কবিতা – Bangla Green News https://bgn24.com সংবাদে নতুনত্বের সূচনায়! Thu, 26 Jan 2023 12:15:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 বই পড়া https://bgn24.com/?p=3381 https://bgn24.com/?p=3381#respond Thu, 26 Jan 2023 12:14:36 +0000 https://bgn24.com/?p=3381 বই পড়া

জাবেদুল ইসলাম

বই পড়া দারুণ মজা,

যদি পড় তুমি।
পাবে এমন জগত ভাই,
দিবে হাজারো চুমি।

বই আনে জ্ঞানের আলো,
বই আনে প্রশান্তি।
বই মনের আবর্জনা,
দুর করে সব কালো।

বই পড়া দারুণ মজা,
যদি পড় ভাই বই।
জ্ঞানের বিকাশ ঘটিয়ে
সবাই আলোকিত হই।

বই পড়া দারুণ মজা,
যদি পড় বই।
পাহাড় পর্বত নদী সাগর,
দেখবে তুমি অই।

বই পড়া দেখায় মোদের,
সাগর জলের প্রাণী।
বই পড়া দেখায় মোদের,
আকাশের গ্রহ তারা নক্ষত্র,
চাঁদ আর মঙ্গল গ্রহ খানি।

বই পড়া দারুণ মজা,
যদি পড় বই।
বই ছড়িয়ে দেয় প্রশান্তি,
আনন্দ উল্লাস ভালোবাসা অই।

বই পড়া দারুণ মজা,
বই পড়ে হয় রাজা।
বই পড়ে হয় সব আলোকিত,
হয় জ্ঞানের তাজা।

 

লালমনিরহাট, বাংলাদেশ।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3381 0
কবিতা আমার https://bgn24.com/?p=3285 https://bgn24.com/?p=3285#respond Sat, 19 Nov 2022 12:40:44 +0000 https://bgn24.com/?p=3285 কবিতা আমার

কবি – জাবেদুল ইসলাম: কবিতা আমার কল্পনায় আর, জাগিয়ে তোলে সকল আশা। কবিতার পঙক্তি দিয়ে, লিখি কথা, সকল ভালোবাসার।

কবিতা আমার রঙিন স্বপ্ন, প্রজাতির ডানা মেলার। কবিতা আমার চাঁদের আলোয়।

জোসনার আলোর পাখির মেলা। কবিতা আমার নীল আকাশে, ভেসে বেড়ানো মেঘের ভেলা।

কবিতা আমার সাগরের ঢেউ, মুক্ত প্রাণের উচ্ছলতা। কবিতা প্রিয়তমার, কাঁশ ফুলের নরম ছোঁয়া।

কবিতা আমার পাহাড় চুড়ার, নুপুর পায়ের ঝর্ণা ধারা। কবিতা আমার সাতই মার্চের, বঙ্গবন্ধুর ভাষণ হলো ঐতিহাসিক।

কবিতা আমার ত্রিশ লাখ, শহীদ ভাইয়ের রক্তে লেখা। কবিতা আমার বাংলাদেশ।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3285 0
আমি প্রিপেইড বুদ্ধিজীবি https://bgn24.com/?p=2874 https://bgn24.com/?p=2874#respond Mon, 05 Sep 2022 12:10:28 +0000 https://bgn24.com/?p=2874 আমি প্রিপেইড বুদ্ধিজীবি

অনাহরে মরে সবে চোখে মুখে আজ কষ্টের বোল,
যা কিছুই ঘটুক আমি বাজাবো সরকারি ঢোল।
শত অন্যায়ে যুক্তি খোজা এটা পেশাগত হবি,
আমি ডক্টর অমক আলি প্রিপেইড বুদ্ধিজীবি।
পেশাগত বোধে রাখিতে সরকার দিয় শত মতবাদ,
মুর্খরা তাই জয় বাংলা বলে কখনো জিন্দাবাদ।

