খুলনা বিভাগ – Bangla Green News https://bgn24.com সংবাদে নতুনত্বের সূচনায়! Tue, 16 Jul 2024 07:34:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 মুক্তিজোটের মেহেরপুর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা https://bgn24.com/?p=3788 https://bgn24.com/?p=3788#respond Tue, 16 Jul 2024 07:07:31 +0000 https://bgn24.com/?p=3788 মোঃ জামিরুল ইসলামকে আহ্বায়ক ও আব্দুল মতিন বাবলুকে সদস্য সচিব করে ১২ সদস্যর মেহেরপুর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট।

১৬ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে মুক্তিজোট-এর কেন্দ্রীয় কমিটির সংগঠন প্রধান আবু লায়েস মুন্না ও সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি মোঃ শাহজামাল আমিরুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মেহেরপুর জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

উক্ত কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে মোঃ তরিকুল ইসলাম ও মোঃ আনাজ আলী এবং সদস্য হিসেবে মোঃ সাইমুম কবীর, মোঃ সমিরুল ইসলাম, মোঃ খাইরুল ইসলাম, মোঃ ফিরোজ আলী, মোঃ সাব্বীর হসাইন, মোঃ হায়দার আলী, মোঃ আরিফ হোসেন ও মোঃ আলামিন হোসেনের নাম ঘোষণা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটিকে ক্রমান্বয়ে জেলাভুক্ত উপজেলাসমূহের কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়েছে।

মেহেরপুর জেলা আহবায়ক মোঃ জামিরুল ইসলাম কমিটি পাওয়ার পর বলেন, আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে এই সংগঠনকে এগিয়ে নিতে কাজ করে যাবো। এমনকি সংগঠনের সকল সাংগঠনিক কাজে অংশ গ্রহনের ইচ্ছাও প্রকাশ করেন তিনি।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3788 0
ঝিনাইদহে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কৃষি কর্মকর্তা নিহত https://bgn24.com/?p=3392 https://bgn24.com/?p=3392#respond Fri, 10 Feb 2023 11:56:30 +0000 https://bgn24.com/?p=3392 ঝিনাইদহে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কৃষি কর্মকর্তা নিহত

ঝিনাইদহের কোটচাঁদপুরে ইটবোঝায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে লতিফুল কবির (৫৮) নামে এক উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার উপজেলার তালসার রোডের ফুলবাড়ি নামক স্থানে এ দুঘর্টনা ঘটে।

নিহত লতিফুল কবির ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামের মৃত আবু তাহের বিশ্বাসের ছেলে। তিনি ঝিনাইদহ কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন। তার দুটি ছেলে এবং একটি কন্যা সন্তান আছে। তার এই অকাল মৃত্যুতে পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, লতিফুল কবির দুপুরে মোটরসাইকেলে করে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে একটি ইটবোঝায় ট্রাক্টর তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় কোঁটচাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3392 0
ঝিনাইদহে পেঁয়াজের বীজ বিতরণে অনিয়মের অভিযোগ https://bgn24.com/?p=3389 https://bgn24.com/?p=3389#respond Wed, 08 Feb 2023 12:26:18 +0000 https://bgn24.com/?p=3389 ঝিনাইদহে পেঁয়াজের বীজ বিতরণে অনিয়মের অভিযোগ

