তথ্যপ্রযুক্তি – Bangla Green News https://bgn24.com সংবাদে নতুনত্বের সূচনায়! Mon, 28 Oct 2024 06:26:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 ক্যালকুলেটর বলে দেবে আপনি মৃত্যুর কতটা কাছে https://bgn24.com/?p=3980 https://bgn24.com/?p=3980#respond Mon, 28 Oct 2024 06:26:56 +0000 https://bgn24.com/?p=3980 গবেষকরা একটি এআইনিয়ন্ত্রিত ক্যালকুলেটর তৈরি করেছেন যা আপনাকে বলতে পারে আপনি আপনার মৃত্যুর ঠিক কতটা কাছে। ল্যানসেট ডিজিটাল হেলথ-এ প্রকাশিত গবেষণায় প্রকাশ করা হয়েছে যে এআই-চালিত ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (AI-ECGs) একজন ব্যক্তির ভবিষ্যতের স্বাস্থ্য সমস্যা এবং এমনকি মৃত্যুর ঝুঁকির পূর্বাভাস দিয়ে সাহায্য করতে পারে। কিন্তু সেগুলি এখনও দৈনন্দিন চিকিৎসা পরিষেবায়  ব্যবহার করা হয়নি। বর্তমানে এআই  ক্যালকুলেটরের এই ভবিষ্যদ্বাণী পৃথক রোগীদের জন্য স্পষ্ট কার্যক্রম পরিচালনা করে না। সেইসঙ্গে  জীববিজ্ঞানের সাথে এর কার্যকারিতা সারিবদ্ধ নয়। এই সমস্যাগুলি মোকাবেলা করার জন্য, ল্যানসেট গবেষকরা AI-ECG রিস্ক এস্টিমেটর (AIRE) নামে একটি নতুন টুল তৈরি করেছেন। মৃত্যুর পূর্বাভাস দিয়ে AIRE ভবিষ্যতে হৃদযন্ত্র বিকল হওয়ার ভবিষ্যদ্বাণী করতে পারে। এটি এমন একটি অবস্থা যেখানে হৃৎপিণ্ড পাম্প করা বন্ধ করে দেয়, যার ফলে দশটির মধ্যে প্রায় আটটি ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা এবং প্রাথমিকভাবে রোগীর  মৃত্যু ঘটে। 

গবেষকরা লিখেছেন, ‘আমরা AI-ECG রিস্ক এস্টিমেটর (AIRE) প্ল্যাটফর্ম তৈরি করে পূর্ববর্তী AI-ECG পদ্ধতির এই সীমাবদ্ধতাগুলি সমাধান করার চেষ্টা করেছি।  যুক্তরাজ্যের স্বাস্থ্য সংস্থা ন্যাশনাল হেলথ সার্ভিসের অধীনে দুটি হাসপাতাল আগামী বছরের মাঝামাঝি থেকে এই প্রযুক্তি পরীক্ষা করার জন্য প্রস্তুত। তবে বিশেষজ্ঞরা আশা করছেন যে এটি পাঁচ বছরের মধ্যে স্বাস্থ্য পরিষেবা জুড়ে ব্যবহার করা হবে। হাসপাতালে প্রবেশকারী শত শত রোগী শীঘ্রই একটি এআই “ডেথ  ক্যালকুলেটর” থেকে আনুমানিক আয়ুষ্কালের পূর্বাভাস পেতে পারে। এই টুলটি একটি একক ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ECG) পরীক্ষা ব্যবহার করে, যা কয়েক মিনিটের মধ্যে হার্টের কার্যকলাপ রেকর্ড করে  লুকানো স্বাস্থ্য সমস্যাগুলি শনাক্ত করতে পারে। AI-ECG   বা AIRE নামে পরিচিত এই প্রোগ্রামটি ৭৮% পর্যন্ত নির্ভুলতার সাথে ECG-এর পর ১০ বছরের মধ্যে মৃত্যুর ঝুঁকি সঠিকভাবে শনাক্ত করতে পারে বলে গবেষণায় প্রমাণিত হয়েছে। 

