মতামত – Bangla Green News https://bgn24.com সংবাদে নতুনত্বের সূচনায়! Thu, 14 Dec 2023 06:39:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 “১৪ই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবসে সরকারী ছুটির দাবী বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের https://bgn24.com/?p=3587 https://bgn24.com/?p=3587#respond Thu, 14 Dec 2023 04:50:14 +0000 https://bgn24.com/?p=3587 বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবসকে সরকারি ছুটি ঘোষণার দবি করেছে। তারা আজ সকালে শহীদ বুদ্ধিজীবি কবর স্থানে ১৯৭১ সালের ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবিদের শ্রদ্ধা নিবেদন করতে মিরপুর-১ এর শহীদ বুদ্ধিজীবি কবর স্থানে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের আলাপ কালে এই দাবি করেন সংগঠন প্রধান আবু লায়েস মুন্না।
তিনি সাংবাদিকদের বলেন তারা সাংগঠনিক ভাবে ২০১৭ সাল থেকে এই দাবি করে আসছেন। তিনি আরও বলেন একটি জাতিকে মেধাহীন করার জন্য একটি পরিকল্পিত পরিকল্পনার অংশ ছিল এটা।

পরে পরিচালনা বোর্ড প্রধান শাহজালাল আমিরুল
একটি লিখিত প্রেসনোট প্রদান করেন।

প্রেসনোট
“স্মৃতিহত্যা গণহত্যার মতই জঘণ্য!!

১৯৭১ সালে বুদ্ধিজীবী হত্যার পৈশাচিকতা এ দেশ কখনও ভুলবে না, তাই অর্ধ শতাব্দী যাবৎ সর্বস্তরের মানুষ ১৪ই ডিসেম্বর রাস্তায় নেমে আসে। কেবল রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নয় বরং সে শোকের মাতম কালো ব্যান্ডেজ- হয়ে সমগ্র দেশজুড়ে সবার বুকে বুকে ছড়িয়ে পড়ে। যদিও অনতিকাল পরেই সে শোক অশ্রু-ক্রোধ ও অর্জনের স্মারক হিসেবে ‘১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস’ এর আনন্দ হয়ে ফিরে আসে, তবুও বেদনাটুকু যেন রয়েই যায়; অতঃপর অসংখ্য মৃত্যু ও রক্তদামে অর্জিত লাল-সবুজের সার্বভৌম নিশানকে সবাই স্যালুট করে- অশ্রু মুছে। এভাবে ১৪ই ডিসেম্বর হয়ে সব শহীদানের সওগাত আমার পতাকায় ভাসে।

পাকিস্তানী শাসকগোষ্ঠী দ্বারা নৃশংস গণহত্যার সাথে বেছে বেছে বুদ্ধিজীবীদের হত্যা করা কেবল তাদের নারকীয় পৈশাচিকতার নতুন মাত্রা ভাবলে ভুল হবে বরং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বা আমাদের বিজয় অবধারিত জেনেই তা ঘটানো হয়েছিল, যা সন্দেহাতীতভাবে ভবিষ্যৎ জাতীয় জীবন প্রাসঙ্গিকতায় দেশ ও রাষ্ট্র বিরোধী জঘণ্য পরিকল্পনাকেই নিশ্চিত করে।

এক্ষেত্রে, তৎকালীন রাষ্ট্রশক্তির সংশ্লিষ্টতাতেই তা ঘটানো হয়েছিল বিধায় তার প্রত্ত্যুৎরেও ন্যায়ত অনিবার্য হয়ে ওঠে রাষ্ট্রীয় ভূমিকা এবং সেটা কোন ব্যক্তিবিশেষের ক্ষেত্রে নয় বরং সামষ্টিক ক্ষেত্রে ঘটেছিল বলেই- এটা কেবল মানুষের স্বতঃস্ফূর্ত শ্রদ্ধা বা রাষ্ট্রীয় মর্যাদা দানের বিষয় নয়, বরং উত্তর প্রজন্মের স্বার্থে তা রাষ্ট্রীয় দায়ীত্বের অন্তর্গত। তাই এ দিনটিকে যদি রাষ্ট্রীকতা দ্বারা (রাষ্ট্রীয় ছুটি) নির্দিষ্ট না করা হয় তবে তা হবে রাষ্ট্রকৃত স্মৃতিহত্যার অপরাধ।

স্মর্তব্য, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ইতোমধ্যে অর্ধশত বছর পেরিয়ে এসেছে- যথারীতি রাষ্ট্রীয় কর্তৃত্বে এ দেশ ও তার মানুষই ছিল; তবুও উত্তর প্রজন্ম জানে না ১৪ই ডিসেম্বর কী, কেন, কিভাবে, কখন, কোথায় ঘটেছিল! দীর্ঘ বিক্ষয় আর জেঁকে বসা ভ্রান্তির বিরুদ্ধে- সরকারগুলোর উদাসীনতা তো বটেই এমনকি কোন রাজনৈতিক দলকেও ১৪ই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবসকে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করার দাবীতে তেমন সোচ্চার হতে দেখা যায়নি। বিশেষত, জাতীয় একটি দিন হিসেবে যৌক্তিকভাবেই তা যে রাষ্ট্রকৃত বা প্রাতিষ্ঠানিকতার শর্তকে অনিবার্য করে তোলে সেটাও এত বছরে বোধগম্য হচ্ছেনা- এটা সদ্য স্বাধীন দেশ ও তার জাতীয় জীবনের প্রত্যুষে সেই সূর্য হারানোর আঁধার পরিণতি নয় কি?

