই পর্যন্ত স্কপাস ইনডেক্স বিভিন্ন জার্নালে ১৭৫টি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন যেখানে পদার্থবিজ্ঞানের বনেদি জার্নাল হিসাবে পরিচিত এবং আমেরিকান ফিজিক্যাল সোসাইটি থেকে প্রকাশিত জার্নাল ‘ফিজিক্যাল রিভিউ বি’ এবং ‘ন্যাচার পাবলিশিং’ থেকে প্রকাশিত ‘সায়েন্টিফিক রিপোর্টস’ জার্নালে অনেকগুলো গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
এছাড়া তাঁর গবেষণা প্রবন্ধগুলো বিশ্বের বিভিন্ন গবেষকের বিভিন্ন প্রকাশিত প্রবন্ধে উল্লেখযোগ্য সংখ্যকভাবে (গুগল স্কলার সাইটেশন: ৪৬২৩) উদ্ধৃত করা হয়েছে। তিনি এই পর্যন্ত প্রায় ৪০ জনের অধিক ছাত্রের (এমএসসি, এমফিল ও পিএইচডি) গবেষণা কাজের তত্ত্বাবধান করেন।


]]>
https://bgn24.com/?feed=rss2&p=3895 0
রাবিতে রহস্য জনক মৃত্যু!! https://bgn24.com/?p=3580 https://bgn24.com/?p=3580#respond Mon, 11 Dec 2023 08:08:25 +0000 https://bgn24.com/?p=3580 একদা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ক্যান্টনমেন্ট খ্যাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শামসুজ্জোহা হলে মো. ফুয়াদ আল ফতিব (২৩) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে হলের ১৮৪ নম্বর কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়। মো. ফুয়াদ আল ফতিব (২৩) বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের মাস্টার্সে শিক্ষার্থী। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম রাজিবপুর গ্রামের আমিনুল ইসলাম সাজুর ছেলে।

বিভাগের সহপাঠী ও হল সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা হলের ১৮৪ নম্বর কক্ষে থাকতে মো ফুয়াদ আল ফতিব। চাকরির পরীক্ষা দিয়ে গতকাল শনিবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে তিনি গ্রামের বাড়ি থেকে রাত আনুমানিক ৩টায় কক্ষে আসেন। এরপর আজ রোববার বিকেল ৩টা পর্যন্ত তাকে ফোনে না পেয়ে সহপাঠীরা তার কক্ষে এসে অচেতন অবস্থায় দেখতে পান। পরে হল প্রশাসনের সহায়তায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জোহা হল প্রাধ্যক্ষ অধ্যাপক একরামুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে খবর পেয়ে আমরা দ্রুত ১৮৪ নম্বর কক্ষে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে রামেকের জরুরি বিভাগে নিয়ে গেলে ৩-৪ ঘণ্টা আগেই সে মারা গেছে বলে জানান কর্তব্যরত চিকৎসক।

তার মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা আছে। রিপোর্ট দেখার পর বাকি পদক্ষেপ নেওয়া হবে। মৃত্যুর কারণ জানতে চাইলে তিনি বলেন, এখনও মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। হল প্রশাসনের পক্ষ থেকে তার কক্ষ তালাবদ্ধ করে রাখা হয়েছে। সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. গোলাম কিবরিয়া ফেরদৌসকে ফোন করা হলে তিনি জানান বলেন, ‘আমার খুব প্রিয় ছাত্র ছিলো ফুয়াদ। সে খুব মেধাবী, পড়াশোনা শেষ করেই বিসিএস ক্যাডার হবে প্রত্যাশা ছিলো তার।

তাকে হারিয়ে আমিসহ আমাদের বিভাগ নিস্তব্ধ হয়ে গেছে।আমরাও আপেক্ষা করছি আসল ঘটনা জানার।কারো এমন মৃত্য কামনা করা যায় না। ’ তিনি আরও বলেন, ‘সে (ফুয়াদ) সুইসাইড করার মতো ছেলে না।

