news – Bangla Green News https://bgn24.com সংবাদে নতুনত্বের সূচনায়! Thu, 09 Jun 2022 10:42:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 উত্তর নারায়ণপুরে রাস্তার কাজের উদ্বোধন। https://bgn24.com/?p=1823 https://bgn24.com/?p=1823#respond Tue, 07 Jun 2022 10:36:48 +0000 https://bgn24.com/?p=1823 ঝিনাইদহ সদরের অন্তর্গত উত্তর নারায়ণ পুর পশ্চিম পাড়ায় একটি গ্রাম্য রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

দীর্ঘদিন এই এলাকার মানুষ এই রাস্তাটি নিয়ে চরম বিপাকে দিন কাটিয়েছে, বর্ষাকালে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে রাস্তাটি।

৩ নং সাগান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোজাম্মেল হোসেন, প্যানেল চেয়ারম্যান ও উক্ত ৪ নং ওয়ার্ডের মেম্বার জনাব, নাজমুল হক তুর্পি উদ্যোগ গ্রহণ করে রাস্তাটি নির্মাণের কাজ শুরু করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ৩ নং সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব, ইউনুস আলী ভূইয়া ইনু, ৩ নং সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মুন্সী মোঃ শাহীন রেজা সাঈদ, ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ শহিদুল ইসলাম শহিদ, সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মোখলেসুর রহমান শিলু, দপ্তর সম্পাদক, ওমর ফারুক, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা মোঃ ফারুক সরকার, মোঃ টিপু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=1823 0
কবর থেকে কঙ্কাল চুরি!! https://bgn24.com/?p=1350 https://bgn24.com/?p=1350#respond Mon, 28 Jun 2021 10:02:46 +0000 https://bgn24.com/?p=1350 গাজীপুরের শ্রীপুর থেকে বেশ কয়েকটি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে। এ সময় পাশেই  কয়েকটি কঙ্কাল ফেলে রেখে যায়।

স্থানীয়রা জানায়, শ্রীপুর উপজেলার চন্নাপাড়া এলাকায় জামিয়া ইসলামিয়া মাদ্রাসার পাশে একটি পারিবারিক কবরস্থানের পাঁচটি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে। সকালে এলাকার লোকজন কবরগুলো খোঁড়াখুঁড়ি অবস্থায় দেখতে পায়। পাশের একটা বাউন্ডারি ওয়ালের ভেতর কয়েকটি কঙ্কাল পড়ে থাকতে ও দেখতে পায়। পরে কঙ্কাল চুরি হওয়ার বিষয়ে পুলিশে খবর দেয়।

এ নিয়ে এলাকার মানুষের মধ্যে ভীতি ছড়িয়েছে। এছাড়া এর আগে ওই এলাকার মুক্তিযোদ্ধা তাজউদ্দিনের কবরসহ আশপাশের কয়েকটি কবরস্থান থেকে কঙ্কাল চুরি হয়েছে।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=1350 0
মগবাজারে ভবন বিস্ফোরণ,সব শেষ! https://bgn24.com/?p=1347 https://bgn24.com/?p=1347#respond Mon, 28 Jun 2021 07:25:49 +0000 https://bgn24.com/?p=1347 রাজধানীর মগবাজারে ভবন বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহত স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতাল এলাকা। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে শোনা গেল সুজন নামে এক ব্যক্তির আহাজারি।

সুজন বারবার বলছিলেন, ‘আমার বউ-মেয়ে সব শেষ। আমার আর কেউ নাই রে’।

রোববার সন্ধ্যায় ঢাকার মগবাজারে ভবন বিস্ফোরণের ঘটনায় সুজনের স্ত্রী জান্নাত বেগম (২৩) ও নয় মাসের মেয়ে সুবহানার প্রাণ গেছে।

সুজন জানান, বিকেলে তার স্ত্রী জান্নাত মোবাইলে তাকে জানিয়েছিলেন মেয়ে সুবাহানা ও ছোট ভাই রাব্বিকে নিয়ে মগবাজারে শর্মা হাউজে কর্মরত এক আত্মীয়ের সাথে দেখা করতে যাচ্ছেন। আত্মীয়ের সাথে দেখা করে তাড়াতাড়ি বাসায় চলে আসার আহ্বান জানিয়েছিলেন তিনি। কিন্তু তারা আর ফিরল না।

মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত সাতজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মুহা: শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান।তবে এটি কোনো নাশকতা নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন ডিএমপি কমিশনার। এ প্রসঙ্গে তিনি বলেন, নাশকতা হলে বোমা বিস্ফোরণ হতো। সেখানে স্প্লিন্টার পাওয়া যেত। স্প্লিন্টারের আঘাতে মানুষ ক্ষতবিক্ষত হতো। আশাপাশে আপনারা ক্ষতিগ্রস্ত বাস দেখেছেন। বাসে কোনো স্প্লিন্টারের কণা পাওয়া যায়নি। অতএব নিশ্চিতভাবে বলা যায়, বোমার কোনো ঘটনা এখানে নেই। গ্যাস থেকেই বিস্ফোরণ হয়েছে।

মগবাজারের এ বিস্ফোরণে অর্ধশতাধিক ব্যক্তি আহত ও দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট, মগবাজারের ঢাকা কমিউনিটি ক্লিনিক ও আদ্ব-দীন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে ৩৯ জনকে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগেই নেয়া হয়েছে। ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন আহতরা হলেন রনি (২৭), জিয়াম (২৫), মাহবুব (৩০), অজ্ঞাত (২৫), লাভলু (৬০), সাজিদ (১৮), মিজান (৪২), ইকবাল (৫০), অজ্ঞাত (২৮), ইলিয়াস (২৬), রফিকুল (৩৫), সোহেল (২৬), জহির খান (২৬), সাজ্জাদ (৩৫), আবু খায়ের (৩৫), সুভাষ (৫৮), কামাল (৪২), অজ্ঞাত (৩২), আসাদ (২৭), মোক্তার (৩৫), রতন (৩০), অজ্ঞাত (৫৫), অজ্ঞাত (৫০), অজ্ঞাত (২৫), শাহজাহান (৪৫), নয়ন (২২), মুসা (৫০), ফজল (২৫), মিজান (২৫), রাকিবুল (৩০), হৃদয় (৩০), অজ্ঞাত (৩০), ইকবাল (৩০), মামুন (৪০), মাসুদ (৫০), শাহিন (৬০), কামাল (৪২), আইয়ুব (২৫), তপন (৩৫), অজ্ঞাত (৫০), কালু (৩৫), শাহ আলম (৫০) ও নাহিদ (২৬)।রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় এ বিস্ফোরণ হয়। হতাহত সবার নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=1347 0
গণপরিবহন বন্ধ;ভোগান্তিতে অফিসগামীরা ? https://bgn24.com/?p=1343 https://bgn24.com/?p=1343#respond Mon, 28 Jun 2021 07:01:56 +0000 https://bgn24.com/?p=1343 করোনাভাইরাস সংক্রমণরোধে আজ থেকে দেশজুড়ে শুরু হয়েছে তিন দিনের লকডাউন। এতে গণপরিবহন বন্ধ রেখে সীমিত পরিসরে অফিস-আদালত চালু রাখায় চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। যাত্রী সংখ্যার তুলনায় সড়কে যানবাহন অপ্রতুল থাকায় কয়েকগুণ বেশি ভাড়া গুণতে হচ্ছে অফিসগামীদের। অনেকেই অতিরিক্ত ভাড়ায়ও পাচ্ছেন কাঙ্ক্ষিত যানবাহন। আজ সোমবার সকাল থেকেই রাজধানীজুড়ে দেখা গেছে এমন চিত্র।

কোনো যানবাহন না পাওয়ায় বাধ্য হয়ে পণ্যবাহী যানবাহনে করে কর্মস্থলে যাচ্ছেন অনেকেই। আর যাদের সেই ভাগ্যও হয়নি, তারা যতটা সম্ভব পায়ে হেটে রওনা হয়েছেন অফিস অভিমুখে।এর আগে, গতকাল রোববার লকডাউনের প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় নতুন পাঁচটি শর্ত সংযুক্ত করে তিন দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে।

