সোশ্যাল মিডিয়া – Bangla Green News https://bgn24.com সংবাদে নতুনত্বের সূচনায়! Tue, 09 Jan 2024 04:39:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 শীত আছে, চাদর আছে https://bgn24.com/?p=3656 https://bgn24.com/?p=3656#respond Tue, 09 Jan 2024 04:39:33 +0000 https://bgn24.com/?p=3656 পৌষ আর মাঘ মাসের হালকা বা ভারী শীতের জন্য চাদর আদর্শ। শীত তাড়ানোর এই অনুষঙ্গের আবেদন কিন্তু কখনোই হারিয়ে যায়নি। প্রতিবছর ফ্যাশন হাউসগুলো এটিকে নতুন নতুন রূপে উপস্থাপনের চেষ্টা করে।

দেশীয় নকশা আর উপকরণে বানানো চাদরগুলো পাশ্চাত্য সাজপোশাকের সঙ্গেও মানিয়ে যায়। দেশভেদে চাদর পরায় দেখা যায় ভিন্নতা। বাংলাদেশে গায়ে জড়িয়ে চাদর পরা হয় বেশি। পাশ্চাত্যে আকারে ছোট চাদরগুলোকে স্কার্ফের মতো করে পরা হয়। জ্যাকেটের ওপর তো আর চাদর চড়ানো যায় না, তাই গলাতেই নানা স্টাইলে পেঁচিয়ে পরছেন ওখানকার মানুষেরা। খাদির চাদর তো আছেই; এ ছাড়া উলের সুতায় বোনা চাদর, তসরের চাদর, সিনথেটিক সুতায় বোনা চাদর, সিল্কের চাদর, অ্যান্ডি চাদর, ডুপিয়ান কাপড়ের চাদরও পাওয়া যাচ্ছে। করা হচ্ছে ব্লক, স্ক্রিনপ্রিন্ট ও টাইডাই, শিবোরি, মোম বাটিকের কাজ। ফুলের নকশা, জ্যামিতিক প্রিন্টও দেখা যাচ্ছে অনেক। পাশাপাশি এক রঙের শাল বা চাদরে ছোট ছোট নকশার সঙ্গে মুক্তা, পুঁতি, নকশিকাঁথার কাজ জুড়ে দেওয়া হচ্ছে। ডেনিম প্যান্টের ওপর ডেনিম টপ পরার প্রচলন এখন বেশ জনপ্রিয়। সেই সূত্র ধরেই ডেনিমের টপ বা প্যান্টের ওপর জড়িয়ে নিতে পারেন ডেনিমের চাদর। নীলের নানা শেডের ওপর নকশার ভিন্নতাও চোখে পড়ে। টাইডাইয়ের দেখাও মিলবে। মোটা খাদির ওপর স্ক্রিনপ্রিন্টে ফুটিয়ে তোলা হয়েছে উত্তম-সুচিত্রার চেহারা। সঙ্গে আছে সাগরিকা চলচ্চিত্রের নামটিও।

মণিপুরি নকশা এখন আর শুধু শাড়িতেই সীমাবদ্ধ নেই। চাদরের ওপরেও চলে এসেছে এই নকশার সৌন্দর্য। নকশাটির আছে আলাদা আভিজাত্য। মণিপুরি নকশার চাদর থেকে ঐতিহ্য আর স্টাইল দুটিই পাওয়া যাবে। সিলেটের ঐতিহ্যবাহী মণিপুরি চাদরগুলো শাড়ির চরকাতে একই উপায়ে তাঁতে বোনা হয়। বুননে উলের সুতা ব্যবহার করা হয়। টেম্পল পাড় থাকে। হাতের চরকায় বোনা একটি চাদর তৈরি হতে লাগে চার–পাঁচ দিন সময়।

সিনথেটিক কাপড়ের চাদরটির ওপর চেকের নকশা করা হয়েছে। এক রঙের টি-শার্টের সঙ্গে ভালো যাবে।