আমরা তার মৃত্যুর আসল কারণ জানতে চাই।’ এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন মারফত জানা যায়, ।

 নিহতের বড়ভাই একটি অভিযোগ দায়ের করেছে। মামলাটি প্রক্রিয়াধীন আছে।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3580 0
রমনায় আয়োজিত হলো “সাইলেন্ট বুক রিডিং” https://bgn24.com/?p=3493 https://bgn24.com/?p=3493#respond Fri, 21 Jul 2023 21:30:47 +0000 https://bgn24.com/?p=3493 গত ২১/০৭/২০২৩ তারিখ রমনায় বিকাল ৩ টা থেকেই শুরু হয় একটি ব্যাতিক্রম ধর্মী বই পড়ার উৎসব। বই পড়ুয়ারা নিজেরাই শতরঞ্জি বা বিছানার চাদর বিছিয়ে, কেউ বসে কেউ শুয়ে বই পড়া শুরু করেন। শুধু তাই নয় সাথে নিয়ে আসে ফলমূল ও খাবার। যেন একদম একান্ত সময়ে নিজেদের পছন্দের বইটি পড়ার জন্যে উপযুক্ত মুহুর্ত। ভলান্টিয়ার অপারচুনিটিস আয়োজিত বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে “সাইলেন্ট বুক রিডিং” নামক একটি উদ্যোগ।
বই পড়ুয়াদের কোনো নির্দিষ্ট বয়সসীমা নেই, শিশু থেকে শুরু করে কিশোর-কিশোরী, যুবক-যুবতী সকলের ই আনাগোনা লেগেই ছিলো। কেউ সারা সপ্তাহের ক্লান্তি দূর করতে বই নিয়ে রমনার বিশুদ্ধ বাতাস অনুভব করতে চলে এসেছিলেন আবার কেউবা কখনো বই পড়েনি তবু বই পড়ুয়াদের পরিবেশে নিজেকে একটু আগ্রহী করতেও বই নিয়ে হাজির হয়েছিলো।
একজন শিশু বই পড়ুয়া বলেন, ” আমি আমার মিস এর সাথে এসেছি,আমি আরো আসতে চাই,আজকে আমার সবার সাথে বই পড়তে খুব ভালো লেগেছে।”
কেউ পড়ছেন বিভূতিভূষণ কেউবা সমরেশ আবার কেউ পড়ছেন পাওলো কোয়েলহো বা কোলেন হোভার আবার কেউ নিয়ে এসেছিলেন ইসলামিক বই।
একজন চাকুরীজীবি জানান,”কর্মব্যাস্ততার চাপে ভুলেই গেছিলাম আমার এককালে রোজ সপ্তাহে দুটো বই শেষ করার অভ্যাস ছিলো,হারিয়ে ফেলেছি সময়গুলো, তাই তো ছুটে আসা।”
বেশ কিছুদিন আগে ইন্ডিয়ায় সাইলেন্ট বুক রিডিং ইনিসিয়েটিভ বেশ ভালো আলোড়ন সৃষ্টি করে। বিশ্বের বিভিন্ন দেশে এই বই পড়ার প্রচলন থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপটে পার্কে বা খোলা আকাশের নিচে বই পড়া যেন হাস্যরসের মাধ্যমেই সাড়া পায়। তবে আজ রমনার নতুন রূপ সৃষ্টি করে ভলান্টিয়ার অপারচুনিটিস।
ভলান্টিয়ার অপারচুনিটিস এর ফাউন্ডার মিথুন দাস কাব্য জানান,” শুধু একদিন কে কেন্দ্র করে নয়, বরং নিয়মিত এই ইতিবাচক মনোভাব তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।” শুধু বই পড়া নয় পরিবেশ বান্ধব মনোভাব তৈরি করতে নিয়ে নিয়ে আসেন ইকোফ্রেন্ডলি ডাস্টবিন, সকলকে পরিবেশ পরিচ্ছন্ন রাখতেও উৎসাহিত করেন তিনি।
আলো যেমন জাগতিক নিয়মে অন্ধকার দূর করে সব কিছু মূর্ত করে , তেমনি বই মানুষের মনের ভেতরে জ্ঞানের আলো এনে যাবতীয় অন্ধকারকে দূর করে চেতনার আলোকে সবকিছুকে উদ্ভাসিত করে দেখায়। আলো শুধু ভৌগোলিক ভাবে ছড়িয়ে যেতে পারে। আর বই অতীত থেকে ভবিষ্যৎ , নিকট থেকে দূরে , প্রান্ত থেকে অন্তে এমনকি যুগ থেকে যুগান্তরে জ্ঞানের আলোকে পৌঁছে দিতে পারে । শ্রেষ্ঠ শিক্ষা হল আত্মশিখন ।
তাই সৈয়দ মুজতবা আলী বলেছেন, ”বই কিনে কেউ কোনদিন দেউলিয়া হয় না।“
আজকের বই পড়ার উদ্যোগ যেন শুধু বই পড়াকে কেন্দ্র করে নয় বরং এর সাথে মিশে ছিলো ক্লান্তি শেষে স্বস্তি ফিরিয়ে আনার যজ্ঞ, পুরোনো দিনের অভ্যাসকে একটু খানি নতুন করে অনুভব করা, আর প্রকৃতির সাথে মিশে গিয়ে নিজের জীবনের নতুন গল্প রচনা করা। ভলান্টিয়ার অপারচুনিটিস এই উদ্যোগের জন্যে সত্যিই প্রশংসার দাবিদার