এই বিধিনিষেধের মেয়াদ শেষে ১ জুলাই থেকে সর্বাত্মক লকডাউনের ঘোষণা শুরু হবে। তিন দিনের বিধিনিষেধে যে পাঁচ শর্ত দেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে—

(১) সারা দেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ব্যতীত সব গণপরিবহন বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক নিয়মিত টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হবে।

(২) সব শপিংমল, মার্কেট, পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে।

(৩) খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রয় (বসে খাওয়া যাবে না) করতে পারবে।

(৪) সরকারি-বেসরকারি অফিস/প্রতিষ্ঠানসমূহে শুধু প্রয়োজনীয়সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় তাদের আনা-নেওয়া করতে হবে।

(৫) জনসাধারণকে মাস্ক পরার জন্য আরও প্রচার-প্রচারণা চালাতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সম্প্রতি দেশে করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণ হার উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার সারা দেশে ১৪ দিনের পূর্ণ শাটডাউন দেওয়ার সুপারিশ করে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। সুপারিশের আলোকে সারা দেশে নতুন করে বিধিনিষেধ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। যদিও এর আগে থেকে বিধিনিষেধ জারি ছিল, যেটির মেয়াদ রয়েছে আগামী ১৫ জুলাই পর্যন্ত।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=1343 0
বাঁশির সুরে মৌমাছি!! https://bgn24.com/?p=1340 https://bgn24.com/?p=1340#respond Sat, 26 Jun 2021 09:08:48 +0000 https://bgn24.com/?p=1340 মাহাতাব মোড়ল যশোরের কেশবপুরের একজন বংশীবাদক। সবাই তাকে চেনেন মৌমাছি মাহাতাব নামে। তিনি বাঁশিতে ফুঁ দিতেই ঝাঁকে ঝাঁকে মৌমাছি এসে জড়ো হয় শরীরে। 

মধুর চাক ভাঙতে ভাঙতে মৌমাছির প্রতি তার ভালোবাসা তৈরি হয়। প্রথমে টিনের থালার মাধ্যমে একটি দুটি মৌমাছি শরীরে নিতে নিতে এখন বাঁশির সুরে হাজারও মৌমাছি আনতে পারেন তিনি। বাড়িতে বাঁশির সুর শুরু করলে পাঁচ মিনিটে হাজারও মৌমাছি শরীরে জড়ো হয়। সুর বন্ধ হলে মৌমাছিরা উড়ে পাশের বাগানে চলে যায়। 

কাজটি ঝুঁকিপূর্ণ হলেও অভ্যাস হয়ে যাওয়ায় এখন আর ভয় লাগে না মাহাতাব মোড়লকে। মধু আহরণ করেই তার সংসার চলে। সংসারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

বাঁশির সুরে মৌমাছি শরীরের আনার কৌশল আয়ত্ব করায় এলাকায় তার পরিচিতি পেয়েছে মৌমাছি মাহাতাব নামে। বিভিন্ন স্থান থেকে তার বাড়িতে মানুষ ওই দৃশ্য দেখতে আসে।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=1340 0
খেয়ে চলেছেন ইট,বালু ও পাথর! https://bgn24.com/?p=1337 https://bgn24.com/?p=1337#respond Sat, 26 Jun 2021 08:59:13 +0000 https://bgn24.com/?p=1337 ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দা হানস রাজ। বয়স ৫০ এর কাছাকাছি। কিন্তু অবাক করা বিষয় হলো- তার প্রিয় খাদ্য বালু, ইট, পাথর।

হানস রাজ ভাত, ডাল, রুটি কিংবা মাছ-মাংস-ডিম কিছুই খান না। খান শুধু বালু, পাথর, ইট। তিনি এলাকায় স্যান্ড ম্যান হিসেবে খ্যাত। এ ঘটনা আজ থেকে নয়। ২০ বছর বয়স থেকে তিনি এই খাবার খেয়ে চলেছেন। শুধু খাচ্ছেনই না, শারীরিক ভাবেও সুস্থ আছেন হানস রাজ।এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্যান্ড ম্যান বলেন, ‘এখন ইট, বালু ও পাথর খাওয়া আমার জন্য খুবই স্বাভাবিক বিষয়। এগুলো খেলে আমি শরীরে শক্তি পাই। এমনকী, আমার পেটে বা দাঁতেও কোনও সমস্যা হয় না। আমার দাঁতগুলো এখনও সুস্থ আছে। অথচ প্রতিদিনই আমি শক্ত খাবার চিবিয়ে খাই।’