প্রথম আলো

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3656 0
ফেসবুক থেকেই জানা যাবে ফোনের ইন্টারনেট স্পিড! https://bgn24.com/?p=3462 https://bgn24.com/?p=3462#respond Tue, 28 Mar 2023 06:47:27 +0000 https://bgn24.com/?p=3462 অনেক সময় ফোনে কোনো জরুরি কাজ করতে গিয়ে হঠাৎ করেই ইন্টারনেটের কম গতির করণে ঝামেলায় পড়তে হয়। এতে করে মেজাজ বিগড়ে যেতে পারে। অথচ আপনি চাইলেই দেখে নিতে পারেন ঠিক কী পরিমাণ ইন্টারনেটের গতি পাচ্ছেন আপনার ফোনে। তাও আবার ফেসবুকের মাধ্যমে।

অনেকের কাছেই অজানা, ফেসবুকের মাধ্যমে যাচাই করা যায় ফোনের ইন্টারনেট স্পিড। স্মার্টফোন অক্ষত রাখতে যার ভূমিকা অনস্বীকার্য। কিন্তু অনেক সময় বিগড়ে যায় নেটওয়ার্ক। ওঠানামা করতে থাকে ফোনের ইন্টারনেট। এর জন্য কেউ কেউ গুগলের সাহায্য নেন। কিন্তু স্ক্রিনে চলা ফেসবুক ট্যাব থেকেই এক মুহূর্তে জেনে নিতে পারবেন ফোনের ইন্টারনেট গতি।

এখন প্রশ্ন- ফেসবুক থেকে কীভাবে দেখবেন ইন্টারনেট স্পিড?

এ জন্য সর্বপ্রথম নিশ্চিত করতে হবে, ফেসবুক অ্যাপটি যেন লেটেস্ট ভার্সনে ইন্সটল করা থাকে। না থাকলে সেটি অবশ্যই করুন। পাশাপাশি ফেসবুকে লগ ইন থাকতে হবে অ্যাকাউন্ট। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই ফিচার কেবল ফেসবুকের অ্যান্ড্রয়েড ভার্সনেই ব্যবহার করা যাবে।

ফেসবুকে লগ ইন করার পর উপরে ডান দিকে থ্রি লাইন ডটে ক্লিক করুন। এখানে মেনু অপশনে একাধিক ফিচার দেখা যাবে, যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন।

– এরই মধ্যে নিচে স্ক্রল করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে ক্লিক করুন।

– এবার ‘ওয়াইফাই অ্যান্ড সেলুলার পারফরম্যান্স’ অপশনে ক্লিক দিন।

– এই পেজে ‘ইওর স্পিড’ অপশনে ক্লিক করতে হবে। তারপর ‘রান এ স্পিড টেস্ট’ নামে একটি অপশন আসবে।

উক্ত অপশনের নিচে ‘কন্টিনিউ’ অপশনে ক্লিক করতে হবে। আপনার ফোনের ইন্টারনেট স্পিড যাচাই করার জন্য ৩০ সেকেন্ড সময় নেবে ফেসবুক।- ওই অপশনে ক্লিক করা মাত্রই একটি নতুন ট্যাব ওপেন হবে। যেখানে আপনার সেলুলার নেটওয়ার্কের ডাউনলোড স্পিড ও আপলোড স্পিড কত তা জানিয়ে দেওয়া হবে।

– আপনার সেলুলার নেটওয়ার্কের ডাউনলোড ও আপলোড স্পিড ভালো না খারাপ তা স্ক্রিনে দেখিয়ে দেবে ফেসবুক।

– এই ইন্টারনেট স্পিডে কী কী কাজ ভালো করা যাবে- যেমন ভিডিও দেখা, ভিডিও চ্যাট ইত্যাদি- সেসবও লেখা থাকবে স্ক্রিনে।

দরকারি সময়ে এ ভাবে ঝটপট ফেসবুক ওপেন করেই স্মার্টফোনের ইন্টারনেট স্পিড সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন।

সূত্র: এই সময়

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3462 0
সম্পদের অর্ধেক দাতব্য কাজে ব্যয় ধনকুবের https://bgn24.com/?p=3446 https://bgn24.com/?p=3446#respond Sat, 18 Mar 2023 09:55:10 +0000 https://bgn24.com/?p=3446 নাম তার পুথান নাদুভাক্কাট্ট চেন্থামরাক্ষা মেনন, যিনি মূলত পিএনসি মেনন নামে পরিচিত। ভারতীয় বংশোদ্ভূত হলেও মধ্যপ্রাচ্যের দেশ ওমানের নাগরিক পিএনসি মেনন। বর্তমানে তিনি পরিবার নিয়ে দুবাইয়ে বসবাস করেন। সেখানে গড়ে তুলেছেন ব্যবসায়িক সাম্রাজ্য।

