চিত্র বিচিত্র – Bangla Green News https://bgn24.com সংবাদে নতুনত্বের সূচনায়! Sat, 24 Feb 2024 08:40:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 পুকুরে ধরা পড়ল রুপালি ইলিশ https://bgn24.com/?p=3674 https://bgn24.com/?p=3674#respond Sat, 24 Feb 2024 08:37:12 +0000 https://bgn24.com/?p=3674 নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুর সেচের সময় একটি ইলিশ মাছ ধরা পড়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার চর ফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভূমি মার্কেটসংলগ্ন মিয়া মেম্বারের মাছের খামারের একটি পুকুরে ইলিশটি ধরা পড়ে। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় অনেকেই ইলিশটি দেখতে আসেন।

খামারমালিকের ছেলে পূবালী ব্যাংকের কর্মকর্তা আবু নাছের প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শ্যালো মেশিনের মাধ্যমে খামারের একটি পুকুরে সেচ দেওয়া শুরু করেন তিনি। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে পুকুরের পানি কিছুটা কমে এলে তিনিসহ লোকজন জাল দিয়ে মাছ ধরা শুরু করেন। এ সময় জালে একটি ইলিশ ধরা পড়ে। মাছটি দেখে তিনি নিজেই অবাক হন। পরে আশপাশের অনেকেই আসেন ইলিশটি দেখতে।

আবু নাছেরের ভাষ্য, তাঁদের পুকুরের সঙ্গে নিকটবর্তী বামনী নদী কিংবা ছোট ফেনী নদীর কোনো সংযোগ নেই। কখনো জোয়ারের পানিতে পুকুরের পাড় ডুবে যায়নি। তবে গত বছর তাঁরা নদী থেকে ধরে আনা কিছু কোরাল মাছের পোনা পুকুরে ছেড়েছেন। ধারণা করছেন, ওই পোনার সঙ্গে ইলিশ মাছের পোনাও পুকুরে এসেছে। এখনো পুরো পুকুর সেচা শেষ হয়নি। পুরো সেচা হলে আরও ইলিশ পাওয়া যেতে পারে বলে তাঁর ধারণা। ধরা পড়া ইলিশটি মেপে দেখেননি তাঁরা। তবে মাছটির ওজন ৭০০ থেকে ৮০০ গ্রাম হতে পারে।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3674 0
স্বামীর লাশবাহী অ্যাম্বুলেন্সে স্ত্রীর সন্তান প্রসব https://bgn24.com/?p=3592 https://bgn24.com/?p=3592#respond Thu, 14 Dec 2023 11:40:26 +0000 https://bgn24.com/?p=3592 ছেলে আলতাফ হোসেনের (৩৫) মৃত্যুতে মাতম করছিলেন মা–বাবা ও স্বজনেরা। এরই মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে তাঁর লাশ নেওয়া হচ্ছিল সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামের বাড়িতে। ওই লাশবাহী অ্যাম্বুলেন্সে হঠাৎ প্রসববেদনা শুরু হয় ছেলের বউ রহিমা খাতুনের। পরে সেখানেই কন্যাসন্তান প্রসব করেন তিনি।

মারা যাওয়া আলতাফ হোসেন প্রতাপনগর গ্রামের শামছুর রহমানের ছেলে। আলতাফ এলাকায় শ্রমিকের কাজ করে সংসার চালাতেন। তাঁর এক মেয়ে ও এক ছেলে। ৯ বছর বয়সী মেয়ে তাহমিনা স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। ছয় বছরের ছেলে সিয়াম স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ে।আলতাফের বাবা শামছুর রহমান বলেন, গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে ঢাকার একটি ইটভাটায় কাজ করতে যান আলতাফ। দুই মাস কাজ করে সেখানে অসুস্থ হয়ে পড়েন তাঁর ছেলে। গত ৩০ নভেম্বর বাড়িতে ফিরে আসেন। অসুস্থতা বাড়লে ২ ডিসেম্বর তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে আলতাফ মারা যান।স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত্যুর পর গত মঙ্গলবার রাত ৯টার দিকে আলতাফ হোসেনের মরদেহ অ্যাম্বুলেন্সে করে বাড়ির পথে ফিরছিলেন রহিমা খাতুন ও অন্য স্বজনেরা। অ্যাম্বুলেন্সটি আশাশুনি উপজেলার বুধহাটা এলাকায় পৌঁছালে রাত ১০টার দিকে রহিমা খাতুনের প্রসবব্যথা শুরু হয়। একপর্যায়ে অ্যাম্বুলেন্সের মধ্যেই তিনি কন্যাসন্তান জন্ম দেন। পরে রাত সাড়ে ১১টার দিকে গ্রামের বাড়ি প্রতাপনগরে ফেরেন তাঁরা। গতকাল বুধবার সকাল ১০টার দিকে প্রতাপনগর এবিএস ফাজিল মাদ্রাসা মাঠে মরদেহের জানাজা অনুষ্ঠিত হয়।

