ঢাকা বিভাগ – Bangla Green News https://bgn24.com সংবাদে নতুনত্বের সূচনায়! Wed, 27 Dec 2023 12:29:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 চুরির অপবাদ সইতে না পেরে ‘আত্মহত্যা’ https://bgn24.com/?p=3633 https://bgn24.com/?p=3633#respond Wed, 27 Dec 2023 12:29:02 +0000 https://bgn24.com/?p=3633 রাজধানীর খিলগাঁওয়ের একটি গাছ থেকে মো. আলাউদ্দিন নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে খিলগাঁও মধ্য নন্দীপাড়ার একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে খিলগাঁও থানার পুলিশ। মো. আলাউদ্দিন টাঙ্গাইলের সঁখিপুর পল্লী বিদ্যুতের কন্ট্রোল রুমের পিয়ন হিসাবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ রুহুল আমিন বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রুহুল আমিন বলেন, ‘বেশ কিছুদিন আগে টাঙ্গাইলের সঁখিপুর পল্লী বিদ্যুৎ অফিসে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় আলাউদ্দিনকে চোর অপবাদ দেওয়া হয়েছিল। সেই অপবাদ সইতে না পেরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে পরিবার ধারণা করছে। এ ছাড়া অন্য কোনো কারণ রয়েছে কি না, তা ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পর বলা যাবে।’

আলাউদ্দিনের ছেলে নাসির উদ্দিন বলেন, ‘আমার বাবা টাঙ্গাইল সখিপুরে পল্লী বিদ্যুৎ কন্ট্রোল রুমের পিয়ন হিসেবে চাকরি করতেন। বাবা ভোরে কর্মস্থল থেকে বাসার সামনে এসে জানালা দিয়ে মায়ের কাছে উনার মোবাইলটি রেখে বাইরে চলে যান। পরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে নন্দীপাড়ায় গিয়ে দেখি গাছের সঙ্গে বাবার মরদেহ ঝুলছে।

নাসির উদ্দিন আরও বলেন, বেশ কিছুদিন আগে পল্লী বিদ্যুৎ অফিসে চুরির ঘটনা ঘটে। সেখানকার কর্তৃপক্ষ বাবাকে চোর বলে মিথ্যা অপবাদ দিয়েছিল। শুধু তাই নয়, বাবার বেতন আটকে দেন, মামলার ভয় দেখান ও অপমান করেন। এসব নিয়ে বাসার গেটের সামনে মোবাইল ফোনে কর্তৃপক্ষের সঙ্গে বাবার কথা কাটাকাটি হয়।

মৃত আলাউদ্দিন খিলগাঁও মধ্য নন্দীপাড়া ৪ নম্বর রোডের বাসিন্দা। তার দুই ছেলে ও এক মেয়ে আছেন।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3633 0
বায়ুদূষণে শীর্ষে ঢাকা https://bgn24.com/?p=3630 https://bgn24.com/?p=3630#respond Tue, 26 Dec 2023 05:04:28 +0000 https://bgn24.com/?p=3630 বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে আছে রাজধানী ঢাকা। আজ মঙ্গলবার সকাল ৮টা ৫২ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

আইকিউএয়ার সূচক অনুযায়ী ঢাকার বায়ুর স্কোর ২৯৮, যা খুবই অস্বাস্থ্যকর। অন্যদিকে, দূষণ মাত্রার দিক থেকে ঢাকার সমান স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি। তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। এই শহরটির দূষণ মাত্রার স্কোর ২০৭ অর্থাৎ সেখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর।

এরপর পাকিস্তানের করাচি এবং এই শহরটির বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের আরেক শহর লাহোর।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3630 0
কুমিল্লায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা https://bgn24.com/?p=2942 https://bgn24.com/?p=2942#respond Tue, 13 Sep 2022 09:19:37 +0000 https://bgn24.com/?p=2942 কুমিল্লায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