এদিক থেকে, নাগরিকবোধ সম্পন্ন মানুষ মাত্রই অদ্যাবধি- স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের প্রতিটি সরকারের মধ্যেই গণহত্যার পদাংক মুছে ফেলার ভূমিকাকে চিহ্নিত করে এসেছে! স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ও তার সরকার নিশ্চয়ই পাকিস্তানী রাষ্ট্রজান্তার উত্তরাধিকার এর পর্যায়ে নিজেদেরকে নামিয়ে দিতে ঘৃণা বোধ করবে।

অতএব, সংগত কারণেই অবিলম্বে শহীদ বুদ্ধিজীবী দিবসকে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হোক।”
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন আবু লায়েস মুন্না -সংগঠন প্রধান, মোঃ শাহজামাল আমিরুল- পরিচালনা বোর্ড প্রধান, মো: মুজিবুল হক-কাঠামোগত সার্বক্ষণিক, শরীফ মোহাম্মদ বেদুইন হায়দার ও আক্তার হোসেন- কার্যনির্বাহী সদস্য, কেন্দ্রীয় কমিটি, মো: আমানউল্লাহ আমান-সমন্বয়কারী, ঢাকা মহানগর এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং বেশ কয়েকটি আসনের সাংসদ সদস্য পদপ্রার্থীরা।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3587 0
একবার পড়ার অনুরোধ রইল! ডাকবাংলা বাজার দোকান মালিক সমিতির নির্বাচনে কি ঘটেছে! https://bgn24.com/?p=3030 https://bgn24.com/?p=3030#respond Thu, 22 Sep 2022 03:32:03 +0000 https://bgn24.com/?p=3030 একবার পড়ার অনুরোধ রইল! ডাকবাংলা বাজার দোকান মালিক সমিতির নির্বাচনে কি ঘটেছে!

“ঝিনাইদহের গ্রাম-গঞ্জের খবর” পেইজে একটি ভিডিও নিউজ করেছিলাম “রাত পোহালেই ডাকবাংলা বাজার দোকান মালিক সমিতির নির্বাচন” তাতে এক শ্রেণির মানুষের চুলকানি শুরু হয়। এই নিউজে আমি আমার মনগড়া কোন কথায় বলেনি। এটা ছিল সাধারণ ভোটার, স্থানীয় লোকদের মতামত, এবং ছিল আমার জরিপ সব মিলেই ছিল একটি সত্য বাস্তব নিউজ।

এই নিউজ দেখার পর ডাকবাংলা বাজার দোকান মালিক সমিতির ভোট সম্পর্কে যাদের অনেক ধারণা ছিল তারা সত্য নিউজটাকে অনেক প্রধান্য দিয়েছিল। কিন্তু অন্যরা আমাকে হুমকির মাধ্যমে অনেক আদরও করেছিল তাতে আমি কিছু মনে করেনি এবং ভয়ও পায়নি। সত্য কথা বলতে গেলে আমি কারও কোন পক্ষ নিয়ে কোন দিনই নিউজ করি নি। দুঃখের বিষয় হলোও সত্য যে, সত্য বললেও যেন কোন পক্ষ হয়ে যায়। তাহলে কি আমার “ঝিনাইদহের গ্রাম-গঞ্জের খবর” পেইজটি চুপচাপ বসে থাকবে? না! ইনশাআল্লাহ বসে থাকবে না । এই পেইজের অনেক শুভাকাঙ্খী আছেন তাদের সহযোগিতায় এবং যারা চুলকানোর জন্য বসে থাকেন তাদের সার্বিক তিক্ত ভালোবাসায় আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ।

হ্যঁ ভুলের উর্ধে মানুষ নয়! মানুষের উর্ধেই ভুল এটাই মনে হয় সত্য। তাতে আমিও তো একজন মানুষ। সুতরাং আমারও ভুল হতেই পারে এটাই বাস্তব! আর এই ভুলটা যে আমাকে ধরিয়ে দিবেন তিনিই হলেন আমার কাছে মহৎ ব্যক্তি,যে এই ভুলের কারণে আমাকে কোন ক্ষতি করার চেষ্টা করবেন তিনি তো আমার থেকে ও ভুল করবেন। সত্য কিনা বিবেক বুদ্ধি অন্তরের মন দিয়ে ভাবুন। আচ্ছা বলুন এই দুনিয়ায় কে কতোদিন বাজবে। আমি তো সারা জীবন বেঁচে থাকার চিন্তাই করি না! কখন যেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে এতো সুন্দর দুনিয়ায় মা, ভাই, বোন,বন্ধু শুভাকাঙ্ক্ষী ফেলে চলে যাবো এটা ভাবি।

একটু গভীর ভাবে চিন্তা করলে দেখা যাবে, এই দুনিয়ায় বেঁচে আছি এটাই মিথ্যা, সত্যটাই হলো কখন জানি বিদায় নিয়ে ওপারে যেতেই হবে। আমাকে সেই সৃষ্টি জগতের মালিকের কাছে হিসাব দিতে হবে। ১. আমি শৈশব, কৈশোর, যৌবন কিভাবে কাটিয়েছি? ২. আমি কিভাবে অর্থ উপার্জন করেছি এবং কোন পথে ব্যয় করেছি। ৩. আমি আমার পাওয়ার বা ক্ষমতা দুনিয়ায় কিভাবে প্রয়োগ বা ব্যবহার করেছি। দুনিয়ায় যতোদিন বেঁচে আছি প্রত্যেকটি কর্মের হিসাব আমার মৃত্যুর পর সেই সত্তা যিনি আসমান-জমিনের মধ্যে যা কিছু আছে এমনকি আমারও মালিক সেই মহান আল্লাহর কাছে কড়াই গুন্ডা হিসাব দিতে হবে। একটু ভেবেছি? যার কর্মফলের হিসাব দিয়ে আল্লাহর দরবারে আজীবন সুখ-দুঃখের মধ্যে থাকতে হবে।

আসলে আমরা অন্ধকারের মধ্যে লুকিয়ে আছি, আলোর স্বাদ কিভাবে নিবো! আমরা পিছন থেকে আল্লাহর দেওয়া ধার নিয়ে একজনকে হিট করতে ভালো বাসি। আপনি ভাবছেন কেউ এটা দেখছে না? তাহলে ভুল ধারণার মধ্যে আছেন (একটু কাল্পনিক চিন্তা করুন সিসিটিভির ফুটেজের দিকে লক্ষ্য করুন ) চোর ধরা পড়ে সিসিটিভির ফুটেজে আমি আপনি ধরা পড়বো আমার আপনার যে,সৃষ্টি করেছেন তিনার কাছে।