ল্যানসেট গবেষকরা ১,৮৯,৫৩৯ রোগীর ১.১৬ মিলিয়ন ইসিজি পরীক্ষার ফলাফলের ডেটাসেট ব্যবহার করে প্রযুক্তিটির  প্রশিক্ষণ দিয়েছেন। তারা দেখেছেন যে, এটি তিন-চতুর্থাংশ (৭৬%) ক্ষেত্রে এবং ভবিষ্যতের এথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাসকুলার রোগের মতো গুরুতর হৃদযন্ত্রের সমস্যা (যেখানে ধমনী সংকীর্ণ, রক্ত ​​​​প্রবাহকে কঠিন করে তোলে) দশটির মধ্যে সাতটি ক্ষেত্রে শনাক্ত করেছে। চিকিৎসকদের শুধুমাত্র রোগ নির্ণয়ই নয়, ‘এআই  ডেথ  ক্যালকুলেটর’ স্বাস্থ্য ঝুঁকির একটি পরিসরও জানাবে যা চিকিৎসকদের রোগ প্রতিরোধে সহায়তা করতে পারে। উদাহরণস্বরূপ, যদি AIRE শনাক্ত করে যে আপনি একটি নির্দিষ্ট হৃদযন্ত্রের ছন্দের সমস্যার উচ্চ ঝুঁকিতে আছেন, তাহলে আপনি এটিকে প্রতিরোধ করতে আরো বেশি সক্রিয় হয়ে উঠবেন।

সূত্র : ইন্ডিয়া টুডে

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3980 0
হোয়াটসঅ্যাপে কল করে কি ফোন হ্যাক করা যায় https://bgn24.com/?p=3681 https://bgn24.com/?p=3681#respond Thu, 07 Mar 2024 12:24:10 +0000 https://bgn24.com/?p=3681 ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক বিভিন্ন কাজের পাশাপাশি সহজে একে অপরের সঙ্গে নিরাপদ যোগাযোগের জন্য নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অনেকেই। অনেকের মনেই প্রশ্ন রয়েছে, হোয়াটসঅ্যাপে অডিও-ভিডিও কল করে কি দূর থেকে অন্যের স্মার্টফোন হ্যাক করা যায়? অপরিচিত ব্যক্তিদের ফোনকলে সাড়া না দিলেও কি স্মার্টফোন হ্যাক হতে পারে? সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যাভাস্ট অনলাইনে নিরাপদ থাকার বেশ কিছু পদ্ধতি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে, যার মধ্যে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ব্যক্তিদের করা প্রশ্নগুলোর উত্তরও রয়েছে। অ্যাভাস্টের ওয়েবসাইট থেকে তথ্যগুলো দেখে নেওয়া যাক।

হোয়াটসঅ্যাপে কল কি নিরাপদ

হোয়াটসঅ্যাপে পরিচিত ব্যক্তিদের পাশাপাশি অপরিচিত ব্যক্তিদেরও সরাসরি ফোন করা যায়। ফলে বার্তা, ছবি বা ভিডিও আদান-প্রদানের পাশাপাশি নিয়মিত অডিও-ভিডিও কল করেন অনেকেই। হোয়াটসঅ্যাপে অডিও বা ভিডিও কল করে স্মার্টফোন হ্যাক করার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, তবে সেগুলো বেশ আগের। সে সময় হোয়াটসঅ্যাপে থাকা একটি নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে ফোনকলের মাধ্যমে বেশ কয়েকজনের স্মার্টফোন হ্যাক করেছিলেন সাইবার অপরাধীরা। পরে সেই নিরাপত্তা ত্রুটির সমাধান করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।হোয়াটসঅ্যাপে মিসড কল পাঠিয়ে ‘জিরো ক্লিক এক্সপ্লোয়েট’ ধাঁচের সাইবার হামলাও চালিয়েছিল সাইবার অপরাধীরা। জিরো ক্লিক এক্সপ্লোয়েট মূলত একধরনের হ্যাকিং কৌশল। এই কৌশল কাজে লাগিয়ে নির্দিষ্ট ব্যক্তিদের অজান্তেই তাঁদের স্মার্টফোন হ্যাক করা সম্ভব। তবে হোয়াটসঅ্যাপে মিসড কল পাঠিয়ে স্মার্টফোন হ্যাক করতে না পারলেও গোপনে স্পাইওয়্যার ইনস্টল করতে সক্ষম হয়েছিল সাইবার অপরাধীরা। পরে সেই নিরাপত্তা ত্রুটির সমাধান করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

সরাসরি ফোনকল করে কি স্মার্টফোন হ্যাক করা যায়

সরাসরি ফোনকলের মাধ্যমে সাধারণত স্মার্টফোন হ্যাক করা যায় না। তবে ফোনকলের মাধ্যমে বিভিন্ন কৌশলে ম্যালওয়্যারযুক্ত ওয়েবসাইটে প্রবেশ করাতে পারেন সাইবার অপরাধীরা। শুধু তাই নয়, ফোনকলের মাধ্যমে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বা সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ব্যবহারকারী ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন তথ্যও সংগ্রহ করে থাকেন তাঁরা। পরে তথ্যগুলো কাজে লাগিয়ে সাইবার হামলা চালানো হয়।