কুমিল্লা লাকসাম নোয়াখালী রেলক্রসিং এলাকায় দৈনিক আজকালের সংবাদ পত্রিকার লাকসাম উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুজন সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এসময় তার কাছ থেকে ক‍্যামেরা,মোবাইল ফোন, নগদ টাকা ও জরুরি গুরুত্বপূর্ণ কিছু কাগজ ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা।সোমবার (১২ আগষ্ট) সন্ধ্যা আনুমানিক ৭টায় জেলার লাকসাম উপজেলা নোয়াখালী রেলক্রসিং এলাকায় এঘটনায় ঘটে।সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুজন জাতীয় দৈনিক আজকালের সংবাদ ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার লাকসাম উপজেলা প্রতিনিধি।

এ বিষয়ে আহত সাংবাদিক সুজন জানান , সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টায় সারাদিন একটি প্রতিবেদন সংগ্রহ করে নোয়াখালী রেলক্রসিংয়ের পাশে একটি কম্পিউটার দোকানড়কের পাশে থাকা আমি আমার মোটরসাইকেলে ওঠার সময় মুখে মাস্ক পরিহিত কয়েকজন সন্ত্রাসী আমার উপর অতর্কিত হামলা চালায়। হামলার এক পর্যায়ে আমার মাথা ও বুকে আঘাত করলে আমি মাটিতে লুটিয়ে পরে চিৎকার করলে সন্ত্রাসীরা আমার কাছে থাকা জরুরি কিছু কাগজপত্র, একটি ক‍্যামেরা, মোবাইল ফোন, নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আমার চিৎকার শুনে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে লাকসাম উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব‍্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বতর্মানে কুমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে মুঠোফোনে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=2942 0
পদ্মায় বুয়েট ছাত্রের মৃত্যু: সেলফি হলো কাল! https://bgn24.com/?p=2296 https://bgn24.com/?p=2296#respond Sat, 16 Jul 2022 06:23:53 +0000 https://bgn24.com/?p=2296 ঢাকার দোহারের মৈনটঘাটে সেলফি তুলতে গিয়ে পদ্মা নদীর পানিতে ডুবে বুয়েট শিক্ষার্থী তারিকুজ্জামান সানির (২৬) মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে দোহার থানায় এই মামলা করেন তার পরিবার। এ ঘটনায় সানির সঙ্গে মৈনটে ঘুরতে আসা আটক ১৫ বন্ধুকে গ্রেপ্তার দেখিয়েছে দোহার থানার পুলিশ।

নিহত তারিকুজ্জামান সানি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের ছাত্র ছিলেন। তিনি শরীয়তপুরের জাজিরা থানার বাসিন্দা হারুন-উর-রশিদের ছেলে। ঢাকার হাজারীবাগে ওই শিক্ষার্থী থাকতেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, সানিসহ ১৬ জন বন্ধু মিলে বৃহস্পতিবার বিকেলে পদ্মাপাড় মৈনটে ঘুরতে আসেন। পাড়ে রাখা একটি ড্রেজার মেশিনের ওপরে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে পা পিছলে পড়ে যান সানি। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবগত করা হলে রাত থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস প্রধান কার্যালয় ও দোহার ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল।

রাতে অনেক খোঁজাখুঁজির পরও সানির সন্ধান পাওয়া যায়নি। পরে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মৈনটঘাট থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

লাশ উদ্ধারের পর সুরতহাল শেষে বুয়েট শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=2296 0
‘এবার টেস্ট নয়! ফাইনাল খেলবে বিএনপি’ https://bgn24.com/?p=2021 https://bgn24.com/?p=2021#respond Sat, 02 Jul 2022 12:29:31 +0000 https://bgn24.com/?p=2021 ‘এবার টেস্ট নয়!  ফাইনাল খেলবে বিএনপি’
নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেছেন, এবার আর কোনো টেস্ট খেলা হবে না। এবার হবে ফাইনাল খেলা। সরকারের পতন ঘটিয়ে, দেশের গণতন্ত্র ফিরিয়েই আমরা ঘরে ফিরব।

শনিবার (২ জুলাই) রাজধানীর মোহাম্মদপুর এলাকার বসিলা নিরা কমিউনিটি সেন্টারে মোহাম্মদপুর এলাকার ২৯, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ড সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামীতে যাতে ত্যাগী-যোগ্য ও সাহসীরা সামনে আসতে পারেন এজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূল থেকে নেতৃত্ব নির্বাচনের গণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছেন।