কি লাভ এতো চেষ্টা করে! আল্লাহ যদি আমার ক্ষতি করেন তাহলে দুনিয়ার এমন কারও ক্ষমতা নেই যে,তা ঠেকাবেন। আবার আল্লাহ যদি আমাকে ক্ষতি না চান তাহলে কারও এমন কোন পাওয়ার বা ক্ষমতা নেই সে তা করে দেখাবেন। আমি একদিন একটি হাদিস পড়েছিলাম- এক সাহাবী রাসুল সাঃ এর কাছে জিজ্ঞেস করলেন ইয়া রাসুলুল্লাহ গুনাহ কি? আর পূর্ণ কি? তিনি রাসুল সাঃ বললেন পূর্ণ হলো নিজের বিবেকে সঠিক যা বলে তাই করা। আর গুনাহ হলো দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য নিজের বিবেকের বিরুদ্ধে যে কোন কাজ করা।

অন্য একটি হাদিসে পড়েছিলাম – এক ব্যক্তি রাসুল সাঃ এর কাছে জিজ্ঞেস করলেন ইয়া রাসুলুল্লাহ আমি প্রতিদিন যে কাজ গুলো করি সেই কাজের মধ্যে কোনটা ভালো কাজ আর কোনটা খারাপ কাজ আমি কিভাবে বুঝতে পারবো? রাসুল সাঃ বললেন তুমি যে কাজ করবে তাতে তোমার প্রতিবেশীগন যদি বলেন এটা ভালো তাহলে তুমি বুঝবে এটা ভালো কাজ। আর যদি তারা বলেন এটা খারাপ তাহলে বুঝবে এটা খারাপ কাজ (ইবনে মাজাহ)। তাহলে বুঝতে পারছেন আমাদের মৃত্যুর পরে কি হিসাব দিবো আল্লাহর কাছে। একটু গবেষণা করন।

ফিরে আসি পূর্বের কথায়! আমার ঐ নিউজে সব প্রার্থীকে পাশ করিয়ে দিতে পারে এমনটা নয় আবার সবাইকে ফেল করিয়ে দিতে পারে এমনটা ও নয়। আম-জনতার রিকোয়েস্টে এই নিউজ করা হয়েছিলো। হ্যঁ আমার একটু ভুল হয়েছে যদি কয়েকজন ব্যক্তির সাক্ষাৎ এর ভিডিও দিতাম তাহলে হয়তোবা আমাকে সরাসরি কেউ কিছু বলতে পারতো না। কিন্তু আমার কাছে অডিও সাক্ষাৎ আছে। তা নিয়ে চুলকানোর কি আছে?( শ্রদ্ধা করি আমার এক বড় ভাইকে! সত্যিই তিনি রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন ইনশাআল্লাহ।) হঠাৎ কেন এটা বললাম জানার দরকার নেই। বড় ভাই আমার এই লেখাটুকু পড়লে তিনি নিজেই বুঝবেন ইনশাআল্লাহ আমার আর গুরুর মধ্যে সীমাবদ্ধ থাক না কেন?

Please Believe me আমি কাউকে ছোট বা বড় করার জন্য এই নিউজ করেনি। এটা আমার দায়িত্ব তাই করেছিলাম। কিন্তু আল্লাহ তায়ালা সত্যিই আমার এই নিউজের সাড়ে ৯৯% সত্যতা নিশ্চিত করছেন ইনশাআল্লাহ। এমনও ভাষা শুনেছি যদি এই নিউজ সত্য না হয় তাহলে আমাকে অনেক প্রশ্নের মুখে পড়তে হবে। বুঝি না! কেন জানি! নিউজ করলেই একটু খনিকের জন্য আল্লাহ তায়ালা আমাকে পরিক্ষায় ফেলছেন। অনেকের হুমকি-ধামকি শুনতে হচ্ছে। আমাকে দেখলে মুখ ফিরিয়ে ও নিচ্ছেন অনেকে। যায় হোক আল্লাহ তায়ালা যেন আমাকে সঠিক তথ্য তুলে ধরার তৌফিক দান করেন।

পাশাপাশি ডাকবাংলা বাজার দোকান মালিক সমিতির মোট ৬৮৯ টি ভোটারসহ নয়টি পদে ১৬ জন প্রার্থীদের সবার কাছে “ঝিনাইদহের গ্রাম-গঞ্জের খবর”পেইজের পক্ষ থেকে অনুরোধ করবো। এই বাজারে আমরা সবাই ভাই ভাই,চাচা-ভাতিজা অথবা নিকটতম আত্মীয় একজনের কোন সমস্যা হলে আরেক জন দ্রুত ছুটে যান তার কাছে। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। কারণ এটা আমি ব্যক্তিগত ভাবে জানি। সুতরাং এই নির্বাচনকে কেন্দ্র করে কেউ কোন মন খরাপ করবেন না প্লিজ! আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একে অন্যের সহযোগিতা, পরামর্শ দিয়ে এই বাজারকে উন্নত একটি পরিবেশে ডিজিটাল রুপে রুপ ধারন করানোর জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ।

আর যারা বিজয় লাভ করেছেন তাদেরকে ও আমার ” ঝিনাইদহের গ্রাম-গঞ্জের খবর”পেইজের পক্ষ থেকে জানায় মোবারক বাদ। আল্লাহ আপনাদের নেক উদ্দেশ্য পুরন করুক আমিন। কিন্তু জয়লাভ হয়ে খুশির ও কোন কারণ নেই। আপনি আমি ভাবছি ব্যপক প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচনে আমি প্রতিপক্ষকে পরাজয় করে জয়লাভ করেছি। এটা ভাবাটাও এক ধরনের বোকামি! কারণ আপনি জয়লাভ হয়েছেন ভোটারদের ভোটে। ক্ষমতার মালিক আল্লাহ। আর মানুষ উছিলা! আপনি জয়ের মালা পরার পূর্বে কি ওয়াদা করেছেন ভোটারদের সাথে। আপনিই জানেন মনে মনে কি ওয়াদা করেছিলেন বাজারের দোকান মালিকদের হঠাৎ কি কি চমক দিবেন।।