ঝিনাইদহ সদর উপজেলার ১৭ টা ইউনিয়নে ২০২২ ও ২০২৩ অর্থবছরে ৩০০ জন কৃষকের মধ্যে গ্রীষ্মকাল পেঁয়াজ চাষের জন্য কৃষক প্রতি ২৮ শত নগদ টাকা, ৪০ কেজি ইউরিয়া ফসফরাস জাতীয় সার ও এক কেজি উন্নত জাতের পেঁয়াজের বীজ ১ রোল পলিথিন ও কৃষকের প্রশিক্ষণ বাবদ ৭৫০ টাকা বিতরণ করা হয়েছে। তবে এই প্রকল্পে ঝিনাইদহ সদর উপজেলার কৃষি বিভাগের ব্যাপক অনিয়ম, স্বজন প্রীতি ,কৃষক নির্বাচনে অবহেলা , যন্ত্রতন্ত্রভাবে যে কোন একজনকে কৃষক সাজিয়ে বীজ বিতরণ সহ যথাযথ উপযুক্ত সময় বীজ কৃষকের হাতে পৌঁছে না দেওয়ার অভিযোগ উঠেছে।

এই অনিয়মের ফলে সরকার কৃষকের জন্য ব্যাপক ব্যয় করলেও কৃষি বিভাগের চরম অবহেলা ও উদাসীনতার কারণে কাঙ্ক্ষিত লক্ষ্যে পেঁয়াজ উৎপাদন সম্ভব হচ্ছে না । জানা গেছে যে সরকারের এই প্রকল্পে বরাদ্দকৃত অর্থ প্রায় ৪০ লক্ষ টাকা। বরাদ্দকৃত ব্যাপক এই অর্থ দেশের কোন কাজেই আসেনি। ঝিনাইদহ সদর উপজেলার কৃষি বিভাগের এই অনিয়ম এর খবর সাংবাদিকরা জানতে পারার পর ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল করিম এর নিকট কৃষক এর তালিকা জানতে চাহিলে সে তালিকা প্রদান না করার জন্য বিভিন্ন তালবাহানা করে।

১০ই ডিসেম্বর তার কাছে কৃষকের তালিকা চাইলে সে বলে যে বিধি মোতাবেক আবেদন করেন। ১৮ ডিসেম্বর বিধি মোতাবেক আবেদন করে ইমেলে সে তালিকা দিতে দেরি করার জন্য বলেন যে ২০ কর্ম দিবস এর মধ্যে আমি আপনাকে তালিকা দেব। অর্থাৎ এই সময়ের ভিতরে মাঠে গেলে কোথাও যাতে গ্রীষ্মকালীন পেঁয়াজের খেত না পাওয়া যায়। তারপর ৮ই জানুয়ারি সে ইমেইলে সাংবাদিক কে মেল পাঠিয়ে তথ্য অধিকার আইন ২০০৯ এর ৯ ধারা এর ( ৬ ও ৭ উপধারা মোতাবেক ধারা ) মোতাবেক ইলেকট্রনিক ফরম্যাট বাবদ ৪০০ কৃষকের তালিকা প্রদানের জন্য ৪০০ টাকা খরচ দাবি করেন। অথচ ওই ধারায় তথ্য প্রদানের মূল্য স্বরূপ ফটোকপি প্রতি কপি ২ টাকা করে নেয়ার কথা আছে। ইমেইল করলে তথ্য অধিকার আইন অনুযায়ী বিনা খরচে তথ্য প্রদানের নিয়ম আছে। তখন সাংবাদিক এই তথ্য নেয়ার জন্য ১৫ ই জানুয়ারি সোনালী ব্যাংকে ৪ ০০ টাকা ফি জমা দিয়ে এই তথ্য সংগ্রহ করে।

