বিনোদন – Bangla Green News https://bgn24.com সংবাদে নতুনত্বের সূচনায়! Thu, 26 Sep 2024 11:51:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 জামিন পেলেন নির্মাতা রাফাত মজুমদার রিংকুর https://bgn24.com/?p=3966 https://bgn24.com/?p=3966#respond Thu, 26 Sep 2024 11:47:54 +0000 https://bgn24.com/?p=3966

দীপ্ত টিভি অ্যাওয়ার্ড, মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডসহ বেশ কিছু পুরস্কার পাওয়া তরুন মেধাবী নির্মাতা রাফাত মজুমদার রিংকু জামিনে মুক্ত হলেন। বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকালে আদালত তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিংকুর আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। তিনি জানান, রাজনৈতিক পদবী থাকায় সন্দেহভাজন হিসেবে রিংকুকে গ্রেফতার করা হয়। আইনি মোকাবিলায় তার জামিন হয়। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি পদে ছিলেন রিংকু।

২৩ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে গুলশান থেকে রাফাত মজুমদার রিংকুকে আটক করে গুলশান থানা পুলিশ। গত ১৯ জুলাই গুলশানের শাহজাদপুর এলাকায় নাইমুর রহমান নামের একজন গুলিতে নিহত হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ৬৪ জনের বিরুদ্ধে মামলা করেন নাইমুরের বাবা খলিলুর রহমান। সেই মামলার আসামী দেখিয়ে গ্রেফতার করা হয় নির্মাতা রাফাত মজুমদার রিংকুকে।

এর মধ্যে চলতি বছর ‘রূপান্তর’ নাটক নির্মাণ করে প্রচুর হুমকির মুখে পড়েন রিংকু। অভিযোগ, এই নাটকের মাধ্যমে সংশ্লিষ্টরা দেশে ‘ট্রান্সজেন্ডার সংস্কৃতি’ প্রমোট করছে। এরপর নাটকটি অন্তর্জাল থেকে সরিয়ে নেওয়া হয়। নির্মাতা প্রকাশ করেছেন দুঃখ।

 রিংকুর নির্মিত নাটকগুলোর মধ্যে রয়েছে রঙিন আশা, পুতুলের সংসার, ইতিবৃত্ত, নরসুন্দরী, কবর, বন্ধন, ব্লগার মিতু, জাল, রূপান্তর, কাটুস, অতিরিক্ত, নোঙর, রিকশা গার্ল প্রভৃতি।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3966 0
আয়মান–মুনজেরিন! দুই সেলেব্রিটি https://bgn24.com/?p=3913 https://bgn24.com/?p=3913#respond Sun, 15 Sep 2024 05:45:50 +0000 https://bgn24.com/?p=3913 শিক্ষার্থী ও তরুণ সমাজে ব্যাপক জনপ্রিয় দুই সেলেব্রিটি আয়মান ও মুনজেরিন। তাদের প্রেমের সম্পর্ক নিয়ে কয়েক বছর ধরেই গুঞ্জন চলছিল মিডিয়ায়। সে গুঞ্জনকে সত্যিতে রূপ দিয়ে গত বছরের আজকের এ দিনে অর্থাৎ ১৫ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসেন আলোচিত এ জুটি। 

রোববার এ জুটির প্রথম বিবাহবার্ষিকী।

আয়মান ও মুনজেরিনের প্রেমটা কীভাবে শুরু হয়েছিল জানেন? এজন্য অবশ্য চলে যেতে হবে প্রায় ১০ বছর পেছনে। ২০১৪ সালে প্রথম দেখা হয় এ জুটির। প্রথম দেখাতেই কী প্রেমে পড়েছিলেন তারা? 