যদি আপনি সঠিক ভাবে ৬৮৯ জন সদস্যকে নিয়ে আপনার মনের আসা গুলো এবং ভোটারদের কষ্ট গুলো নিরসন করে বাজারকে উন্নয়ন করতে পারেন তাহলেই আপনি আশা করতে পারেন আপনি সফল নেতা,সফল প্রার্থী,সফল মানুষ, সফল দোকান মালিক, সফল বিজয়,সফল জয়লাভ করতে পেরেছেন ইনশাআল্লাহ। তাই সঠিক নেতৃত্বই বয়ে আনতে পারে ভালো কিছু! প্রিয় পাঠক আবারও সবাইকে “ঝিনাইদহের গ্রাম-গঞ্জের খবর” পেইজের পক্ষ থেকে জানায় মোবারক বাদ। আমার এই খুদ্র লেখা টি পড়ে কেউ মনে কষ্ট নিবেন না প্লিজ। ভুল বুঝবেন না। লেখার মধ্যে কোন ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভুল ধরিয়ে দিয়ে সঠিক লেখাও বলাটার পরামর্শ দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তায়ালা সবাইকে সঠিক বুঝ বুঝার তৌফিক দান করুন আমিন।

সাইফুল ইসলাম,
সাংবাদিক ও পল্লী চিকিৎসক,ডাকবাংলা বাজার, ত্রিমহনী, ঝিনাইদহ। মোবাইলঃ ০১৯২৫-২২৫৬৯১

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3030 0
গরু চোর গ্রেফতারের দাবিতে মানব বন্ধন https://bgn24.com/?p=2981 https://bgn24.com/?p=2981#respond Sat, 17 Sep 2022 03:43:30 +0000 https://bgn24.com/?p=2981 গরু চোর গ্রেফতারের দাবিতে মানব বন্ধন

 

চোরের উপদ্রপে অতিষ্ট চাষীরা ব্যাতিক্রমী মানববন্ধন করেছে। শুক্রবার কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার মাদারগঞ্জ বাজার লাগোয়া সড়কে গরু ও মহিষ লালন-পালনকারী খামারী, কৃষক, চাষী ও গ্রামবাসীরা এ মানব বন্ধন করে।

মানববন্ধনে অংশগ্রহণকারী কৃষকরা অভিযোগ করে বলেন, একটি সংঘবদ্ধ চোর চক্র নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার অন্তর্ভুক্ত চর কৃষ্ণপুর এলাকায় দীর্ঘদিন ধরে গরু-মহিষ চুরি করে আসছে।

কয়েকদফা চোর সনাক্ত হলেও বিচার পাচ্ছেন না ভুক্ত ভোগী কৃষকরা। বিচার চাইতে গেলেই চোর চক্রের হামলার শিকার হতে হচ্ছে তাদের।

এসব চুরির ঘটনায় কচাকাটা থানা পুলিশ নির্বিকার ভুমিকা পালন করছে বলে অভিযোগ তাদের। চোরের দলটি সক্রিয় থাকায় কৃষকদের মাঝে বর্তমানে এক ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে।

এ মানববন্ধনে এলাকা বাসীর পক্ষে বক্তব্য রাখেন, আনোয়ার হোসেন,আব্দুল খালেক, হাবিবুর রহমান প্রমূখ । বক্তারা অবিলম্বে চিহ্নিত চোরদের গ্রেপ্তার দাবী জানান।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=2981 0
ডাকবাংলায় বিদ্যুৎ স্পৃষ্টে নারীর মৃত্যু https://bgn24.com/?p=2972 https://bgn24.com/?p=2972#respond Thu, 15 Sep 2022 06:43:25 +0000 https://bgn24.com/?p=2972 ডাকবাংলায় বিদ্যুৎ স্পৃষ্টে নারীর মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারের মাগুরা পাড়া গ্রামের এক চাতালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিরিনা খাতুন (আল্লাদী) (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহঃপতিবার সকাল ৯ টার সময় উপজেলার মাগুরা পাড়া গ্রামের হাজী ওসমান’এর চাতালে। তার পিতার নাম মৃত আঃ ছাত্তার।

ডাকবাংলা ত্রিমহনী চাউল কল মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আক্তার ভান্ডারী জানান,প্রতিদিনের ন্যায় সাংসারিক কাজে টিউবওয়েলে থালাবাসন পরিষ্কার করতে গিয়ে। অসাবধানতায় মোটরের তার সংযোগ দিতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। তখন স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।

এবিষয়ে ডাকবাংলা পুলিশ ক্যাম্পের এস আই তৌহিদুল ইসলামের কাছে জানতে চাইলে, তিনি ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন এবং বলেন, এ ব্যপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=2972 0
ঝিনাইদহ পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী হিজল মেয়র নির্বাচিত https://bgn24.com/?p=2933 https://bgn24.com/?p=2933#respond Sun, 11 Sep 2022 14:46:01 +0000 https://bgn24.com/?p=2933 ঝিনাইদহ পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী হিজল মেয়র নির্বাচিত

ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহিদী হিজল ( নারকেল গাছ ) প্রতিক নিয়ে বেসরকারী ভাবে মেয়র নির্বাচিত হয়েছে নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের আব্দুল খালেক।দীর্ঘ সাড়ে ১১বছর পর ঝিনাইদহ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হলো। সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে এই ভোট গ্রহন চলে।