ফোনকলের মাধ্যমে হ্যাকড হওয়ার শঙ্কা না থাকলেও সাইবার অপরাধীদের পাঠানো বিভিন্ন ওয়েবসাইটের লিংকে ক্লিক করলে স্মার্টফোনে ম্যালওয়্যার প্রবেশ করতে পারে। পরে এই ম্যালওয়্যারের মাধ্যমে স্মার্টফোন হ্যাক করতে পারেন সাইবার অপরাধীরা। আর তাই সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে হলে অপরিচিত ব্যক্তিদের ফোনকলে সাড়া না দেওয়ার পাশাপাশি অন্যদের পাঠানো লিংকে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে। শুধু তাই নয়, অনলাইনে কিউআর কোড স্ক্যান

বা ব্যক্তিগত এবং আর্থিক তথ্য আদান-প্রদানেও সতর্ক থাকতে হবে।

সূত্র: অ্যাভাস্ট ডটকম

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3681 0
হোয়াটসঅ্যাপে যোগাযোগ গোপন রাখার উপায় ? https://bgn24.com/?p=3653 https://bgn24.com/?p=3653#respond Mon, 08 Jan 2024 11:29:35 +0000 https://bgn24.com/?p=3653 হোয়াটসঅ্যাপে আপনি কার সঙ্গে কথা বলছেন, সেটা আপনি এবং যাকে পাঠাচ্ছেন তিনি ছাড়া আর কেউ জানবে না। এমনকি হোয়াটসঅ্যাপ নিজেও এই বার্তাগুলো বুঝতে পারবে না। কারণ গোপন সংকেতে এগুলো লুকিয়ে রাখা হয়। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ‘অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন’ সুবিধা দিয়ে থাকে।

এর পরও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা বিভিন্নভাবে হ্যাকিংয়ের শিকার হতে পারেন। আপনি যদি সন্দেহ করেন, কেউ হোয়াটসঅ্যাপে আপনার ওপর নজর রাখছে এবং আপনি আরও নিরাপদ থাকতে চাচ্ছেন, তবে নিচের এই পাঁচটি সেটিংস চালু রাখুন।

প্রথমে দেখতে হবে আপনি যার সঙ্গে কথা বলছেন তার চ্যাট বা বার্তাগুলো ‘এনক্রিপ্টেড’ আছে কিনা। এটি যাচাই করার জন্য, চ্যাট করার সময় থ্রি ডটস অপশনে ক্লিক করতে হবে। এর পর ‘ভিউ কনট্যাক্ট’থেকে ‘এনক্রিপশন’মেনুতে গিয়ে সবুজ রঙের তালা (লক) চিহ্ন দেখলে বুঝতে হবে চ্যাটটি নিরাপদ আছে।

আপনি যদি চান কাউকে পাঠানো বার্তাগুলো আপনা আপনি হোয়াটসঅ্যাপ থেকে মুছে যাক, সেটিও করা যাবে। সে জন্য আবারও থ্রি ডটস অপশনে গিয়ে ডিসঅ্যাপিয়ারিং মেসেজে ক্লিক করতে হবে। সেখান থেকে নির্দিষ্ট সময় ঠিক করে দিলেই, বার্তাগুলো নির্ধারিত সময়ের পর হোয়াটসঅ্যাপ থেকে মুছে যাবে।

আপনি যদি আরও নিরাপদ হতে চান তবে হোয়াটসঅ্যাপের বার্তাগুলো যেখানে সংরক্ষিত (ব্যাকআপ) রাখা হয় সেখানেও ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ চালু করতে পারবেন। ফলে গুগল ও অ্যাপলের মতো প্রতিষ্ঠানও আপনার বার্তাগুলো দেখতে পাবে না। এটি চালু করার জন্য হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে চ্যাটস অপশনে যেতে হবে। এরপর চ্যাট ব্যাকআপ-এ গিয়ে এন্ড টু এন্ড এনক্রিপশন একটি পাসওয়ার্ড দিয়ে চালু করা যাবে। তবে মনে রাখবেন, এই পাসওয়ার্ড ভুলে গেলে গুগল থেকে তথ্য ফিরে পাওয়ার আর কোনো উপায় নেই।

চাইলে যার সঙ্গে কথা বলছেন তার চ্যাট লক করে রাখা যাবে। এর ফলে কেউ আপনার ফোন হাতে পেলেও আপনার পাঠানো বার্তাগুলো পড়তে পারবে না। এটি করার জন্য ভিউ কনট্যাক্ট-এ গিয়ে চ্যাট লক অপশন চালু করতে হবে। এর পর হোয়াটসঅ্যাপের পর্দায় (হোমস্ক্রিন) লকড চ্যাট নামের একটি মেন্যু চলে আসবে। চ্যাট করার জন্য প্রতিবারই সেখানে লক খুলে ঢুকতে হবে।

