রংপুর বিভাগ – Bangla Green News https://bgn24.com সংবাদে নতুনত্বের সূচনায়! Thu, 26 Jan 2023 12:15:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 বই পড়া https://bgn24.com/?p=3381 https://bgn24.com/?p=3381#respond Thu, 26 Jan 2023 12:14:36 +0000 https://bgn24.com/?p=3381 বই পড়া

জাবেদুল ইসলাম

বই পড়া দারুণ মজা,

যদি পড় তুমি।
পাবে এমন জগত ভাই,
দিবে হাজারো চুমি।

বই আনে জ্ঞানের আলো,
বই আনে প্রশান্তি।
বই মনের আবর্জনা,
দুর করে সব কালো।

বই পড়া দারুণ মজা,
যদি পড় ভাই বই।
জ্ঞানের বিকাশ ঘটিয়ে
সবাই আলোকিত হই।

বই পড়া দারুণ মজা,
যদি পড় বই।
পাহাড় পর্বত নদী সাগর,
দেখবে তুমি অই।

বই পড়া দেখায় মোদের,
সাগর জলের প্রাণী।
বই পড়া দেখায় মোদের,
আকাশের গ্রহ তারা নক্ষত্র,
চাঁদ আর মঙ্গল গ্রহ খানি।

বই পড়া দারুণ মজা,
যদি পড় বই।
বই ছড়িয়ে দেয় প্রশান্তি,
আনন্দ উল্লাস ভালোবাসা অই।

বই পড়া দারুণ মজা,
বই পড়ে হয় রাজা।
বই পড়ে হয় সব আলোকিত,
হয় জ্ঞানের তাজা।

 

লালমনিরহাট, বাংলাদেশ।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3381 0
কুড়িগ্রামে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত https://bgn24.com/?p=3334 https://bgn24.com/?p=3334#respond Sun, 01 Jan 2023 13:51:28 +0000 https://bgn24.com/?p=3334 কুড়িগ্রামে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (০১জানুয়ারি) কুড়িগ্রাম পুরাতন ষ্টেশনে জাতীয় পার্টির জেলা কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ্ব আতাউর রহমান আতা, জাতীয় পার্টির সমন্বয়ক নূর আলম সিদ্দিক লাভলু প্রমূখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি পনির উদ্দিন আহমেদ বলেন, জাতীয় পার্টি হচ্ছে তৃণমূল মানুষের আস্থার জায়গা।

সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ এখনো কোটি কোটি মানুষের হৃদয়ে আছে। গণঅধিকার প্রতিষ্ঠায় জাতীয় পার্টির নেতা-কর্মীদের আবারো জাগতে হবে এবং জাতীয় নির্বাচনে এই আসনের প্রার্থীকে জয়ী করতে হবে।

 

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3334 0
কুড়িগ্রামে ডিজিটাল ভূমি জাদুঘর উদ্বোধন https://bgn24.com/?p=3308 https://bgn24.com/?p=3308#respond Thu, 24 Nov 2022 12:10:30 +0000 https://bgn24.com/?p=3308 কুড়িগ্রামে ডিজিটাল ভূমি জাদুঘর উদ্বোধন

কুড়িগ্রাম উদ্বোধন হলো ভূমি জাদুঘর। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্প্রসারণে এই জাদুঘরের উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) কুড়িগ্রাম পৌর ভূমি অফিস চত্ত্বরে অবস্থিত প্রাচীন সভ্যতার পুরাতন ভবনটিকে ভূমি জাদুঘর হিসেবে উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার মোঃ আল আসাদ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসান সহ সকল উপজেলার নির্বাহী কর্মকর্তারা।

ভূমি জাদুঘর উদ্বোধনকালে প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম বলেন, আমাদের দেশের ভূমি ব্যবস্থাপনা অনেক প্রাচীন যুগের।