দুপুরে ঘন্টাব্যাপি মূষলধারে বৃষ্টির কারণে ভোটারদের ভোগান্তিতে পড়তে হয়। পৌরসভায় ৮২ হাজার ৬৯৫ জন ভোটার ৪৭টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধীকার প্রয়োগ করেছে। ভোটে মেয়র পদে ৪জন সাধারণ কাউন্সিলর পদে ৬৪জন এবং সংরাক্ষিত কাউন্সিলর পদের প্রার্থী রয়েছে ১৯জন। মেয়র পদের প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনিত বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল খালেক ( নৌকা প্রতীক) এছাড়া স্বতন্ত্র কাইয়ুম শাহরিয়ার জাহিদী হিজল ( নারিকেল গাছ), মিজানুর রহমান মাসুম ( মোবাইল ফোন) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থী সিরাজুল ইসলাম।

ভোট গ্রহনের শুরতে আলিয়া মাদ্রাসা, কাঞ্চনপুর, পবহাটী, মোশাররফ হোসেন কলেজসহ বেশ কয়েকটি কেন্দ্রে নৌকা প্রতিকের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যম্পের উপর হামলা চালায় কিন্তু আইন শৃংখলা বাহিনীর তৎপরতায় তারা বিছিন্ন হয়ে পড়ে। নির্বাচনে জেলা প্রশাসক, পুলিশ সুপার বিভিন্ন কেন্দ্র পরিদর্শর করেন। এছাড়া নির্বাচনে ১৮জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ৫ প্লাটুন বিজিবিসহ পুলিশ ও র‌্যারের সদস্যরা দায়িত্ব পালন করেন। এই পৌরসভায় ২০১১ সালে সর্বশেষ ভোট গ্রহন অনষ্ঠিত হয়েছিল। নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহিদী হিজল ২৫ হাজার ৭৫৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে।

তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের প্রার্থী আব্দুল খালেক পেয়েছেন ১৮হাজার ৫৩৯ভোট, মিজানুর রহমান মাসুম ৩৬৬০ ভোট ও হাতপাখা পেয়েছে ৯০৪ ভোট । এছাড়া কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে টিপু সুলতান, ২নং ওয়ার্ড আবু বক্কর, ৩নং ওয়ার্ডে লাড্ডু মিয়া, ৪নং ওয়ার্ডে কাইসার হামিদ, ৫নং ওয়ার্ডে সাইফুল ইসলাম, ৬নং ওয়ার্ডে লিয়াকত হোসেন, ৭নং মহি উদ্দীন, ৮নং ওয়ার্ডে মোঃ সাদেক হোসেন এবং ০৯নং ওয়ার্ডে রেজা বিশ্বাস বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=2933 0
পঙ্গুত্ব শিক্ষার্থী চায় মানবিক সহায়তা https://bgn24.com/?p=2912 https://bgn24.com/?p=2912#respond Thu, 08 Sep 2022 03:51:32 +0000 https://bgn24.com/?p=2912 পঙ্গুত্ব শিক্ষার্থী চায় মানবিক সহায়তা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাইফুর রহমান কলেজের ২০২০-২১ সেশনের উচ্চ মাধ‍্যমিকের শিক্ষার্থী মিঠু মিয়া (১৮) দূরারোগ‍্য ব‍্যাধিতে আক্রান্ত হয়ে পঙ্গু হতে বসেছে।

দুই পা সরু ও দুর্বল হয়ে যাওয়ায় সে এখন দাঁড়াতে বা হাটতে পারে না। সে উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই গ্রামের দিনমজুর ফজলুল হক ও মমতাজ বেগমের একমাত্র ছেলে।

সরেজমিন গিয়ে দেখাগেছে, পৈত্রিকসূত্রে পাওয়া ২ শতক জমিতে ফজলুল হকের ভাঙ্গাচোড়া বাড়ি। ৫ শতক আবাদি জমি ছিল তাও বিক্রি করেছেন একমাত্র ছেলের চিকিৎসায়। এখন দিনমজুরী করে কোনরকমে সংসার চলে।

এলাকাবাসী ও আত্মীয়দের সহায়তায় প্রায় ৪ লক্ষ‍ টাকা খরচ করে ছেলের চিকিৎসা করেছেন কিন্তু সে আরও অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তার পরামর্শ দিয়েছে দ্রুত ভারতে নিয়ে যেতে। এতে প্রায় দশ লক্ষ টাকা প্রয়োজন।

তাই দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। মিঠু মিয়া জানায়, এ বছর রমজান মাসে তার পায়ে ব‍্যাথা হলে স্থানীয় ডাক্তারের পরামর্শে সে ঔষুধ খায়। ৩/৪ দিন পর পা দুর্বল হলে ঢাকার সিআরপি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয় সে।

ব‍্যবস্থাপত্র অনুযায়ী অষুধ খেলেও কোন উন্নতি হয়না। এরপর রংপুরে মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মাহফুজার রহমান এবং ঢাকায় ন‍্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি হয়।

সেখানে ১৭ দিন চিকিৎসা নেয়ার পর ডাক্তার রিলিজ দেয়। ওই হাসপাতালের ডাক্তার জানায় তার জিবিএস রোগ হয়েছে। তারা অতি দ্রুত ভারতে চিকিৎসার জন‍্য যাওয়ার পরামর্শ দেয়।

মিঠু মিয়ার মা মমতাজ বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার সহায় সম্বল বলতে কিছুই নাই। একমাত্র ছেলেটিও পঙ্গু হতে বসেছে। আমার ছেলের চিকিৎসা ও সুস্থতার জন‍্য সমাজের সকলের কাছে আর্থিক সহায়তা এবং দোয়া চাই। আর্থিক সাহায‍্যের জন‍্য মিঠু মিয়ার ব‍্যক্তিগত বিকাশ নম্বর ০১৮৭৭৮৪৩২২৪

]]>
https://bgn24.com/?feed=rss2&p=2912 0
ঝিনাইদহে বিএনপির ১২০ নেতা আহত বললেন সংবাদ সম্মেলনে https://bgn24.com/?p=2834 https://bgn24.com/?p=2834#respond Wed, 31 Aug 2022 14:54:47 +0000 https://bgn24.com/?p=2834 ঝিনাইদহে বিএনপির ১২০ নেতা আহত বললেন সংবাদ সম্মেলনে