বুদ্ধির ভারে মোটা চশমায় গরীব পাইনা খুঁজে,
তত্ত্বের ভারে তৃপ্ত হয়ে নেতা ঘুমে চোখ বুজে।
যেহেতু দলের নুন খাই তাই গেয়ে যাই তার গুন,
আমাদের কি যদি লাগে জাতির চেতনায় ঘুন।

আমাদের ছাড়া হয়না পূর্ণ নেগা প্রকল্প গুলো,
প্রতিদিন দিয় শত মতবাদ আর পায়ের ধুলো।
আমরাই জানি কেমনে ঝুলাই মানব স্বপ্ন গুলো,
গাধা কেমনে ছোটে দিনরাত দেখে সামনে মুলো।
আমরাই বলি দিওনা কারেন্ট মসজিদে অকারণে,
ধর্ম দিয়ে এ জাতির বেশ পাঠানো যাইযে রণে।

আমরা বলেছি কাড়ো খেতার আগষ্টে জন্মদিন,
তোদের ঘরে সাপ রাখি দিয়ে মোরাই বাজায় বীণ।
বদল হলে ক্ষমতা পালা তোরা মার খাবি সবি,
বুদ্ধি বেঁচে মোরা টিকে যাবো প্রিপেইড বুদ্ধি জীবি।
হতে আমিও বুদ্ধিজীবি গবেষণা করি রোজ,
আমি হলে নেতার বুদ্ধিদাতা কেমন হবে বোঝ।

..…….বেদুঈন হায়দার লিও…….

]]>
https://bgn24.com/?feed=rss2&p=2874 0
জাতির জনক বঙ্গবন্ধু https://bgn24.com/?p=2684 https://bgn24.com/?p=2684#respond Sat, 20 Aug 2022 12:27:47 +0000 https://bgn24.com/?p=2684 জাতির জনক বঙ্গবন্ধু

জাবেদুল ইসলাম-

জাতির জনক বঙ্গবন্ধু
শেখ মুজিব তুমি,
সৌভাগ্যবান জন্ম তোমার,
টুঙ্গিপাড়ার ভূমি ।

৭১”র স্বাধীনতার কর্ণধার তুমি
সৌভাগ্যবান জন্ম তোমার
টুঙ্গিপাড়ার ভূমি।

সাত কোটি জনতার মহা নেতা শেখ মুজিব তুমি।

সৌভাগ্যবান জন্ম তোমার
টুঙ্গিপাড়ার ভূমি।

সোনার দেশে সোনা ফলিয়ে
হাসি ফোটানোর প্রত্যয়ে
শেখ মুজিব তুমি

সৌভাগ্য বান জন্ম তোমার
টুঙ্গিপাড়ার ভূমি,
বিশ্ব জুড়ে পরিচিতি নেতা,
শেখ মুজিব তুমি।

সৌভাগ্যবান জন্ম তোমার
টুঙ্গিপাড়ার ভূমি।

 

]]>
https://bgn24.com/?feed=rss2&p=2684 0
জারজ স্বপ্ন https://bgn24.com/?p=2231 https://bgn24.com/?p=2231#respond Tue, 12 Jul 2022 12:33:31 +0000 https://bgn24.com/?p=2231 জারজ স্বপ্ন

……বিল্লাল হোসেন…..
জীবনের কোন এক প্রত্যুষে
চোখ মেলে চেয়েই দেখেছি
সুচনার ললাট,
ললাটের ভাজে ভাজে দেখেছি
প্রেম ভালবাসা
ভালবাসার সংজ্ঞা ছন্দ কবিতা
প্রবন্ধ আর রচনা।

ভাষা ভাষা চোখের মাঝে
দুর্ণিবার আকর্ষণের বীজ বোনা
পল্লবের প্রতিটা পাপড়িতেই
টাঙানো ছিলো প্রেমের ফেস্টুন।
ওষ্ঠের দীপান্বিতায় দেখতে পেয়েছি , সুখ পুঞ্জিত বিশাল ভালোবাসার নীড়।

