পৃথিবীতে যতদিন একটিও মানবিক মানুষ থাকবে ততদিন পৃথিবী ধংস হবে না কবির কথার সাথে আমরা একমত।মানুষ আছে তাই মানুষ বাঁচে মানুষ ছোটে মানুষের কাছে ।হত ৩/৫/২০২১ সালের রাতের আধার আলোকিত হয় এক ঝাঁক মানবতাবাদী তরুণদের পদচারণায়। যারা প্রতিবারের ন্যায় এবারো ঝিনাইদহ সদর হাসপাতালে রোগির স্বজনদের মাঝে সেহরি কার্যক্রম পরিচালনা করছে।
পৌছে দিচ্ছেন শত শত প্যাকেট সেহরি। আর এই মহান কাজে যে ব্যক্তি নেতৃত্ব দিচ্ছেন তিনি হলেন, বাংলাদেশ গ্রাম থিয়েটারে সহযোগী সংগঠন,ঝিনেদা থিয়েটারের সুযোগ্য সাধারণত সম্পাদক ও বাংলাদেশের বহু প্রগতিশীল আন্দোলনের সহযোদ্ধা জনাব, শামীম আহম্মেদ টফি ভাই, সাথে আছেন ঝিনেদা থিয়েটারের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক হুমায়ুন হিমু ভাই, ঝিনেদা থিয়েটারের অর্থ সম্পাদক আবু রায়হান, রেল আব্দুল্লাহ সহ বেক কজন মানবতাবাদী সাংস্কৃতিক কর্মী ।
প্রতিদিনের ধারাবাহিক কর্মসূচির আওতায় গত দিন( ২১ রোজায়) অংশগ্রহণ করে বাংলাদেশ গ্রাম থিয়েটারের সহযোগী শিশু সংগঠন ভোর হলো, ঝিনাইদহ। এই সময় উপস্থিত ছিলেন ভোর হলো,ঝিনাইদহের সুযোগ্য সভাপতি জনাব, পারভেজ ইমাম আজাদ,ঝিনাইদহের রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ঝিনেদা থিয়েটারের সুযোগ্য সভাপতি জনাব, একরামুল হক লিকু ও এদিনের কার্যক্রম অংশ গ্রহণ করে।
মানবতার জন্য এ জাতিয় কার্যক্রম অব্যাহত থাকা দরকার।