ঝিনাইদহে বিএনপি নেতাকর্মীদের উপর দেশীয় অস্ত্র, লাঠি, রামদা, হকিস্টিক ও হাতুড়ি দিয়ে বর্বোরোচিতভাবে হামলা করা হয়েছে। ভাংচুর ও লুট করা হয়েছে বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়ি ঘর।হামলায় ১২০ নেতাকর্মী আহত হয়েছেন। এরমধ্যে ২৭ জন গুরুতর আহত হয়ে ঝিনাইদহ, কালীগঞ্জ, শৈলকুপা, ঢাকা ও যশোর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।মঙ্গলবার বিএনপির সমাবেশে আসা যাওয়ার পথে আ’লীগ এই হামলা চালায়।

বুধবার দুপুরে এইচএসএস সড়কস্থ ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে বিএনপি। জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এ মজিদ লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, বিএনপি নেতা মুন্সি কামাল আজাদ পাননু, সাজেদুর রহমান পাপপু, আব্দুল মজিদ বিশ^াস, আলামগীর হোসেন আলম, শাহজাহান আলী, আবু বক্কার সিদ্দিক, মহিলাদল নেত্রী অধ্যক্ষ কামরুজ্জামান লিজি, তহুরা বেগম, আশরাফুল ইসলাম পিন্টু, মিজানুর রহমান সুজনসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে বলা হয়, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার ঝিনাইদহ শহরের উজির আলী হাইস্কুল মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এই সমাবেশে যোগদানের উদ্দেশ্যে সদর উপজেলার ১৭টি ইউনিয়ন ও জেলার ৬টি উপজেলা থেকে বিএনপি’র নেতাকর্মীরা আসতে শুরু করে। তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরা যাতে এই সমাবেশে অংশগ্রহণ করতে না পারে সে জন্য এই ফ্যাসিষ্ট সরকারের সন্ত্রাসীরা পুলিশের সামনেই বিভিন্ন মোড়ে মোড়ে নিরীহ নেতাকমীদের উপর বর্বোরোচিতভাবে হামলা চালায়। হামলায় বিএনপি’র প্রায় ১২০জন নেতাকর্মী আহত হয়। আহতদের মধ্যে ঘোড়শাল ইউনিয়নের নেতা আশিক, রুবেল, আলামীন, পলাশ, রিয়াজ হাসান, এনামুল, রিয়াজ, রাকিব, শুভ ও পারভেজ আহত হন। মধুহাটি ইউনিয়নের কৃষকদল নেতা ইমরান ও নাজির।

৩ নং সাগান্না ইউনিয়নে বিএনপি নেতা মকলেচুর রহমান বকুল, মহারাজপুর ইউয়িনের বিএনপি নেতা সঞ্জের আলী, গান্না ইউনিয়নের ছাত্রদল নেতা শামীম ও নিশাদ, বিএনপি নেতা আনিচ, শাহাজান, যুবদল নেতা জুবায়ের ও কাওসার, নলডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক গেলাম রসুল, বিএনপি নেতা সবজেল, মনিরুল, আলীম, পদ্মাকর ইউনিয়ন কৃষকদলের সভাপতি ওলিয়ার রহমান, শৈলকুপা উপজেলার যুবনেতা আনারুল, জুয়েল, বাবু, মাজেদ, আসাদুল, তারেক, স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম।

কোটচাঁদপুর উপজেলা যুবদল নেতা সিরু, আশরাফ, কোটচাঁদপুর ছাত্রদলের সদ্য সচিব হীরা, কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়ন বিএনপি নেতা সফর আলী, যুবদল নেতা লোকমান, কাষ্টভাংগা ইউনিয়নের বিএনপি নেতা আতিয়ার ও যুবদল নেতা পিয়ারকে আওয়ামী সন্ত্রাসীরা পিটিয়ে আহত করে। হামলা করেই সন্ত্রাসীরা ক্ষ্যান্ত হয়নি, তারা বিএনপি’র নেতাদের ব্যাবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা, ভাংচুর ও লূটপাট করেছে। বিএনপি নেতা কামাল আজাদ পাননুর মালিকানাধীন ঝিনাইদহ শহরের প্রিন্স হাসপাতাল এন্ড ক্লিনিকে হামলা চালিয়ে দাতের এক্সরে মেশিন (ওজিটি), অফিস ভাংচুর ও লুটপাট করেছে। এতে প্রতিষ্ঠানটির প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

হামদহ অঞ্চলের সদর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ঠান্ডুর প্রতিষ্ঠানে হামলা চালিয়ে প্রায় দুই লাখ টাকার মালঅমাল লুট করেছে। জেলা শ্রমিক দল নেতা শিবলুর ব্যবস্থা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও নগদ অর্থ লুট করেছে। যুবদলের থানায় আহ্বায়ক আশরাফ হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাট করেছে। আর এই হামলা হয়েছে পুলিশ প্রশাসনের ছত্রচায়ায় ঝিনাইদহ সদর আসনের বিনা ভোটের এমপির ইন্ধনে। এছাড়া সাগান্না ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে নিজেরা আগুন দিয়ে বিএনপি’র ১২ নেতাকর্মীর নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করেছে।