এই জাদুঘরে আসলে নতুন প্রজন্ম প্রাচীন যুগের ভূমি ব্যবস্থাপনা এবং ডিজিটাল যুগের ভূমিকা ব্যবস্থাপনা সম্পর্কে জানতে পারবে। আমি আশা করি এই ভূমি জাদুঘর কুড়িগ্রামের ঐতিহ্য ধারণ করবে যুগের পর যুগ।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3308 0
কুড়িগ্রামে নির্যাতিত অবরুদ্ধ এইচএসসি পরীক্ষার্থী উদ্ধার করলো পুলিশ https://bgn24.com/?p=3303 https://bgn24.com/?p=3303#respond Thu, 24 Nov 2022 10:51:35 +0000 https://bgn24.com/?p=3303 কুড়িগ্রামে নির্যাতিত অবরুদ্ধ এইচএসসি পরীক্ষার্থী উদ্ধার করলো পুলিশ

কুড়িগ্রাম পৌরসভা থেকে নির্যাতিত অবরুদ্ধের শিকার এক এইচএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে সদর উপজেলার কুড়িগ্রাম পৌরসভার হরিকেশ এলাকার থেকে অত্যাচারী স্বামীর বাড়ির লোকজনের হাত থেকে উদ্ধার করে তাকে।

যৌতুকের দাবিতে দীর্ঘদিন থেকে এইচএসসি পরীক্ষার্থীকে নির্যাতন করে আসছে তারা। সেই শিক্ষার্থীর কোলে দেড় বছরের একটি শিশু সন্তান আছে।

থানার অভিযোগ সূত্রে জানা যায়, নির্যাতিত অবরুদ্ধ শিক্ষার্থীর সাথে তিন বছর পূর্বে হরিকেশ এলাকার আতিকুর রহমান পাপ্পুর ছেলে লিয়াকত আলী লিটনের বিবাহ হয়।

বিবাহর পর থেকে যৌতুকের দাবিতে তাকে বিভিন্নভাবে নির্যাতন করছে তারা। সে চলতি এইচএসসি পরীক্ষার্থী। যৌতুকের দাবি করে ২২ নভেম্বরের এইচএসসি পরীক্ষা দিতে দিবেনা বলে তাকে অবরুদ্ধ করে ও মারপিট করে।

এমন সংবাদ শুনে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে লিয়াকত আলী লিটন, তাসলিমা আক্তার, লিমা আক্তার লিপি, আতিকুর রহমান পাপ্পু, সাজ্জাদ হোসেন শাওনসহ আরো অনেকেই পুলিশের সামনে সেই শিক্ষার্থীকে মারধর করে এবং পুলিশের সাথে খারাপ আচরণ করে। পুলিশ কেন শিক্ষার্থীকে উদ্ধার করতে গেছে, এজন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করবে মর্মে হুমকি প্রদর্শন করে।

পরে অতিরিক্ত পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে জখম অবস্থায় সে শিক্ষার্থীকে উদ্ধার করে উলিপুর উপজেলার পাঁচপীর কলেজ পরীক্ষা কেন্দ্রে পৌঁছায় ও পুলিশ প্রহরে পরীক্ষা শেষ করে। পরীক্ষা চলাকালীন দেড় বছরের শিশুকে সদর থানার মহিলা পুলিশের হেফাজতে থাকে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ শাহরিয়ার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, শিক্ষার্থীর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে এবং আমরা ৩ জন আসামিকে গ্রেফতার করেছি।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3303 0
কম খরচে বেশি লাভ বাদাম চাষে ঝুঁকছে চাষী https://bgn24.com/?p=3257 https://bgn24.com/?p=3257#respond Tue, 15 Nov 2022 05:02:37 +0000 https://bgn24.com/?p=3257 কম খরচে বেশি লাভ বাদাম চাষে ঝুঁকছে চাষী

কুড়িগ্রামে জেলার চরাঞ্চলের মাটি বাদাম চাষের উপযোগী হওয়ায় এ বছরও বাদাম চাষ করেছেন কৃষকরা। ফলন হয়েছে সন্তোষজনক। চরের জেগে ওঠা বালু মাটি বাদাম চাষে উপযোগী হওয়ায় বাদাম চাষ করে লাভবান হচ্ছেন অনেকেই।