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3493 0
শিশুদের পড়ায় মনোযোগ বাড়ানোর উপায় https://bgn24.com/?p=3478 https://bgn24.com/?p=3478#respond Wed, 17 May 2023 12:20:22 +0000 https://bgn24.com/?p=3478 শিশুর ভালো রেজাল্টের জন্য বাবা মা কতো চেষ্টাই না করেন। কিন্তু কিছুতেই শিশুকে পড়াশোনায় মনোযোগী করে তুলতে পারেন। তাই আসুন জেনে নেই এমন কিছু উপায়, যাতে সহজেই শিশুকে পড়ায় মনোযোগী করা যায়

১. আপনার শিশুর সবচেয়ে আনন্দের বিষয় কি, সেটা জানার চেষ্টা করুন। অনেক শিশু পড়ার পাশাপাশি নাচ, গান কিংবা খেলতে আনন্দ পায়। যে শিশু যে বিষয়ে আনন্দ পায় তাকে সেই বিষয়ের মাধ্যমেই পড়াশোনার চেষ্টা করালে তাতে মনোযোগ বাড়বে। আপনার শিশু পড়ায় মনোযোগী হয়ে উঠবে।

২. শুধু পাঠ্যবইয়ে শিশুকে আটকে রাখবেন না। আপনার শিশু প্রতিদিন নতুন কি শিখলো তা বিস্তারিত জানার চেষ্টা করুন। এ বিষয়ে আপনার জ্ঞান থাকলে তাও জানান। এতে আপনার শিশু পড়ায় মনোযোগী হয়ে উঠবে।

৩. ইউটিউবে বিনোদনের পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক ভিডিও পাওয়া যায়। সেগুলো শিশুকে নিয়ে দেখতে পারেন। এতে আনন্দের মাধ্যমে শিশু অনেককিছু শিখতে পারবে।

৪. শুধু সন্তানকে শিক্ষা দিলেই হবে না, সন্তানকে শিক্ষা দেওয়ার পাশাপাশি আপনিও শিখুন। এতে শিশুর পড়াশোনায় মনোযোগ বাড়বে।