এমন প্রশ্নের উত্তরে সংবাদমাধ্যমে আয়মান একটু হেসেই বলেন, ওকে দেখে আমার ফার্স্ট ইম্প্রেসন ছিল অংক ভালো পারে না। তবে ইংরেজিতে দারুণ। আমি আবার ইংরেজি ভালো পারি না (হাসি)।

একই প্রশ্ন ছুঁড়ে দিলে মুনজেরিন বলেন, ওকে প্রথম দেখে আমার মনে হয়েছিল, সব সময় মাথায় কিছু আইডিয়া চলছে। অনেক পরিশ্রমী ও মেধাবী। আর হ্যাঁ, অংক ভালো জানে (হাসি)।

কীভাবে প্রেমে পড়লেন তারা? এমন প্রশ্নের উত্তরে আয়মান বলেন, আসলে তেমন কিছুই নয়। আমাদের ১০ বছরের জানাশোনা। একসঙ্গে টেন মিনিট স্কুল এগিয়ে নিয়ে যাচ্ছি। এ বিষয়ে নানা প্ল্যান নিয়ে প্রায়ই আমাদের আলাপ হয়। যা প্রেমের গুঞ্জন হয়ে ওঠে সবার কাছে। 

আয়মান আরও বলেন, প্রেমের গুঞ্জন আমার বাবা, মায়ের কাছেও চলে যায়। একদিন বাবা আমার মায়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। এরপর মা আমাকে বলেন, ‘আচ্ছা, তোর আর মুনজেরিনের কি বিয়ের পরিকল্পনা আছে?’ তখন মনে হয়েছে, বিষয়টা খারাপ হয় না। ‘সিম্পল, ক্ল্যাসিক আর শান্তিপ্রিয়’ মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার সুযোগ হাতছাড়া করা যায় না।

আরেকদিন বাবা আমাকে ফোন করে বলেন, ১৯ জুলাই সেনাকুঞ্জ খালি আছে…। তখনো আমার মুনজেরিনের সঙ্গে এ বিষয়ে কোনো আলাপ হয়নি। এরপর তো জানেনই, ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে পরিবার ও আত্মীয় স্বজনের উপস্থিতিতে আমাদের বিয়ে হয়।

বিয়ের ক্ষেত্রে আয়মানের কোন দিকটা বেশি টেনেছিল মুনজেরিনকে? এমন প্রশ্নের উত্তরে মুনজেরিন বলেন, আমি কোনো দিন দেখিনি শত্রুরও অমঙ্গল চেয়েছে আয়মান। ও সব সময় সবার ভালো চায়। নিজের সর্বোচ্চটা দিয়ে অন্যের পাশে থাকে। এটাই ওর প্রতি আমাকে দুর্বল করেছিল।

কুমিল্লায় জন্ম নেওয়া আয়মান সাদিক একজন বাংলাদেশি শিক্ষা উদ্যোক্তা এবং ইন্টারনেট ব্যক্তিত্ব। তিনি ২০১৫ সালে ‘টেন মিনিট স্কুল’ প্রতিষ্ঠা করেন। আয়মান সাদিক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর ছাত্র।

অন্যদিকে মুনজেরিন শহীদের জন্ম চট্টগ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছিলেন। 

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3913 0
নিয়মিত প্রয়োজনা করতে চান তৌহিদ আক্তার পান্না https://bgn24.com/?p=3456 https://bgn24.com/?p=3456#respond Wed, 22 Mar 2023 04:29:15 +0000 https://bgn24.com/?p=3456