রহিমা খাতুন বলেন, চিকিৎসক চলতি মাসের শেষ সপ্তাহে তাঁর সন্তান প্রসবের সম্ভাব্য তারিখের কথা জানিয়েছিলেন। এরই মধ্যে স্বামীর মৃত্যুর পর তিনি অ্যাম্বুলেন্সে আহাজারি করতে করতে ফিরছিলেন। হঠাৎ তাঁর প্রসববেদনা শুরু হয়। কোনো ব্যবস্থা নেওয়ার আগেই তিনি কন্যাসন্তানের জন্ম দেন। মেয়েটির নাম রেখেছেন জান্নাতুল। সে এখন সুস্থ আছে। জান্নাতুল বাবার আদর কী, তা জানবে না—এ বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু দাউদ ঢালী বলেন, পরিবারটি আলতাফের উপার্জনে চলছিল। হঠাৎ তাঁর মৃত্যুতে পরিবারটি বিপদের মুখে পড়ল

“প্রথম আলো”

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3592 0
হাতল না ধরে সাইকেল! https://bgn24.com/?p=3550 https://bgn24.com/?p=3550#respond Sat, 09 Dec 2023 04:23:46 +0000 https://bgn24.com/?p=3550 কানাডার আলবার্টার সাইক্লিস্ট রবার্ট মারে অসাধারণ কীর্তি গড়ে রেকর্ড বইয়ে নিজের নাম লিখিয়েছেন। সম্প্রতি তিনি হাতল না ধরেই ১৩০ দশমিক ২৯ কিলোমিটার সাইকেল চালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েছেন। এই পথ পাড়ি দিতে তাঁর সময় লেগেছে ৫ ঘণ্টা ৩৭ মিনিট। কাজটি করতে গিয়ে তাঁকে নিজের ভারসাম্য ও ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। 

আলবার্টা প্রদেশের ক্যালগারির আলঝেইমার সোসাইটির জন্য তহবিল সংগ্রহের অংশ হিসেবে সাইকেল চালিয়েছেন রবার্ট।

রবার্ট গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেন, ‘আমার পরিবারে এই রোগ আছে। এ কারণে আমি আমার দাদিকে হারিয়েছি। আমার খুব কাছের মানুষদের জন্য অর্থ সংগ্রহ করার পাশাপাশি রেকর্ড ভাঙা—এটি আমার জন্য ছিল দুবার বিজয়ী হওয়ার মতো।’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, রবার্ট শিশুকাল থেকে সাইকেল চালান। তিনি সাঁতারও শিখেছেন। ভোরবেলায় বোনের সঙ্গে সাইকেল চালিয়ে তিনি সুইমিংপুলে যেতেন।

রবার্ট বলেন, ‘মাত্র ১০ কিলোমিটার চালাতাম; কিন্তু মনে হতো লম্বা সময়। তারপরও আমরা দুই সপ্তাহ প্রতিদিন এই কাজ করেছি।’

রবার্ট আরও বলেন, ‘ওই সময় আমি খুব ধীরে চালাতাম। আমার বোন আমার চেয়ে এগিয়ে থাকত; কারণ, তাঁর যাতে দেরি না হয়। আমি পেছনে পড়ে যেতাম।’

এর পরই লম্বা দূরত্বে সাইকেল চালানোর প্রেমে পড়েন রবার্ট। ১৫ বছর বয়সে তিনি প্রথম রোড বাইক (সমতলে চলার উপযোগী ও তুলনামূলক বেশি গতির) কেনার জন্য অর্থ জমাতে শুরু করেন। আর সেই বাইক দিয়ে তিনি রেকর্ড গড়েছেন।

অবশ্য এত দিনে রবার্টকে সাইকেলের বেশ কিছু অংশ পাল্টাতে হয়েছে। তবে কাঠামোটি আগের মতোই আছে।

রবার্ট বলেন, সাইকেল থেকে যতবার পড়েছি, ততবারই কোনো না কোনো দাগ পড়েছে বা কেটে গেছে।

