খেলাধুলা – Bangla Green News https://bgn24.com সংবাদে নতুনত্বের সূচনায়! Thu, 23 Jan 2025 08:47:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 বড় মাইলফলকের দিকে নজর https://bgn24.com/?p=4054 https://bgn24.com/?p=4054#respond Thu, 23 Jan 2025 08:47:01 +0000 https://bgn24.com/?p=4054 ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের কাছে প্রথম ম্যাচে পাত্তাই পায়নি বাংলাদেশ। তাতে প্রত্যাশা কমে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং হয়নি জুতসই, তবু দুইশ’র কম পুঁজি নিয়ে বাংলাদেশ পেয়েছে ৬০ রানের ঐতিহাসিক জয়। এতে সরাসরি বিশ্বকাপ খেলার আশাও টিকে রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। সে দিকে তাকিয়ে আছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগের ম্যাচেও দুইশ’র নিচে পুঁজি গড়ে কোনো লড়াই করতে পারেনি বাংলাদেশ, এবার স্বল্প পুঁজি নিয়ে ম্যাচ জেতায় বড় ভূমিকা বোলারদের।

নাহিদা আক্তার, মারুফা আক্তারদের কৃতিত্ব দেন জ্যোতি। ম্যাচ শেষে তিনি বলেন,  ‘প্রথমত, আমি মনে করি যে, দলের বিশ্বাস ছিল। যদিও রানটা অনেক কম ছিল। এসব উইকেটে দুইশ’র বেশি রান না করলে বোলারদের জন্য কাজটা অনেক কঠিন। তবে আমরা যখন মাঠে নামি, এর আগেই বলছিলাম যে, সবাই যেন জয়ের বিশ্বাস রাখি। কারণ, আমরা যদি জায়গায় বল রাখতে পারি, পরিকল্পনা অনুযায়ী সময়মতো উইকেট নিতে পারি, তাহলে (জেতা) সম্ভব।’ দলের প্রতিটি বোলার কিংবা ফিল্ডার সকলে শতভাগের বেশি দিয়েছে জানিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘প্রতিটি বোলার, প্রতিটি ফিল্ডার যেভাবে ১১০ ভাগ দিয়েছে এবং চেষ্টা করেছে, সেটা অসাধারণ ছিল। সবার চেষ্টায় এরকম একটা জয় সম্ভব হয়েছে।’ এদিন টস জিতে আগে বল করতে চেয়েছিল বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে গিয়ে বিপর্যয়ে পড়ে দল। পরে দলকে একাই টানেন জ্যোতি। নিজের তৃপ্তি জানিয়ে জ্যোতি বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল আগে বল করার। টসে হেরে যখন ব্যাটিংয়ে গেছি, যেহেতু ভালো ট্র্যাক, আমাদের লক্ষ্য ছিল দুইশ’র বেশি রান। সেটা আমরা পারিনি। আমি চেষ্টা করেছি, নিজের ধরনের বাইরে গিয়ে অনেক বেশি বল খেলতে এবং থিতু হতে। এখন দিন শেষে মনে হচ্ছে, রানগুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল দলের জন্য এবং দলের জন্য অবদান রাখতে পেরে আমি অনেক বেশি খুশি।’ আগামী শনিবার শেষ ম্যাচে বাংলাদেশের সামনে হাতছানি দু’টি। ম্যাচ জিততে পারলে দেশের বাইরে প্রথমবার সিরিজ জেতার পাশাপাশি সরাসরি বিশ্বকাপ খেলাও নিশ্চিত হয়ে যাবে। তবে বিশ্বকাপ খেলার সমীকরণ সরিয়ে সিরিজ জেতার মাইলফলকে মন দিয়ে চাপমুক্ত থাকার কথা জানালেন জ্যোতি।

তিনি বলেন, ‘সমীকরণের চিন্তা এখনো করছি না। প্রথম ম্যাচ হারার একদিন পরই দল এভাবে ঘুরে দাঁড়ালো, এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা আমাদের অনেক বেশি কাজে লাগবে। দু’টি পয়েন্ট গুরুত্বপূর্ণ ছিল। মোমেন্টাম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দল সেটা পেয়েছে। শেষ ম্যাচে আমাদের চেষ্টা এটাই থাকবে। সিরিজ জয়ের একটা চেষ্টা থাকবে। দেশের বাইরে আমরা কখনো সিরিজ জিততে পারিনি। এটা অর্জন করতে পারলে আমাদের দলের জন্য অনেক বড় একটা মাইলফলক হয়ে থাকবে।’