আপনি যদি হোয়াটসঅ্যাপে অচেনা নম্বর থেকে কল আসা বন্ধ করতে চান, তবে হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে প্রাইভেসি অপশনে যেতে হবে। সেখান থেকে সাইলেন্স আননোন কলার চালু করে দিলেই অপরিচিত নাম্বার থেকে আসা কল বন্ধ করে দেবে হোয়াটসঅ্যাপ।

সূত্র: নিউজ১৮ ডটকম

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3653 0
‘ডেভিল ধূমকেতু’ এভারেস্টের চেয়েও বড় https://bgn24.com/?p=3582 https://bgn24.com/?p=3582#respond Tue, 12 Dec 2023 09:19:36 +0000 https://bgn24.com/?p=3582 পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চেয়েও বড় একটি ধূমকেতু। বিজ্ঞানীরা বলেছেন, এটি মাউন্ট এভারেস্টের চেয়ে তিন গুণ বড়।

দেখে মনে হয় এটির ‘শিং’ আছে। আর এ জন্য এটিকে বলা হচ্ছে ‘ডেভিল ধূমকেতু’। সম্প্রতি রহস্যময় সেই ধূমকেতুটি চতুর্থবারের মতো বিস্ফোরিত হয়েছে। বিশেষজ্ঞদের বরাত দিয়ে আর্থ ডট কমের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, এটিই এখন পর্যন্ত ধূমকেতুটির সবচেয়ে বড় বিস্ফোরণ হতে পারে।

প্রথম দুই দফার বিস্ফোরণের পর এটির নাম দেয়া হয়েছিল ‘ডেভিল ধূমকেতু’। এদিকে, সবশেষ বিস্ফোরণের পর ধূমকেতুটি হঠাৎ করে আগের চেয়ে অন্তত ১০০ গুণ বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। বিজ্ঞানীরা বলছেন, ‘১২পি’ নামে পরিচিত এই বিশাল ধূমকেতুটি পৃথিবীর কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে টেলিস্কোপ ছাড়াই দৃশ্যমান হতে পারে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের তথ্যানুসারে, গত ৫ এবং ৭ অক্টোবর ‘ডেভিল ধূমকেতু’ বিস্ফোরিত হয়।

ফলে এটির অতিরিক্ত কিছু ফুটেজ পান জ্যোতির্বিজ্ঞানীরা। যেখানে দেখা যায়, ধূমকেতুটি থেকে দুটি ‘শিং’ উদ্ভূত হচ্ছে। ধূমকেতুটিকে ‘ক্রায়োভোলক্যানিক’ বলা হচ্ছে, যার অর্থ ঠান্ডা আগ্নেয়গিরি।

এটি প্রায় ৩০ কিলোমিটার প্রশস্ত। কিছু বিশেষজ্ঞ রসিকতা করে বলেছেন, অদ্ভুত আকৃতির হওয়ায় ডেভিল ধূমকেতুকে বৈজ্ঞানিক কল্পকাহিনীর মহাকাশযানের মতো দেখায়, যেমন ‘স্টার ওয়ারস’র মিলেনিয়াম ফ্যালকন। পৃথিবীর সঙ্গে বিশাল এই ধূমকেতুর সংঘর্ষ হতে পারে কি না, তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন অনেকে।

তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে বিজ্ঞানীরা বলছেন, ২০২৪ সাল পর্যন্ত পৃথিবীর খুব কাছে আসবে না ‘ডেভিল ধূমকেতু’। কাছে আসলে এটি টেলিস্কোপ ছাড়াই দেখা যাবে।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3582 0
ফেসবুক থেকেই জানা যাবে ফোনের ইন্টারনেট স্পিড! https://bgn24.com/?p=3462 https://bgn24.com/?p=3462#respond Tue, 28 Mar 2023 06:47:27 +0000 https://bgn24.com/?p=3462 অনেক সময় ফোনে কোনো জরুরি কাজ করতে গিয়ে হঠাৎ করেই ইন্টারনেটের কম গতির করণে ঝামেলায় পড়তে হয়। এতে করে মেজাজ বিগড়ে যেতে পারে। অথচ আপনি চাইলেই দেখে নিতে পারেন ঠিক কী পরিমাণ ইন্টারনেটের গতি পাচ্ছেন আপনার ফোনে। তাও আবার ফেসবুকের মাধ্যমে।

অনেকের কাছেই অজানা, ফেসবুকের মাধ্যমে যাচাই করা যায় ফোনের ইন্টারনেট স্পিড। স্মার্টফোন অক্ষত রাখতে যার ভূমিকা অনস্বীকার্য। কিন্তু অনেক সময় বিগড়ে যায় নেটওয়ার্ক। ওঠানামা করতে থাকে ফোনের ইন্টারনেট। এর জন্য কেউ কেউ গুগলের সাহায্য নেন। কিন্তু স্ক্রিনে চলা ফেসবুক ট্যাব থেকেই এক মুহূর্তে জেনে নিতে পারবেন ফোনের ইন্টারনেট গতি।

এখন প্রশ্ন- ফেসবুক থেকে কীভাবে দেখবেন ইন্টারনেট স্পিড?

