ডিসেম্বর, লেখক- হাবিবুর রহমান।
ডিসেম্বর-কবিতা-BGN24
ডিসেম্বর —
তুমি হয়ে উঠেছিলে লাখো শহীদের সুখের সম্প্রিতি।
তুমি এনে দিয়েছিলে শহীদ সপ্তম বীরের স্বপ্ন,
তুমি ফিরিয়ে দিলে সোনার বাংলা, পলিমাটির রত্ন।
ডিসেম্বর —
তুমি লাখো শহীদের রক্তে ফুটে’ওঠা রক্তজবা,
তুমি লাখো মায়ের আর্তনাদের নিঃশেষ বারিধারা।
তুমি বিজয় ছিনিয়ে আনা ৭১ এর লাল সবুজ পতাকা।
তুমি সম্পদহারা মা বনের দিলে চির মুক্তি,
তুমি বীরের বেশে এনেদিলে মুক্তিযুদ্ধের শেষ শক্তি।
ডিসেম্বর —
তুমি ফিরিয়ে দিলে ভাষা শহীদের রক্তের স্পন্দন,
তুমি ফিরিয়ে দিলে ৬ দফার প্রকৃত বন্ধন।
তুমি ফিরিয়ে দিলে স্বাধীন বাংলা-সার্বভৌমের মানচিত্র,
তুমি বিজয় ফিরিয়ে দিলে বাংলার বুকে সূর্যের আলো পবিত্র।
তুমি বিজয়, তুমি শক্তি, তুমি বাঙ্গালিকে করিলে চির মুক্তি,
তুমি জয় করিলে শত্রু, তুমি শেষ করিলে ভয়,
তুমি চির লাল সবুজের বিজয়।
ডিসেম্বর-কবিতা-BGN24