তিনি ভারতীয় সোভা গ্রুপের প্রতিষ্ঠাতা। এটি দুবাই, ভারত ও যুক্তরাজ্য-ভিত্তিক বহুজাতিক রিয়েল এস্টেট ডেভালাপার্স কোম্পানি।

সম্প্রতি মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘খালিজ টাইমস’কে এক বিশেষ সাক্ষাৎকার দেন এই ধনকুবের।

এ সময় নিজের মোট সম্পদের অর্ধেক দাতব্য কাজে ব্যয় করার কথা জানান পিএনসি মেনন।

তিনি বলেন, “শুধু অর্থ আয় করার জন্য আমি ব্যবসা করি না। বরং আমার মোট সম্পদের অর্ধেক ব্যয় করি বিভিন্ন দাতব্য কাজে।”

দাতব্য এই অর্থ তিনি ওমান, ভারত ও দুবাইয়ে ব্যয় করেন বলে জানান পিএনসি মেনন।

এছাড়া বিশ্বের অন্যতম শীর্ষ সম্পদশালী মার্কিন ধনকুবের ওয়ারেন বাফেট ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের উদ্যোগে প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা ‘দ্য গিভিং প্লেজ’ এর অন্যতম অনুদান প্রদানকারী পিএনসি মেনন।

ভারতের কেরালার বাসিন্দা পিএনসি মেনন। ভারতে সোভা গ্রুপের প্রধান কার্যালয় বেঙ্গালুরুতে। তবে পুনে, দিল্লি, গুজরাটসহ বিভিন্ন রাজ্যে আকাশচুম্বি ভবন তৈরি করেছে তার কোম্পানি।

এই কোম্পানির যেসব সিস্টার কনসার্ন রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম- সোভা হাইরাইজ ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড, সোভা অ্যাসেটস প্রাইভেট লিমিটেড, সোভা নান্দামবাক্কাম প্রাইভেট লিমিটেড, সার্ভিসেস অ্যান্ড ট্রেড কোম্পানি এলএলসি, সোভা সিটি, সোভা তাম্বারাম ডেভালাপার্স লিমিটেড, সোভা ডেভালাপার্স (পুনে) লিমিটেড এবং সোভা ইনভেস্টমেন্ট এলএলসি।

১৯৪৮ সালে ভারতের কেরালার ত্রিসুরে জন্ম পিএনসি মেননের। তার বাবা ত্রিসুরের একজন ব্যবসায়ী ছিলেন। কিন্তু মাত্র ১০ বছর বয়সে বাবাকে হারান পিএনসি মেনন। তিনি স্থানীয় শ্রী কেরালা ভার্মা কলেজের শিক্ষার্থী ছিলেন, কিন্তু সেখান থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করতে পারেননি। ছিটকে পড়ে যান শিক্ষাজীবন থেকে। এরপর শুরু করেন ইন্টারিয়র ডিজাইনিংয়ের ব্যবসা।

২৬ বছর বয়সে তিনি ওমানে পাড়ি জমান। বেশ কয়েক বছর প্রচেষ্টার পর সেখানে তিনি তার ইন্টারিয়র ডেকোরেশনের ব্যবসা প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ১৯৯৫ সালে তিনি ভারতের বেঙ্গালুরুতে সোভা লিমিটেড নামে ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। স্ত্রীর সোভার নামেই তিনি নামকরণ করেন তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের। ব্যক্তিগত জীবনে তিন সন্তানের জনক পিএনসি মেনন। তার দুই মেয়ে বিন্দু ও রেবাথি। আর এক ছেলে রবি মেনন।

ওমান থেকে কেন দুবাইয়ে আসলেন? এমন প্রশ্নের জবাবে পিএনসি মেনন জানান, মূলত ছোট মেয়ে রেবাথির পড়াশুনার জন্যই তিনি ওমান থেকে পাড়ি জমান দুবাইয়ে। ইন্টারিয়র ডিজাইনিং নিয়ে পড়াশোনার জন্য সেখানকার একটি আমেরিকান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন রেবাথি। তার জন্যই ওমান থেকে পুরো পরিবার নিয়ে দুবাইয়ে চলে আসেন পিএনসি মেনন।