আমানউল্লাহ আমান বলেন, সামনের আন্দোলন হবে আমাদের মুক্তির আন্দোলন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। আওয়ামী লীগকে দেশের জনগণ আর বিশ্বাস করে না। তাদের ফাঁদে জনগণের দল বিএনপি আর পা দেবে না।

সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম মতিন প্রমুখ।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=2021 0
গাজীপুরের কালীগঞ্জে পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। https://bgn24.com/?p=1920 https://bgn24.com/?p=1920#respond Sun, 26 Jun 2022 14:46:46 +0000 https://bgn24.com/?p=1920 গাজীপুরের কালীগঞ্জে পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কালীগঞ্জে পরিত্যক্ত ঘর থেকে নাদিম মোড়ল নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর গ্রামের মালয়েশিয়া প্রবাসি শারফুদ্দিন মোড়লের পরিত্যক্ত বাড়িতে। নিহত ওই যুবক একই গ্রামের খোরশেদ আলম মোড়লের ছেলে। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে রবিবার (২৬ জুন) দুপুরে নিহত ওই যুবকের ঝুলন্ত উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নাদিম ৮ মাস আগে প্রতিবেশী ময়েজ উদ্দিনের মেয়ে নুসরাত জাহানকে প্রেম করে বিয়ে করেন। বিয়ের পর তিন মাস তাদের সংসার ভালোই কাটছিল। পরবর্তীতে মেয়ের পরিবারের লোকজনের চাপের মুখে দেড় মাস আগে নাদিমকে ডির্ভোস দেয় নুসরাত। এদিকে রবিবার নুসরাতকে অন্যত্র বিয়ে দেয়ার দিন দার্য্য করে তার পরিবার। নিহতের পারিবারের লোকজনদের দাবী নুসরাতের বিয়েতে যেন নাদিম ডিস্টার্ব করতে না পারে, সে জন্য তাকে বিভিন্ন লোকমারফত হুমকি দেয়া হয়েছে।

এ বিষয়ে নুসরাত জানান, প্রেম করে নাদিমের সাথে বিয়ে হয় ঠিকই কিন্ত বিয়ের ২০-২৫ দিন পর থেকেই সে নেশা জাতীয় নানা কিছু সেবন করে আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। তার অত্যাচারে অতিষ্ঠ্য হয়ে তাকে ডিভোর্স দিয়ে বাপের বাড়িতে চলে আসি।

এ বিষয়ে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. শামীম আহমেদ বলেন, পরিত্যক্ত ঘর থেকে গলায় উড়না পেচাঁনো ঝুলন্ত অবস্থায় নাদিম মোড়লের মৃত দেহ উদ্ধার করা হয়। নিহতের প্রাথমিক সুরত হাল প্রতিবেদন তৈরী করে লাশের ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, ছেলেটা মেয়েটাকে অনেক ভালোবাসতো। মেয়েটা চলে যাওয়ার পর থেকে সে মানসিক ভাবে ভেঙ্গে পড়ে। এদিকে মেয়েকে অন্যত্র বিয়ে দেয়ার কথা শুনে সইতে না পেরে সে আত্মঃহত্যা করেছে বলে ধারণা স্থানীয়দের।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=1920 0
পাঁচ শ’ ঘর পুড়ে ছাই https://bgn24.com/?p=1726 https://bgn24.com/?p=1726#respond Sat, 27 Nov 2021 10:59:45 +0000 https://bgn24.com/?p=1726 গাজীপুরের টঙ্গীর মাজার বস্তির পাঁচ শ’ ঘর পুড়ে ছাই হয়ে গেছে শনিবার ভোররাতে লাগা আগুনে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, মশার কয়েল থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক দিনমনি শর্মা জানান, টঙ্গী ঝিলের উপর সরকারি জায়গায় গড়ে ওঠা ওই বস্তিতে আগুন লাগার খবর তারা পান ভোর ৩টা ৫৫ মিনিটে। টঙ্গী ছাড়াও ঢাকার কুর্মিটোলা ও উত্তরার ফায়ার স্টেশনের নয়টি ইউনিটের কর্মীরা সেখানে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

দিনমনি শর্মা বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, বস্তির এক ঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। বস্তির ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার ছিল। আগুনের তাপে সিলিন্ডারের রাবারের পাইপ গলে গ্যাস ছড়িয়ে পড়ে। ফলে মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ পায়।