এ জন্য সর্বপ্রথম নিশ্চিত করতে হবে, ফেসবুক অ্যাপটি যেন লেটেস্ট ভার্সনে ইন্সটল করা থাকে। না থাকলে সেটি অবশ্যই করুন। পাশাপাশি ফেসবুকে লগ ইন থাকতে হবে অ্যাকাউন্ট। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই ফিচার কেবল ফেসবুকের অ্যান্ড্রয়েড ভার্সনেই ব্যবহার করা যাবে।

ফেসবুকে লগ ইন করার পর উপরে ডান দিকে থ্রি লাইন ডটে ক্লিক করুন। এখানে মেনু অপশনে একাধিক ফিচার দেখা যাবে, যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন।

– এরই মধ্যে নিচে স্ক্রল করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে ক্লিক করুন।

– এবার ‘ওয়াইফাই অ্যান্ড সেলুলার পারফরম্যান্স’ অপশনে ক্লিক দিন।

– এই পেজে ‘ইওর স্পিড’ অপশনে ক্লিক করতে হবে। তারপর ‘রান এ স্পিড টেস্ট’ নামে একটি অপশন আসবে।

উক্ত অপশনের নিচে ‘কন্টিনিউ’ অপশনে ক্লিক করতে হবে। আপনার ফোনের ইন্টারনেট স্পিড যাচাই করার জন্য ৩০ সেকেন্ড সময় নেবে ফেসবুক।- ওই অপশনে ক্লিক করা মাত্রই একটি নতুন ট্যাব ওপেন হবে। যেখানে আপনার সেলুলার নেটওয়ার্কের ডাউনলোড স্পিড ও আপলোড স্পিড কত তা জানিয়ে দেওয়া হবে।

– আপনার সেলুলার নেটওয়ার্কের ডাউনলোড ও আপলোড স্পিড ভালো না খারাপ তা স্ক্রিনে দেখিয়ে দেবে ফেসবুক।

– এই ইন্টারনেট স্পিডে কী কী কাজ ভালো করা যাবে- যেমন ভিডিও দেখা, ভিডিও চ্যাট ইত্যাদি- সেসবও লেখা থাকবে স্ক্রিনে।

দরকারি সময়ে এ ভাবে ঝটপট ফেসবুক ওপেন করেই স্মার্টফোনের ইন্টারনেট স্পিড সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন।

সূত্র: এই সময়

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3462 0
সফটওয়্যার বানিয়ে চলেছেন দেশের প্রথম নারী প্রোগ্রামার https://bgn24.com/?p=3427 https://bgn24.com/?p=3427#respond Sat, 11 Mar 2023 10:02:28 +0000 https://bgn24.com/?p=3427 ‘আমি খুবই ভালো আছি, ভালো থাকার কারণ আমার কাজ। ব্যস্ত আছি রাইট হেলথ নামের একটি অ্যাপ তৈরির কাজে। যাতে থাকবে স্বাস্থ্যের তথ্যসহ নানা রকম  সুযোগ–সুবিধা। অনেক দূর এগিয়েছি। আরও বেশি লোকবল পেরে দ্রুতই কাজটি শেষ করতে পারতাম।’ গত সোমবার প্রথম আলোকে নিজের বর্তমান কাজ নিয়ে এসব কথা বলেন বাংলাদেশের প্রথম নারী প্রোগ্রামার ৭৪ বছর বয়সী শাহেদা মুস্তাফিজ।