নিয়মিত প্রয়োজনা করতে চান তৌহিদ আক্তার পান্না। তার প্রতিষ্ঠান সপ্তক টেলিমিডিয়ার ব্যানারে সম্প্রতি শেষ হলো একক নাটক “একটি সাদাকালো চলচ্চিত্র”। তিনি মানসম্পন্ন গল্প ও অভিনয় নির্ভর নাটক উপহার দিতে চান।
তার এবারের নাটকটি ছিল এমন
নাটকের শুরুতে গল্পের নায়িকের একটি দুর্ঘটনা ঘটে আর দুই দুর্ঘটনা কে নিয়ে ঘটে বাকি গল্প।
ইশ্বরদীর রুপপুরের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়িত হয় নাটকের সুটিং ।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আব্দুল হান্নান। নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সময়ে প্রতিশ্রুতি শীল অভিনেতা সাহিল।নাটকটিতে সাহিলের বিপরীতে ছিল দুই জন নায়িকা একজন হিয়া মনি ও অপর জন শ্রাবণী।
এছাড়া অনন্য চরিত্রে আছে, হান্নান সেলি, এনি,শামসুন নাহার,এটিএন নাট্যযোদ্ধার ইমন,সাদ্দাম,আব্দুল হান্নান এবং একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছে প্রযোযক তৌহিদ আক্তার পান্না নিজে।
কলাকুশলীদের মধ্যে ছিলেন চিত্রগ্রাহক মিলন,রুপজ্জ দিদার সজ্জা চিত্রগ্রহন সহকারী রনি সহ আরও অনেকে।
নাটকটি খুব দ্রুত একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে। সপ্তক টেলিমিডিয়ার কর্ণধার টি এ পান্না বলেন বাজেটের কারণে বর্তমানে ঢাকার বাইরে তেমন নাটক নির্মাণ হয় না কিন্তু দেশে অনেক ভালো ভালো লোকেশন রয়েছে, সুযোগ পেলে নিজ এলাকা কে দেশের কাছে তুলে ধরবেন তিনি । তিনি আরও জানান নাটকে আশারুপ সাড়া মিললে নিয়মিত নাটক প্রয়োজনা করবে সপ্তক টেলিমিডিয়া। নিয়মিত নাটক নির্মিত হওয়া সংশ্লিষ্ট সকলের জন্য সুখবর।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3456 0
উন্নয়ন উন্নয়ন! আটকে আছে বেতন https://bgn24.com/?p=3399 https://bgn24.com/?p=3399#respond Wed, 22 Feb 2023 10:41:18 +0000 https://bgn24.com/?p=3399 চলচ্চিত্রের আঁতুরঘর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) এখন আর আগের মতো নেই। বাইরে থেকে দেখলে মনে হবে, নতুন করে ঢেলে সাজানো হচ্ছে এফডিসিকে। চলছে ব্যাপক উন্নয়ন। যে কারণে বদলাতে হয়েছে এফডিসির প্রবেশ মুখও।

হ্যাঁ, উন্নয়ন চলছে এফডিসিতে। তবে ভালো নেই এর ভেতরের কর্মকর্তারা। উন্নয়ন কাজ এগিয়ে চললেও, ভেতরের কর্মকর্তাদের বেতন আটকে আছে গত তিন মাস ধরে। বিষয়টি নিশ্চিত করেছেন এর একাধিক কর্মকর্তারা।তাদের সবার ভাষ্য, ‘গত তিন মাস ধরে কোন বেতন পাচ্ছি না। পরিবার নিয়ে খুব কষ্টে আছি। বিষয়টি উধ্বর্তন কর্মকর্তারা নজরে অনেকবার দেওয়া হয়েছে। তারা বিষয়টি দেখছেন বলে আশ্বাসও দিয়েছেন বহুবার। কিন্তু আজও পর্যন্ত এর কোন ফল পাচ্ছি না।’

সঙ্গে যোগ করে তারা আরও বলেন, ‘এর আগে আপনাদের পত্রিকায় আমাদের এই সমস্যা নিয়ে একটি প্রতিবেদক প্রকাশ হয়েছিল। সেসময় আমাদের বকেয়া বেতন দেওয়া শুরু হয়। কিন্তু গত বছর শেষ দিক থেকে আবার সেই আগের অবস্থা।’

