মাহিন-ফারুক এর যাত্রা-BGN24
বড় লোকের বেটা দিয়ে পরিচালক মাহিন-ফারুক এর যাত্রা শুরু।
স্টাফ রিপোর্টার-www,bgn24.com
চলছে নাটক পড়ায় মন্দা তরপরও স্বপ্নবাজরা থেমে নেই চলছে নাটক নির্মাণ। এই নির্মাতাদের নির্মাণে একদিন কাটবে নাটকের অমানিশা। এই নাট্য জগতে আগমন ঘটলো মাহিন ফারুকের নাটকের নাম: বড় লোকের বেটা
কাহিনী সংলাপ ও চিত্রনাট্য: তানভীর আমিন
পরিচালনায়: মাহিন ফারুক
প্রযোজনায়: বীর মাল্টিমিডিয়া
নির্বাহী প্রযোজক: ইমরান আহমেদ
অভিনয়ে: তানভীর আমিন, সঞ্চিতা দত্ত, আনোয়ার আনার, মিরা চি, স্বরুপ আজগর, পারভিন আক্তার, নারায়ন দত্ত ও আরো অনেকে।
নাটকটি উত্তরার আভিজাত্য একটি শুটিং হাউজে ও মিরপুরের বিভিন্ন মনোরম পরিবেশে শুটিং শেষ হলো। নাটকটিতে বড় লোকের বখে যাওয়া সন্তানদের সুস্থ জীবনধারায় ফিরিয়ে আনার শিক্ষনীয় একটি চমৎকার গল্প তুলে ধরেছেন নির্মাতা মাহিন ফারুক। নাটকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচার হবার কথা। নির্মিতা মাহিন ফারুক জানান আগামীতে আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে নিয়মিত হাজির হবো।
মাহিন-ফারুক এর যাত্রা-BGN24