সম্মতিহীন সুচনার প্রেমের চরে
ছোট একটি ডেরায়
আমি যেন ভালবাসার আদিবাসি,
স্বপ্নের বীজ বুনেছি
আমার হৃদকোষের প্রত্যেক রন্ধ্রে
মুঠো ভর্তি সুখের নরম ছোঁয়া
দৌঁড়ঝাপ খেলতে ব্যস্ত।

কল্পিত রাষ্ট্রের দখলদারিত্বে
এ মন যেন সর্বদা তটস্থ।
সেই সে প্রত্যুষের যাহা অনুভুতি
যাহা কল্পনা আসা আকাঙ্ক্ষা
অনুমান অনুভব এ হৃদয়ে ছিল
একতরফা।

লোক দেখানো অভিনয় পটিয়শি
সুচনাকে নিয়ে সে স্বপ্ন দল দেখতাম
নিদারুন যন্ত্রনা খচিত হৃদয়ের
মাঝে আজও ভিড় করে সেই নোংরা, ভ্রূণের জারজ স্বপ্নেরা।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=2231 0
স্বপ্নের সেতু পদ্মা https://bgn24.com/?p=2174 https://bgn24.com/?p=2174#respond Wed, 06 Jul 2022 11:42:43 +0000 https://bgn24.com/?p=2174
  • স্বপ্নের সেতু পদ্মা
  • জাবেদুল ইসলাম

    ছোট্ট খোকা মিশুক মুনি,
    বলে,বাবার গলা ধরি।
    ছোট একটা বায়না আমার,
    তুমি, দিবে পুরনঃ করি?
    মামার বাড়ি যাব আমি,
    পদ্মার অই পাড়ে।

    মাকে ডেকে বল্লো বাবা,
    সাঝিয়ে দে অরে।
    লঞ্চ ঘাটে গিয়ে মিশুক,
    দেখলো এবার শেষে।
    এপার ওপার অথই পানি,
    ভয়ে তার বুক কাপেঁ।

    মিশুকের মনে ভাবনা জাগে,
    এক গভীর কল্পনাতে।
    পদ্মা ওপর একটা সেতু,
    হত যদি শেষে।

    ভারি মজা হত আমার,
    মামার বাড়ি যেতে।
    শেখের বেটি শেখ হাসিনা,
    পদ্মা পারে আসে।

    লাখো মানুষের কষ্ট দেখে,
    কান্না আসে বেয়ে।

    একনেকে বিল পাশ পদ্মা সেতু।
    করল, শেখ এর বেটি,
    তাই না দেখে এ দেশের কিছু মানুষ হল হিংসুটে।
    হিলারিকে সাতে নিয়ে গেল বিশ্বব্যাংকে, টাকা দিবেন না,পদ্মা সেতু যেন না হয় বাংলাদেশ।

    তাই না শুনে শেখের বেটি,
    করল কঠিন প্রত্যয়।
    পদ্মা সেতু করবে সে যে,
    নিজের দেশের টাকায়।

    পচিঁশে জুন পদ্মা সেতু,
    হয়ে গেল উদ্ভোদন।
    সারা দেশের মানুষ গুলো,
    পদ্মা সেতু বেয়ে ঘুরছে যেন সারা বাংলা ঘুরে,
    সারা বাংলার মানুষ গুলো করছে দোয়া সবে,
    শেখের বেটি শেখ হাসিনা,
    যেন, বাঁচে জনম ধরে।

    ]]>
    https://bgn24.com/?feed=rss2&p=2174 0
    আকাশ ভরা মেঘের পালে যৌবন এলো নদী খালে মেঘ ঝরা ঐ বৃষ্টির দলে । https://bgn24.com/?p=2075 https://bgn24.com/?p=2075#respond Mon, 04 Jul 2022 10:02:05 +0000 https://bgn24.com/?p=2075 ব্যাঙের বসন্ত কাল
    *********বিল্লাল হোসেন******
    আকাশ ভরা মেঘের পালে
    যৌবন এলো নদী খালে
    মেঘ ঝরা ঐ বৃষ্টির দলে ।