এফডিসির ভেতরে কি নিয়মিত শুটিং হচ্ছে? জানতে চাইলে তারা জানান, ‘ভাই এমনিতেই কিন্তু এফডিসির ভেতরে আগের মতো শুটিং হয় না। কিন্তু শুটিং একেবারে নেই, এটা বলা যাবে না। নিয়মিত কাজ হচ্ছে। আর আমাদের কয়েকটি ফ্লোর কিন্তু বিভিন্ন বেসরকারি টিভি প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া আছে। আর বাকি কাজ যেমন- অন্যান্য ছবির শুটিং বা ডাবিং তো চলছেই। এফডিসিতে যে নতুন ভবন তৈরি হচ্ছে তার কাজও কিন্তু থেমে নেই, সেটিও চলছে। শুধু আমাদের ভেতন আটকে আছে।’

বিষয়টি নিয়ে এফডিসির হিসাব রক্ষণ কর্মকর্তা মো আলাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘হ্যাঁ, গত তিন মাস ধরে আমাদের বেতন হচ্ছে না। বেতন নিয়মিত করার জন্য উধ্বর্তন কর্মকর্তারা দৌড়ঝাঁপ করছে। আশা করি, অচিরেই সমস্যার সমাধান হয়ে যাবে।’

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3399 0
কোনো অভিযোগ নেই https://bgn24.com/?p=3316 https://bgn24.com/?p=3316#respond Wed, 21 Dec 2022 17:06:50 +0000 https://bgn24.com/?p=3316 বলিউডের এক সময়ের ব্যস্ত অভিনেত্রী নম্রতা শিরোদকর। অল্প সময়ে পরিচালকদের উপহার দিয়েছিলেন ব্যবসা সফল বেশকিছু সিনেমা। তবে হঠাৎই দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা মহেশ বাবুকে বিয়ে করে বিদায় জানান বিনোদন জগৎকে। নব্বই দশকের শেষ দিকে বড় পর্দায় আগমন ঘটে তার। শুধু অভিনয় নয়, নম্রতার মডেলিং ক্যারিয়ারও কম ঈর্ষণীয় নয়। ১৯৯৩ সালে বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেছেন তিনি। সবকিছু ভালোই চলছিল। কিন্তু আচমকা ২০০৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন মহেশ বাবুর সঙ্গে। এরপর আর কোনো ধরনের অভিনয়েই দেখা যায়নি নম্রতাকে। কিন্তু যখনই বিনোদন জগতের কারও দেখা পেয়েছেন একটি প্রশ্নের উত্তর সবসময়ই দিতে হয়েছে তাকে।

কেন ছাড়লেন বিনোদন জগৎ? আর বহুদিন পর এ প্রশ্নের জবাব দিলেন অভিনেত্রী নিজেই। সম্প্রতি তিনি জানান, আমি বর্তমানে আমার স্বামী এবং সন্তানদের নিয়ে সুখে আছি। আর ক্যারিয়ার জীবনে কখনোই পরিকল্পনা করে কিছুই করিনি। যা কিছু হয়েছে স্বাভাবিকভাবে হয়েছে। অভিনয়কে বিদায় জানানো প্রসঙ্গে তিনি আরও বলেন, আমি ব্যক্তিজীবনে খুবই অলস। যখন মডেলিং করে ক্লান্ত হয়ে গিয়েছিলাম সেই সময় অভিনয়কে পেশা হিসেবে বেছে নিই। কাজটা ভালোবেসেই করছিলাম। তখনই মহেশের সঙ্গে বিয়ে হয়ে গেল। তবে কোনো অভিযোগ কিংবা অভিমান নেই কারও প্রতি। তবে তখন যদি কাজটাকে আরেকটু গুরুত্ব দিতাম আজ জীবনটা হয়তো অন্যরকম হতো।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3316 0
প্রভুর কাছে চিঠি – লেখক মহরম আলি https://bgn24.com/?p=2677 https://bgn24.com/?p=2677#respond Sat, 20 Aug 2022 12:12:41 +0000 https://bgn24.com/?p=2677 প্রভুর কাছে চিঠি – লেখক মহরম আলি