]]>
https://bgn24.com/?feed=rss2&p=4054 0
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে মুক্তিজোটের অভিনন্দন https://bgn24.com/?p=4017 https://bgn24.com/?p=4017#respond Sun, 08 Dec 2024 17:25:07 +0000 https://bgn24.com/?p=4017 দুবাই অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই সাফল্যে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ শাহজামাল আমিরুল।

৮ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে মুক্তিজোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য (দপ্তর) উত্তম কুমার ঘোষ স্বাক্ষরিত অভিনন্দন বার্তায় তাঁরা যুব ক্রিকেট দলকে এ শুভেচ্ছা জানিয়েছেন।

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে এবং বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনবে এবং এই জয় আমাদের বাংলাদেশ ক্রিকেটের সম্ভাবনাময় ভবিষ্যতের আভাস বলেও আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

৮ ডিসেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভারত। ৪৯ দশমিক ১ ওভারে ১৯৮ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কোনঠাসা হয়ে পড়ে ভারত। ৩৫ দশমিক ২ ওভারে ১৩৯ রানে ভারত গুটিয়ে গেলে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে বাংলাদেশের যুবারা।

এর আগে, ২০২৩ সালে এই স্টেডিয়ামেই স্বাগতিক আরব আমিরাতকে হারিয়ে যুব এশিয়া কাপ ক্রিকেটে প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল বাংলদেশ।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=4017 0
সাফ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে মুক্তিজোটের শুভেচ্ছা ও অভিনন্দন https://bgn24.com/?p=3984 https://bgn24.com/?p=3984#respond Thu, 31 Oct 2024 05:49:21 +0000 https://bgn24.com/?p=3984 ৩১ অক্টোবর মুক্তিজোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির (প্রচার) সদস্য শরিফ মোঃ বেদুইন হায়দার   লিও স্বাক্ষরিত মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ শাহজামাল আমিরুল যৌথ বিবৃতিতে বলেন দুই বছর আগে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল বাংলাদেশ। সে ধারাবাহিকতায় আবারও নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখল লাল-সবুজের অদম্য মেয়েরা।

এই শিরোপা অর্জনে মুক্তিজোটের পক্ষ থেকে নারী ফুটবল দলকে তাঁরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, সাবিনা খাতুনের নেতৃত্বে আমাদের মেয়েরা যে কীর্তি অর্জন করেছেন তাতে আমরা সবাই উচ্ছ্বসিত, যা দেশের ফুটবলে নতুন এক ইতিহাস। আমাদের প্রত্যাশা বাংলাদেশ দল এই শিরোপা অর্জনের  ধারাবাহিকতা বজায় রেখে উত্তরোত্তর আরো উন্নতি করবে। এমনকি খেলোয়াড় ও কর্মকর্তারা দলের উন্নতিতে আরো গঠনমূলক ভূমিকা রাখবেন।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3984 0
ভারত টেষ্ট এ দল ঘোষনা,নতুন মুখ অনিক https://bgn24.com/?p=3903 https://bgn24.com/?p=3903#respond Thu, 12 Sep 2024 10:14:01 +0000 https://bgn24.com/?p=3903 আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ভারতের বিপক্ষে দুইটি টেস্ট খেলবে বাংলাদেশ। সেই টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ দল ভারতের উদ্দেশ্যে রওনা হবে। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট হবে ২৭ সেপ্টেম্বর কানপুরে।

সর্বশেষ দুটি টেষ্ট জিতে মানষিক ভাবে চাঙ্গা শান্তরা।দলের সস্তির কারন মুসফিক,লিটন,মমিনুল মিরাজরা ফর্মে ঠিক তেমনি শরিফুল, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিনরা দারুন ছন্দে।তবে সম্প্রতি পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারানো দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। এটি একমাত্র পরিবর্তন।কুঁচকির চোট থেকে সেরে উঠতে না পারায় শরিফুলকে স্কোয়াডে পাওয়া যাচ্ছে না।

এদিকে অভিষেক হওয়ার অপেক্ষায় থাকা জাকের আলী অনিকে এবার দেখা যেতে পারে। উইকেটরক্ষক ব্যাটসম্যান ২৬ বছর বয়সী অনিক স্কোয়াডের একমাত্র সদস্য যার এখনো অভিষেক হয়নি। ২০২৬ সালে অভিষেক হওয়ার পর থেকে প্রথম শ্রেণীর ক্রিকেটে তার গড় ৪১.৪৭। সম্প্রতি বাংলাদেশ ‘এ’দলের হয়ে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে সর্বোচ্চ ১৭২ রানের ইনিংস খেলেছেন জাকের।

ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড:

ব্যাটারঃ নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাদমান ইসলাম, মুমিনুল হক,

পেসারঃ নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, মো. সৈয়দ খালেদ আহমেদ

স্পিনারঃ তাইজুল ইসলাম

উইকেট কিপারঃমুশফিকুর রহিম,লিটন কুমার দাস ও জাকের আলী অনিক

অলরাউণ্ডারঃ সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ,

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3903 0
লম্বা ছক্কার রহস্য বেসবল! https://bgn24.com/?p=3766 https://bgn24.com/?p=3766#respond Mon, 24 Jun 2024 05:17:42 +0000 https://bgn24.com/?p=3766 ২০১৮ সালে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দলের অপরিহার্য অংশ হেনরিখ ক্লাসেন। চলতি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে কঠিন ম্যাচে খেলেন ৪৪ বলে ৪৬ রানের ম্যাচজয়ী এক ইনিংস। দলকে ৪ রানে জিতিয়ে হন প্লেয়ার অব দ্য ম্যাচ। ২০২৩ সালের শুরু থেকে অসাধারণ ফর্মে থাকা ক্লাসেনের স্ট্রাইক রেট এখন ১৮০। এবি ডি ভিলিয়ার্স তাকে টি-টোয়েন্টি ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার সেরা খেলোয়াড় মনে করেন। ক্লাসেন তার পাওয়ার হিটিং, ব্যাট সুইং এবং ছক্কা মারার সময় তার মানসিকতা সম্পর্কে খোলামেলা কথা বলেছেন ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো’র সঙ্গে। চুম্বক অংশ পাঠকদের সামনে তুলে ধরা হলো-গত বছরের শুরু থেকে ফ্র্যাঞ্চাইঞ্জি টুর্নামেন্ট ও ইন্টারন্যাশনাল মিলিয়ে শুধুমাত্র নিকোলাস পুরানই আপনার চেয়ে বেশি ছক্কা মেরেছেন। গত বছরের মে থেকে আপনি গড়ে প্রতি ৬.৯ বলে একটি ছক্কা মেরেছেন। এই রেকর্ড ধরে রাখার জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করেছেন? আমি ছক্কার জন্য প্রচুর পরীক্ষা-নিরীক্ষা করি। আমি যথেষ্ট সৌভাগ্যবান বলে গত দুই বছর ধরে প্রচুর ছক্কা পেয়েছি।কখনও কখনও এটি খুব চাপ হয়ে যায় কারণ লোকেরা আপনার কাছ থেকে শুধু ছক্কা দেখতে চায়। নিকোলাস পুরানকে দেখেছি সে একটি বড় ছক্কা হাঁকিয়ে তারপর আবার নিজের খেলায় ফিরে যায়। প্রতি বলে ছক্কা মারার প্রেশার কমাতে কখনও কখনও আমাকে নিজের সঙ্গে লড়াই করতে হয়। এই মৌসুমে আমি বেশ স্ট্রাগল করেছি কারণ আমি অপ্রয়োজনীয়ভাবে বেশকিছু আউট হয়েছি। কোন মাঠে ছক্কা মারতে বেশি পছন্দ? এটা মানসিকতার ওপর নির্ভর করে।