এরপর সেখানেও তিনি গড়ে তোলেন আইকনিক প্রজেক্ট। দুবাইকে বিশ্বের সবচেয়ে নিরাপদ ও ব্যবসা-বান্ধব স্থান উল্লেখ করে জীবনের পরবর্তী সময় সেখানেই কাটিয়ে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন এই ধনকুবের।

দুবাইকে কেন এতটা নিরাপদ ভাবছেন- এই প্রশ্নের জবাবে পিএনসি মেনন বলেন, এর প্রধান কারণ এখানে কোন ধরনেও দুর্নীতি নেই। পুরোপুরি দুর্নীতিমুক্ত একটি দেশ। তাছাড়া এখানকার সরকার খুবই উৎপাদনশীল একটি সরকার। কোনো বিষয় নিয়ে সরকারের কাছে যাওয়ার প্রয়োজন হলে মাত্র দুই মিনিটেই তাদের সঙ্গে দেখা করা যায় এবং বিষয়টি সমাধান করা যায়। এছাড়া দুবাইয়ের জীবনমানও তার ভীষণ পছন্দ। সেই সঙ্গে সেখানকার নারীর নিরাপত্তা ব্যবস্থাও তার দুবাইয়ে পাড়ি জমানোর একটি অন্যতম কারণ।

তিনি বলেন, বিশ্বের কোনও দেশে এতগুলো সুযোগ-সুবিধা এক সঙ্গে পাওয়া যাবে না, যা দুবাইয়ে পাওয়া যায়। এ কারণেই জীবনের বাকি সময় দুবাইয়ে কাটিয়ে দেওয়ার ইচ্ছাপোষণ করেন তিনি।

 

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3446 0
ফেসবুকে ছবি দেখেই চিনুন!! https://bgn24.com/?p=1748 https://bgn24.com/?p=1748#respond Wed, 22 Dec 2021 08:08:20 +0000 https://bgn24.com/?p=1748 অনেকেই আছেন যারা প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি আপলোড করে থাকেন। আর ফেসবুকে ছবি দেখে হুটহাট প্রেমে পড়ার ঘটনা হরহামেশাই ঘটে। অনেক ক্ষেত্রে আবার সে প্রেম পরিণয়েও রুপ নেয়। পরে সাক্ষাতে পছন্দের সেই মানুষটির সঙ্গে মতের মিল না হলেই ভাঙে সম্পর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের সঙ্গে আমাদের পরিচয় হয় বটে। তবে সহজেই চেনা হয়ে ওঠে না যে, মানুষটি আসলে কেমন? এমনকি তার পছন্দ-অপছন্দ সম্পর্কেও নিশ্চিত হওয়া যায় না।

তবে জানেন কি, ফেসবুকে আলাপ হওয়া ব্যক্তিটি কেমন মানুষ তা সহজেই বোঝা সম্ভব। এমন কিছু বিষয় আছে, যার মাধ্যমে আপনি একজন মানুষের ফেসবুকের ছবি দেখেই

মানুষটি ঠিক কেমন সে সম্পর্কে একটা ধারণা পাবেন। ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা অবলম্বনে জেনে নিন ফেসবুকে ছবি দেখে মানুষ চেনার কিছু উপায়-

# কোনো ব্যক্তির প্রোফাইলের ছবি যদি সেলফি হয়, সে ক্ষেত্রে বুঝবেন সেই ব্যক্তি অত্যন্ত আত্মকেন্দ্রীক। নিজের প্রতি এবং নিজের কাজের প্রতি ভীষণভাবে বিশ্বাসী।

# যদি কোনো ব্যক্তির ফেসবুকের ছবি হয় ছোটবেলার, সে ক্ষেত্রে মনে করা যেতে পারে সেই ব্যক্তি স্মৃতিতে বাঁচেন। ফেলে আসা দিন বা ফেলে আসা মুহূর্ত নিয়ে থাকতে ভালোবাসেন তিনি।