এনডিটিভি

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3550 0
র‍্যাব মহাপরিচালক পদক পাচ্ছে কুকুর https://bgn24.com/?p=3450 https://bgn24.com/?p=3450#respond Mon, 20 Mar 2023 06:36:33 +0000 https://bgn24.com/?p=3450 বীরত্বপূর্ণ কাজের জন্য ডগ স্কোয়াডের একটি কুকুরকে দেওয়া হচ্ছে র‍্যাব মহাপরিচালক পদক। আজ সোমবার র‌্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার কার্যক্রমে অংশ নিয়ে দুর্ঘটনায় নিহত তিন জনের মরদেহ উদ্ধার করায় কুকুরটিকে এই পদক দেয়া হচ্ছে। এই প্রথম বীরত্বপূর্ণ পদক পাচ্ছে র‍্যাব ডগ স্কোয়াডের কোনো কুকুর।উল্লেখ্য, গত ৭ মার্চ বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারের ওই ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। পরে সেখানে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, সিটিটিসি, বোম্ব ডিসপোজাল (বোমা নিষ্ক্রিয়করণ) ইউনিট ও ডগ স্কোয়াড মোতায়েন করা হয়।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3450 0
দেখা মিলল বিরল চুনীকণ্ঠি’র https://bgn24.com/?p=3421 https://bgn24.com/?p=3421#respond Sat, 04 Mar 2023 10:20:20 +0000 https://bgn24.com/?p=3421 প্রতিবছর শীত মৌসুমে সাইবেরিয়া ও হিমালয় অঞ্চল থেকে দেশে আসে নানা প্রজাতির পাখি। কুমিল্লাও এর ব্যতিক্রম নয়। প্রকৃতি ও বন্যপ্রাণী বৈচিত্রের প্রতি ভালোবাসার দরুণ এসময় দেশের বিভিন্ন প্রান্তের শৌখিন পাখিপ্রেমী ফটোগ্রাফাররা এদের ফ্রেমবন্দি করতে ছুটে বেড়ান। ভাগ্য সুপ্রসন্ন হলে কারো কারো ক্যামেরায় ধরা পড়ে নানা দুর্লভ প্রজাতির পাখির। এরই ধারাবাহিকতায় কুমিল্লার বুকচিরে বয়ে চলা নদী গোমতির তীরবর্তী গ্রামগুলোতে পাখির খোঁজে ছুটে বেড়ান একদল তরুণ ফটোগ্রাফার। তাদের ক্যামেরায় ধরা দিলো বিরল অতিথি পাখি চাইনিজ চুনীকণ্ঠি!

মূলত অন্য এক সুলভ প্রজাতির সাইবেরিয়ান চুনীকণ্ঠির খোঁজে বের হয়ে তারা এর দেখা পান। প্রথম দেখাতেই সাইবেরিয়ান প্রজাতি হতে কিছুটা পৃথক বলে মনে হলে পরবর্তীতে বিশেষজ্ঞদের মতামত নিলে এর পরিচয় নিশ্চিত হয়।

অতিথি পাখিদের মধ্যে সাইবেরীয় চুনীকণ্ঠি বেশ সুলভ এবং দেশের প্রায় সব প্রান্তে দেখা মিলে। কিন্তু চাইনিজ চুনীকণ্ঠির দেখা পাওয়া বেশ ভাগ্যের ব্যাপার।

এই প্রজাতির পাখিদের গলার কাছে উজ্জ্বল লাল বনের অংশটি দেখলেই এদের নামকরণের সার্থকতা বোঝা যায়। এর মধ্যে চাইনিজ প্রজাতিটি সৌন্দর্যে আরো একধাপ এগিয়ে। এর কণ্ঠের লাল বর্ণকে ঘিরে রয়েছে কাজল-কালো বক্ষাংশ। সিলেটের কিছু অঞ্চলে গুটিকয়েক এ পাখির দেখা মিললেও দেশের এ প্রান্তে এটিই প্রথম ফটোগ্রাফিক রেকর্ড।