বিনোদন  ডেক্স

একজন গরীব লোক প্রতিদিন প্রভুর উদ্দ্যেশ্যে একটা করে চিঠি লিখতো আর বেলুনে বেধে আকাশে উড়িয়ে দিতো।
চিঠিতে লিখতো ‘হে প্রভু’ আমি খুব অভাবে আছি, আমাকে এক লক্ষ টাকা দাও।
টাকাগুলো দিয়ে ব্যবসা করে লাভ করবো।
তারপর তোমার টাকা তোমার পথে ব্যয় করে ঋণ শোধ করে দিবো।

লোকটির বাড়ি ছিলো স্থানীয় থানার পাশেই।
চিঠিসহ বেলুন গুলো প্রতিদিন উড়ে গিয়ে পড়তো থানার মধ্যে।
থানার পুলিশরা প্রতিদিন লোকটির চিঠি খুব মনোযোগ দিয়ে পড়তো আর নিজেদের মধ্যে আলোচনা করতো।
তারা ভাবতো লোকটার মনে হয় টাকাটার খুব প্রয়োজন।

তাই বিষয়টি ওসি সাহেবকে জানালো। ওসি সাহেবও বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন এবং নিজে কিছু টাকা দিলেন।
আর থানার সকল পুলিশ সদস্যকে বললেন সাধ্যমতো নগদ কিছু সহযোগিতা করতে।
তখন থানার সকল পুলিশ সদস্য মিলে টাকা তুলতে লাগলো।
খুব চেষ্টা করে থানার সবাই মিলে পঞ্চাশ হাজার টাকা যোগাড় করে, সুন্দর একটা খামের মধ্যে করে টাকাগুলো সহ একজন পুলিশকে পাঠানো হলো লোকটার বাড়িতে।
তারপর পুলিশ সদস্য লোকটাকে পঞ্চাশ হাজার টাকার প্যাকেটটি দিয়ে বললো– আপনার ডাকে মহান সৃষ্টিকর্তা খুশি হয়ে আপনার জন্য এই টাকা পাঠিয়েছে।

লোকটি টাকাগুলো পেয়ে অনেক খুশি হয়ে গেলেন।
খুশিতে পুলিশ সদস্য কে লোকটি ধন্যবাদ দিতেও ভুলে গেলেন।
কোন রকম পুলিশকে বিদায় দিয়ে ঘরের দরজা বন্ধ করে টাকা গুলো গুনতে লাগলো।
গুনে দেখলো মাত্র পঞ্চাশ হাজার টাকা।
কিছুতেই কিছু বিশ্বাস করতে পারলো না, মহান প্রভু এভাবে অর্ধেক টাকা দিতে পারে।
মনের দুঃখে পরের দিন লোকটা আবার একটা চিঠি লিখে বেলুনসহ উড়িয়ে দিল।

এই চিঠি টিও প্রতিদিনের ন্যায় থানার মধ্যে এসে পড়লো।
এদিকে চিঠি পেয়ে সবাই খুব আগ্রহ নিয়ে চিঠিটি পড়ার জন্য ভিড় করলো। পুলিশ সদস্যরা স্বাভাবিকভাবে আশা করছে অবশ্যই লোকটি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছে।

কিন্তু চিঠি পড়ে সবাই আশাহত হলো। চিঠিতে লেখা ছিল- প্রভু তুমি জেনে শুনে এতো বড় ভুল কেমনে করলে?

টাকাটা যখন দিলেই, পুলিশের মাধ্যমে কেন দিলে ?
শালারা অর্ধেক টাকা মেরে দিয়ে বাকি অর্ধেক টাকা আমাকে দিয়েছে।

করোনাকালে দেশ এবং দেশের মানুষের জন্য এত পুলিশ জীবন দিয়েছে, হাজার হাজার পুলিশ করোনা আক্রান্ত হয়েছে।
তার প্রশংসা কেউ না করলেও,অল্প একটু ত্রুটি পেলে পুলিশের দোষ নিয়ে হাত পাকানো অভ্যাস নেই এমন লোক পাওয়া বিরল।
পুলিশের সেবার মান পরিবর্তন করার সাথে সাথে আমাদের মানসিকতা পরিবর্তন করাটাও অতীব জরুরী।