জানা গেছে, হানস রাজ বিরল পিকা রোগে ভুগছেন। এটি মানসিক রোগ। তবে ডাক্তারি মতে, এই রোগে ভুগলে অখাদ্যকে খাবার বলে খাওয়া সম্ভব। আর সে কারণেই তিনি দিনের পর দিন ইট, বালু, পাথর খেয়ে চলেছেন।

সূত্র: কলকাতা ২৪

]]>
https://bgn24.com/?feed=rss2&p=1337 0
সবকিছু বন্ধ রাখার প্রস্তুতি !! https://bgn24.com/?p=1334 https://bgn24.com/?p=1334#respond Fri, 25 Jun 2021 06:27:46 +0000 https://bgn24.com/?p=1334 করোনার সংক্রমণ ও মৃত্যু আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় সারাদেশে ১৪ দিন শাটডাউনের সুপারিশ করেছে করোনা বিষয়ক জাতীয় কমিটি।

সুপারিশের বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, পরিস্থিতি এমন যে খুব দ্রুতই আমাদের এমন একটি সিদ্ধান্ত নিতে হতে পারে। সারা দেশে সংক্রমণ মোকাবেলায় সরকারের যথেষ্ঠ প্রস্তুতিও আছে।ফরহাদ হোসেন বলেন, দেশে ‘করোনা মহামারির শুরুতে আমরা যেমন লকডাউন দিয়েছিলাম তার মতোই কিংবা তার চেয়ে আরও কঠোর হতে পারে এবারের শাটডাউন।’

শাটডাউনের প্রকৃতি সম্পর্কে কমিটির পক্ষ থেকে বলা হয়, জরুরি সেবা ছাড়া যানবাহন, অফিস-আদালতসহ সবকিছু বন্ধ রাখা প্রয়োজন। এ ব্যবস্থা কঠোরভাবে পালন করতে না পারলে আমাদের যত প্রস্তুতিই থাকুক না কেন স্বাস্থ্য ব্যবস্থা অপ্রতুল হয়ে পড়বে।’

কমিটির সভাপতি ডা. মোহাম্মদ সহিদুল্লা বলেন, ‘শাটডাউন মানে জরুরি সেবা ছাড়া সবকিছুই বন্ধ রাখার কথা বোঝানো হয়েছে। সব কিছু বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাসার বাইরে বের হতে পারবে না। এটা না হলে পরিস্থিতি আরও খারাপ হবে। এখন আমরা সুপারিশ করেছি। পরবর্তী সিদ্ধান্ত সরকার নেবে।’

কারিগরি পরামর্শক কমিটির সুপারিশের পর জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, আমরা খুবই গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এরই মাঝে আমরা ঢাকার চারপাশের ৭ জেলা এবং সীমান্তবর্তী এলাকাগুলোকে কঠোর বিধিনিষেধের আওতায় এনেছি। অবস্থা বিবেচনায় ঢাকাসহ সারাদেশে শাটডাউনের প্রস্তুতি সরকারের আছে।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=1334 0
চীনে শুরু হচ্ছে কুকুর খাওয়ার উৎসব! https://bgn24.com/?p=1331 https://bgn24.com/?p=1331#respond Thu, 24 Jun 2021 05:39:23 +0000 https://bgn24.com/?p=1331 চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গুয়ানজি প্রদেশের ইউলিন শহরে শুরু হতে যাচ্ছে কুকুরের মাংস খাওয়ার উৎসব। ঐতিহ্য অনুযায়ী শহরবাসী লিচুর সঙ্গে কুকুরের মাংস মিলিয়ে খাবে। তাদের বিশ্বাস, কুকুরের মাংস খেলে সুস্থ থাকা যায় এবং বিভিন্ন রোগ-ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। যদিও পশু অধিকার কর্মীরা বারবার এই উৎসব বন্ধের আহ্বান জানিয়েছে। তবু এ উৎসবে ৫ হাজার কুকুর হত্যা করা হবে এবং সেগুলো ১০ দিন ধরে খাওয়া হবে।