এ বিষয়ে পাখি বিশেষজ্ঞ তরিকুল ইসলাম তরু বলেন, করোনার কারণে চেনা পৃথিবীটা বিরাট পরিবর্তন হয়ে গেছে। পাখির সাথে মানুষের দূরত্ব কমে গেছে। আমি সকালে হাঁটতে গেলে দেখতাম, একটা দোয়েল আমার কাছ থেকে দূরত্ব রাখতো দশ বারো ফিট, একটা চড়ুই দূরত্ব রাখতো সাত-আট ফিট কিংবা শালিক দূরত্ব রাখতো দশ ফিট, কাক রাখত পাঁচ ফিট। এখন ওই দূরত্ব কমতে কমতে ওই দূরত্ব একেবারেই কমে গেছে। এখন হাঁটতে গিয়ে দেখি দোয়েল, শালিক, চড়ুই দেড় ফিট দূরত্বে বসে আছে, উড়লও দেয় না। যেহেতু মানুষ কম, কেউ তাদের তাড়াও দিচ্ছে না। তাই পাখিও স্বভাব বদলে ফেলেছে। ধীরে ধীরে মানুষের সাথে দূরত্বটা কমিয়ে ফেলেছে। এটা আনন্দের, খুবই আনন্দের ব্যাপার।

 

সূত্র : বাসস

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3421 0
একসঙ্গে ৪ বাছুরের জন্ম দিল গাভী https://bgn24.com/?p=3412 https://bgn24.com/?p=3412#respond Tue, 28 Feb 2023 04:16:50 +0000 https://bgn24.com/?p=3412 সোমবার সকালে উপজেলার উরফা ইউনিয়নের বারমাইশা এলাকার কৃষক শফিকুল ইসলামের বাড়িতে ওই ৪টি বকনা বাছুরের জন্ম হয়। সদ্য জন্ম নেওয়া বাছুরগুলো দেখতে মুহুর্তেই বাড়িতে উৎসুক জনতা ভীড় জমাচ্ছেন। শেরপুরের নকলায় এক গাভী একসাথে ৪ বাছুরের জন্ম দিয়েছে।গাভীর মালিক ওই এলাকার মৃত শামসুল হকের ছেলে কৃষক শফিকুল ইসলাম।

তিনি জানান, গত বছর এই ফ্রিজিয়ান শংকর জাতের গাভীটি ৯৭ হাজার টাকা দিয়ে কিনেন। এরকিছুদিন পরেই গাভিটিকে কৃত্রিম প্রজনন করান। সোমবার গাভীর বাছুর দেওয়ার উপসর্গ দেখা দেয় এবং স্থানীয় পল্লী পশুচিকিৎসক আব্দুল লতিফের সহায়তায় একে একে ৪টি বকনা বাছুরের জন্ম হয়।

নকলা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ইসহাক আলী বলেন- একটি গাভীর একসাথে ৪টি বাছুরের জন্ম দেওয়ার নজির সচরাচর দেখা য়ায় না।

এটা কৃষকের প্রতি আল্লাহর রহমত। তিনি আরও বলেন, অপেক্ষাকৃত দুর্বল বাছুরগুলো ও গাভীর সুস্থ্যতায় উপজেলা প্রাণি সম্পদ থেকে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হচ্ছে। প্রসূ/তি গাভীসহ সদ্য জন্ম নেওয়া ৪টি বাছুরই সুস্থ আছে।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3412 0
ফ্লাইওভারে উঠে টাকা ছুড়লেন! https://bgn24.com/?p=3378 https://bgn24.com/?p=3378#respond Tue, 24 Jan 2023 11:20:21 +0000 https://bgn24.com/?p=3378 কোট-ট্রাউজার পরা এক ব্যক্তি ব্যাগে করে টাকা নিয়ে এসে ফ্লাইওভার থেকে মানুষে দিকে টাকা ছুড়েছেন। ভারতের বেঙ্গালুরুর এক ব্যস্ত মার্কেট এলাকায় ঘটেছে এ ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওই ঘটনার দৃশ্য অনেকে ফোনে ধারন করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি ফ্লাইওভারে উঠে ক্যাশ টাকা ছুড়ছেন। সেই সময় অনেক বাইকার ওই ব্যক্তির কাছে দৌড়ে এসে টাকা চাচ্ছিলেন।

সেই সময় ফ্লাইওভারের নীচে বড়সড় ভীড় হয়। তবে ওই ব্যক্তি ভারতীয় মুদ্রায় ১০ টাকার নোটগুলো ছুড়েছেন বলে খবরে বলা হয়েছে। সেখানের লোকদের বরাত দিয়ে বলা হয়েছে, ওই ব্যক্তি মোটে তিন হাজার টাকা ছুড়েছেন।