# ফেসবুকের ছবি যদি হয় কোথাও ঘুরতে যাওয়ার, তার মানে সেই ব্যক্তি বেড়াতে যেতে ভালোবাসেন। তার মধ্যে ভ্রমণের নেশা ভরপুর।

# কোনো ব্যক্তির ছবি যদি ক্রপ করা থাকে তাহলে বুঝে নিতে হবে যে সে নিজেকে নিয়ে একেবারেই আত্মবিশ্বাসী নয়। মানসিকভাবেও সে খানিকটা দুর্বল।

# অনেকেই ফেসবুকের ছবিতে নিজের ছবি না দিয়ে বিভিন্ন রকম ফুল-পাতা, নায়ক-নায়িকা, কার্টুনের মতো নানা ধরনের ছবি দিয়ে থাকেন। তারা আসলে নিজেকে রুচিশীল এবং একই সঙ্গে সংস্কৃতিমনস্ক দেখাতে চান। এমনও হতে পারে তারা একটু লাজুক প্রকৃতির। নিজের ছবি চট করে প্রকাশ্যে আনতে চান না।

# অনেকেই আছেন যারা ফেসবুকে পোষ্যের সঙ্গে ছবি দেন। তারা পশুপ্রেমী তো বটেই, তবে পাশাপাশি অন্যেদের থেকে সহানুভূতি আদায়েরও একটা প্রছন্ন চেষ্টা থাকে।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=1748 0
ফেসবুকের নতুন সুবিধা ব্যবহারে মিলবে ডলার!! https://bgn24.com/?p=1714 https://bgn24.com/?p=1714#respond Sun, 21 Nov 2021 11:51:18 +0000 https://bgn24.com/?p=1714 ফেসবুকের ‘লাইভ অডিও রুমস’ ব্যবহারের জন্য কনটেন্ট নির্মাতাদের ৫০ হাজার ডলার পর্যন্ত দেবে মেটা। পাশাপাশি ইনস্টাগ্রামে ‘রিল’ (খুদে ভিডিও) তৈরির জন্যও নির্মাতাদের ৩৫ হাজার ডলার পর্যন্ত দেওয়া হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, সংগীতশিল্পী ও অন্যান্য কনটেন্ট নির্মাতাকে অডিও রুমস ব্যবহারের জন্য প্রতি সেশনে ১০ থেকে ৫০ হাজার ডলার পর্যন্ত দেওয়া হবে। সঙ্গে অতিথির জন্য অন্তত ১০ হাজার ডলারের ব্যবস্থাও থাকবে।

সেই অর্থের বিনিময়ে ফেসবুকের কনটেন্ট নির্মাতাদের অন্তত ৩০ মিনিটের ৪ থেকে ৬টি অধিবেশন পরিচালনা করতে হবে।

লাইভ অডিও রুমসের সঙ্গে কোনো অলাভজনক সংস্থাকে তহবিল গঠনের জন্য যুক্ত করার সুবিধাও আছে। শ্রোতা ও বক্তারা চাইলে সেখানে সরাসরি অর্থ দিতে পারেন। অডিও রুমসে ৫০ জন পর্যন্ত বক্তা যুক্ত করার সুযোগ পাবেন হোস্ট। তবে শ্রোতার পরিমাণের কোনো সীমা নেই।

গত জুনে লাইভ অডিও রুমস ও পডকাস্ট সুবিধা দুটি চালু করে ফেসবুক। অডিও রুমস সুবিধার মাধ্যমে অনুসারীদের সঙ্গে সরাসরি কথোপকথন চালানো যায়।

ফেসবুকের আগে এমন সুবিধা এনেছিল ‘ক্লাবহাউস’ নামের অ্যাপ। সেটি তুমুল জনপ্রিয় হওয়ায় ফেসবুকেও একই সুবিধা যুক্ত করা হয়।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=1714 0
ভোরহলো ঝিনাইদহ এর উদ্যোগে সাহারী বিতরন https://bgn24.com/?p=1128 https://bgn24.com/?p=1128#respond Tue, 04 May 2021 22:15:35 +0000 https://bgn24.com/?p=1128  
পৃথিবীতে যতদিন একটিও মানবিক মানুষ থাকবে ততদিন পৃথিবী ধংস হবে না কবির কথার সাথে আমরা একমত।মানুষ আছে তাই মানুষ বাঁচে মানুষ ছোটে মানুষের কাছে ।হত ৩/৫/২০২১ সালের রাতের  আধার আলোকিত হয়  এক ঝাঁক মানবতাবাদী তরুণদের পদচারণায়। যারা প্রতিবারের ন্যায় এবারো ঝিনাইদহ সদর হাসপাতালে রোগির স্বজনদের মাঝে সেহরি কার্যক্রম পরিচালনা করছে।