শাহেদা মুস্তাফিজ শোনালেন আজ থেকে প্রায় ৪৭ বছর আগের কথা। সেই সময়ে দেশে হাতে গোনা কয়েকটি সফটওয়্যার প্রতিষ্ঠান ছিল, যেগুলো বিদেশে সফটওয়্যার রপ্তানি করত। এসব প্রতিষ্ঠানের কর্মীদের সবাই ছিলেন পুরুষ। কারণ, তখন কোনো নারী তথ্যপ্রযুক্তি খাতে কাজ করতেন না। সুযোগও ছিল না। দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেও কম্পিউটারবিজ্ঞান পড়ানো হতো না। তবে দমে থাকেননি শাহেদা মুস্তাফিজ।১৯৭৫ সালে শাহেদা মুস্তাফিজের কাজ শুরু হয়। অর্থনীতিতে পড়াশোনা করলেও যুক্তরাষ্ট্রের এনসিআর করপোরেশনে সফটওয়্যার আর্কিটেকচার বিষয়ে এক বছরের প্রশিক্ষণ নেন শাহেদা মুস্তাফিজ। ১৯৭৬ সালে সে প্রতিষ্ঠানের বাংলাদেশ শাখায় সিস্টেমস ম্যানেজার হিসেবে কাজ শুরু করেন। পরে এনসিআরের বাংলাদেশ অংশ কিনে নেয় দেশের প্রথম দিককার সফটওয়্যার প্রতিষ্ঠান লিডস করপোরেশন। শাহেদাও লিডসের কাজ শুরু করেন, অগ্রণী ভূমিকা রাখেন দেশের ব্যাংক অটোমেশন বা ব্যাংকিং সফটওয়্যার তৈরিতে। বিশেষ অটোমেটেড টেলার মেশিন (এটিএম) পরিচালনার সফটওয়্যারের প্রোগ্রামিংয়ে তাঁর বিশেষ অবদান রয়েছে।১৯৪৯ সালে জন্ম শাহেদা মুস্তাফিজের। সেই হিসাবে এখন তাঁর বয়স ৭৪ বছর। এখনো সফটওয়্যার তৈরিতে সক্রিয় তিনি। ছেলে রিদওয়ান মুস্তাফিজের সফটওয়্যার প্রতিষ্ঠান রাইট সলিউশনের সফটওয়্যার বিভাগের দেখভাল করেন শাহেদা মুস্তাফিজ। কাজ করছেন বেশ কিছু সফটওয়্যার নিয়ে। প্রথম আলোকে তিনি জানান এরই মধ্যে তাঁদের তৈরি স্বাস্থ্য ও চিকিৎসাসেবা এবং হিসাব ব্যবস্থানার সফটওয়ার ব্যবহৃত হচ্ছে বেশ কিছু প্রতিষ্ঠানে। তিনি বললেন, ‘হাসপাতাল স্বয়ংক্রিয় করার সফটওয়্যার তৈরির কাজে এখন সময় ভালোই কাটছে।’

শাহেদা মুস্তাফিজ এনসিআর ও লিডসে ২২ বছর কাজ করেন। ১৯৯৮ সালে চাকরিতে ইস্তফা দেন। এরপর গড়ে তোলেন নিজের প্রতিষ্ঠান প্রবিতি সিস্টেমস।  ব্যবস্থাপনা পরিচালক হিসেবে চালাতে থাকেন প্রবিতি সিস্টেমস। বিদেশে সফটওয়্যার রপ্তানিতে এই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ছাড়া তিনি কানাডার টোয়েন্টি-টোয়েন্টি টেকনোলজিস ইনকরপোরেটেডের বাংলাদেশ শাখার ব্যবস্থাপনা পরিচালক এবং যুক্তরাষ্ট্রের ই-টেকলজিকস ইনকরপোরেটেডের বাংলাদেশ শাখায় নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন। এসবের বাইরে তিনি শিশুদের জন্য এবং বিশেষ করে নারীদের জন্য কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র পরিচালনা করেছেন। শাহেদা মুস্তাফিজ চার মেয়ে ও এক ছেলের মা। তাঁর স্বামী প্রয়াত মুস্তাফিজুর রহমান ছিলেন একজন ব্যাংকার।

পুরোনো দিনের কথা ধরে শাহেদা মুস্তাফিজ বলেন, ‘সত্তরের দশকে দেশের কম্পিউটার খাতে কোনো নারী কাজ করতেন না। সে সময় আমি এক মেয়েকে কাজের জন্য নিয়ে এলাম, চাকরি দিলাম। তখন পুরুষ কর্মীরা বলতে লাগলেন, “ম্যাডাম, এই মেয়ে সফটওয়্যারের কাজ কি পারবে?” তখন আমি বললাম, সেটা আমি বুঝব। কিছুদিন পর সেই ছেলেরাই আমার কাছে এসে বলল, “ম্যাডাম, আরও কিছু মেয়ে নিয়োগ দিলে ভালো হতো। কারণ, কাজ খুব ভালো হচ্ছে।” বর্তমানে আমার দলে অনেক নারী কাজ করছেন। তাঁরা চমৎকার কাজ করেন।’

আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এবারের নারী দিবসের প্রতিপাদ্য হলো ‘নারী–পুরুষের সমতায় ডিজিটাল প্রযুক্তি’। শাহেদা মুস্তাফিজের কাছে তাই প্রশ্ন, তথ্যপ্রযুক্তি খাতে বর্তমানে নারীদের অবস্থান কেমন মনে করেন? দেশের প্রথম নারী প্রোগ্রামার বললেন, ‘আমার এখন খুব ভালো লাগে, যখন দেখি নারীরা তথ্যপ্রযুক্তি খাতে অবদান রাখছেন। তবে এখনো সন্তান-সংসারের পুরো দায়িত্ব নারীর একার। আমাদের কর্মজীবন আর পারিবারিক জীবনের মধ্যে ভারসাম্য করে চলতে হয়। কিন্তু কম্পিউটার প্রোগ্রামিংয়ের জন্য দীর্ঘ সময় প্রোগ্রামিং নিয়েই কাটাতে হয়। আমাদের সমাজে এটা সব সময় সবার পক্ষে সম্ভব হয় না। প্রোগ্রামিংয়ে নারীরা কম আসেন ঠিকই, তবে যাঁরা আসেন, তাঁরা কিন্তু খুব ভালো কাজ করেন।’

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3427 0
চ্যাটজিপিটির মতো প্রযুক্তি তৈরির ঘোষণা https://bgn24.com/?p=3418 https://bgn24.com/?p=3418#respond Thu, 02 Mar 2023 06:19:22 +0000 https://bgn24.com/?p=3418 ওপেনএআইয়ে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ নিয়ে প্রযুক্তিবিশ্বে চলছে তুমুল আলোচনা। এরই মধ্যে নিজেদের বিং সার্চ ইঞ্জিন ও এজ ব্রাউজারে চ্যাটজিপিটির প্রযুক্তি যুক্ত করেছে মাইক্রোসফট। আর তাই দ্রুত এ প্রযুক্তি উদ্ভাবন ও ব্যবহারের লক্ষ্যে কাজ করছে বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠান। এবার চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি তৈরির উদ্যোগ নিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানিয়েছেন, মানুষকে বিভিন্ন কাজে সহায়তার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি তৈরির লক্ষ্যে কাজ করছে মেটা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নতুন টুল তৈরির জন্য প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে কাজ করা ব্যক্তিদের নিয়ে দলও গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে এই টুল ব্যবহার করা হবে।

মেটার তথ্যমতে, চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি তৈরির জন্য শিগগিরই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম বা লামা) নামের একটি সফটওয়্যার উন্মুক্ত করা হবে। সফটওয়্যারটি মূলত এআই সিস্টেমের মূল সফটওয়্যার হিসেবে কাজ করবে। সফটওয়্যারটি লাইসেন্সের মাধ্যমে গবেষকসহ অন্যরা ব্যবহার করতে পারবেন।

গত বছরের নভেম্বরে মাইক্রোসফটের অর্থায়নে তৈরি চ্যাটজিপিটি বাজারে আনে মার্কিন প্রতিষ্ঠান ওপেনএআই। এরপর থেকেই এ প্রযুক্তিতে কারা আধিপত্য করবে, তা নিয়ে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে। এরই মধ্যে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট থেকে শুরু করে চীনের বাইডুও নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিভিত্তিক চ্যাটবট আনার ঘোষণা দিয়েছে।

 

সূত্র: এনডিটিভি

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3418 0
গুগলকে চ্যালেঞ্জ জানাতে নয়া হাতিয়ার মাস্কের https://bgn24.com/?p=3395 https://bgn24.com/?p=3395#respond Sun, 19 Feb 2023 07:18:20 +0000 https://bgn24.com/?p=3395 কৃত্রিম মেধার দুনিয়ায় জনপ্রিয়তা অর্জন করেছে ইলন মাস্ক স্থাপিত কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত গবেষণা সংস্থা ‘ওপেনএআই’। কৃত্রিম মেধা দিয়ে তারা তৈরি করে ফেলেছে এক আশ্চর্য সফ্টওয়্যার, নাম চ্যাটজিপিটি।

চ্যাটজিপিটিকে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবটও বলা যায়। কয়েক সেকেন্ডে হাজার হাজার শব্দ লিখে ফেলা কিংবা নিমেষে জটিল কোনো প্রশ্নের উত্তর দেয়া- চ্যাটজিপিটির কাছে সবটাই যেন অতিসামান্য।

চ্যাটজিপিটি মূলত শিক্ষামূলক কথোপকথন ভিত্তিক প্রযুক্তি। ২০২২ সালের নভেম্বর মাসে এর প্রকাশ ঘটে। আর তার পর থেকেই চমকের পালা। কৃত্রিম মেধাসম্পন্ন এই প্রযুক্তি চলে এসেছে মানুষের হাতের মুঠোয়। তাকে ইচ্ছামতো কাজে লাগানো যাচ্ছে।

প্রকাশের প্রায় সাথে সাথেই চ্যাটজিপিটির জনপ্রিয়তা আকাশ ছুঁয়ে ফেলে। মাত্র ৫ দিনের মধ্যে এই প্রযুক্তির ব্যবহারকারীর সংখ্যা পৌঁছে গিয়েছিল ১০ লাখে। ২০২৩ সালের জানুয়ারি মাসের মধ্যে ১০ কোটির বেশি মানুষ চ্যাটজিপিটির আস্বাদ নিয়ে ফেলেছেন। ব্যবহারকারীর সংখ্যা উত্তরোত্তর বেড়েই চলেছে।