কৃষকের তালিকা পাওয়ার পর মাঠ পর্যায়ে সরজমিনে ব্যাপক অনিয়মের তথ্য পাওয়া যায়। ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের সাধুহাটি গ্রামে ১১ জন কৃষকের গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা সরবরাহ করা হয়েছে। তবে কোন পেঁয়াজের ক্ষেত পাওয়া যায়নি। শাহীন নামের একজন কৃষক দাবি করে যে সে এই জমিতে পেঁয়াজ করেছিল তবে বর্তমানে সেই জমিতে ভুট্টো চাষ হয়েছে। সুমন নামের একজন কৃষকের খেতে দেখা যায় যে রসুনের চাষ হয়েছে। সুমন দাবি করেছে এই খেতে পেঁয়াজ করার পর সে রসুন চাষ করেছে। রাশিদুল নামে একজনের দুই তিন কাটা জমিতে দেখা যায় যে খুব হালকা ভাবে ছোট ছোট পেঁয়াজের চারা হয়েছে। সুমনের খেতে কৃষি বিভাগের রসুনের প্রদর্শিত খামারের রসুন বপনের তারিখ ৭/-১১ /২০২২। পেঁয়াজের বীজ বিতরণের তারিখ দেখানো হয়েছে ১১/৯ /২০২২। রাশিদুল বলেন অন্যদের গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ বিতরণের প্রায় এক মাস পরে আমাদের কয়েকজনের বীজ দেওয়া হয়েছে। একটি খেতেও কোন প্রদর্শনী সাইনবোর্ড পাওয়া গেল না। কৃষক সুমনের যে খেতে রসুন এর প্রদর্শনী করা হয়েছে সে ক্ষেত মাত্র ১৭ শতক জমি হবে কিন্তু প্রদর্শনী সাইনবোর্ডে ৩৩ শতক জমি লেখা হয়েছে।

এই প্রসঙ্গে সাধুহাটি ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার মিলন ঘোষের সাথে কথা বললে সে বলে যে সব পেঁয়াজ সঠিকভাবে চাষ হয়েছে এবং পেঁয়াজ উঠায় কৃষকেরা বিক্রয় করে ফেলেছে বলে কৃষকের ক্ষেতে কোন পেঁয়াজ দেখা যায়নি। যে অঞ্চলে পেঁয়াজ ভালো হয় সেই অঞ্চলেই চাষীদের গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ বিতরণ করা হয়েছে বলে সে দাবি করেন। তার কাছে জানতে চাওয়া হয় যে এই পেঁয়াজের মেয়াদকাল কত দিনের? প্রতিউত্তরে সে জানাই ১০০ থেকে ১২০ দিন। তখন তার কাছে বর্তমানে জমিতে পেঁয়াজ নাই কেন জিজ্ঞাসা করলে সে বলে যে সাংবাদিকদের সাথে আমাদের এই বিষয়ে কথা বলা নিষেধ আছে। আপনারা আমার স্যার উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিমের সাথে যোগাযোগ করে কথা বলতে পারেন।

সদর উপজেলার দোগাছি ইউনিয়নে পাওয়া যায় সাধুহাটি ইউনিয়নের উল্টো চিত্র। পন্ডিত পুর গ্রামের সাতজন কৃষক তারা তাদের জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজের চারা রোপন করেছে সবেমাত্র ১৫-২০ দিন হল। তবে পুটিয়া গ্রামের সজীব নাম করে একজন কৃষকের গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ বিতরণ করেছে। সে মুরগির ব্যবসা করে তার এক বিঘা জমি বন্ধক রেখে গমের চাষ করেছে। তার কোন পেঁয়াজের চাষ নাই। তাছাড়া কলমান খালি গ্রামের এক মহিলাকে পেঁয়াজ চাষী সাজিয়ে তাকে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা বিতরণ করেছে। সে প্রকৃতপক্ষে কোন কৃষক নয় । সে অত্র ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসারের বাচ্চা রাখেন। সেই সুবাদে তাকে এই গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা দেয়া হয়েছে।

এই প্রসঙ্গে দোগাছি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান কাজল জানান এই ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা তার যাদের সাথে সম্পর্ক ভালো শুধু তাদেরকেই বিভিন্ন প্রকার সুযোগ-সুবিধা দিয়ে থাকেন। আমি ইউনিয়নের চেয়ারম্যান হলেও কৃষকের ব্যাপারে আমার সাথে কোন পরামর্শ করা হয় না। যার কারণে যারা প্রকৃত কৃষক তারা অনেকেই কৃষি বিভাগের বিভিন্ন প্রকার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