৫. আপনার সন্তানকে শিক্ষার জন্য শুধু বই না পড়িয়ে বিভিন্ন মাধ্যমে শেখান। এতে একঘেয়েমি কেটে যাবে এবং পড়ায় মনোযোগ বাড়বে।

৬. শিশুর পড়াশোনার জন্য এমন স্থান বাছুন যেখানে পড়ার পরিবেশ নষ্ট করার জন্য টিভি কিংবা রেডিওর শব্দ নেই।

৭. প্রশংসা এবং উৎসাহ পেলে শিশুদের পড়াশোনায় মনোযোগ কয়েকগুণ বেড়ে যায়। তাই শিশুকে উৎসাহ দিতে ভুলবেন না।

৮. পড়াশোনায় যখন শিশু ব্যস্ত তখন অন্য বিষয় ছাড় দিন। শিশুকে বোঝান পরীক্ষা সারাবছর থাকবে না।

৯. শিশুকে পড়াশোনার জন্য সময় ভাগ করে দিন। এতে শিশু রুটিন মেনে চলার চেষ্টা করবে এবং পড়ায় মনোযোগী হয়ে উঠবে।

১০. প্রতিনিয়ত শিশুর অগ্রগতির ব্যাপারে খেয়াল রাখুন। কোন কারণে শিশু পিছিয়ে পড়লে তা পূরণ করা বেশ কঠিন হবে। তাই প্রতিদিন শিশুর অগ্রগতির দিকে খেয়াল করুন।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3478 0
জাহিদ স্কুল এন্ড কোচিং সেন্টার উদ্ভোদন https://bgn24.com/?p=3330 https://bgn24.com/?p=3330#respond Sun, 01 Jan 2023 11:17:04 +0000 https://bgn24.com/?p=3330 জাহিদ স্কুল এন্ড কোচিং সেন্টার উদ্ভোদন

শিক্ষায় আলো এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারের নাথকুন্ডু সড়কের জালাল উদ্দীনের বাসার পাশে “জাহিদ স্কুল এন্ড কোচিং সেন্টার” নামের এক শিক্ষা প্রতিষ্ঠান উদ্ভোদন হয়েছে। রবিবার সকাল আট টার দিকে এ উদ্ভোদনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অত্র প্রতিষ্ঠানের পরিচালক জাহিদ মিয়ার সভাপতিত্বে উদ্ভোদনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুগডুগি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইকরামুল ইসলাম। হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার রবিউল ইসলাম,ঘোড়াশাল দাখিল মাদ্রাসার ইবতেদায়ী প্রধান হযরত মাওলানা মোহাম্মদ সাদিকুর রহমান, এজে ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কোচিং সেন্টারের ডাকবাংলা শাখার পরিচালক আঃ মালেক মিয়াসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী ও ছাত্র-ছাত্রীদের অভিভাবক বৃন্দ। উদ্ভোদনী অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3330 0
শিক্ষকদের অধিকার,মর্যাদা রক্ষার দাবিতে সমাবেশ  https://bgn24.com/?p=3221 https://bgn24.com/?p=3221#respond Sun, 06 Nov 2022 11:16:06 +0000 https://bgn24.com/?p=3221 শিক্ষকদের অধিকার,মর্যাদা রক্ষার দাবিতে সমাবেশ 

সম্মিলিত শিক্ষক পরিষদের উদ্যোগে শিক্ষকদের অধিকার ও মর্যাদা রক্ষার দাবিতে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম সদরের মধ্য কুমরপুর এম এল হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবুর সভাপতি অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিনহাজুল ইসলাম ও পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ নূর বকস, সহকারী অধ্যাপক আজিজুল হক, সহকারী অধ্যাপক আব্দুল খালেক ফারুক, প্রধান শিক্ষক আব্দুল হাই, সহকারী শিক্ষক আরিফুর রহমান রুবেল প্রমূখ।

