ফিচার – Bangla Green News https://bgn24.com সংবাদে নতুনত্বের সূচনায়! Sat, 04 Mar 2023 10:20:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 দেখা মিলল বিরল চুনীকণ্ঠি’র https://bgn24.com/?p=3421 https://bgn24.com/?p=3421#respond Sat, 04 Mar 2023 10:20:20 +0000 https://bgn24.com/?p=3421 প্রতিবছর শীত মৌসুমে সাইবেরিয়া ও হিমালয় অঞ্চল থেকে দেশে আসে নানা প্রজাতির পাখি। কুমিল্লাও এর ব্যতিক্রম নয়। প্রকৃতি ও বন্যপ্রাণী বৈচিত্রের প্রতি ভালোবাসার দরুণ এসময় দেশের বিভিন্ন প্রান্তের শৌখিন পাখিপ্রেমী ফটোগ্রাফাররা এদের ফ্রেমবন্দি করতে ছুটে বেড়ান। ভাগ্য সুপ্রসন্ন হলে কারো কারো ক্যামেরায় ধরা পড়ে নানা দুর্লভ প্রজাতির পাখির। এরই ধারাবাহিকতায় কুমিল্লার বুকচিরে বয়ে চলা নদী গোমতির তীরবর্তী গ্রামগুলোতে পাখির খোঁজে ছুটে বেড়ান একদল তরুণ ফটোগ্রাফার। তাদের ক্যামেরায় ধরা দিলো বিরল অতিথি পাখি চাইনিজ চুনীকণ্ঠি!

মূলত অন্য এক সুলভ প্রজাতির সাইবেরিয়ান চুনীকণ্ঠির খোঁজে বের হয়ে তারা এর দেখা পান। প্রথম দেখাতেই সাইবেরিয়ান প্রজাতি হতে কিছুটা পৃথক বলে মনে হলে পরবর্তীতে বিশেষজ্ঞদের মতামত নিলে এর পরিচয় নিশ্চিত হয়।

অতিথি পাখিদের মধ্যে সাইবেরীয় চুনীকণ্ঠি বেশ সুলভ এবং দেশের প্রায় সব প্রান্তে দেখা মিলে। কিন্তু চাইনিজ চুনীকণ্ঠির দেখা পাওয়া বেশ ভাগ্যের ব্যাপার।

এই প্রজাতির পাখিদের গলার কাছে উজ্জ্বল লাল বনের অংশটি দেখলেই এদের নামকরণের সার্থকতা বোঝা যায়। এর মধ্যে চাইনিজ প্রজাতিটি সৌন্দর্যে আরো একধাপ এগিয়ে। এর কণ্ঠের লাল বর্ণকে ঘিরে রয়েছে কাজল-কালো বক্ষাংশ। সিলেটের কিছু অঞ্চলে গুটিকয়েক এ পাখির দেখা মিললেও দেশের এ প্রান্তে এটিই প্রথম ফটোগ্রাফিক রেকর্ড।

এ বিষয়ে পাখি বিশেষজ্ঞ তরিকুল ইসলাম তরু বলেন, করোনার কারণে চেনা পৃথিবীটা বিরাট পরিবর্তন হয়ে গেছে। পাখির সাথে মানুষের দূরত্ব কমে গেছে। আমি সকালে হাঁটতে গেলে দেখতাম, একটা দোয়েল আমার কাছ থেকে দূরত্ব রাখতো দশ বারো ফিট, একটা চড়ুই দূরত্ব রাখতো সাত-আট ফিট কিংবা শালিক দূরত্ব রাখতো দশ ফিট, কাক রাখত পাঁচ ফিট। এখন ওই দূরত্ব কমতে কমতে ওই দূরত্ব একেবারেই কমে গেছে। এখন হাঁটতে গিয়ে দেখি দোয়েল, শালিক, চড়ুই দেড় ফিট দূরত্বে বসে আছে, উড়লও দেয় না। যেহেতু মানুষ কম, কেউ তাদের তাড়াও দিচ্ছে না। তাই পাখিও স্বভাব বদলে ফেলেছে। ধীরে ধীরে মানুষের সাথে দূরত্বটা কমিয়ে ফেলেছে। এটা আনন্দের, খুবই আনন্দের ব্যাপার।