ওই ব্যক্তির পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি এবং তিনি কেন টাকা ছোড়ার ঘটনা ঘটালেন তাও স্পষ্ট নয়। ঘটনাস্থলে পুলিশ আসার আগেই ওই ব্যক্তি পালিয়ে গেছেন। পুলিশ এই ঘটনার তদন্ত করছে।
]]>
https://bgn24.com/?feed=rss2&p=3378 0
খেজুরের রস খেতে গিয়ে গণপিটুনির শিকার? https://bgn24.com/?p=3342 https://bgn24.com/?p=3342#respond Sat, 07 Jan 2023 06:48:28 +0000 https://bgn24.com/?p=3342 চুয়াডাঙ্গায় খেজুরের রস খেতে গিয়ে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়েছেন তিন কিশোর। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ এসে তাদের উদ্ধার করে।

শুক্রবার রাতে সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের ট্যাংরামারির মাঠে ১৫ থেকে ২০ জনের একটি দল খেজুরের রস খেতে গেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল রাতে ১৫ থেকে ২০ জন কিশোর মিলে ট্যাংরামারির মাঠে খেজুর রস খেতে যায়। গ্রামবাসী তাদের চোর সন্দেহে একজোট হয়ে ধাওয়া দিয়ে তিন কিশোরকে আটক করে। এ সময় বাকিরা পালিয়ে যায়। আটকদের এলাকাবাসী তাদের গণপিটুনি দেয়। পরে এলাকাবাসীদের কেউ জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল করলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন কিশোরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে হেফাজতে নেয় পুলিশ।

আহতরা হলেন চুয়াডাঙ্গা শহরের ইসলামপাড়ার লালনের ছেলে পৃতম (১৪), জিনতলাপাড়ার মিনার ছেলে আমান (১৭), একই এলাকার শাহিনের ছেলে পারভেজ (১৬)।

গ্রামবাসীদের দাবি, শীতের মৌসুমে গাছিরা অনেক কষ্ট করে খেজুরগাছ কেটে রস সংগ্রহ করে গুড় বা পাটালি বিক্রি করে উপার্জন করে আসছে। মাঠে কিংবা রাস্তার পাশে খেজুর গাছ থাকায় রাতের আধারে মানুষ এসে রস খেয়ে যায়। পাহারা দিলেও একাধিক লোক থাকায় উল্টো হুমকি-ধামকি দেয় তারা। আবার অনেক সময় রস খেয়ে ভাড় নিয়ে ও ভেঙে রেখে যায়।

এলাকাবাসী জানায়, গতকাল রাতে একদল ছেলের মাঠে দেখতে পায় গ্রামবাসী। একসাথে এত লোক দেখে গ্রামবাসীরা ডাকাত ভেবে আতঙ্কিত হয়ে পড়ে। তখন গ্রামবাসী একত্রে হয়ে তাদেরকে ধাওয়া দেয়। এ সময় সবাই পালাতে পারলেও তিনজন ধরা পড়ে। তাদেরকে করে চড়-থাপ্পর দিয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

আহত পৃতমের বাবা লালন বলেন, গতকাল রাতে ইসলামপাড়ায় ওয়াজ শোনার কথা বলে বের হয় পৃতম। ওয়াজে না গিয়ে ১৫-২০ জন মিলে ট্যাংরামারিতে খেজুর রস চুরি করে খেতে যায়। এ সময় গ্রামবাসী চোর সন্দেহে ধাওয়া করলে সবাই পালালেও পৃতমসহ তিনজন ধরা পড়ে। তাদেরকে ব্যাপক মারধর করে পুলিশে দেন গ্রামবাসী। পরে পুলিশ তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে থানা হেফাজতে নিয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: হাসানুর রহমান বলেন, রাতে তিন কিশোরকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ সদস্যরা। তাদের শরীরের বেশিরভাগ স্থানেই আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

উদ্ধারকারী চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিন কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। তারা খেজুরের রস চুরি করার সময় হাতেনাতে আটক হওয়ায় সামান্য মারধর করেছে গ্রামবাসী। চিকিৎসা শেষে তাদেরকে থানা হেফাজতে নেয়া হয়েছে। আগামীকাল তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3342 0
১২ স্ত্রী ও ১০২ সন্তান নিয়ে দিশেহারা মুসা https://bgn24.com/?p=3326 https://bgn24.com/?p=3326#respond Sun, 01 Jan 2023 09:07:32 +0000 https://bgn24.com/?p=3326 ১২ স্ত্রী ও ১০২ সন্তানের পরিবারের খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন ৬৭ বছর বয়সী উগান্ডার নাগরিক মুসা হাসাহইয়া। খবর জিনিউজ’র।

