মানুষ মানুষের জন্য।। করোনা মহামারী পরিস্থিতিতে আবারও মানুষ ও মানবতার কথা মনে করিয়ে দেয়। আমাদের নিয়ে মানুষ যতই ঠাট্টা তামাসা করুক না কেন। আমরা জাতি হিসাবে অনেক মানবিক। ১৮ লক্ষ মানুষের জেলা ঝিনাইদহ আর এ জেলার একমাত্র সদর হাসপাতাল হলে সর্বোচ্চ সরকারি চিকিৎসা কেন্দ্র।
এখানে প্রতিদিন সেবা নিতে আসে হাজারো মানুষ। লক ডাউন ও নানাবিধ কারণে রমজান মাসে হাসপাতালে আসা মানুষের সাহারী খেয়ে বেশ কষ্ট হয়। আর এই কষ্ট লাঘব করার জন্য মানবতার দীক্ষায় এগিয়ে এসেছেন একদল সাংস্কৃতিক কর্মী। ঝিনেদা থিয়েটার ও বিল্পবী বাঘা যতীন থিয়েটারের প্রান প্রাচুর্যে ভরা একদল তরুন। সাংস্কৃতিক কর্মীদের নাস্তিক মুরতাদ বলেন তাদের মুখে চুনকালি দিয়ে শামীম আহমেদ টফির নেতৃত্বে একদল থিয়েটার কর্মী প্রতিরাতে ঝিনাইদহ সদর হাসপাতালে রুগী ও রুগীর সাথে থাকা মানুষ দের সাহারী বিতরন করে আসছে। ঝিনেদা থিয়েটারের সাধারণ সম্পাদক ও বিল্পবী বাঘা যতীন থিয়েটারের সভাপতি শামীম আহমেদ টপির সাথে আলাপ কালে তিনি বলেন বেশ কিছু বছর যাবৎ তিনি এটা করেন।
থিয়েটার কর্মী হিসাবে নৈতিক দায়িত্ব থেকে এটা করেন তিনি। প্রচার বিমুখ এই মানুষটি বলেন যেহেতু সামাজিক দ্বায় বোধ থেকে কাজটি করা তাই সমাজের বৃত্তবানদের এই জাতীয় কাজে এগিয়ে আসা উচিৎ। এই কাজগুলো মনে করিয়ে দেয় সেই বিখ্যাত গানের কথা ” মানুষ মানুয়ের জন্য জীবন জীবনের জন্য।এই মহান কাজে আরও যারা সর্বক্ষণ সহায়তা করছেন তারা হলে রেল আব্দুল্লাহ, হুমায়ন হিমু,বাবু , সাজ্জাদ ,ওমায়ের চাঁদ, মাসুদ বিশ্বাস,আঃ রহিম, মহিদুল ইসলাম সহ আরো অনেকে।