পৌছে দিচ্ছেন শত শত প্যাকেট সেহরি। আর এই মহান কাজে যে ব্যক্তি নেতৃত্ব দিচ্ছেন তিনি হলেন, বাংলাদেশ গ্রাম থিয়েটারে সহযোগী সংগঠন,ঝিনেদা থিয়েটারের সুযোগ্য সাধারণত সম্পাদক ও বাংলাদেশের বহু প্রগতিশীল আন্দোলনের সহযোদ্ধা   জনাব, শামীম আহম্মেদ টফি ভাই, সাথে আছেন ঝিনেদা থিয়েটারের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক হুমায়ুন হিমু ভাই, ঝিনেদা থিয়েটারের অর্থ সম্পাদক আবু রায়হান, রেল আব্দুল্লাহ সহ বেক কজন  মানবতাবাদী সাংস্কৃতিক কর্মী ।

প্রতিদিনের ধারাবাহিক কর্মসূচির আওতায় গত দিন( ২১ রোজায়) অংশগ্রহণ করে বাংলাদেশ গ্রাম থিয়েটারের সহযোগী শিশু সংগঠন ভোর হলো, ঝিনাইদহ। এই সময় উপস্থিত ছিলেন  ভোর হলো,ঝিনাইদহের সুযোগ্য সভাপতি জনাব, পারভেজ ইমাম আজাদ,ঝিনাইদহের রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ঝিনেদা থিয়েটারের সুযোগ্য সভাপতি জনাব, একরামুল হক লিকু ও এদিনের কার্যক্রম অংশ গ্রহণ করে।

মানবতার জন্য এ জাতিয় কার্যক্রম অব্যাহত থাকা দরকার। 

]]>
https://bgn24.com/?feed=rss2&p=1128 0
গৃহকর্মীর নির্মম পাশবিকতা!! https://bgn24.com/?p=535 https://bgn24.com/?p=535#respond Wed, 20 Jan 2021 07:27:47 +0000 http://bgn24.com/?p=535 গৃহকর্মীর নির্মম-BGN24

নির্মম, ভয়াবহ পাশবিকতা। যে গৃহকর্মীর দায়িত্বে বৃদ্ধা মা’কে রেখে সন্তানরা জীবিকার প্রয়োজনে বাইরে, তার কারণেই এখন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে সেই মা।

রাজধানীর মালিবাগে ফাঁকা বাসায় গৃহকর্মীর হাতে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন সত্তরোর্ধ্ব বিলকিস বেগম। পরে নগদ টাকা, স্বর্ণসহ সটকে পড়ে ওই গৃহকর্মী। সিসি ক্যামেরার ফুটেজে এ ভয়ংকর দৃশ্য দেখা যায়।

সোমবার সকাল সোয়া দশটা। প্রায় তিন বছর ধরে কিডনীসহ নানা সমস্যায় ভোগা বিলকিস বেগম শুয়ে আছেন বিছানায়। পরম যত্নে তার সেবা করছেন রেখা নামে গৃহকর্মী। প্রথম দেখায় যে কেউ দেখবেন, এমন চোখেই। কিন্তু না, পরম মমতার পেছনে যে কত ভয়ংকর পরিকল্পনা লুকিয়ে ছিলো তা ভাবলে শিউরে উঠবে যে কেউ।

 

জোর করে বিলকিস বেগমকে বাথরুমে ঢোকায় রেখা। এরই মাঝে খুলে ফেলে তার শরীরের সব কাপড়। শীতের সকালে বৃদ্ধার গায়ে ইচ্ছেমতো ঢালা হয় ঠাণ্ডা পানি। কিন্তু ভেতরে গৃহকত্রীকে আটকাতে না পেরে বেরিয়ে আসে রেখার আসল চেহারা।