বাদাম চাষীদের সঙ্গে কথা বলে জানা গেছে,বালু মাটি বাদাম চাষের উপযোগী। বাদাম রোপণ করা থেকে শুরু করে পরিপক্ব হতে সময় লাগে প্রায় তিন মাস। প্রতি বছর বন্যায় ব্যাপক হারে ভাঙনের ফলে মাটি সরে গিয়ে জমিতে বালি মাটি উঠে এসেছে। এই বালু মাটিতে অন্য কোনো ফসল হয় না।

তবে অন্য ফসল না হলেও বালু মাটিতে বাদাম চাষ ভালো হয়। আগের চেয়ে বর্তমানে বাজারে বাদামের চাহিদা বেশি হওয়ায় এটি চাষে ঝুঁকছে চরাঞ্চলের কৃষকরা।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, জেলায় বাদাম চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩শ ৭৫ হেক্টর জমিতে। তবে অর্জিত হয়েছে ১ হাজার ৮শ ৫০ হেক্টর জমি। এর মধ্যে সদর,উলিপুর ও চিলমারীতে বাদামের আবাদ বেশি হয়েছে।

সদরের যাত্রাপুর ইউনিয়নের ভগপতিপুর গ্রামের বাদাম চাষী আলতাফ হোসেন বলেন,আমি এবার দুই বিঘা জমিতে বাদাম আবাদ করেছি। ফলনও ভালো দেখা যাচ্ছে। বাদাম চাষে বিঘা প্রতি সবমিলিয়ে খরচ হয় পাঁচ হাজার টাকার মতো।

এক বিঘা জমিতে বাদাম উৎপাদন হবে ১৫-১৬ মণ। বাদামের মৌসুমে প্রায় ২ হাজার টাকা প্রতি মণ বাদাম বিক্রি করা যায়। সবকিছু ঠিকঠাক থাকলে দুই বিঘা জমির বাদাম ৭০-৭৫ হাজার টাকায় বিক্রি করতে পারব।

একই এলাকার আব্দুল খালেক বলেন,আমি তিন বিঘা জমিতে বাদাম আবাদ করেছি। এক বিঘা জমিতে প্রায় ১০ কেজির মত বীজ লাগে। বাদামের বীজ রোপণ করা থেকে পরিপক্ব হতে তিন মাস সময় লাগে। বাদাম আবাদে লোকসান নাই বললে চলে।

কোনো প্রকার সার ও কীটনাশকের প্রয়োজন হয় না। এক বিঘা জমির বাদাম ৩০ থেকে ৩৫ হাজার টাকা বিক্রি করা যায়। আর এক বিঘা জমিতে সবমিলিয়ে খরচ হয় মাত্র চার থেকে পাঁচ হাজার টাকা।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত বলেন, বাদাম লাভজনক আবাদ। কুড়িগ্রামের ৯টি উপজেলার মধ্যে উলিপুর,চিলমারী ও সদরে বাদামের আবাদ বেশি হয়।

এবার ফলন মোটামুটি ভালো হয়েছে। আশা করছি প্রতি বছরের ন্যায় এবারও কৃষকরা বাদাম বিক্রি করে লাভবান হতে পারবে।

 

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3257 0
শিক্ষকদের অধিকার,মর্যাদা রক্ষার দাবিতে সমাবেশ  https://bgn24.com/?p=3221 https://bgn24.com/?p=3221#respond Sun, 06 Nov 2022 11:16:06 +0000 https://bgn24.com/?p=3221 শিক্ষকদের অধিকার,মর্যাদা রক্ষার দাবিতে সমাবেশ 

সম্মিলিত শিক্ষক পরিষদের উদ্যোগে শিক্ষকদের অধিকার ও মর্যাদা রক্ষার দাবিতে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম সদরের মধ্য কুমরপুর এম এল হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবুর সভাপতি অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিনহাজুল ইসলাম ও পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ নূর বকস, সহকারী অধ্যাপক আজিজুল হক, সহকারী অধ্যাপক আব্দুল খালেক ফারুক, প্রধান শিক্ষক আব্দুল হাই, সহকারী শিক্ষক আরিফুর রহমান রুবেল প্রমূখ।

