শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন

বড় মাইলফলকের দিকে নজর

স্পোর্টস ডেস্ক / ৫১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের কাছে প্রথম ম্যাচে পাত্তাই পায়নি বাংলাদেশ। তাতে প্রত্যাশা কমে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং হয়নি জুতসই, তবু দুইশ’র কম পুঁজি নিয়ে বাংলাদেশ পেয়েছে ৬০ রানের ঐতিহাসিক জয়। এতে সরাসরি বিশ্বকাপ খেলার আশাও টিকে রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। সে দিকে তাকিয়ে আছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগের ম্যাচেও দুইশ’র নিচে পুঁজি গড়ে কোনো লড়াই করতে পারেনি বাংলাদেশ, এবার স্বল্প পুঁজি নিয়ে ম্যাচ জেতায় বড় ভূমিকা বোলারদের।

নাহিদা আক্তার, মারুফা আক্তারদের কৃতিত্ব দেন জ্যোতি। ম্যাচ শেষে তিনি বলেন,  ‘প্রথমত, আমি মনে করি যে, দলের বিশ্বাস ছিল। যদিও রানটা অনেক কম ছিল। এসব উইকেটে দুইশ’র বেশি রান না করলে বোলারদের জন্য কাজটা অনেক কঠিন। তবে আমরা যখন মাঠে নামি, এর আগেই বলছিলাম যে, সবাই যেন জয়ের বিশ্বাস রাখি। কারণ, আমরা যদি জায়গায় বল রাখতে পারি, পরিকল্পনা অনুযায়ী সময়মতো উইকেট নিতে পারি, তাহলে (জেতা) সম্ভব।’ দলের প্রতিটি বোলার কিংবা ফিল্ডার সকলে শতভাগের বেশি দিয়েছে জানিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘প্রতিটি বোলার, প্রতিটি ফিল্ডার যেভাবে ১১০ ভাগ দিয়েছে এবং চেষ্টা করেছে, সেটা অসাধারণ ছিল। সবার চেষ্টায় এরকম একটা জয় সম্ভব হয়েছে।’ এদিন টস জিতে আগে বল করতে চেয়েছিল বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে গিয়ে বিপর্যয়ে পড়ে দল। পরে দলকে একাই টানেন জ্যোতি। নিজের তৃপ্তি জানিয়ে জ্যোতি বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল আগে বল করার। টসে হেরে যখন ব্যাটিংয়ে গেছি, যেহেতু ভালো ট্র্যাক, আমাদের লক্ষ্য ছিল দুইশ’র বেশি রান। সেটা আমরা পারিনি। আমি চেষ্টা করেছি, নিজের ধরনের বাইরে গিয়ে অনেক বেশি বল খেলতে এবং থিতু হতে। এখন দিন শেষে মনে হচ্ছে, রানগুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল দলের জন্য এবং দলের জন্য অবদান রাখতে পেরে আমি অনেক বেশি খুশি।’ আগামী শনিবার শেষ ম্যাচে বাংলাদেশের সামনে হাতছানি দু’টি। ম্যাচ জিততে পারলে দেশের বাইরে প্রথমবার সিরিজ জেতার পাশাপাশি সরাসরি বিশ্বকাপ খেলাও নিশ্চিত হয়ে যাবে। তবে বিশ্বকাপ খেলার সমীকরণ সরিয়ে সিরিজ জেতার মাইলফলকে মন দিয়ে চাপমুক্ত থাকার কথা জানালেন জ্যোতি।

তিনি বলেন, ‘সমীকরণের চিন্তা এখনো করছি না। প্রথম ম্যাচ হারার একদিন পরই দল এভাবে ঘুরে দাঁড়ালো, এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা আমাদের অনেক বেশি কাজে লাগবে। দু’টি পয়েন্ট গুরুত্বপূর্ণ ছিল। মোমেন্টাম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দল সেটা পেয়েছে। শেষ ম্যাচে আমাদের চেষ্টা এটাই থাকবে। সিরিজ জয়ের একটা চেষ্টা থাকবে। দেশের বাইরে আমরা কখনো সিরিজ জিততে পারিনি। এটা অর্জন করতে পারলে আমাদের দলের জন্য অনেক বড় একটা মাইলফলক হয়ে থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