***************************************
লেখকঃ- জনাব মোঃ মহরম আলী মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার, বরগুনা জেলা।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=2677 0
কুড়িগ্রামের ফুলবাড়ীতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত https://bgn24.com/?p=2138 https://bgn24.com/?p=2138#respond Tue, 05 Jul 2022 14:11:04 +0000 https://bgn24.com/?p=2138 কুড়িগ্রামের ফুলবাড়ীতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে “তৃণমূল মানুষের জন্য সংস্কৃতি” শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধা  সাত টার দিকে কুড়িগ্রাম শিল্পকলা একাডেমির আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন রাশেদুজ্জামান বাবু সাধারণ সম্পাদক কুড়িগ্রাম জেলা শিল্প কলা একাডেমি ও সাংগঠনিক সম্পাদক জেলা আওয়ামী লীগ,মিজানুর রহমান সাধারণ সম্পাদক ফুলবাড়ী উপজেলা শিল্প কলা একাডেমি,হাছেন আলী চেয়ারম্যান নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ।

এছাড়াও অনুষ্ঠানে গান,কবিতা আবৃত্তি পরিবেশন করেন জেলা ও উপজেলার স্থানীয় শিল্পী বৃন্দ। অনুষ্ঠান সহযোগিতার ছিলেন আব্দুল জলিল পারভেজ নাট্য সম্পাদক তরুণ সংঘ এবং তরুণ সংঘের অন্যান্য সদস্যবৃন্দ।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=2138 0
কান্নার ছায়া তলে মায়ের করুন আকুতি! বে-জম্মা দারিদ্রতার নিঃশ্বাষে ভারি! https://bgn24.com/?p=2117 https://bgn24.com/?p=2117#respond Tue, 05 Jul 2022 07:17:54 +0000 https://bgn24.com/?p=2117 ওরা যদি নিষেধ করে?
*********লেকখঃ  ডাক্তার বিল্লাল হোসেন******
মা মারে আইচ্ছা আমি তোর ছাওয়াল না ক ভৈদ্দিন ইরাম কইরে কেও কুনুদিন উপোস থাকতি পারে ক মা? কি রে মা কতা কচ্চিস নে ক্যান? এই মনমা কোন সুমৈন্দি তো জন্মদিল কতি পারিস ?আমার যে ভুকচানি ল্যাইগে মলাম।
কান্নার শক্তি হারিয়ে গেছে এক দরিদ্র মায়ের এক কশ জলও চোখে নেই, ছেড়া কাপড়ের ঘোমটা টেনে নিদারুন এক শব্দে কান্নার চেষ্টা হাহাকার মাখা বাতাসে ভরে যাচ্চে পেট কান্না ছন্দে খচ্চর খুদার জ্বালাটা পুড়িয়ে মারছে এক অসহায় মায়ের বুক।
মা ওমা, মাগো তুই ফাপাচ্চিস ক্যানে রে মা এই মা কতা ক কতা ক ওহ আমি খাতি চায়চি বুইলে ইরাম কইরে ——-
বুকে জড়িয়ে ধরে সোনারে আমার আব্বা ইট্টু পরেই আমি তোমার খাতি দেব, বাজান! কান্নায় ছায়া তলে মায়ের করুন আকুতি বিকুতি বে-জম্মা দারিদ্রতার নিঃশ্বাষে ভারি হয়ে আসছিল।
এই মা, মারে আমি আর কুনু দিন খাতি চাবো না তুই কান্দিস নে মা।
ওমা মারে কলাম কান্দিস নে,
এই দেক মা দেক দেক ,
আমার প্যাটটা কিরাম ভরা ডমডম কচ্চে তুই কান্দিসনে আমার খিদে নেই, কলেত্তে প্যাট্টা ঢাম কইরে পানি খেইয়ে আইচি,
কি করবো ক মা, প্যাট্টা মদিন কিরাম যেন মুড়া মেইরে বেতা কচ্চে রে মা।
অভাগিনি মা ছেলেকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে কেদে উঠলো।