প্রতিবেদনে বলা হয়, পরিবারের সদস্যদের ভরণপোষণে হিমশিম খাওয়ায় আর যেন সন্তান না জন্ম নেয় সেজন্য স্ত্রীদের পরিবার পরিকল্পনার পরামর্শ দিচ্ছেন তিনি।

মুসার ১২ স্ত্রীর ঘরে জন্মেছে ১০২ জন সন্তান। তার সেই সন্তানদের অনেকের বিয়ে হয়েছে। সেই প্রজন্মের সংখ্যা এখন ৫৬৮ জন। সবমিলিয়ে মুসার বিশালকার সংসারে সদস্য সংখ্যা এখন ৬৭০ জন। নাতি-নাতনিদের অনেকের নামও জানেন না মুসা।

তিনি বললেন, পরিস্থিতি মোটেই ভালো না। আমার আর তেমন সম্পদ নেই। আমি আর সন্তান চাই না। এজন্য আমি আমার স্ত্রীদের পরিবার পরিকল্পনার পরামর্শ দিয়েছি।

চারটির বেশি বিয়ে করা উচিত নয় বলে এখন মনে করছেন মুসা। কারণ, একটা সময় বিপুল সম্পদ থাকলেও বর্তমানে মুদ্রাস্ফীতির যুগ চলছে। এখন মানুষের আয়ের চেয়ে ব্যয় অনেক। এতো বড় সংসার নিয়ে তিনি দিশেহারা।

একাধিক বিয়ের বিষয়ে মুসা জানান, ১৯৭১ সালে ১৬ বছর বয়সে প্রথম বিয়ে করেন মুসা। তার প্রথম স্ত্রীর নাম হানিফা। দুবছর পর জন্ম নেয় তাদের প্রথম কন্যাসন্তান। এরপর থেকে তার পরিবার দ্রুতগতিতেই বেড়েছে। স্ত্রীর সংখ্যা বাড়ার পাশাপাশি সন্তানও বেড়েছে।

 

/এনএএস

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3326 0
কোনো অভিযোগ নেই https://bgn24.com/?p=3316 https://bgn24.com/?p=3316#respond Wed, 21 Dec 2022 17:06:50 +0000 https://bgn24.com/?p=3316 বলিউডের এক সময়ের ব্যস্ত অভিনেত্রী নম্রতা শিরোদকর। অল্প সময়ে পরিচালকদের উপহার দিয়েছিলেন ব্যবসা সফল বেশকিছু সিনেমা। তবে হঠাৎই দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা মহেশ বাবুকে বিয়ে করে বিদায় জানান বিনোদন জগৎকে। নব্বই দশকের শেষ দিকে বড় পর্দায় আগমন ঘটে তার। শুধু অভিনয় নয়, নম্রতার মডেলিং ক্যারিয়ারও কম ঈর্ষণীয় নয়। ১৯৯৩ সালে বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেছেন তিনি। সবকিছু ভালোই চলছিল। কিন্তু আচমকা ২০০৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন মহেশ বাবুর সঙ্গে। এরপর আর কোনো ধরনের অভিনয়েই দেখা যায়নি নম্রতাকে। কিন্তু যখনই বিনোদন জগতের কারও দেখা পেয়েছেন একটি প্রশ্নের উত্তর সবসময়ই দিতে হয়েছে তাকে।

কেন ছাড়লেন বিনোদন জগৎ? আর বহুদিন পর এ প্রশ্নের জবাব দিলেন অভিনেত্রী নিজেই। সম্প্রতি তিনি জানান, আমি বর্তমানে আমার স্বামী এবং সন্তানদের নিয়ে সুখে আছি। আর ক্যারিয়ার জীবনে কখনোই পরিকল্পনা করে কিছুই করিনি। যা কিছু হয়েছে স্বাভাবিকভাবে হয়েছে। অভিনয়কে বিদায় জানানো প্রসঙ্গে তিনি আরও বলেন, আমি ব্যক্তিজীবনে খুবই অলস। যখন মডেলিং করে ক্লান্ত হয়ে গিয়েছিলাম সেই সময় অভিনয়কে পেশা হিসেবে বেছে নিই। কাজটা ভালোবেসেই করছিলাম। তখনই মহেশের সঙ্গে বিয়ে হয়ে গেল। তবে কোনো অভিযোগ কিংবা অভিমান নেই কারও প্রতি। তবে তখন যদি কাজটাকে আরেকটু গুরুত্ব দিতাম আজ জীবনটা হয়তো অন্যরকম হতো।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3316 0