সমাবেশে বক্তারা শিক্ষার মান উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর গ্যাঃ প্রতিরোধ, ছাত্র-ছাত্রীদের মাদক ও মোবাইল আসক্ত থেকে রক্ষার উপর গুরুত্বারোপ দিয়ে বক্তব্য রাখেন।

 

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3221 0
https://bgn24.com/?p=3161 https://bgn24.com/?p=3161#respond Tue, 25 Oct 2022 13:43:56 +0000 https://bgn24.com/?p=3161 শার্শায় আসছেন ডাঃ দীপু মনি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি আগামীকাল ২৬শে অক্টোম্বর বুধবার একদিনের সফরে শার্শায় আসছেন।

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির একান্ত সচিব আবু আলী মো: সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়।

এ দিন সকাল ৬.৩০টায় তিনি ঢাকার হেয়ার রোডস্থ বাসভবন থেকে যশোরের উদ্দেশ্যে রওনা করবেন। সকাল ৯টায় তিনি যশোর সার্কিট হাউজে এসে পৌঁছবেন। সকাল ১১টায় শার্শার বাগআঁচড়া ড.মশিউর রহমান মহিলা কলেজের অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। পরে বেলা ২.৩০টায় যশোর খাজুরার উদ্দেশ্যে যাত্র করবেন।

বিকাল ৪টায় বাঘারপাড়ার খাজুরা সরকারি শহিদ সিরাজুদ্দীন হোসেন কলেজের অনুষ্ঠানে উপস্হিতি থাকবেন।সন্ধা ৬.৩০ যশোর বিমান বন্দর হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।পরে ৭.১০ টায় হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরের আভ্যন্তরীন টার্মিনালে উপস্হিতি এবং সন্ধা ৮.১৫ হেয়ার রোডস্থ বাসভবনে প্রত্যাবর্তন করবেন।

এদিকে এ উপলক্ষে শার্শার বাগআঁচড়া ড.মশিউর রহমান কলেজে সাজসজ্জা শেষ হয়েছে। সেই সাথে অনুষ্ঠান উদযাপনের জন্য সকল ধরনের প্রস্তুতিও চলছে পুরোদমে।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3161 0
ঝিনাইদহে স্কুল এণ্ড কলেজ কমিটির ভোট অনুষ্ঠিত https://bgn24.com/?p=2963 https://bgn24.com/?p=2963#respond Tue, 13 Sep 2022 15:26:33 +0000 https://bgn24.com/?p=2963 ঝিনাইদহে স্কুল এণ্ড কলেজ কমিটির ভোট অনুষ্ঠিত

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পৌর সভাধীন হরিণাকুণ্ডু পাইলট মাধ্যমিক স্কুল এণ্ড কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচন সুষ্ঠ্যু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

জানাগেছে বিদ্যালয়টি ১৯৪৫ সালে স্থাপিত হয়ে অদ্যবদী পর্যন্ত সুনামের সাথে শিক্ষাদান করে আসছে। বর্তমানে ৯২৮ জন শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়টি পাঠদান কার্যক্রম অব্যাহত রেখেছে। উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হরিণাকুণ্ডু পাইলট মাধ্যমিক স্কুল এণ্ড কলেজে কোনও ধরনের অপ্রিতিকর পরিস্থিতি ছাড়াই এক উৎসবমুখর শান্তিপূর্ণ পরিবেশে (১৩ সেপ্টেম্বর ) মঙ্গলবার সকাল থেকে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ৪ জন অভিভাবক পুরুষ সদস্যের বিপরিতে ১২ জন সাধারণ অভিভাবক সদস্য এবং সংরক্ষিত ২ জনের বিপরীত আসনে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। যথা সময়ে নির্বাচন শেষে প্রিজাইডিং অফিসার এবং হরিণাকুণ্ডু উপজেলার সমাজ সেবা অফিসার শিউলী রাণী এ ঘোষণা করেন।

