আঁধার ভাঙা সেচ্ছাসেবী সংগঠন প্রতিবারের ন্যায় এবারো ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসার জন্য আসা রোগী ও রোগির স্বজনদের মাঝে সেহরি কার্যক্রম পরিচালনা করছে।লক ডাউনে খাবারের হোটেল খোলা না থাকার কারনে ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য আসা রোগী ও তাদের স্বজন দের বেশ ভোগান্তিতে পড়তে হয়। এবার আঁধার ভাঙা সেচ্ছাসেবী সংগঠনের সাথে একান্তই মানবতার প্রয়োজনে সাংস্কৃতিক দ্বায়বোধ থেকে এবার কাঁদে কাঁদ মিলিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে রেপোর্টারী নাট্যদল।এই সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার সাংস্কৃতিক দ্বায়িত্ব প্রাপ্ত কালচারাল অফিসার জনাব মোঃ জসিম উদ্দিন।
রেপোর্টারী নাট্যদলের সূচনা সরকার, হুমায়ন হিমু, আবু রায়হান, রাসেল বিশ্বাস, শফিক মাহমুদ, আলামিন নয়ন, তাসলিমা জারা, তাদের বসন্ত বরণের সেট ডিজাইন তৈরির অর্জিত অর্থ দিয়ে ঝিনাইদহ সদর হসপিটালের চলমান অসহায় বিপদগ্রস্ত রোগীর স্বজনদের এই সেহেরী ও খাবার বিতরণে সহযোগিতা করেন।উল্লেখ্য রেপোর্টারী নাট্যদল জেলা শিল্পকলা একাডেমি ঝিনাইদহের একটি নাট্য সংগঠন। সাহারী ও খাদ্য বিতরণের মহান কাজে যে ব্যক্তি নেতৃত্ব দিচ্ছেন তিনি হলেন, বাংলাদেশ গ্রাম থিয়েটারে সহযোগী সংগঠন,ঝিনেদা থিয়েটারের সুযোগ্য সাধারণত সম্পাদক ও বিল্পবী বাঘা যতীন থিয়েটারের সভাপতি, বাংলাদেশের বহু প্রগতিশীল আন্দোলনের সহযোদ্ধা জনাব, শামীম আহম্মেদ টফি । সংগঠনের সাথে আলাপকালে তারা জানান এই সংগঠনের উদ্যোক্তা সরোজ কুমার নাথ (সাবেক জেলা প্রশাসক ঝিনাইদহ জেলা ও বর্তমান উপসচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ) এর শুভ জন্ম তিথি কে স্বরণ ও উৎসর্গ করে এই আয়োজন করা হয়।
মানবতার জন্য এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকা দরকার।