যে লাঠি বৃদ্ধ বয়সে ছিলো ভরসা, তা দিয়েই শুরু। মার খেয়ে ফ্লোরে পড়ে গেলেও ক্ষান্ত হননি একের পর এক আঘাত করা হয় মাথায়।

একপর্যায়ে হাতের কাছে যা পেয়েছে তা দিয়েই চালিয়েছে নির্যাতন। আলমারির চাবির জন্য বুকে উপর চেপে বসে। বটি হাতেও তেড়ে আসেন রেখা। এসব কিছুর মাঝে তার লক্ষ্য আলমারি। একসময় অসহায়ের মতো আত্মসমর্পণ করেন বিলকিস বেগম। গলা থেকে চেইন খুলে পরে নেয় আয়েশি ভঙ্গিতে পরখ করে নেন হাতের বালা।

তারপর চাবির সন্ধান পায় নিষ্ঠুর এই গৃহকর্মী। কিন্তু খুলতে না পেরে রক্তাক্ত, অসুস্থ বৃদ্ধাকে টেনে নিয়ে বাধ্য করেন আলমারি খুলে দিতে। ড্রয়ার খুলে স্বর্ণ, নগদ টাকা, মোবাইল সবই হস্তগত করে রেখা।

পুরোটা সময় বিবস্ত্র বৃদ্ধা, নিজের হাতেই রক্ত থামাতে মাথায় বাঁধেন কাপড়। সব হাতানোর পর কক্ষে তালা দেয় রেখা। তারপর খুলে আনে টিভি। জোগাড় করে ব্যাগ। সবকিছু গুছিয়ে ফাকা বাসায় আহত বৃদ্ধাকে ফেলে বেরিয়ে যায় ভয়ংকর গৃহকর্মী।

মালিবাগের এই বাসাটি বেশপুরনো। স্বামী মৃত্যুর পর দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে দু’জনকে নিয়ে এতোদিন নিরাপদেই বসবাস করে আসছিলেন বিলকিস বেগম।

ব্যবসায়িক কাজে বাসা ফাঁকা রেখে ঢাকার বাইরে যাওয়াকে দুষছেন মেয়ে মেহবুবা। মাকে হাসপাতালে ভর্তির পর মঙ্গলবার পুলিশের কাছে অভিযোগ জানান।

শাহজাহানপুর থানা পুলিশ বলছে, গৃহকর্মীদের নামে ছদ্মবেশে পেশাদার অপরাধীরা ঢুকে যাচ্ছে মানুষের বাসাবাড়িতে।

 

গৃহকর্মীর নির্মম-BGN24

]]>
https://bgn24.com/?feed=rss2&p=535 0
বৃক্ষপ্রেমিক আবদুল ওয়াহিদ সরদার গাছ থেকে পেরেক অপসারন করছেন। https://bgn24.com/?p=509 https://bgn24.com/?p=509#respond Tue, 19 Jan 2021 05:33:03 +0000 http://bgn24.com/?p=509

                      আবদুল ওয়াহিদ সরদার

পেরেক অপসারন-BGN24

বৃক্ষপ্রেমিক আবদুল ওয়াহিদ সরদার। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারপ্রাপ্ত ।তাকে নিয়ে একাধিকবার বিবিসি সহ দেশের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া রিপোর্ট করেছে। দেশের ৭টি জেলায় গাছের ১১ মন পেরেক তুলে তিনি এখন ঢাকার গাছ থেকে পেরেক অপসারন করছেন। ঢাকায় তিনি ১৫ কেজি পেরেক অপসারন করেছেন।

বর্তমানে তিনি মরাগাছের পোস্টমোর্টেম দাবি করেছেন। তিনি বলেন, সরকারি-বেসরকারি জমি ও প্রতিষ্ঠানে হঠাৎ করে কিছু গাছ মরতে দেখা যায়। এই গাছগুলো আপনা-আপনি মরে না। কুমতলবে কেউ গাছগুলো মেরে ফেলে। পরে গাছ হন্তারক নিজের দোষ ঢাকতে প্রাকৃতিক কারণকে দায়ী করে। তিনি জানান, গাছের ওপর নির্যাতন ও তাদের রক্ষা করতে শত শত কিলোমিটার পরিভ্রমণ করেছেন। গাছের গোড়ায় গিয়ে তাদের বোবা কান্না শুনেছেন।