আমার কাছে অষ্ট্রেলিয়ার মাঠগুলো ভারতের মাঠের চেয়ে তুলনামূলক বড় মনে হয়। ক্রিকেটের মাঠগুলো ক্রমাগত ছোট হয়ে আসছে। আশা করি ওগুলো এমনই থাকবে। ছোট মাঠ ছক্কা মারাকে কিছুটা সহজ করে তোলে (হাসি)। গ্রাউন্ড ডাইমেনশন এবং বাউন্ডারি সাইজ জানা থাকলে কী ছক্কা মারতে সুবিধা হয়? কিছুটা করে কিন্তু পুরোপুরি না। আপনাকে বাউন্সের সঙ্গে লড়াই করতে হবে কি না এবং আপনি কোন পজিশনে খেলতে নামবেন সেটাও একটা বিষয়। কখন আপনি ছক্কার জন্য বল বাছাই করবেন ও হিট করবেন এটা একটা গেমপ্ল্যানের অংশ। মাঠের সাইজের চেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ হলো বল বাছাই করা। যখন বারবার ডট বল হয় তখন নিজেকে কিভাবে খেলায় ফিরিয়ে আনেন? কখন ডট বল আপনাকে বিরক্ত করে? কিছু কিছু ইনিংসে আমি শুরুতে বেশকিছু ডট বল দিয়ে শুরু করি। আমি যখন কারো বল খেলতে অস্বস্তি ফিল করি তখন ছক্কার চেয়ে বলে বলে রান তোলার দিকে মনোযোগ দিই। যদি আপনি রান তুলতে সংগ্রাম করেন তবে ছক্কা মারার লোভ থামান। আমি আমার ইনিংসে পাঁচটির বেশি ডট বল চাই না। একটি খারাপ নেট সেশন কি ম্যাচের দিনে প্রভাব ফেলে? আমার জন্য খুব বেশি প্রভাব ফেলে না। যদি প্র্যাকটিস সেশন সত্যিই খারাপ হয় তবে আপনি আপনার গেমপ্ল্যানটি সামান্য পরিবর্তন করবেন। অনেক খেলোয়াড় নেটে বিশাল বিশাল শট হাঁকায় কিন্তু ম্যাচে কোনো রান করতে পারে না।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে আপনি বলেছেন যে মার্কাস স্টয়নিসের সঙ্গে কবজির লড়াইয়ে হেরে যাবেন কারণ আপনার শক্তিশালী বাহু নেই। তাহলে আপনি বিশাল বিশাল ছক্কা মারার জোর কোথায় পান? আমার শক্তি হিপ ড্রাইভ থেকে আসে, আমার পা এবং হাতের গতি এসবের সমন্বয়েই একটা শটের জন্য নিজেকে প্রস্তুত করি। আমি মনে করি না বাহুর লড়াইয়ে আমি অতোটা দুর্বল। কিন্তু স্টয়নিসের বিরুদ্ধে আমি অবশ্যই প্রতিটি লড়াইয়ে হারবো। আপনি তো গলফ ও বেসবল খেলতে পছন্দ করেন। বেসবল ও গলফ কী আপনার ব্যাট সুইংয়ের ক্ষেত্রে সাহায্য করে? হ্যাঁ, করে। আমার বেসবল সুইং গলফ সুইং থেকে ভালো। আমি প্রচুর বেসবল ভিডিও দেখি। এ বছর যখন আমি যুক্তরাষ্ট্রে মেজর লীগ ক্রিকেট খেলবো তখন একজন বেসবল কোচের সঙ্গেও প্র্যাকটিসে সময় দেবো। আমি বেসবল খেলোয়াড়দের কৌশল এবং তাদের সেট আপ করার পদ্ধতি ফলো করি।

“ক্রিকইনফো থেকে ভাষান্তর: শেরিফ ফারুকী”

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3766 0
ইতিহাস গড়ার পথে… https://bgn24.com/?p=3470 https://bgn24.com/?p=3470#respond Sun, 30 Apr 2023 10:08:02 +0000 https://bgn24.com/?p=3470 আগে থেকেই ছিলেন ফিফার সহকারী রেফারি। গত ফেব্রুয়ারিতে প্রথম বাংলাদেশি হিসেবে এশিয়ান ফুটবল ফেডারেশনের (এএফসি) এলিট প্যানেলের রেফারি হিসেবেও জায়গা করে নেন সালমা আক্তার মনি। এবার দক্ষিণ এশিয়ার গণ্ডির বাইরে বাংলাদেশের প্রথম নারী রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন তিনি।

আসন্ন সাউথইস্ট এশিয়ান গেমস (এসইএ) ফুটবলে সহকারী রেফারির দায়িত্ব পালন করবেন সালমা। এজন্য আজ রোববার মধ্যরাতে কম্বোডিয়ার উদ্দেশে দেশ ছাড়বেন তিনি।

আাগামী ৩ থেকে ১৫ মে পর্যন্ত কম্বোডিয়াতে অনুষ্ঠিত হবে সাউথ ইস্ট এশিয়ান গেমস (সি-গেমস)। এই টুর্নামেন্টেই সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন সালমা। ৮ দলের এই টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে আছে ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া ও মিয়ানমার। ‘বি’ গ্রুপে আছে কম্বোডিয়া, সিঙ্গাপুর, লাওস ও থাইল্যান্ড।

