প্রবাস – Bangla Green News https://bgn24.com সংবাদে নতুনত্বের সূচনায়! Mon, 05 Jul 2021 16:44:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 রেমিট্যান্সে রেকর্ড!! https://bgn24.com/?p=1371 https://bgn24.com/?p=1371#respond Mon, 05 Jul 2021 16:43:29 +0000 https://bgn24.com/?p=1371 বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের মধ্যেও ২০২০-২১ অর্থবছর শেষে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা টাকার হিসাবে দুই লাখ ১০ হাজার ৬১০ কোটি টাকার বেশি। অর্থবছরের হিসাবে একসঙ্গে এত পরিমাণ রেমিট্যান্স এর আগে দেশে আসেনি।

সোমবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ (২৯ জনু পর্যন্ত) ৪৬ দশমিক শূন্য ৮ বিলিয়ন ডলার বা প্রায় চার হাজার ৬০৮ কোটি ডলার, যা টাকার হিসাবে তিন লাখ ৯১ হাজার ৬৯৭ কোটি টাকা। এ বিপুল বৈদেশিক মুদ্রা দিয়ে দেশের ১১ মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

 

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন মতে, বিদায়ী (২০২০-২০২১) অর্থবছরের শেষ মাস জুনে ১৯৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা পুরো অর্থবছরের মধ্যে সবচেয়ে বেশি দেশে আসা রেমিট্যান্স।

গত অর্থবছরের রেমিট্যান্সের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলারে বা ২ লাখ ১০ হাজার ৬১০ কোটি টাকা। অর্থবছরের হিসাবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে বিদায়ী অর্থবছরে।

রেমিট্যান্স আসা শীর্ষ ১০ দেশের মধ্যে রয়েছে যথাক্রমে-সৌদি আরব, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ওমান, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, সিঙ্গাপুর এবং ইতালি।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

]]>
https://bgn24.com/?feed=rss2&p=1371 0
পুলিশকে ঘুষ দেওয়ার চেষ্টা মালয়েশিয়ায়, দুই বাংলাদেশি গ্রেফতার! https://bgn24.com/?p=642 https://bgn24.com/?p=642#respond Mon, 25 Jan 2021 04:16:46 +0000 http://bgn24.com/?p=642 মালয়েশিয়ায় পুলিশকে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছেন দুই বাংলাদেশি। ট্যাক্সি নিয়ে কুলিম যাওয়ার পথে টোল রাস্তা থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

কুলিম জেলা পুলিশপ্রধান আজহার হাশিম বলেন, এসজেআর স্টাফদের তদন্ত অনুয়ায়ী, গ্রেফতার দুজনের কাছে বৈধ ভ্রমণের দলিল ও ক্রস-স্টেট পারমিট ছিল না। এর জন্য তারা কর্তব্যরত পুলিশ সদস্যকে ৫০০ রিঙ্গিত নগদ ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন। দুজনকে এ ধরনের কাজ না করার জন্য সতর্ক করেছিল পুলিশ।

দুবার সতর্ক করার পরও ওই দুই বাংলাদেশি কর্তব্যরত পুলিশকে ঘুষ দেওয়ার চেষ্টা করেন। পরে তদন্তের জন্য তাদের গ্রেফতার করে পুলিশ।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=642 0