সিলেট বিভাগ – Bangla Green News https://bgn24.com সংবাদে নতুনত্বের সূচনায়! Sun, 08 Sep 2024 11:07:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1  সিলেট আওয়ামী লীগ নেতা কামাল আটক https://bgn24.com/?p=3892 https://bgn24.com/?p=3892#respond Sun, 08 Sep 2024 01:38:21 +0000 https://bgn24.com/?p=3892

সিলেট যেন আওযামীদের নতুন ফাঁদ।একের পর এক পালাতে গিয়ে আটক হচ্ছে গুলি খেয়ে মারাও যাচ্ছে।গতকাল আটক হলো সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি কামাল আহমেদ।

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময়  পাসপোর্ট, ভারতীয় রুপি, বাংলাদেশী টাকা, ওষুধ, জাতীয় পরিচয়পত্র ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সহ আটক করেছে বিজিবি।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ১৯ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী। তিনি জানান, সন্ধ্যা ৭টার দিকে গোয়াবাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তাকে আটক করে বিজিবির জৈন্তাপুর বিওপির টহল দল।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3892 0