সমাবেশে বক্তারা শিক্ষার মান উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর গ্যাঃ প্রতিরোধ, ছাত্র-ছাত্রীদের মাদক ও মোবাইল আসক্ত থেকে রক্ষার উপর গুরুত্বারোপ দিয়ে বক্তব্য রাখেন।

 

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3221 0
এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান https://bgn24.com/?p=3186 https://bgn24.com/?p=3186#respond Tue, 01 Nov 2022 14:05:18 +0000 https://bgn24.com/?p=3186 এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১লা নভেম্বর মঙ্গলবার সকাল ১১:০০টায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে বোয়াইলভীর টেকনিক্যাল এন্ড বিজনেস ম‍্যানেজমেন্ট কলেজের আয়োজনে ২০২২ সালের এইচ এসসি(বিএম) পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল,সংবর্ধনা প্রদান উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় কলেজ হলরুমে।

অধ‍্যক্ষ আব্দুর রহিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৫ নং ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ, আরও বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা ফজলুর রহমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন বোয়াইলভীর টেকনিক্যাল এন্ড বিজনেস ম‍্যানেজমেন্ট বিএম কলেজের প্রভাষক পদ্ন নাথ সরকার প্রমূখ।

বোয়াইলভীর টেকনিক্যাল এন্ড বিজনেস ম‍্যানেজমেন্ট কলেজের পক্ষে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির ছাত্রী শিমা আখতার

সঞ্চালকের দায়িত্ব পালন করেন মুরশিদ আলম ও আব্দুল খালেক জোয়ারদার।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3186 0
ফুলবাড়ীতে শিক্ষক সমাজের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত https://bgn24.com/?p=3157 https://bgn24.com/?p=3157#respond Mon, 24 Oct 2022 14:21:36 +0000 https://bgn24.com/?p=3157 ফুলবাড়ীতে শিক্ষক সমাজের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে “সহকারী শিক্ষক ঐক্য গড়ি ন‍্যায‍্য দাবি আদায় করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ ফুলবাড়ী উপজেলা শাখার ত্রি- বার্ষিক কাউন্সিল -২০২২ অনুষ্ঠিত হয়েছে ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ‍্যালয় (পাইলট) হলরুমে।

প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, সভাপতি বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ কুড়িগ্রাম জেলা শাখার সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ কুড়িগ্রাম জেলা শাখার জাকির হোসেন বকসী প্রমূখ।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি আব্দুর রহিম (বাবু) শিবেরবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, রাজারহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাংগঠনিক সম্পাদক, রিয়াজুল ইসলাম (রনজু) মহিলা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান (সোমা)।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3157 0
কমিউনিটি পুলিশিং ডে- উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত https://bgn24.com/?p=3153 https://bgn24.com/?p=3153#respond Mon, 24 Oct 2022 14:14:48 +0000 https://bgn24.com/?p=3153 কমিউনিটি পুলিশিং ডে- উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

টেকসই নিরাপত্তা ও উন্নয়নের নির্মোহ সারথী জেলা পুলিশ কুড়িগ্রাম, একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ন সমাজের লক্ষ্যে এবং সকল জন সাধারনের টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে দিবারাত্রি কঠোর পরিশ্রম করে যাচ্ছে ।

সেই ধারাবাহিকতায় আসছে আগামী ২৯ অক্টোবর ২০২২ইং কমিউনিটি পুলিশিং ডে, সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও পালিত হবে।

কমিউনিটি পুলিশিং ডে -২০২২, যথাযথ তাৎপর্যের সাথে, অন্তর্ভুক্তিমূলকভাবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় করার লক্ষ্যে (১৯ অক্টোবর) বুধবার দুপুড়ের আগে পুলিশ সুপার কনফারেন্স হল রুমে প্রস্তুতি মুলক এক সভা অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কুড়িগ্রামের সন্মানিত মুক্তিযোদ্ধা, সুধীসমাজ,আইনজীবী, সাংবাদিক,শিক্ষক সহ সকলের সাথে খোলামেলা আলোচনা করা হয়।