ও ছইনোর মা কি কচ্চ তুমি এদিকি এক বার এইসো দিনি দেক হে হে কি নিয়ে আয়চি দেক আমার ছৈনোর খিদে আর থাকপে না।
শালা বয়রার পালের জন্নি বাগানে কচু তেপাতা আলু পাওয়ার জো আছে নাকি? শালাগের যেন খিদে লেগেই থাকে।
এক দৃষ্টিতে ছইনোর মা তার স্বামীর মুখের দিকে তাকি দেখছিল আর কথা গুলো শুনছিল। শুয়োরের মুখের খাবার এনে আমরা খাচ্চি আবার ওদেরই গালি দিচ্চি ঠোটের কোনে এক চিলতে করুন হাসির মৌন ঝিলিক মুখ ফুঠে বেরুলো
দেও দেকিনি আমার আব্বার এটু সেদ্দ কইরে দি তে পাতা আলু ।
বাগানে জন্মে থাকা তেপাতা আলু সিদ্দের কাজ চলছে এদিকে ছইনোর বাপ বসে আছে।
হ্যাগো আমি ইট্টু বিলির দিকিরি যাবো ছ্ইনোর বাপ বললো
মা ঃক্যানে বিলি কি তুমার আলু সেদ্দ কইরে দিচ্চি খেইয়ে ইট্টু ঝৈড়র বাড়ি যাও কয়ডা পয়সা দেয় কিনা তুমি পাবা তাও কাজের টাকা আর বিলি কি
বাপঃ বিলি নাকি দারুন ঘেচু হইয়েছে তায় তুলে আনতি যাবো যদি রাতির খাওয়াডা হয়।
মাঃ দরকার নেই ও বিলি শুনিছি বিরাট জোক রক্ত খেয়ে দফা রফা করে দেবেনে।
বাপঃ হা হা হা কেদে ফেললো বউ দেক দিনি এই দেহডায় রক্ত আছে কিনা। আর থাকলিও সিডা ভালো কিনা জোকে আমার কাচে কিনারে আসপে নানে, ঝৈড়র মতো জোকেরা যকন রক্ত শেষ কত্তি পারিনি বিলির জোকে তো পারবেই না,
ঝৈড় ঐ বিলির জোকের চাইতে কম কিশি ক দিনি ,জোকের রক্ত চুসার চাইতে প্যাটের খিদের জ্বালাডা কি বেশি না ক তুই ক দিনি বউ ।
বিলির জোকে আর কট্টুক খাবে?
বাজান আর নিবা আলু?
ছইনো ঃ না আব্বা বিরাট প্যাট ভইরে গিয়েছে আব্বা ঐ শুয়োর গুলোর রিশোদ কত্তি পারোনা আমাগের বাগানের আলু গুনু যেন না খায়।
বুকে জরিয়ে ধরে ডুকরে কেঁদে উঠে ছইনোর বাপ বাজান রে ওগুনু ওগারতা ওরা যদি রিশোদ করে তালি কি করবা? ব চোখের জলে বুক ভাসিয়ে ছেলে ছেড়ে দিয়ে উর্ধশ্বাসে ছুটছে বিলের দিকে অনুসন্ধান রাতের খাবারের।
একটি প্রশ্ন ঝৈড়রা আর কতদিন থাকবে এই ঝৈড়দের অত্যাচারের ঝড় আর কতদিন ছৈনোর বাপেদের সকল স্বপ্ন ফিকে করে দিয়ে উদর পুর্তি করে যাবে এদের কি শেষ নেই ?এরা কি যুগযুগ ধরে আসতেই থাকবে?