করোনা আবহে বারবার প্রশ্ন উঠেছিল চীনাদের অস্বাস্থ্যকর খাদ্যভ্যাস নিয়ে। তবে বেপরোয়া চীন। সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন ও করোনায় স্বাস্থ্য ব্যবস্থার নিয়মকে প্রকাশ্যে বুড়ো আঙুল দেখিয়েই চীনের ইউলিন শহরে শুরু হচ্ছে এ বার্ষিক কুকুরের মাংস উৎসব। চীনের এই ডগ মিট ফেস্টিভ্যাল নিয়ে অনেক সমালোচনা আছে। এখানে পশুর সঙ্গে নিষ্ঠুরতা চলে এবং স্বাস্থ্য ঝুঁকিও আছে। কিন্তু এ ফেস্টিভ্যাল বন্ধে কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই। শহরটিতে এখন হত্যার জন্য কুকুর জড়ো করা হচ্ছে। দ্য মিরর-এর প্রতিবেদন অনুযায়ী, উৎসব শুরু হওয়ার অনেক আগে থেকেই গুয়াংশি প্রদেশের ইউলিনে হত্যা করা কুকুরছানা বিক্রি শুরু হয়েছে।  হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনালের মতে, প্রাণী অধিকার কর্মীরা সেখানকার বাজারের বিভিন্ন স্থানে হত্যা করা কুকুর বিক্রি হতে দেখেছেন। হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনালের (এইচএসআই) চীন নীতি বিশেষজ্ঞ ড. পিটার লি বলেছেন, করোনাকালে উৎসবের নামে জনবহুল বাজার এবং রেস্তোঁরাগুলোতে কুকুরের মাংস কেনাবেচা এবং খাওয়ার জন্য গণসমাবেশকে অনুমতি দেওয়া জনস্বাস্থ্যের একটি ঝুঁকি তৈরি করেছে। চীনের দুটি শহর শেনঝেন এবং ঝুহাই করোনাভাইরাস মহামারির পরিপ্রেক্ষিতে কুকুর খাওয়া নিষিদ্ধ করেছে।

২০২০ সালের ফেব্রুয়ারির শেষের দিকে চীন বন্য প্রাণী বেচাকেনার ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করে। কারণ এটি ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে বাদুড় থেকে করোনা ভাইরাস ছড়িয়েছে।  

১০ বছর আগে লন্ডনে শুরু হওয়া নোটোডগমিট দাতব্য প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা জুলিয়া ডি ক্যাডেনেট বলেন, ইউলিন কর্তৃপক্ষ স্পষ্ট করে দিয়েছে যে পশুদের জীবিত হত্যা এখন অবৈধ এবং এটা করলে বড় জরিমানার সম্মুখীন হতে হবে। আমরা তাদের এই নতুন আইনটি অবিলম্বে প্রয়োগ করার আহ্বান জানাচ্ছি। ২০২০ সালের পরিসংখ্যান অনুযায়ী, চীন প্রতি বছর ১০ মিলিয়ন কুকুর হত্যা করে। ২০১৯ সালের ইউলিন ডগ মিট ফেস্টিভ্যালের ফুটেজে দেখা গেছে, একটি কুকুরকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে, যা সারা বিশ্বে ক্ষোভের সৃষ্টি করে।

চীন সরকারের আইন অনুযায়ী দেশটিতে বণ্যপ্রাণীর সুরক্ষার জন্য বিক্রি নিষিদ্ধ করা হয়েছে কুকুর ও বাদুড়। কিন্তু সেই নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই শুরু হচ্ছে কুকুর নিধনের মহাযজ্ঞ। এই উৎসবের তীব্র বিরোধিতা করে আসছেন পশুপ্রেমীরা। চীনের হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনাল নামে এক পশুপ্রেমী সংগঠনের বিশেষজ্ঞ পিটার লি জানিয়েছেন, ‘উৎসবের নামে ভিড়েঠাসা বাজার ও রেস্তোরাঁয় কুকুরের মাংস বিক্রির এই আয়োজন জনস্বাস্থ্য নিরাপত্তায় বড়সড় বিপদ ডেকে আনতে পারে।’