তিনি বলেন, কারো জমির পাশে সরকারি রাস্তায় লাগানো গাছ ওই জমির মালিক নানা ধরনের অত্যাচার নির্যাতন করে মেরে ফেলছে। জমির মালিকের দাবি গাছের ছায়া এবং পাতা পড়ে ফসল নষ্ট হয়। এক শ্রেণির অসচেতন মানুষ আছে, যারা শীত নিবারণের জন্য পাতা বা আবর্জনা কুড়িয়ে গাছের গোড়ায় জ্বালিয়ে আগুন পোহায়। এতে ওই গাছটি আগুনে পুড়ে মরে যাচ্ছে। আবদুল ওয়াহেদ সরদার বলেন, গাছের পোস্টমর্টেম করার পর যদি প্রমাণ হয় গাছটি মেরে ফেলা হয়েছে তাহলে দোষী ব্যক্তিকে শাস্তি দিতে হবে।

‘দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন ২০১২’ অনুযায়ী কোনো প্রকার প্রচার কাজে গাছ ব্যবহার করা যাবে না বিষয়টি উল্লেখ করে আইনটিকে অত্যন্ত কল্যাণকর বলে উল্লেখ করেন ওয়াহিদ আলী সরদার। এ আইনটির মতো গাছ হত্যাকারীদের বিরুদ্ধেও আইন প্রণয়নের দাবি করেন তিনি।

আবদুল ওয়াহিদ সরদার ঘর-সংসার ফেলে রাস্তায় রাস্তায় গাছ লাগিয়ে বেড়ান এবং এখন বিল বোর্ডের পেরেকে ক্ষতবিক্ষত গাছের গভীরে ঢোকানো পেরেকগুলো তিনি দরদের সাথে তুলে গাছের কষ্ট নিবারণ করেন। ওয়াহিদ সরদার জানান, গাছের প্রতি প্রাণের টানে তিনি বাংলা ১৪১২ সাল থেকে গাছ লাগানো শুরু করেন।

তিনি নিজের খরচে প্রায় ৯০ বিঘা জমিতে গাছ লাগিয়েছেন। তার রোপিত গাছের সংখ্যা সাড়ে ১৩ হাজার। এসব গাছের মধ্যে রয়েছে আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, জামরুল, কালোজাম, কাগজি লেবু, আমড়া, কামরাঙ্গা, জলপাই প্রভৃতি। নিজের জমি না থাকায় তিনি এই গাছ লাগান সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, পতিত জায়গা ও রাস্তার পাশে।তার স্বীকৃতিকে অস্বীকার করতে পারেনি সরকারও। তাই তাকে প্রদান করা হয়েছে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২১’।

প্রধানমন্ত্রী তার গলায় পরিয়ে দেন ব্রোঞ্জ পদক।একজন সাদা মনের মানুষ ওয়াহেদ সরদারকে অভিনন্দন।

পেরেক অপসারন-BGN24

]]>
https://bgn24.com/?feed=rss2&p=509 0
কন্যা সন্তানের বাবা হলেন ডাক্তার ও সাংবাদিক সাইফুল ইসলাম https://bgn24.com/?p=205 https://bgn24.com/?p=205#respond Fri, 01 Jan 2021 13:17:05 +0000 http://bgn24.com/?p=205

বাবা হলেন-bgn24

ডাকবাংলা প্রতিনিধিঃ

আল্লাহর রহমতে প্রথম কন্যা সন্তানের বাবা হলেন ঝিনাইদহ সদর উপজেলার ৩ নং সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামের মৃত ইছাহাক মিয়ার ছোট ছেলে গ্রাম ডাক্তার ও সাংবাদিক সাইফুল ইসলাম। শুক্রবার সকাল সাড়ে সাত টায় ডাকবাংলা নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নর্মালে এই কন্যা সন্তান ভূমিষ্ট হয়। আল্লার রহমতে মা ও সন্তান দু’জনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন সাংবাদিক সাইফুল ইসলাম।

সাংবাদিকের কন্যার জন্য বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বাবা হলেন-bgn24

]]>
https://bgn24.com/?feed=rss2&p=205 0