টুর্নামেন্টটিতে রেফারিং করতে যাওয়ার আগে সংবাদমাধ্যমে সালমা জানান, এলিট রেফারি হিসেবে এটিই তার প্রথম কাজ। সবাই যেন তার জন্য দোয়া করে, যাতে ভালোভাবে রেফারিং করে দেশের মান বাড়াতে পারেন তিনি।বাংলাদেশের প্রথম ফিফা রেফারি জয়া চাকমা। এএফসি এলিট প্যানেলের জন্য জয়া ও সালমা দুজনই একাধিকবার পরীক্ষা দেন। সেখানে জয়া ব্যর্থ হলেও সফল হয়েছেন সালমা।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3470 0
ইউপি চেয়ারম্যানের ক্রীড়া সামগ্রী বিতরণ https://bgn24.com/?p=2813 https://bgn24.com/?p=2813#respond Tue, 30 Aug 2022 13:11:04 +0000 https://bgn24.com/?p=2813 ইউপি চেয়ারম্যানের ক্রীড়া সামগ্রী বিতরণ

কুড়িগ্রাম সদর উপজেলার ২নং হলোখানা ইউনিয়ন পরিষদের শিক্ষাপ্রতিষ্ঠান ও যুবসমাজের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ কররেন ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা।

মঙ্গলবার (৩০ আগস্ট ) ইউনিয়ন পরিষদ চত্বরে
শিক্ষার্থীদের সম্মুখে শিক্ষকবৃন্দের হাতে আনুষ্ঠানিকভাবে এ ক্রীড়া সামগ্রী তুলে দেন তিনি। ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা বলেন,ছাত্র ও যুবকরা জাতির ভবিষ্যৎ।

একমাত্র খেলাধুলা পারে সমস্ত অন্যায়, অপরাধ ও অসামাজিক কার্যকলাপ থেকে যুবকদেরকে বিরত রাখতে । এজন্য সকলকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে।

তাই সরকার যুব সম্প্রয়ের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন। যাতে গ্রামের ছেলে মেয়েরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত না হয়।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=2813 0
ক্যারিবিয়ানদের সিরিজে প্রথম জয় https://bgn24.com/?p=2238 https://bgn24.com/?p=2238#respond Tue, 12 Jul 2022 13:01:50 +0000 https://bgn24.com/?p=2238 ক্যারিবিয়ানদের সিরিজে প্রথম জয়-

ক্রীড়া প্রতিনিধি

পরাজয়ের বৃত্ত থেকে বের হয়েছে বাংলাদেশ। চলমান সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশ। ওয়ানডে তে ধারাবাহিক ভাবে ভালো করা বাংলাদেশ গতকাল শুরু থেকেই আভাস দিচ্ছিলো জয়ের।
রোববার ডমিনিকার প্রভিডেন্স স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় দুই ঘণ্টারও বেশি সময় দেরিতে শুরু হওয়া ম্যাচ কমে আসে ৪১ ওভারে। ওয়েস্ট ইন্ডিজ পুরো ওভার খেলে করতে পারে ৯ উইকেটে ১৪৯ রান।

জবাবে সফরকারীরা ৫৫ বল হাতে রেখে ৪ উইকেটে ১৫১ রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
বাংলাদেশের দাপুটে জয়ের পথ তৈরি করে দেন বোলাররা। মন্থর ও অসমান বাউন্সের উইকেটে তারা নিজেদের সামর্থ্যের ছাপ রাখেন। বাঁহাতি পেসার শরিফুল ক্যারিয়ারের সেরা বোলিংয়ে ৩৪ রানে ৪ উইকেট নেন। অফ স্পিনার মিরাজের শিকার ৩৬ রানে ৩ উইকেট। অভিষিক্ত বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ উইকেট না পেলেও নজরকাড়া পারফরম্যান্সে ৮ ওভারে দেন মোটে ১৬ রান। লক্ষ্য তাড়ায় তৃতীয় ওভারেই ধাক্কা খায় বাংলাদেশ। স্পিনার আকিল হোসেনের ডেলিভারি ডিফেন্ড করতে গিয়ে বলের লাইন মিস করে বসেন লিটন দাস।