লেখক বিল্লাল হোসেন 

ডাকবাংলা বাজার, ত্রিমহনী, সদর ঝিনাইদহ। 

]]>
https://bgn24.com/?feed=rss2&p=2117 0
‘এবার টেস্ট নয়! ফাইনাল খেলবে বিএনপি’ https://bgn24.com/?p=2021 https://bgn24.com/?p=2021#respond Sat, 02 Jul 2022 12:29:31 +0000 https://bgn24.com/?p=2021 ‘এবার টেস্ট নয়!  ফাইনাল খেলবে বিএনপি’
নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেছেন, এবার আর কোনো টেস্ট খেলা হবে না। এবার হবে ফাইনাল খেলা। সরকারের পতন ঘটিয়ে, দেশের গণতন্ত্র ফিরিয়েই আমরা ঘরে ফিরব।

শনিবার (২ জুলাই) রাজধানীর মোহাম্মদপুর এলাকার বসিলা নিরা কমিউনিটি সেন্টারে মোহাম্মদপুর এলাকার ২৯, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ড সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামীতে যাতে ত্যাগী-যোগ্য ও সাহসীরা সামনে আসতে পারেন এজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূল থেকে নেতৃত্ব নির্বাচনের গণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছেন।

আমানউল্লাহ আমান বলেন, সামনের আন্দোলন হবে আমাদের মুক্তির আন্দোলন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। আওয়ামী লীগকে দেশের জনগণ আর বিশ্বাস করে না। তাদের ফাঁদে জনগণের দল বিএনপি আর পা দেবে না।

সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম মতিন প্রমুখ।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=2021 0
‘এখনো ভালোবাসি জনিকে’, বললেন অ্যাম্বার। https://bgn24.com/?p=1860 https://bgn24.com/?p=1860#respond Thu, 16 Jun 2022 07:07:15 +0000 https://bgn24.com/?p=1860 ‘এখনো ভালোবাসি জনিকে’, বললেন অ্যাম্বার।

বিনোদনঃ
মানহানি মামলায় হেরে যাওয়ার পর প্রথমবারের মতো মুখ খুলেছেন ‘অ্যাকুয়াম্যান’ অভিনেত্রী অ্যাম্বার হার্ড। জানালেন প্রাক্তন স্বামী জনি ডেপকে এখনো ভালোবাসেন তিনি।

সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে অ্যাম্বার বলেছেন, ‘আমি এখনও তাকে ভালোবাসি। পুরো হৃদয় দিয়ে ভালোবাসি। আমি সম্পর্কটা টিকিয়ে রাখতে চেয়েছিলাম। কিন্তু পারিনি। আমার তাকে নিয়ে কোনো খারাপ অনুভূতি নেই কিংবা খারাপ ইচ্ছেও নেই। এটা বোঝা কঠিন, আবার সহজও। যদি কাউকে ভালোবেসে থাকেন কখনো, তাহলে বোঝা সহজ।’ ওয়াশিংটন পোস্টে দেয়া সাক্ষাতকারে অ্যাম্বার আরও জানান, তিনি আদালতে কিছু ভুল করলেও মিথ্যা বলেননি।

২০১৫ সালে ঘর বেঁধেছিলেন জনি-অ্যাম্বার। বিয়ের মাত্র দুই বছরের মাথায় ২০১৭ সালে জনি ডেপের সঙ্গে বিচ্ছেদ হয় অ্যাম্বার হার্ডের। ২০১৮ সালে ওয়াশিংটন পোস্টে জনি ডেপের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগ তোলেন অ্যাম্বার। এতে ক্ষুব্ধ হয়ে অ্যাম্বারের বিরুদ্ধে ৫ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মানহানি মামলা করেন ডেপ। এরপর ১০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে পাল্টা মামলা করেন অ্যাম্বার। গত ১ জুন মানহানির মামলার রায় জনি ডেপের পক্ষে দেন আদালত।
সূত্র: ডিএনএ

]]>
https://bgn24.com/?feed=rss2&p=1860 0