এতে ভোটার সংখ্যা ছিলো মোট ৯২৮ জন, মোট মহিলা ভোটার ৩৭ জন, ফলাফলে অভিভাবক প্রতিনিধি হিসেবে সাধারণ আসনে মাহবুব রশিদ আজাদ, ও রশিদ এবং উচ্চ মাধ্যমিক সকিনা খাতুন, ও মনোরঞ্জন বিশ্বাস। অভিভাবক মহিলা হিসেবে শিউলী খাতুন। শিক্ষক সদস্য হিসেবে মাধ্যমিক মো: মোস্তাক আহম্মেদ নির্বাচিত হয়েছে। এছাড়াও জানা গেছে বিনাপ্রতিদ্বন্দীতায় দিলরুবা পারভীন এবং তোফাজ্জেল হোসেন নির্বাচিত হয়েছেন। সর্বমোট ৭৯% ভোট পোল হয়েছে বলেও জানান প্রিজাইডিং অফিসার।

এদিকে উপজেলা উপজেলার সমাজসেবা অফিসার শিউলী রাণী আরও জানান,অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। হরিণাকুণ্ড থানা পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আক্তারুজ্জামান লিটন জানান, আইন শৃংখলা বাহিনীর দ্বায়ীত্ব পালন করেন এস আই দীপ্তেশ সাথে সঙ্গীয় ফোর্স। এ দিকে হরিণাকুণ্ডু পাইলট মাধ্যমিক স্কুল এণ্ড কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচনে বিজয়ী প্রার্থীরা জানান, বিদ্যালয়টি শুষ্ঠ্যু ভাবে পরিচালনায় আমাদের দ্বায়ীত্ব যথা যথ পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শিক্ষার্থীরা যাতে একটি আদর্শ মানুষ হিসেবে তাদের সোনালী ভবিষ্যৎ গড়ে তুলতে পারে সেদিকে আমাদের সু-দৃষ্টি থাকবে। তাছাড়া তিনি আরও জানান এখানে ছেলে মেয়েরা দুর দূরান্ত থেকে এসে এই প্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকে।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=2963 0
ঝিনাইদহে ভেটেরিনারী শিক্ষার্থীরা ডিভিএম ডিগ্রীসহ ছয় দফা দাবি নিয়ে আবারও সড়ক অবরোধ  https://bgn24.com/?p=2951 https://bgn24.com/?p=2951#respond Tue, 13 Sep 2022 13:05:33 +0000 https://bgn24.com/?p=2951 ঝিনাইদহে ভেটেরিনারী শিক্ষার্থীরা ডিভিএম ডিগ্রীসহ ছয় দফা দাবি নিয়ে আবারও  সড়ক অবরোধ 

ঝিনাইদহ সরকারি ভেটেরিনারী কলেজের শিক্ষার্থীরা ডিভিএম ডিগ্রিসহ ৬দফা দাবি নিয়ে ৯৪ দিন ধরে আন্দেলনে রয়েছে। এরমধ্যে অবস্থান কর্মসূচী, ক্লাস বর্জণ এবং ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চালায় চালিয়ে আসছে।

সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে এই আন্দোলনে শিক্ষার্থীরা ৬টি দাবি জানাই। সড়ক অবরোধের সংবাদ শুনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবগত করে দাবি পূরণের আশ্বাস দিয়ে ছাত্রদের অবরোধ প্রত্যাহার করান।এসময় তারা সড়কে অবস্থানরত শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিয়ে অডিটোরিয়াম ভবনে তাদের দাবির পক্ষে যৌক্তিকতা তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) রথীন্দ্রনাথ রায়, কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম শাহীন, সদর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ সোহেল রানা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান ও ভেটেরিনারী কলেজের আন্দোলনরত সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষক-কর্মচারীরা।