এই প্রসঙ্গে দোগাছি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা কুহেলি বিশ্বাস এর সাথে কথা বললে সে বলে যে কোন প্রকার অনিয়ম স্বজনপ্রীতি এখানে ঘটেনি প্রকৃত কৃষকদেরই পেঁয়াজের প্রণোদনা দেয়া হয়েছে। চেয়ারম্যানের পরামর্শই তা হয়েছে বলে সে দাবি করেন। সে বলে যে ধান কাটার পরে আমার কৃষকেরা গ্রীষ্মকালীন পেঁয়াজের চাষ করেছে ।তাই এখনো তাদের পেয়াজ মাঠে রয়েছে। এই পিয়াজ আরো দেড় দুই মাস পর কৃষক তুলতে পারবে বলে সে দাবি করেন।

এই প্রসঙ্গে ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিমের সাথে কথা বললে সে বলে নিয়ম মোতাবেক যথাযথ সময়ে কৃষকের মাঝে পেঁয়াজের প্রণোদনা বিতরণ করা হয়েছে। এতদিনে কৃষকের মাঠে আর গ্রীষ্মকালীন পেঁয়াজ নেই বলেন জানান।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3389 0
আহ্বান শিল্পী গুষ্ঠির কমিটি ঘোষণাঃ পরিচালক জাহিদুল,সহকারী সোহেল https://bgn24.com/?p=3374 https://bgn24.com/?p=3374#respond Fri, 20 Jan 2023 13:59:29 +0000 https://bgn24.com/?p=3374 আহ্বান শিল্পী গুষ্ঠির কমিটি ঘোষণাঃ পরিচালক জাহিদুল,সহকারী সোহেল
ঝিনাইদহ সদর উপজেলার “আহ্বান শিল্পী গুষ্ঠি”র দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকাল ১১ টার দিকে সদর উপজেলার ডহরপুকুরিয়া গ্রামে আনুষ্ঠানিক ভাবে এই কমিটি ঘোষণা করা হয়। 
আহ্বান শিল্পী গুষ্ঠির উপজেলা সাবেক সহকারী পরিচালক হাসানুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ঝিনাইদহ জেলা ম্যাসেজ কালচারাল একাডেমির পরিচালক অধ্যাপক রাসেদ সরওয়ার এর উপস্থিতিতে এই উপজেলা কমিটির পরিচালক হিসাবে জাহিদুল ইসলাম সালেহী ও সহকারী পরিচালক হিসাবে সোহেল আহম্মেদ কে ঘোষণা করা হয়। 
এই কমিটিতে অর্থ সম্পাদক আঃ আজিজ,সঙ্গীত পরিচালক  নবী-ছদ্দীন, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, সাহিত্য সম্পাদক হাসানুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদ রানা,থিয়েটার সম্পাদক আব্বাস আলী,শিশু বিভাগ আঃ মান্নান অফিস সম্পাদক বিল্লাল হোসেন,কিরাত বিভাগ হাফেজ ইব্রাহীম,ওলামা বিভাগ কে এম রাইসুল ইসলামকে ঘোষণা করা হয়। 
এই কমিটি ঘোষণা করার সময় বিভিন্ন পেশার লোকজনসহ স্হানীয়রা উপস্থিত ছিলেন। 
]]>
https://bgn24.com/?feed=rss2&p=3374 0
মহেশপুরে স্বর্ণের বার ও এয়ারগানসহ আটক ১ https://bgn24.com/?p=3369 https://bgn24.com/?p=3369#respond Wed, 18 Jan 2023 05:16:48 +0000 https://bgn24.com/?p=3369 মহেশপুরে স্বর্ণের বার ও এয়ারগানসহ আটক ১