লিখিত বক্তব্যে বলা হয়, ফ্যাসিবাদি আওয়ামী সরকার ক্ষমতা হারানোর ভয়ে দেওলিয়া হয়ে গেছে। সংবাদ সম্মেলনে হুসিয়ার উচ্চারণ করে বলা হয়, এভাবে যদি একের পর এক হামলা, বাড়িঘর ভাংচুর লুটপাট ও নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা করা হয় তাহলে প্রতিবাদ স্বরুপ বিএনপি ঝিনাইদহ জেলায় অবরোধ ও হরতালের মত কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=2834 0
তত্বাবধায়ক ও ব্যালট ছাড়া নির্বাচনে যাবেনা বিএনপি বললেন শামসুজ্জামান দুদু https://bgn24.com/?p=2821 https://bgn24.com/?p=2821#respond Wed, 31 Aug 2022 05:12:16 +0000 https://bgn24.com/?p=2821 তত্বাবধায়ক ও ব্যালট ছাড়া নির্বাচনে যাবেনা বিএনপি বললেন শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এ বছর পরিবর্তনের বছর। আগামী বছর দেশের প্রধানমন্ত্রী হবেন দেশ নায়ক তারেক রহমান। যারা এখনো আমাদের উপর হামলা করছেন, মামলা দিচ্ছেন তাদের তো পালানোর কোন জায়গা নেই। তিনি বলেন, নির্দলীয় তত্বাবধায়ক সরকার ও ব্যালটের মাধ্যমে ভোট ছাড়া বিএনপি হাসিনা সরকারের আমলে কোন নির্বাচনে যাবে না।

আর এই দুটির কোন একটি নিয়ে টালবাহানা করা হলে সমুচিত জবাব দেওয়া হবে। কারণ এই সরকার ভোট চোর ও পদে পদে মানবাধিকার লঙ্ঘন করেছে। তারা মানুষের সভা সমাবেশে বাধা দেয়, হামলা করে। তারা গনতন্ত্র হরণকারী হিসেবে বিশে^ পরিচিত, তারা কথা বলতে দেয়না। সর্বপরি বর্তমান নির্বাচন কমিশনার হাসিনার আজ্ঞাবহ। তাদের কথাবার্তায় প্রমান হয়েছে এই কমিশন দিয়ে দেশে কোন সুষ্ঠ অবাধ নির্বাচন হবে না। শামসুজ্জামান দুদু মঙ্গলবার বিকালে ঝিনাইদহ শহরের উজির আলী হাইস্কুল মাঠে বিএনপির এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

জ্বালানি তেলের মুল্য বৃদ্ধি, তীব্র লোডসেডিং, হামলা, মিথ্যা মামলায় হয়রানী, ভোলায় দুই ছাত্রদল নেতা হত্যা ও যশোরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের বাড়িতে হামলার প্রতিবাদে ঝিনাইদহ জেলা বিএনপি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এড এম মজিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সঞ্চালনে প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, সহ-তথ্য ও গবেষনা সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সাবেক এমপি আব্দুল ওহাব, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপ্পু।

বিএনপি নেতা আক্তারুজ্জামান, সাবেক পৌর মেয়র আব্দুল মালেক, এড মুন্সি কামাল আজাদ পাননু, আলমগীর হোসেন আলম, আব্দুল মজিদ বিশ্বাস, শাহজাহান আলী ও মাহবুবুর রহমান শেখর প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শামসুজ্জামান দুদু আরো বলেন, এ সরকার ১০ টাকা কেজির চাল খাওয়াতে চেয়েছিল। কিন্তু চালের কেজি এখন ৮০ টাকা। ঘরে ঘরে চাকরীর কথা বলে ঘরে ঘরে অশান্তি সৃষ্টি করেছে। তিনি বলেন এই সরকার কতৃত্বাবাদী ও ফ্যাসিষ্ট সরকার। প্রতিবাদ করলেই তারা রক্ষিবাহিনীর আদলে হামলা করে। ভোলায় দুই ছাত্রনেতাকে হত্যা করেছে।

যশোর উন্নয়নের কারিগর সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিতের উপর হামলা ও তার গাড়ি ভেঙ্গেছে। তিনি বলেন, ঝিনাইদহের এই বিশাল জনসমুদ্র বানচাল করতে আওয়ামীলী নিজেরাই নিজেদের অফিসে আগুন ধরিয়ে দিয়েছে। পথে পথে রামদা বাহিনী মোতায়েন করে সমাবেমস্থলে আসা নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এড এম মজিদ অভিযোগ করেন, আজকের সমাবেশে আসার সময় আ’লীগের রামদা বাহিনী আরাপপুর, ফুরসন্দি ও হামদহসহ বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে বহু বিএনপি নেতাকর্মীদের আহত করেছে।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=2821 0
দুই মাস নিখোঁজ তারপর উদ্ধার https://bgn24.com/?p=2808 https://bgn24.com/?p=2808#respond Tue, 30 Aug 2022 09:46:04 +0000 https://bgn24.com/?p=2808 দুই মাস নিখোঁজ তারপর উদ্ধার!

নিখোঁজ হবার প্রায় ২মাস পর ফুলবাড়ী থানা পুলিশের তৎপরতায় বাবা- মার কোলে ফিরলো সজিব (১৬) নামে এক কিশোর।

যাহার ফুলবাড়ী থানার জিডি নং -৭৯৫, ১৬/০৭/২০২২ইং তারিখে জিডির অভিযোগকারী মোঃ আইয়ুব সরকার, পিং-মৃত ওমর আলী সরকার, সাং-নগরাজপুর, ডাক-নেওয়াশী, থানা-ফুলবাড়ী, জেলা -কুড়িগ্ৰাম এর ২য় ছেলে ভিকটিম মোঃ সজিব সরকার (১৬) পিং -মো: আইয়ুব সরকার, নগরাজপুর উচ্চ বিদ্যালয়ের একজন দশম শ্রেনীর ছাত্র। ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী।

১৩/০৭/২০২২ ইং তারিখ দুপুর অনু: ০২ঃ৩০ ঘটিকার সময় ভিকটিম সজিব সরকার বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ী থেকে একাকী বাহির হয়।

পরবর্তীতে পরিবারের লোকজন বোনের বাড়িতে খোঁজ খবর নিলে জানতে পারেন যে সেখানে পৌঁছায়নি। এমতাবস্থায় থানায় ভিকটিমের পিতা-মোঃ আইয়ুব সরকার সাধারণ ডায়রী করেন।