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের জোরালো এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দেন আম্পায়ার। তাতে সন্তুষ্ট না হয়ে রিভিউ নিলেও উল্টো নষ্ট হয় তা। ৯ বল খেলে ১ রান করে সাজঘরে ফেরেন লিটন।
তবে চাপ দলের ওপর জেঁকে বসতে দেননি মারমুখী ভূমিকায় অবতীর্ণ হওয়া দেশ সেরা ওপেনার ও অধিনায়ক তামিম। এতে প্রতি ওভারেই আসতে থাকে বাউন্ডারি। তামিমের টি-টোয়েন্টি ঘরানার ইনিংসের ইতি ঘটে দুর্ভাগ্যজনকভাবে। গালিতে বল ঠেলে রানের জন্য দৌড় দেন প্রায় দেড় বছুর পর ওয়ানডে খেলতে নামা নাজমুল হোসেন শান্ত। তার ডাকে সাড়া দিলেও সময়মতো ক্রিজে পৌঁছাতে পারেননি তামিম। আগেই অ্যান্ডারসন ফিলিপের থ্রো ভেঙে দেয় স্টাম্প। ফলে ৩০ বলে ৪০ রানের জুটির অবসান হয়। তামিম বিদায় নেন ২৫ বলে ৩৩ রানে। তার ব্যাট থেকে আসে ৪ চার ও ১ ছক্কা।

অষ্টম ওভারে ৪৯ রানে ২ উইকেটের পতনের পর রানের চাকা শ্লথ হয়ে যায় বাংলাদেশের। তবে লক্ষ্য ছোট হওয়ায় তৈরি হয়নি কোনো জটিল পরিস্থিতি। শান্ত ও মাহমুদউল্লাহর ব্যাটে তৃতীয় উইকেটে যোগ হয় ৪৯ রান। গুড়াকেশ মোতি আলাদা করেন তাদের। তার ফ্লাইট দেওয়া ডেলিভারিতে মিড উইকেটে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরানের তালুবন্দি হন শান্ত। ক্যারিয়ারের সেরা ইনিংসে ৫ চারে ৪৬ বলে ৩৭ রান আসে তার ব্যাট থেকে।

অষ্টম ওভারে দলীয় পঞ্চাশ পেরোনো বাংলাদেশের শতরান পূর্ণ হয় ২০তম ওভারে। কিছুক্ষণ পরই সাজঘরে ফিরতে পারতেন মাহমুদউল্লাহ। পুরানের বলে বোল্ড হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু নো বল হওয়ায় বেঁচে যান। তখন ২০ রানে ব্যাট করছিলেন মাহমুদউল্লাহ। এরপর আফিফ হোসেন ১৭ বলে ৯ রানের থামেন ফিলিপের দুর্দান্ত ক্যাচে। এরপর আর কোনো সাফল্যের দেখা পায়নি ক্যারিবিয়ানরা। পঞ্চম উইকেটে ৫৪ বলে ৪০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ নিজেদের করে নেয় বাংলাদেশ। মাহমুদউল্লাহ ৬৯ বলে ৪১ ও নুরুল হাসান সোহান ২৭ বলে ২০ রানে অপরাজিত থাকেন। এই জয় ইদের খুশি আর একটু বাড়িয়ে দিল বাংলাদেশ দলের ভক্তদের। বাংলাদেশ দলের পরবর্তী ম্যাচ ১৩ ই জুলায়।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=2238 0
পদক জিতেছে বাংলাদেশের মেয়েরাই https://bgn24.com/?p=1706 https://bgn24.com/?p=1706#respond Wed, 17 Nov 2021 06:13:30 +0000 https://bgn24.com/?p=1706 এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপস-২০২১ রিকার্ভ মহিলা দলগত এবং পুরুষ দলগত উভয় ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। তবে মহিলা ইভেন্টে এবারই প্রথম এই পদক জেতে লাল-সবুজের মেয়েরা।

বাংলাদেশ আর্চারি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘তীর ২২তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপস-২০২১’ এর ৫ম দিনে আজ বুধবার সকালে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে ভিয়েতনামের খেলোয়াড়দের ৫-৩ সেটে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের দিয়া-নাসরিন-বিউটি।আর রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে কাজাখাস্তানকে ৬-২ সেটে হারিয়ে ব্রোঞ্জ জয় করেছেন রুমান-রুবেল-রামকৃষ্ণ সাহা।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=1706 0
বাটিকাডাঙ্গা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত। https://bgn24.com/?p=1687 https://bgn24.com/?p=1687#respond Fri, 12 Nov 2021 12:28:12 +0000 https://bgn24.com/?p=1687 বাটিকাডাঙ্গা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত।

উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩ নং সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মুন্সী মোঃ শাহীন রেজা সাঈদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, বাটিকাডাঙ্গা জামে মসজিদের সভাপতি হাজী আনোয়ার হোসেন, ডাঃ মোঃ বিল্লাল হোসেন সহ অত্র এলাকাবাসী।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=1687 0