ঝিনাইদহের মহেশপুর ও জীবননগর উপজেলার সীমান্তে অভিযানে ৪ টি স্বর্ণের বার ও ৪ টি এয়ারগানসহ বায়েজীদ (২১) নামে এক স্বর্ণের পাচারকারীকে আটক করেছে ৫৮ বিজিবি । আটকৃত বায়েজীদ মহেশপুর উপজেলার বাগাডাঙ্গা গ্রামের নাছির উদ্দিনের ছেলে।

মঙ্গলবার দুপুরে মহেশপুর উপজেলার পদ্মপুকর ডিগ্রী কলেজের নিকট থেকে স্বর্ণের বার ও জীবননগর উপজেলার মাধখালী ময়নাগাড়ী মাঠের মধ্য থেকে এয়ারগান গুলো আটক করা হয় ।
মঙ্গলবার সন্ধায় এক প্রেস ব্রিফিংয়ে ৫৮ বিজিবির পরিচালক মাসুদ পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক ২টি অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদেও ভিত্তিতে ঐ ২টি এলাকায় অভিযান পরিচালনা করি ।

এয়ারগান ফেলে পালিয়ে গেলেও মহেশপুর উপজেলার পদ্মপুকর ডিগ্রী কলেজের নিকট থেকে ৫টি সোনার বারসহ বায়েজীদ (৩৫) নামে এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করা হয়। যার ওজন ৭৬৬.৩৮ গ্রাম। উদ্ধার করা স্বর্ণের বর্তমান বাজার মুল্য ৩৪ লক্ষ ৫৮হাজার ৮শত ৩০ টাকা। আইনী প্রক্রিয়া শেষে আসামীসহ স্বর্ণ মহেশপুর ও পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা এয়ারগান গুলো জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3369 0
সাধুহাটি ইউনিয়ন কৃষক লীগের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ https://bgn24.com/?p=3366 https://bgn24.com/?p=3366#respond Tue, 17 Jan 2023 15:43:40 +0000 https://bgn24.com/?p=3366 সাধুহাটি ইউনিয়ন কৃষক লীগের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের কুয়াশা দিন দিন যেন শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন কষ্টকর হতে চলেছে । শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্নআয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াতে চাই উপজেলা কৃষক লীগ।

তার ধারাবাহিকতায় সাধুহাটি ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক হাবিবুর রহমানের সভাপতিত্বে বোড়া গ্রামে মঙ্গলবার বেলা ১২ টার দিকে সাধুহাটি ইউনিয়নের শীতার্ত অসহায় ও দুস্থের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ঝিনাইদহ- ২ আসনের এমপি জনাব তাহজিব আলম সিদ্দিকীর (সুমি)’র প্রতিনিধি জনাব রওশন আলী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপির ব্যক্তিগত সহকারী রিপন আহম্মেদ, ঝিনাইদহ সদর উপজেলা কৃষক লীগের সভাপতি শফি উদ্দীন আহম্মেদ মিন্টু,সদর কৃষক লীগের নেতা আঃ মান্নান সাধুহাটি ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আঃ হামিদ, ডাকবাংলা পুলিশ ফাঁড়ির এ এস আই লিটন হোসেনসহ উপস্থিত ছিলেন কাজল,আজিজুল,লিটন প্রমূখ।

এসময় অতিথিগন ইউনিয়ন বাসীর উদ্দেশ্য বলেন,আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। এ সময় তারা মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3366 0
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত -৩ https://bgn24.com/?p=3359 https://bgn24.com/?p=3359#respond Sat, 14 Jan 2023 08:31:21 +0000 https://bgn24.com/?p=3359