প্রথমে টঙ্গী ফায়ার স্টেশন এবং পরে কুর্মিটোলা ও উত্তরা ফায়ার স্টেশনের কর্মীরা সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ভোর ৫টা ৫০ মিনিটের দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা দিনমনি শর্মা বলেন, বস্তির পাঁচ শ’র বেশি ঘর এবং সব মালামাল আগুনে পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তদন্ত শেষে বলা যাবে। তবে কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=1726 0
খালে পড়ে নিখোঁজ ব্যক্তিকে জীবিত উদ্ধার https://bgn24.com/?p=1616 https://bgn24.com/?p=1616#respond Thu, 14 Oct 2021 10:21:08 +0000 https://bgn24.com/?p=1616 রাজধানীর মিরপুর ১২ নম্বরের কালশী এলাকায় সুয়ারেজ লাইনের খালে পড়ে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ছয় ঘণ্টা পর বৃহস্পতিবার বিকাল ৩টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার করে।

এরপর তাকে পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।এর আগে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সদরদফতরের মিডিয়া সেলের স্টেশন অফিসার মোঃ রায়হান জানান, সকাল ৯টায় কালশী এলাকার সুয়ারেজ লাইনের একটি ড্রেনে পড়ে ৪০ বছর বয়সী এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন- এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি ইউনিট উদ্ধার কাজ চালায়।এর আগে, সকাল ৯টার দিকে মিরপুরের কালশী এলাকায় ২২তলা গার্মেন্টসের পাশে সুয়ারেজের খালে পড়ে এক ব্যক্তি নিখোঁজ হন।

নিখোঁজের পর পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানিয়েছিলেন, স্থানীয়রা বলেছেন, ওই এলাকায় একজন ভবঘুরে লোক ড্রেনে সাঁতার কাটতে থাকেন। একপর্যায়ে স্রোতের কারণে তিনি ডুবে যান।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=1616 0
অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন প্রাতঃভ্রমণ সমাজ কল্যাণ পরিষদ। https://bgn24.com/?p=1444 https://bgn24.com/?p=1444#respond Sun, 01 Aug 2021 17:44:59 +0000 https://bgn24.com/?p=1444

 

করোনা মহামারীতে কর্মহীন হয়ে পড়া অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন প্রাতঃভ্রমণ সমাজ কল্যাণ পরিষদ।

রোববার সকালে রাজধানীর ডেমরায় ইস্টার্ন হাউজিং প্রজেক্টে প্রাতঃভ্রমণ সমাজকল্যাণ পরিষদের চেয়ারম্যান এনামুল হক সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অন্তত শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম খান দিলু।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুর ইসলাম মোল্লা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল আলিম খান। এছাড়াও প্রাতঃভ্রমণ সমাজ কল্যাণ পরিষদের বিভিন্ন সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=1444 0
কবর থেকে কঙ্কাল চুরি!! https://bgn24.com/?p=1350 https://bgn24.com/?p=1350#respond Mon, 28 Jun 2021 10:02:46 +0000 https://bgn24.com/?p=1350 গাজীপুরের শ্রীপুর থেকে বেশ কয়েকটি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে। এ সময় পাশেই  কয়েকটি কঙ্কাল ফেলে রেখে যায়।

স্থানীয়রা জানায়, শ্রীপুর উপজেলার চন্নাপাড়া এলাকায় জামিয়া ইসলামিয়া মাদ্রাসার পাশে একটি পারিবারিক কবরস্থানের পাঁচটি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে। সকালে এলাকার লোকজন কবরগুলো খোঁড়াখুঁড়ি অবস্থায় দেখতে পায়। পাশের একটা বাউন্ডারি ওয়ালের ভেতর কয়েকটি কঙ্কাল পড়ে থাকতে ও দেখতে পায়। পরে কঙ্কাল চুরি হওয়ার বিষয়ে পুলিশে খবর দেয়।

এ নিয়ে এলাকার মানুষের মধ্যে ভীতি ছড়িয়েছে। এছাড়া এর আগে ওই এলাকার মুক্তিযোদ্ধা তাজউদ্দিনের কবরসহ আশপাশের কয়েকটি কবরস্থান থেকে কঙ্কাল চুরি হয়েছে।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=1350 0