চ্যাটজিপিটির প্রযুক্তিকে আরো উন্নত করে তুলতে ‘ওপেনএআই’-এর সাথে হাত মিলিয়েছে মাইক্রোসফ্‌ট। এই প্রযুক্তি আগামী দিনে গুগলকে টেক্কা দিতে পারে বলে মনে করা হচ্ছে। দাবি, গুগলে যে প্রশ্নের উত্তর জানতে চান মানুষ, কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটজিপিটি সে উত্তর দেয় আরো বেশি যত্ন নিয়ে।

চ্যাটজিপিটিকে যেকোনো ধরনের প্রশ্ন করা যাবে। সাথে সাথেই সে সব প্রশ্নের জবাব বলে দেবে কৃত্রিম মেধার এই সফ্‌টওয়ার। মৌলিক কবিতা, নাটক কিংবা পরীক্ষার খাতায় প্রয়োজনীয় আস্ত রচনাও লিখে দেবে চ্যাটজিপিটি। যে কারণে এটি পড়ুয়াদের কাছে জনপ্রিয়তা লাভ করেছে।

শুধু প্রশ্নোত্তর নয়, চ্যাটজিপিটিতে আক্ষরিক অর্থেই ‘চ্যাট’ করতে পারেন মানুষ। রোবটের সাথে দিব্যি গল্প জুড়ে দেয়া যায়। কৃত্রিম মেধার সাহায্যে স্বতন্ত্রভাবে প্রশ্নকারীর সাথে কথোপকথন গড়ে তোলে চ্যাটজিপিটি।

সূত্র : আনন্দবাজার

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3395 0
হোয়াটসঅ্যাপ কলে নতুন ফিচার!! https://bgn24.com/?p=3319 https://bgn24.com/?p=3319#respond Sat, 24 Dec 2022 09:45:00 +0000 https://bgn24.com/?p=3319 মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফরম হোয়াটস অ্যাপ চলতি বছর ফোন কলের ক্ষেত্রে ব্যবহারকারীদের জন্য দারুণ সব ফিচার এনেছে। তারই ধারাবাহিকতায় ২০২৩ সালের শুরুতেই পিকচার-ইন-পিকচার নামের আরেকটি ফিচার আনতে যাচ্ছে জনপ্রিয় অ্যাপটি।

এ ফিচারের সুবিধায় কোনো ভিডিও কলে থেকে একই ডিভাইসে অন্যান্য কাজ করতে পারবেন ব্যবহারকারী। সম্প্রতি এক বিবৃতিতে মেটা জানায়, ২০২৩ সালে আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য এই ফিচার আনতে যাচ্ছে হোয়াটস অ্যাপ।

পিকচার-ইন-পিকচার ধরনের এ প্রযুক্তিগত আপডেটের কারণে ব্যবহারকারী যে ডিভাইসে ভিডিও কলে থাকবেন, সেই ডিভাইসে অন্যান্য কাজও করতে পারবেন। বর্তমানে এটি বেটা অর্থাৎ পরীক্ষামূলক ব্যবহারে আছে। এ ছাড়া ২০২২ সালে ফোন কলে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে যেসব ফিচার যুক্ত করা হয়, হোয়াটস অ্যাপ সেগুলোর পুনরাবৃত্তিও করে।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=3319 0
ঝিনাইদহ জেলা প্রশাসকের সাথে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত https://bgn24.com/?p=2142 https://bgn24.com/?p=2142#respond Wed, 06 Jul 2022 02:44:49 +0000 https://bgn24.com/?p=2142 ঝিনাইদহ জেলা প্রশাসকের সাথে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ জেলা প্রশাসনের সাথে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের জেলার সাংবাদিকতা ও সংবাদপত্র বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রথিন্দ্র নাথ রায় এবং এনডিসি আল মামুন। সভায় বক্তব্য রাখেন জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর,সাধারণ সম্পাদক সাহিদুর রহমান সন্টু,সিনিয়র সাংবাদিক পল্লব মিয়া এবং দৈনিক এই আমার দেশ এর বার্তা সম্পাদক ওমর আলী সোহাগ । সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, কোষাধ্যক্ষ সবুজ মিয়া,দপ্তর সম্পাদক জাহিদ হাসান,সংবাদপত্র বিষয়ক সম্পাদক মুক্তার হোসেন, সাংবাদিক ইমদাদুল হক,লালন মিয়া প্রমূখ।

]]>
https://bgn24.com/?feed=rss2&p=2142 0