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত -৩

ঝিনাইদহ-যশোর মহাসড়কের ছালাভরা ইটভাটা নামক স্থানে ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাকিল (২৫) ও রকি (২০) নামের দু’জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দূর্ঘটনা ঘটে। শাকিল কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের ষাটবাড়িয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে ও রকি একই গ্রামের মিটুলের ছেলে বলে জানা যায়। তারা উভয়ে প্রতিবেশী। 
জানা যায়, শাকিল কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি ঔষধ ফার্মেসিতে কাজ করতেন। তারা ঝিনাইদহ শহরের উদ্দেশ্যে কালীগঞ্জ থেকে মোটর সাইকেলযোগে রওনা করেন। দূর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। অপর দিকে শৈলকুপা ফায়ার সার্ভিসের পাশে যাত্রীবাহি একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক তুষার (২৫) নামের এক যুবক মারা যায়। শনিবার বেলা ১১ টায় এ দূর্ঘটনা ঘটে। সে শৈলকুপা উপজেলার পদমদী গ্রামের সোহরাব মন্ডলের ছেলে।  শৈলকুপা থানার অফিসার ইনচার্জ ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
]]>
https://bgn24.com/?feed=rss2&p=3359 0
ঝিনাইদহে মাঠ থেকে স্কুল শিক্ষকের লাশ উদ্ধার https://bgn24.com/?p=3350 https://bgn24.com/?p=3350#respond Sun, 08 Jan 2023 10:58:45 +0000 https://bgn24.com/?p=3350 ঝিনাইদহে মাঠ থেকে স্কুল শিক্ষকের লাশ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশরবা এলাকার একটি মাঠ থেকে তাপস বিষ্ণু (৫৫) নামে স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১১ টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের ঈশরবা এলাকার জামতলা এলাকা থেকে উদ্ধার করা হয়।

মৃত তাপস বিষ্ণু উপজেলার গোপালপুর এলাকার সুনীল বিষ্ণুর ছেলে ও চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।
স্থানীয়রা জানায়, শনিবার রাত থেকে ওই ব্যক্তি ঈশ^রবা জামতলা এলাকায় অবস্থান করেন। বিভিন্ন দোকানে চা-নাস্তা খেয়েছেন। রাত ৯ টার পর থেকে তাকে আর এলাকায় দেখা যায়নি। সকালে মাঠে পানি দিতে গিয়ে কাঁদার মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নিহত তাপস বিষ্ণুর ভাই বিদ্যুৎ বিষ্ণু জানান, শনিবার দুপুর থেকে তার ভাই নিখোঁজ ছিলেন। অনেক স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। রোববার সকালে ভাইকে খুঁজতে তিনি কালীগঞ্জ শহরে আসেন। এরপর খবর পান ঈশ^রবা গ্রামের মাঠে একজনের লাশ পড়ে আছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে লাশ শনাক্ত করেন। তার ভাই দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান তিনি।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3350 0
ঝিনাইদহ জেলা রিপোটার্স ইউনিটির সাধারণ সভা অনুষ্ঠিত  https://bgn24.com/?p=3346 https://bgn24.com/?p=3346#respond Sat, 07 Jan 2023 12:35:08 +0000 https://bgn24.com/?p=3346

ঝিনাইদহ জেলা রিপোটার্স ইউনিটির সাধারণ সভা অনুষ্ঠিত 

ঝিনাইদহ জেলা রিপোটার্স ইউনিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টার দিকে ঝিনাইদহের পাগলা কানা হাসানুজ্জামান ক্লিনিকের সামনে এইচ কমপ্লেক্সের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। রিপোটার্স ইউনিটির সভাপতি এম এ কবির এর সভাপতিত্বে উক্ত সাধারণ সভায় উপস্থিত ছিলেন অত্র ইউনিটির সকল সদস্যবৃন্দ। 
আলোচকরা সাধারণ সভায় ২০২৩ সালকে স্বাগত জানিয়ে গত সালের আয়-ব্যয়সহ ইউনিটির বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করা করেন। আগামী দিনগুলো যেন সবাই সুন্দর ভাবে একসাথে মিলে-মিশে কাজ করতে পারে সেবিষয়ে ও আলোচনা করেন তারা। এই সাধারণ সভাটি পরিচালনা করেন জেলা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহিদুর রহমান সন্টু। 
]]>
https://bgn24.com/?feed=rss2&p=3346 0
খেজুরের রস খেতে গিয়ে গণপিটুনির শিকার? https://bgn24.com/?p=3342 https://bgn24.com/?p=3342#respond Sat, 07 Jan 2023 06:48:28 +0000 https://bgn24.com/?p=3342 চুয়াডাঙ্গায় খেজুরের রস খেতে গিয়ে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়েছেন তিন কিশোর। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ এসে তাদের উদ্ধার করে।