    মনের দেয়া মেখেছে রঙ
    ইনিয়ে বিনিয়ে করছে যে ঢঙ
    চলো দুজন ভিজি কিছুক্ষণ।

    ভোর দিনমান চলছে ঝরা
    রবি বাবুর নেইকো সাড়া
    জলে জলোময় আজ যে ধরা।

    ব্যাঙ ব্যাঙির যে বসন্ত আজ,
    মেতেছে দেখ নেই কোন লাজ
    আঁতস বাজি ফোটাচ্ছে বাজ।

    আমন খেতে পাতা জলে
    ডিম ভরা পেট পুটি খ্যালে
    গুড়িগুড়ি ঐ বৃষ্টির ছলে ।

    তুমি ভিজলে আমিও রাজি
    ভেজা গায়ে সুখটা খুঁজি ,
    চোখাচোখি একসাথে ভিজি।

    আমার বাহুর জল গড়িয়ে
    পড়ুক তোমার আঙূল বেয়ে
    মানুক বৃষ্টি আসুক ধেয়ে।

    হোক না মহা প্রেম সুচনা
    হৃদয় স্নানের এই আরাধনা
    বৃষ্টি মেখে পূর্ণ করি মনোবাসনা

    কবিঃ বিল্লাল হোসেন 

    ডাকবাংলা, ত্রিমহনী, সদর ঝিনাইদহ। 

    ]]>
    https://bgn24.com/?feed=rss2&p=2075 0
    প্রেম সুধা **বিল্লাল হোসেন** https://bgn24.com/?p=2046 https://bgn24.com/?p=2046#respond Sun, 03 Jul 2022 05:06:45 +0000 https://bgn24.com/?p=2046
  • প্রেম সুধা
    ********বিল্লাল হোসেন*****
  • ভোগের মসনদ তেজিয়া তব
    ত্যাগের মার্গে হও আগুয়ান।
    ভোগের পশ্চাদ গন্ধে মোড়া
    ত্যাগই সুখ ত্যাগেই মহিয়ান।

    সুখের সলিল সমাধি পরে
    সেজে দেখ একটি ভাঙাকুল
    বেদনার পল্লবও শাখে শাখে
    ফুঠেছে তৃপ্তির হাজার ফুল।

    বিরহের দরজা ছুঁয়ে দেখ
    লোভিতে সুখের প্রকৃত ধারা
    কষ্টের কোলে রাখিয়া মাথা
    স্বপ্নরা ছুটুক বাঁধন হারা।

    অন্তর চোখে কেঁদে কেঁদে
    ভিজিয়ে দেখ হৃদয় মলাট।
    নিঁখাদ সুখের পরশ পাবে
    আত্মকেন্দ্র সুখের ভরাট।

    বিল্লাল হোসেন, ডাকবাংলা ত্রিমহনী ঝিনাইদহ।

    ]]>
    https://bgn24.com/?feed=rss2&p=2046 0
    কবিতা- বিবেক পঁচা গন্ধ =ডাক্তার বিল্লাল হোসেন https://bgn24.com/?p=1993 https://bgn24.com/?p=1993#respond Sat, 02 Jul 2022 04:29:05 +0000 https://bgn24.com/?p=1993 বিবেক পঁচা গন্ধ
    বিল্লাল হোসেন