জেলা পুলিশ কুড়িগ্রামের আয়োজনে উক্ত সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মোঃ নাসির উদ্দিন, সাবেক সিভিল সার্জন ডাঃ এসএম আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, রাশেদুজ্জামান বাবু, পিপি অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, শ্রী রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক উদয় শঙ্কর চক্রবর্ত্তী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা এস এম হারুন অর রশীদ লাল, সহযোগী অধ্যাপক সরকারি কলেজ ড. মোঃ আনোয়ার হোসেন মন্ডল, শিশুনিকেতন এর প্রধান শিক্ষক প্রতিমা চৌধুরী, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ব্যবসায়ী মোঃ জিল্লুর রহমান টিটু,

জেলা শিল্পকলা একাডেমীর লুনা জামান, পুলিশ লাইন্স স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ শামসুল আলম, কুড়িগ্রাম খবর পত্রিকার সম্পাদক ছানা লাল বকসী, সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জু, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ নূর বখত, সাহিত্য পরিষদের সভাপতি ফরিদা ইয়াসমিন বেবী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর আইন উপদেষ্টা ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. আহসান হাবিব নীলু, জেলা যুবলীগ আহবায়ক এ্যাড. রুহুল আমিন দুলাল, জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান বকসী, পুজা উদযাপন পরিষদের সভাপতি রবি বোস, সাধারণ সম্পাদক অনীম কুমার সরকার, এ্যাড. আমজাদ হোসেন, সিনিয়র সাংবাদিক মাতলুবুর রহমান সফি খান।

এছারাও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন, কুড়িগাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান, কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার, ডিআইও-১ মোঃ লিয়াকত আলী, টিআই (শহর ও যানবাহন) জনাব মোঃ মোস্তাফিজুর রহমান প্রমূখ।

কমিউনিটি পুলিশিং ডে -২০২২ সুন্দর ও শিশু কিশোর বান্ধব করতে সভায় বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক,রচনা প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়। এদতসংক্রান্তে সকলের অংশগ্রহন ও নিবিড়ভাবে কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন কমিটি গঠন করা হয়।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3153 0
ফুলবাড়ীতে জেলা পরিষদ নির্বাচনের শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন https://bgn24.com/?p=3131 https://bgn24.com/?p=3131#respond Tue, 18 Oct 2022 05:28:30 +0000 https://bgn24.com/?p=3131 ফুলবাড়ীতে জেলা পরিষদ নির্বাচনের শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৭ অক্টোবর সোমবার শান্তিপূর্ণ পরিবেশে জেলা পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ডের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে । ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ‍্যালয় কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ করা হয়।

৩ নং ওয়ার্ডে উপজেলা পরিষদ ও ৬ টি ইউনিয়ন পরিষদের মোট ৮১ জন ভোটার ভোট প্রদান করে।

এ নির্বাচনে চেয়ারম‍্যান পদে সাবেক সংসদ সদস‍্য জাফর আলী বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হওয়ায় শুধু সাধারণ সদস‍্য ও সংরক্ষিত মহিলা সদস‍্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

সাধারণ সদস‍্য পদে মোছাঃ মনোয়ারা বেগম হাতি মার্কা নিয়ে ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী আশরাফুল আলম মন্ডল তালা মার্কায় ৩৪ ভোট পেয়েছেন।

সংরক্ষিত মহিলা সদস‍্য পদে মোছাঃ মাসুদা ডেইজি হরিণ মার্কায় ৩৩ ভোট, মিনারা খাতুন ফুটবল মার্কায় ১৮ ভোট এবং মোছাঃ লাভলী বেগম মাইক মার্কায় ৩০ ভোট পেয়েছেন। ভোটগ্রহণের সময় কেন্দ্রের বাইরে সর্বসাধারণের মধ‍্যে উৎসবমূখর পরিবেশ লক্ষ‍্য করা গেছে।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3131 0