চট্টগ্রাম বিভাগ – Bangla Green News https://bgn24.com সংবাদে নতুনত্বের সূচনায়! Fri, 14 May 2021 13:04:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 ঈদের আনন্দ, চট্টগ্রামে বৃষ্টির পানিতে বন্যা! https://bgn24.com/?p=1192 https://bgn24.com/?p=1192#respond Fri, 14 May 2021 13:04:50 +0000 https://bgn24.com/?p=1192 ঈদের নামাজ শেষ করে ঘরে ফেরা হয়নি তখনও। কেউ শিশুদের নিয়ে এসেছেন মসজিদে, এসেছেন বয়োবৃদ্ধ অনেকে। হঠাৎ শুরু হওয়া বৃষ্টিতে দুর্ভোগে পড়েন সবাই। শুক্রবার (১৪ মে) সকাল পৌনে ১০টায় শুরু হওয়া অঝোর ধারার বৃষ্টি বিরতিতে যায় এক ঘণ্টা পর।

এসময়ে নগরের নিম্নাঞ্চলে জমে যায় পানি। ঈদের আনন্দে শামিল হতে রাস্তায় আসা কিশোর-যুবক, বয়স্করা ভিজে একাকার হয়ে যান। জায়নামাজ মাথায় দিয়েও হয়নি শেষ রক্ষা।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল জানান, গত ২৪ ঘণ্টায় ২৭ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। মধ্যরাতে আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চট্টগ্রাম সমুদ্রবন্দর ও নদীবন্দরে কোনও সতর্কতা সংকেত নেই।

এদিকে বৃষ্টিতে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, বহদ্দারহাট, মুরাদপুর, ষোলশহর দুই নম্বর গেইট, চকবাজার, খাতুনগঞ্জসহ অধিকাংশ নিম্নাঞ্চলের সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব এলাকার নিচতলার বাসা-বাড়ি ও দোকানপাটে পানি ঢুকে গেছে। কোনো কোনো সড়কে রিকশাভ্যানে যাত্রী পরিবহন করতে দেখা গেছে।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=1192 0
৫ দিনের রিমান্ডে বাবুল আক্তার https://bgn24.com/?p=1182 https://bgn24.com/?p=1182#respond Wed, 12 May 2021 15:48:28 +0000 https://bgn24.com/?p=1182 চট্টগ্রামে স্ত্রী মাহমুদা খানম (মিতু) হত্যা মামলায় স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের  ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বুধবার (১২ মে) দুপুর আড়াইটার দিকে তাকে আদালতে এনে মামলার তদন্তকারী কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা ৭ দিনের রিমান্ড আবেদন করেন। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ তথ্য নিশ্চিত করেছেন বাবুল আক্তারের আইনজীবী আরিফুর রহমান। 

এর আগে দুপুর পৌনে একটার দিকে বাবুল আক্তারকে প্রধান আসামি করে মিতুর বাবা মোশাররফ হোসেন পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন। বাবুল ছাড়াও মামলায় আসামি করা হয়েছে আরও ৭ জনকে।

মোশাররফ হোসেন বলেন, মামলায় বাবুল আক্তারসহ ৮ জনকে আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন- কামরুল ইসলাম মুছা, কালু, ওয়াসিম, শাহজাহান, আনোয়ার, এহতেসামুল হক ভোলা ও সাকি।

৫ বছর আগে চট্টগ্রামে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় বাদী ছিলেন স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। কিন্তু ধীরে ধীরে তদন্তের মোড় ঘুরতে থাকে। পরতে পরতে বেরিয়ে আসে নানা চাঞ্চল্যকর তথ্য। তদন্তে তার বিরুদ্ধেই হত্যার সঙ্গে জড়িত থাকার সংশ্লিষ্টতা পাবার পর জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার (১১ মে) ডেকে তাকে হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

এর আগে মঙ্গলবার রাতে পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাইমা সুলতানা বলেন, মঙ্গলবার মিতু হত্যা মামলার বাদী বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য পিবিআইতে ডাকা হয়েছিল। জিজ্ঞাসাবাদে পিবিআই স্ত্রী হত্যায় বাবুলের সংশ্লিষ্টতা পেয়েছে তদন্তকারী দল। তাই তাকে পিবিআই হেফাজতে রাখা হয়েছে। মামলার তদন্তের বিষয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। ওই সময় এ ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়। ঘটনার সময় মিতুর স্বামী পুলিশ সুপার বাবুল আক্তার অবস্থান করছিলেন ঢাকায়। ঘটনার পর চট্টগ্রামে ফিরে তৎকালীন পুলিশ সুপার ও মিতুর স্বামী বাবুল আক্তার পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=1182 0
“কিশোরী” গ্যাং লিডার আটক!! https://bgn24.com/?p=977 https://bgn24.com/?p=977#respond Sun, 14 Mar 2021 06:34:12 +0000 http://bgn24.com/?p=977 চট্টগ্রামে আলোচিত তাহমিনা সিমি নামের এক কিশোরী গ্যাং লিডারকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার তাকে আটক করা হয় বলে জানিয়েছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মিজানুর রহমান।

পুরুষ বন্ধুকে সঙ্গে নিয়ে এক কিশোরীকে পতেঙ্গা নেভাল বিচ এলাকায় অমানবিক মারধর এবং হত্যার হুমকি দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। ওই ঘটনার পর পুলিশ এই মাস্তান কিশোরীকে শনিবার আটক করে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।তাহমিনা সিমি নামের এই কিশোরী একজন কিশোরী গ্যাং লিডার হিসেবে পরিচিত। জানা যায়, গত বছরের ২৪ আগস্ট বাসায় ঢুকে এক তরুণীকে মারধর করেছিলেন সিমি ও তার গ্রুপ।

পরে ওই তরুণীর মামলায় দুই সহযোগীসহ আটক হন সিমি। এই মামলায় বেশ কয়েকদিন কারাগারে থেকে জামিন পায় সে। সর্বশেষ গত শুক্রবার সিমি ও তার গ্রুপের আরও একটি অপকর্মের ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সেই ভিডিওতে দেখা যায়, পতেঙ্গা নেভাল বিচ এলাকায় সিমি তার এক পুরুষ বন্ধুকে সঙ্গে নিয়ে এক কিশোরীকে অমানবিকভাবে মারধর করে এবং তাকে হত্যার হুমকি দেয়। ওই ঘটনার পর পুলিশ শনিবার তাহমিনা সিমিকে আটক করে।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=977 0