    মৌন হাহাকারে আচ্ছন্ন জগত
    লাশের মিছিলের পর মিছিল,
    তপ্ত হৃদয়ে মুহূর্মুহু বেদনার কান্না
    বেঁচে থাকার আকুতিতে
    পেট নামক রাক্ষস টাকে
    নিবৃত্ত করার ব্যর্থ প্রয়াসে
    পলকহীন চেয়ে থাকা।
    সামনে তাকালেই এক সারি
    লাশের চেয়েও জীবন্ত লাশের
    সংখ্যা অনেক বেশি।
    সমাজপতিদের বিবেক দংশিত হচ্ছে না
    কেপে উঠছে না হৃদয়টা ক্ষুধার্থ
    মানুষের আহাজারি দেখে
    বেহায়া নির্লজ্জ বিবেকটা
    ঘাতি মেরে পড়ে আছে
    যাদের দামী পোশাকে ঢাকা
    পচা দুর্গন্ধময় বিবেক
    হিংস্র হায়েনার মতো
    দাত খিচিয়ে হাঁসছে
    মনুষত্বের চামড়া আবৃত দেহে –
    মনুষত্ব হীনের পারফিউম মেখে
    কালো চশমায় ঢেকেছে ,
    মমতার দুটি চোখ।
    ঢাকা পড়েছে লজ্জা নামক বস্তুটি,
    চিৎকার করতে করতে –
    ক্লান্ত শ্রান্ত হয়ে অবশেষে,
    ঘুমিয়ে পড়েছে মানবতা।
    মনুষত্বটা পচে গলে ভেসে গেছে
    লজ্জাহীন বর্বর মানষি কতায় ,
    মানুষ পচা লাশের গন্ধকে
    হার মানিয়েছে মুখোশধারী
    ঐ শয়তানদের বিবেক পচা গন্ধে।

    ]]>
    https://bgn24.com/?feed=rss2&p=1993 0
    কবিতাঃ নির্বাপিত অগ্নি কবিঃ বিল্লাল হোসেন, ডাকবাংলা ঝিনাইদহ। https://bgn24.com/?p=1952 https://bgn24.com/?p=1952#respond Thu, 30 Jun 2022 06:47:37 +0000 https://bgn24.com/?p=1952
    • নির্বাপিত অগ্নি
      —- বিল্লাল হোসেন।

    হারিয়ে সব, মৌনতার রব
    বাজাই একাকী বসে।
    হারিয়ে সুখ, কষ্টের অসুখ
    যাইনি রয়েছে পাশে।

    মমতা মুছে, হিংশ্ররা চুষে
    নিংড়ে নিচ্ছে প্রানরস।
    ভালোবাসা কাঁদে, ছলনার ফাঁদে
    চেটে নষ্টামির নির্যাস।

    বিরহে খুসবু, মাখছি যে তবু
    নর্দমায় পড়িয়া আশা।
    নিরাশার জলে, স্নানটা চলে
    প্রিয়র তৃপ্তিই ভরসা।

    রিক্তের সঙ্গমে, সিক্ত খোলা খামে
    হৃদয় অনল নাহি নেভে।
    যাতনায় মিশে, প্রববঞ্চনা কষে
    বেহুদা লাভ নেই ভেবে ।

    নষ্ট বিবেক,মিথ্যে আবেগ
    খেলে যায় লুকোচুরি।
    আসলে খরা, নকলে ভরা
    মনের কষ্টি করি ফেরি।

    কুড়িয়া ঘুন, করিছে খুন
    বিশ্বাসকে রাতদিন।
    হৃদয়ের দামে, প্রেমের নামে
    কতইনা করছি ঋন।

    টাকায় হচ্ছে, যা খুসি ইচ্ছে
    মিলছে মনও টাকায়।
    হচ্ছে যে বলি, কত বুলবুলি
    একটু সুখের আশায়।

    নেই যে পুঁজি, শুধুই খুঁজি
    মনের বদলে যেন মন।
    বৃষ্টির শেষে, মেঘলাকাশে
    রংধনু রঙে মন এখন।

    স্বার্থের কোলে, ভালবাসা দোলে
    মমতা করে পলায়ন।
    ভিক্ষার ঝুলি, কাঁধে নিয়ে চলি
    ভালোবাসা সারক্ষন।

    মরে গেছে আজ, মনুষত্ব লাজ
    গোধুলী লগ্নে মানবতা।
    আইন কানুন, নিভানো উনুন
    সততার খোঁজে নিরবতা।

    একাকী কাতরাই, আঁধারে হাতড়াই
    খুঁজিয়া ফেরে দু’টি চোখ।
    হতাশার চাদরে, মুখচাপা আদরে
    হাহাকার করে যেন বুক ।

    =বিল্লাল হোসেন=

    ডাকবাংলা ত্রিমহনী

    ঝিনাইদহ সদর ঝিনাইদহ।

    ]]>
    https://bgn24.com/?feed=rss2&p=1952 0