শুক্রবার রাতে সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের ট্যাংরামারির মাঠে ১৫ থেকে ২০ জনের একটি দল খেজুরের রস খেতে গেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল রাতে ১৫ থেকে ২০ জন কিশোর মিলে ট্যাংরামারির মাঠে খেজুর রস খেতে যায়। গ্রামবাসী তাদের চোর সন্দেহে একজোট হয়ে ধাওয়া দিয়ে তিন কিশোরকে আটক করে। এ সময় বাকিরা পালিয়ে যায়। আটকদের এলাকাবাসী তাদের গণপিটুনি দেয়। পরে এলাকাবাসীদের কেউ জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল করলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন কিশোরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে হেফাজতে নেয় পুলিশ।

আহতরা হলেন চুয়াডাঙ্গা শহরের ইসলামপাড়ার লালনের ছেলে পৃতম (১৪), জিনতলাপাড়ার মিনার ছেলে আমান (১৭), একই এলাকার শাহিনের ছেলে পারভেজ (১৬)।

গ্রামবাসীদের দাবি, শীতের মৌসুমে গাছিরা অনেক কষ্ট করে খেজুরগাছ কেটে রস সংগ্রহ করে গুড় বা পাটালি বিক্রি করে উপার্জন করে আসছে। মাঠে কিংবা রাস্তার পাশে খেজুর গাছ থাকায় রাতের আধারে মানুষ এসে রস খেয়ে যায়। পাহারা দিলেও একাধিক লোক থাকায় উল্টো হুমকি-ধামকি দেয় তারা। আবার অনেক সময় রস খেয়ে ভাড় নিয়ে ও ভেঙে রেখে যায়।

এলাকাবাসী জানায়, গতকাল রাতে একদল ছেলের মাঠে দেখতে পায় গ্রামবাসী। একসাথে এত লোক দেখে গ্রামবাসীরা ডাকাত ভেবে আতঙ্কিত হয়ে পড়ে। তখন গ্রামবাসী একত্রে হয়ে তাদেরকে ধাওয়া দেয়। এ সময় সবাই পালাতে পারলেও তিনজন ধরা পড়ে। তাদেরকে করে চড়-থাপ্পর দিয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

আহত পৃতমের বাবা লালন বলেন, গতকাল রাতে ইসলামপাড়ায় ওয়াজ শোনার কথা বলে বের হয় পৃতম। ওয়াজে না গিয়ে ১৫-২০ জন মিলে ট্যাংরামারিতে খেজুর রস চুরি করে খেতে যায়। এ সময় গ্রামবাসী চোর সন্দেহে ধাওয়া করলে সবাই পালালেও পৃতমসহ তিনজন ধরা পড়ে। তাদেরকে ব্যাপক মারধর করে পুলিশে দেন গ্রামবাসী। পরে পুলিশ তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে থানা হেফাজতে নিয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: হাসানুর রহমান বলেন, রাতে তিন কিশোরকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ সদস্যরা। তাদের শরীরের বেশিরভাগ স্থানেই আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

উদ্ধারকারী চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিন কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। তারা খেজুরের রস চুরি করার সময় হাতেনাতে আটক হওয়ায় সামান্য মারধর করেছে গ্রামবাসী। চিকিৎসা শেষে তাদেরকে থানা হেফাজতে নেয়া হয়েছে। আগামীকাল তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3342 0