চীনের মাংসপ্রীতির জেরে করোনাভাইরাস সংক্রমণের উৎপত্তি হয়েছে, এই মতবাদে বিশ্বাসীরা আন্তর্জাতিক স্তরে প্রবল আপত্তি আগেই তুলেছেন। তার জেরে খাদ্যের প্রয়োজনে বন্যপ্রাণী কেনাবেচার উপর নিষেধাজ্ঞা আরোপ করে বেইজিং। কিন্তু তা যে জনসাধারণের ওপর বিশেষ প্রভাব বিস্তার করতে পারেনি, তা বারবার প্রমাণিত হচ্ছে।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=1331 0
বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম জন্মদিনে আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের কেক কাটা ও জন্মদিন পালন। https://bgn24.com/?p=1320 https://bgn24.com/?p=1320#respond Wed, 23 Jun 2021 18:20:28 +0000 https://bgn24.com/?p=1320

২৩শে জুন দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সহ-সভাপতি জনাব আলহাজ্ব আবুল কালাম আজাদ ফেরদৌস এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোমিনুর রহমান সবুজ এর সঞ্চালনায় আলোচনা ,দোয়া এবং কেক কাটার আয়োজন করা হয় এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুর ইসলাম মোল্লা , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুস সাত্তার , বিশেষ অতিথি সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব হাজী আবুল কালাম আজাদ , সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুরুজ মিয়া, যুগ্মসাধারণ সম্পাদক জনাব গোলাম মোর্তোজা , সাংগঠনিক সম্পাদক এম এ খায়ের বাচ্চু মোল্লা ,বেদুইন হায়দার লিও, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব গাজী দেলোয়ার হোসেন ,প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মোঃ রনি মোল্লা , উপ-দপ্তর সম্পাদক জনাব মোঃ কামরুল ইসলাম দিপু ,কৃষি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া, সহ উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের ও এর অধিভুক্ত বিভিন্ন ওর্য়াড এর অসংখ্য নেতৃবৃন্দ!।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=1320 0
মস‌জি‌দের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা! https://bgn24.com/?p=1317 https://bgn24.com/?p=1317#respond Sat, 19 Jun 2021 09:50:45 +0000 https://bgn24.com/?p=1317 কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ৮‌টি দানবাক্স খোলা হ‌য়ে‌ছে। ৮‌টি দানবাক্স থে‌কে ১২ বস্তা টাকা পাওয়া গে‌ছে। এখন চল‌ছে টাকা গণনা।

শ‌নিবার সকাল পৌ‌নে ৯টার দি‌কে জেলা প্রশাস‌নের ঊর্ধ্বতন কর্মকর্তা, মস‌জিদ কমি‌টিসহ ব্যাপক নিরাপত্তাব্যবস্থার ম‌ধ্যে সিন্দুকগু‌লো খোলা হয়।জেলা প্রশাস‌কের কার্যাল‌য়ের অতিরিক্ত ম্যা‌জি‌স্ট্রেট ফ‌রিদা ইয়াস‌মিন, নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট জুলহাস হোসেন সৌরভ, ‌মো. ইব্রা‌হিম ও মো. উবায়দুর রহমান শা‌হেল জানান, টাকা গোনা শেষ হতে বি‌কেল হ‌য়ে যা‌বে। টাকা গোনা শেষ হ‌লে হিসাব ক‌রে ব্যাং‌কে জমা রাখা হ‌বে।

এর আগে সর্বশেষ গত ২৩ জানুয়ারি দান সিন্দুক খোলা হয়েছিল। তখন সর্বোচ্চ দুই কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৫৪৫ টাকা পাওয়া গিয়েছিল।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=1317 0