 

সূত্র : বাসস

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3421 0
কেনাকাটা অনলাইনে! https://bgn24.com/?p=500 https://bgn24.com/?p=500#respond Mon, 18 Jan 2021 08:20:44 +0000 http://bgn24.com/?p=500 অনলাইনে-BGN24

মানুষের দোরগোড়ায় পণ্যসেবা পৌঁছে দিতে অনলাইন শপগুলো বিভিন্ন সুবিধা দিচ্ছে শুরু থেকেই। একে তো বাজারে যাওয়ার প্রয়োজন নেই, তার ওপর ক্যাশ অন ডেলিভারি, লোভনীয় ছাড়, কম সময়ে পণ্য হাতে পাওয়া, ক্যাশব্যাক অফার ইত্যাদি কারণে অনলাইন শপিং জনপ্রিয় অনেকের কাছেই। বিশ্বজুড়ে করোনা হানা দেওয়ার পর অনলাইন শপগুলো হয়ে ওঠে মানুষের বিশ্বস্ত বন্ধু।

স্বাস্থ্যবিধি মেনে মানুষের প্রয়োজনীয় পণ্য ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কাজটিও সানন্দে করছে বিভিন্ন ধরনের অনলাইন শপ। একটি বায়িং হাউসে কাজ করেন উত্তরার জহির উদ্দিন খান। করোনার সময় লকডাউনে গার্মেন্ট বন্ধ থাকলেও অফিস করছিলেন ঘরে বসে। তিনি জানালেন, এই পুরোটা সময় তিনি অনলাইন থেকে সব ধরনের শপিং করেছেন। শুরুতে অনলাইনে শপিং নিয়ে নানা ভোগান্তির কথা শুনলেও তিনি তেমন কোনো অসুবিধায় পড়েননি। কয়েকবার নির্দিষ্ট সময়ের চেয়ে একটু দেরিতে পণ্য হাতে পেয়েছিলেন। সেটাও লকডাউনের সময় ছিল বলে মনে করেন তিনি।

এখন অনেক অনলাইন শপ ক্রেতা টানতে নিয়মিত বিভিন্ন অফার দেয়। ছাড়ে পণ্য কিনতে সব প্ল্যাটফর্মে একবার নজর বুলিয়ে নিন।

স্বাধীনতা দিবস, বিজয় দিবস, একুশে ফেব্রুয়ারি, ভ্যালেনটাইনস ডে, ঈদ, পূজা, বৈশাখসহ বিভিন্ন দিবস উপলক্ষে কেনাকাটায় বাড়তি ছাড়সহ প্যাকেজ ঘোষণা দেয় শপগুলো। এই সময় কেনাকাটায় ভালো ছাড় পাবেন।

পণ্য সম্পর্কে কোনো অভিযোগ জানাতে কেনাকাটার রসিদ সংগ্রহে রাখুন। পণ্য ফেরত বা মূল্য ফেরতে এই রসিদ কাজে লাগবে।

চেষ্টা করুন প্রতিষ্ঠানগুলোর অ্যাপ দিয়ে কেনাকাটা সারতে। এতেও মূল্য সাশ্রয় হয়।

বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন অ্যাপেও মূল্য পরিশোধে ছাড় পাবেন।

পছন্দের অনলাইন শপের সদস্য হতে পারেন। নির্দিষ্ট অঙ্কের কেনাকাটায় অথবা রিওয়ার্ড পয়েন্ট পেয়েও লাভবান হবেন।

 

অনলাইনে-BGN24

]]>
https://bgn24.com/?feed=rss2&p=500 0