শিক্ষার্থীরা বলেন দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি শিক্ষক ও কারিগরী যন্ত্রপাতির সল্পতা নিয়ে চলছে। শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট প্রজেক্ট বাতিল হওয়ায় ডিভিএম কোর্স সনদের অনুমোদন বিড়ম্বনায় পড়েছে অধ্যায়নরত শিক্ষার্থীরা। অধ্যক্ষ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও শিক্ষার্থীদের দাবির পক্ষে কোন সাড়া মেলাতে পারেননি। চাকরির অনিশ্চয়তায় সেখানে শিক্ষরাও থাকতে চান না। কর্মকর্তাদের বাধ্য হয়ে ক্লাস নিতে হচ্ছে। অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায় বলেন, ভেটেরিনারী কলেজ সরকারের ৫টি বিভাগের সাথে সংশ্লিষ্ট।

জেলা প্রশাসনের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের দাবির কথা জানিয়ে সংশ্লিষ্ট বিভাগগুলিতে প্রতিবেদন পাঠানো হয়েছে। তিনি বলেন রাজনৈতিক হস্তক্ষেপ করেই এই সমস্যার সমাধান করা যেতে পারে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, এই কাজ একজন এমপি সহজে করতে পারেন জাতীয় সংসদে উপস্থাপন করে। তার পরেও আমি দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলে প্রাণী সম্পদ মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করবো সমস্যা দ্রুত সমাধানের জন্য। ছাত্রছাত্রীদের দাবি ভর্তি বিজ্ঞপ্তিতে ডিভিএম ডিগ্রি প্রদানের কথা বলা হলেও তাদের কোর্স পরিবর্তন করা হয়েছে।

অত্র কলেজে ভর্তি সংক্রান্ত কাজ না করে অন্য কলেজ থেকে পরিচালনা করা হচ্ছে। ভর্তি ফি অতিরিক্ত বাড়ানো হয়েছে। শিক্ষক সংকট রয়েছে, বোর্ড পরীক্ষা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত হয় এবং প্রতিষ্ঠানে আধুনিক কোন যন্ত্রপাতি নেই। তাদের দাবি অচিরেই এই সমস্যা গুলোর সমাধান করা হোক। আলোচনা সভায় কলেজ ছাত্র সংসদের সহ সভাপতি সাইফুজ্জামান মুরাদ ও সাধারণ সম্পাদক মোঃ সজীবুল হাসান এই দাবি গুলো তুলে ধরেন।

আলোচনা সভায় প্রশাসনিক কর্মকর্তা আতাউর রহমান বলেন, এখন পর্যন্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কোন প্রতিনিধি কলেজ পরিদর্শনে এসে ছাত্রদের এসব দাবির কথা শুনেনি একারণে ছাত্রদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একবার কলেজে এসে তাদের কথা শোনা উচিত ছিল।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=2951 0
শার্শায় কায়বা বাইকোলা মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বানিজ্যের অভিযোগ  https://bgn24.com/?p=2917 https://bgn24.com/?p=2917#respond Thu, 08 Sep 2022 11:57:37 +0000 https://bgn24.com/?p=2917 শার্শায় কায়বা বাইকোলা মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বানিজ্যের অভিযোগ 

যশোরের শার্শা উপজেলার কায়বা বাইকোলা মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ সংক্রান্ত বিষয়ে ব্যাপক দূর্নীতি ও নিয়োগ বানিজ্যের অভিযোগ উঠেছে সভাপতির বিরুদ্ধে।

বিদ্যালয়ে অফিস সহায়ক, পরিচ্ছন্নতা কর্মী ও আয়া পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে একাধিক ব্যক্তির কাছ থেকে বিভিন্ন অংকে লক্ষ লক্ষ টাকা নিয়ে আত্মসাৎ করেছেন তিনি।

গত ২৬ জুলাই মঙ্গলবার যশোর থেকে প্রকাশিত দৈনিক স্পন্দন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে নিয়োগ বাণিজ্যের খেলায় মরিয়া হয়ে ওঠেন বিদ্যালয়ের সভাপতি আশানুর রহমান।

