সত্তা-BGN24
সত্তা
-মাসুম বিল্লাহ
এ সত্তা আমি আর রাখিতে চাহিনা,
যে সত্তা মোর নিষ্পাপ চিত্তে আঘাত হানে।
কি হবে ?
যে সত্তা মোর সত্যের খোজ রাখেনা, মোর অস্তিত্বকে বিলীন করে। সে সত্তা কি মোর হৃদয়ের বেদনা জানে?
না জানেনা।
এ সত্তা আমি আসলেই চাহিনা,
যে সত্তা সাময়িক লোভে মিথ্যাকে প্রতিপালন করে ।
হাইরে অভাগা!
আসলেই অভাগা। এ সত্তা মোর দিপ্ত কণ্ঠের দাপট হ্রাস করে।
যে সত্তা মোর জননীর অপমানে জ্বলে উঠেনা। তাহা আমি চাহিনা।
এমন সত্তার নিতী নিয়ে ভন্ডামি আমি মানিনা।
কখনোই মানিনা।
মোর বাংলার মাটিকে দূষিত করিবে। আর আমি তাহা চাহিয়া দেখিবো?
না দেখিবো না।
যে সত্তা লোকের ভয়ে অর্থের টানে সত্যকে যায় ভুলে। সে সত্তা অন্তরে যাতন করিবো?
না না না। কখখনোই না।
যে সত্তা তেলবাজিতে মেতে থেকে, পরাজিত হয়। সে সত্তা কিভাবে চাহিবো?
চাহিবো না।
যে সত্তা বানরের মতো চোরের অনুকরণে লিপ্ত। সে সত্তার সাথে কিভাবে থাকিবো?
কখনই থাকিবো না
সত্তা-BGN24