সারেগামাপা খ্যাত-BGN24
আবার জমবে মেলা বটতলা হাটখোলা। বাংলা চলচ্চিত্র একদিন সুদিন দেখবে এমন বাংলার শত শত ফিল্ম দর্শকের এমন টাই আশা।দিন দিন দর্শক হলে যান না এটার দ্বায় কিন্তু নির্মাতাদের একার না তবে নির্মাতে অবশ্যয় দর্শকদের চাহিদা বুঝতে হবে। তরুন নির্মাতা বাপ্পি খান দর্শক দের চাহিদা বোঝেন। দর্শকদের কথা মাথায় রেখে তিনি নির্মান করছেন সোলমেট। সারেগামাপা তারকা স্নিগ্ধজিৎ সম্প্রতি কণ্ঠ দিয়েছেন এই সিনেমার গানে। এই গানের নাম ‘তুই শুধু’
নির্মিতব্য ‘সোলমেট’ সিনেমার জন্য সম্প্রতি গানের রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন তিনি। গানটি লিখেছেন রাজত সুনিল। এর সুর ও সংগীতায়োজন করেছেন রজত সুনিল । তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, চমৎকার কিছু কথায় গানটি তৈরি করা হয়েছে।
এ গান নিয়ে কণ্ঠশিল্পী স্নিগ্ধজিৎ বলেন, ধীরে ধীরে করোনার ভয় কাটিয়ে পৃথিবী স্বাভাবিক হয়ে উঠছে এটাই আনন্দের। সেই আনন্দে নতুন মাত্রা দিলো ‘সোলমেট’ সিনেমার এই গানটি। বেশ দারুণ হয়েছে গানটি। তাছাড়া বাপ্পি দার সাথে প্রথম কাজ সব মিলিয়ে আমি বেশ আশাবাদী।
তরুণ নির্মাতা বাপ্পি খান নির্মাণ করছেন ‘সোলমেট’। তিনি বলেন, এটা আমার প্রথম সিনেমা তাই ছবিটার প্রতি অন্যরকম একটা ভালোলাগা আছে। তাছাড়া অনেক কষ্ট করে আমি এবং আমার টিম দিনরাত পরিশ্রম করে ছবিটা বানিয়েছি। চেষ্টা করেছি একটা রোমান্টিক থ্রিলার একটা গল্প বলার কাজটা নিয়ে আমরা সবাই খুব আশাবাদী। ইতিমধ্যে টানা ২২ দিন কাজ করে শুটিং শেষ করা হয়েছে। প্রত্যাশা করছি যে, দ্রুতই সিনেমাটির মুক্তি ওটিটি প্লাটফর্মে দিতে পারবো। দর্শক যারা বিনোদন ও ভিন্ন মাত্রা পছন্দ করেন তারা চলচ্চিত্র দেখবেন তারা নিরাশ হবে না বলে আশা করেন পরিচালক। সিনেমা সুধু কাহিনী দিয়ে নির্মাণ হয়না তাতে থাকে শ্রম ও দীর্ঘদিনের লালিত স্বপ্ন।সিনেমাটি পরিচালনার পাশাপাশি এর কাহিনী ও লিখেছেন বাপ্পি খান চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অনামিকা মন্ডল। সিনেমাটির প্রধান প্রধান চরিত্রে আছেন তাসকিন রহমান, সাঞ্জু জন, বিপাশা কবির, শিমুল খান, ডন, আশরাফুল আশিশ, সোহাগ বিশ্বাস ফরহাদ লিমন প্রমুখ।
সারেগামাপা খ্যাত-BGN24