বিজ্ঞপ্তি প্রকাশের পর আয়া পদে নিয়োগের জন্য দরখাস্ত করেন পাঁচ কায়বা গ্রামের আক্তারুজ্জামানের স্ত্রী রুমা খাতুন। সভাপতি আশানুর রহমান রুমা খাতুনের স্বামী আক্তারুজ্জামানের কাছে ৫ লাখ টাকায় তার স্ত্রীকে চাকুরি পাইয়ে দিবে বলে চুক্তি করেন। সেই চুক্তি মোতাবেক সভাপতি আশানুর রহমান অগ্রিম ২,৪০,০০০/-(দুই লাখ চল্লিশ হাজার) টাকা আক্তারুজ্জামান নিলেও স্ত্রী রুমা আক্তারের চাকুরি হবেনা বলে সভাপতি জানিয়ে দেয়।
একই ভাবে অন্যান্য পদে চাকুরি দেওয়ার কথা বলে একাধিক লোকের নিকট থেকে লাখ লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
রুমা আক্তারের স্বামী আক্তারুজ্জামান বলেন, আমার স্ত্রীর আয়া পদে চাকুরির জন্য ৫ লাখ টাকা চুক্তিতে অগ্রিম ২ লাখ ৪০ হাজার টাকা প্রদান করি সভাপতির হাতে। যার প্রমাণ স্বরূপ অডিও ও ভিডিও চিত্র ধারণ করা রয়েছে। এখন তিনি বলছেন তোমার স্ত্রীর চাকুরি হবেনা। এই পদে আমার মেয়েকে চাকুরি দেওয়া হবে। সেই ক্ষেত্রে আমার কাছ থেকে নেওয়া ২ লাখ ৪০ হাজার টাকও তিনি ফিরিয়ে না দিয়ে দৈনিক নানান রকম টালবাহনা করে যাচ্ছেন।

একই ভাবে প্রতারনার শিকার হয়েছেন অফিস সহায়ক পদে চাকুরির জন্য আবেদন করা সোহাগ মিলন। তিনি বাইকোলা গ্রামের আব্দুল জলিলের ছেলে। নিয়োগ বানিজ্যের অভিযোগ এনে সোহাগ মিলনের পিতা আব্দুল জলিল বলেন, আমার ছেলেকে অফিস সহায়ক পদে চাকুরি দেওয়ার কথা বলে প্রথমে ১০ লাখ টাকা দাবি করেন সভাপতি।
ছেলের চাকুরির জন্য গরু, চাষের জমি এবং অন্যান্য জিনিসপত্র বিক্রি করে সভাপতিকে ১০ লাখ দিতে গেলে তিনি আমাকে বলেন তোমার ছেলের চাকুরি হবেনা। অন্য একজন ১২ লাখ টাকা দিবে। এ অবস্থায় গরু, চাষের জমি বিক্রি করে হতাশাগ্রস্ত হয়ে পড়েছি। এমন দূর্নিতীবাজ অর্থ আত্মসাৎকারী সভাপতির কাছ থেকে ক্ষতিপূরণ ও টাকা ফেরত সহ কমিটি থেকে সভাপতিকে অপসারণ করার দাবী জানাচ্ছি।

এ বিষয়ে কায়বা বাইকোলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো: আশানুর রহমানের কাছে নিয়োগ সংক্রান্ত আনিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন প্রার্থীদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চৌধুরী হাফিজুর রহমান জানান, এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত বিষয়টি আশেপাশে ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসীর মধ্যে এক ধরনের চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভূক্তভোগীদের সাথে সাধারণ মানুষেরা অর্থ আত্মসাৎ, অর্থ বাণিজ্য ও ঘুষের টাকা ফেরত সহ বিদ্যালয়ের সভাপতি পদ থেকে অপসারণের দাবি করেন সচেতন মহল।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=2917 0