অফিসার ইনচার্জ ফুলবাড়ী থানা উক্ত সাধারণ ডায়রীর তদন্তভার এস আই মোঃ খোরশেদ আলম এর উপর অর্পণ করেন। ভিকটিম বাড়ী থেকে বাহির হওয়ার পরপরই তার ব্যবহ্নত মোবাইল ফোনটিও বন্ধ হয়ে যায়। তারপরও ভিকটিমকে উদ্ধারের জন্য আশপাশের এলাকায় উদ্ধার অভিযান করা হয়।

ভিকটিমের ব্যবহ্নত মোবাইল ফোনের কললিস্ট অনুযায়ী ভিকটিমের লোকেশন সনাক্ত করার চেষ্টা করা হয়। সঠিকভাবে তথ্য প্রযুক্তির মাধ্যমে ভিকটিমের তথ্য সংগ্রহ করে সিনিয়র সহকারী পুলিশ সুপার, নাগেশ্বরী সার্কেল সার্বিক দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ ফুলবাড়ী থানা, কুড়িগ্রাম এর তত্ত্বাবধানে ।

২৮/০৮/২০২২ ইং তারিখে এস আই মোঃ খোরশেদ আলম সঙ্গীয় ফোর্স সহ ভিকটিম উদ্ধারের জন্য ঢাকা জেলাধীন সাভার মডেল থানায় হাজির হয়ে পরবর্তীতে সাভার মডেল থানার অন্তর্গত চামড়া শিল্প নগরী ট্যানারী পুলিশ ফাঁড়ি, হেমায়েত পুর, সাভার ঢাকায় উপস্থিত হয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে একটানা ২৪ ঘন্টা হেমায়েত পুর এর ঋষিপাড়া, হেমায়েত পুর বাসস্ট্যান্ড, হেমায়েত পুর মোল্লা পাড়া, বিসমিল্লাহি মনজিলসহ ঢাকার বিভিন্ন এলাকায় ভিকটিম উদ্ধারের অভিযান পরিচালনা করে।

হেমায়েত পুর এর ঋষিপাড়াস্থ গার্মেন্টস এর সামনে ২৯/০৮/২০২২ ইং তারিখ সময় অনুমান ১৮ঃ০০ ঘটিকায় অভিযান পরিচালনা করে গ্ৰাফিক্স ডিজাইন কোম্পানির সামনে থেকে ভিকটিমকে উদ্ধার করে।

উদ্ধারের পর সাভার মডেল থানায় হাজির হয়। সাভার মডেল থানার জিডি নং -২৩৬৩, তারিখ ২৯/০৮/২২ ইং। সাভার মডেল থানা থেকে ভিকটিমসহ ফুলবাড়ী থানা, কড়িগ্ৰাম এর উদ্দেশ্য রওনা হয়ে। ফুলবাড়ী থানায় ভিকটিম সহ হাজির হয়।

অফিসার ইনচার্জ ফুলবাড়ী থানা বিষয়টি নিশ্চিত করে। অফিসার ইনচার্জ ফুলবাড়ী থানা, কুড়িগ্রাম এর নির্দেশে ভিকটিম মোঃ সজিব সরকার (১৬) কে তার পিতা মোঃ আইয়ুব সরকার, বড়ভাই মো: নাইম সরকার, চাচা-মোঃ মাহবুর হোসেন লিটু এর জিম্মায় প্রদান করে।

ভিকটিম সজিব (১৬) আসন্ন সেপ্ট/২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ফজলুর রহমান ও এস আই (নিঃ) মোঃ খোরশেদ আলম এর ঐকান্তিক প্রচেষ্টায় নিখোঁজের প্রায় দুই মাস রুদ্ধশ্বাস অভিযানের মাধ্যমে ঢাকা থেকে উদ্ধার হয়েছে এবং ভিকটিমের পিতা-মাতা ও পরিবারের লোক তাদের ছেলেকে পেয়ে ফুলবাড়ী থানা পুলিশের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=2808 0
কোটচাঁদপুরে দূর্বৃত্তদের হামলায় ইউপি সদস্য জখম https://bgn24.com/?p=2797 https://bgn24.com/?p=2797#respond Sun, 28 Aug 2022 09:24:21 +0000 https://bgn24.com/?p=2797 কোটচাঁদপুরে দূর্বৃত্তদের হামলায় ইউপি সদস্য জখম

ঝিনাইদহের কোটচাঁদপুর ৫ নং এলাঙ্গী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি তাইজুল ইসলামের উপর দূর্বৃত্তরা হামলা করেছে। তাতে সে মারাত্মক ভাবে জখম হয়। এ ঘটনাটি ঘটেছে শনিবার রাত আট টার দিকে স্থানীয় কুল্লাগাছা আসাননগর দমদম বাজারে। আহত ইউপি সদস্য “বিজিএন২৪” কে জানান,রবিবার স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের অবিভাবক নির্বাচন কে কেন্দ্র করে আমাকে অহেতুক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খাঁন এর সন্ত্রাসী বাহিনী এই অবস্থা করেছে।

মিজানুর রহমান চেয়ারম্যানের সরাসরি মদদে তারা আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। আমি এই চেয়ারম্যানের অপকর্ম কে সমর্থন করি না বলে আমার উপর এই হামলা। ইউপি সদস্য তাইজুল ইসলাম বর্তমানে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

এবিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মিজানুর রহমান খাঁন এর নিকট জানতে চাইলে তিনি বলেন,আমার পরিষদের এক সদস্য কে মারপিট করবে সেটা আমি কি করে মদদ দিতে পারি। আমি শোনার পর ঘটনাস্থলে গিয়ে জানতে পারি যে কয়েক জন আমার পরিষদের সদস্য কে মারপিট করেছে। বিষয়টি নিয়ে আমি অবশ্যই আইনী সহায়তা ও সামাজিক বিচার শালীসি করবো।আর আমার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।

এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মঈন উদ্দিন আহম্মেদ জানান,ঘটনাটি’কে কেন্দ্র করে আমরা পুলিশি ব্যাবস্থা জোরদার করেছি। এখনো পর্যন্ত উক্ত বিষয়ে থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ দায়ের হলে আমরা অবশ্যই আইনী ব্যাবস্থা নেবো।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=2797 0