শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন

## হ্যাশট্যাগ রোজিনা ইসলাম

অনলাইন ডেস্ক / ৬৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

অসুন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে ছয় ঘণ্টা আটকে রেখে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে সোচ্চার সারা দেশ। প্রবাসী বাংলাদেশিরাও এ ঘটনার প্রতিবাদ জানিয়ে রোজিনা ইসলামের মুক্তি দাবি করেছেন। তাঁদের এ প্রতিবাদের ঢেউ লেগেছে অনলাইন সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। চার দিন ধরে ফেসবুকে আলোচিত রোজিনা ইসলাম এখন টুইটারেও ট্রেন্ডের মধ্যে উঠে এসেছে।  

রোজিনা ইসলামের মুক্তি চেয়ে দেওয়া পোস্টগুলোতে ‘হ্যাশট্যাগ রোজিনা ইসলাম’ ব্যবহার করা হচ্ছে। টুইটারে ট্রেন্ডিং রয়েছে #RozinaIslam

বিভিন্ন ব্যক্তির পাশাপাশি সংগঠনও রোজিনা ইসলামের পক্ষে তাদের অবস্থান তুলে ধরে হ্যাশট্যাগ রোজিনা ইসলাম ব্যবহার করছে। অনেকেই বিভিন্ন সংগঠনের বিবৃতি তুলে ধরছেন। কেউ কেউ বিভিন্ন খবরের লিংক শেয়ার করে এ হ্যাশট্যাগ ব্যবহার করছেন। রোজিনা ইসলামের মুক্তি দাবি করছেন তাঁরা।

টুইটারের অ্যালগরিদম মূলত এ ট্রেন্ড নির্ধারণ করে থাকে। ব্যবহারকারীর যোগাযোগ, আগ্রহ ও অবস্থান অনুসারে অ্যালগরিদম এ ট্রেন্ড নির্ধারণ করতে পারে। আজকের এ ট্রেন্ডে দেশের আলোচিত ঘটনা হিসেবে অনেকেই রোজিনা ইসলামকে ঘিরে প্রকাশিত বিভিন্ন খবর শেয়ার করছেন। তাই হ্যাশট্যাগ রোজিনা ইসলাম এখন টুইটারে ট্রেন্ড হিসেবে উঠে এসেছে।

পেশাগত দায়িত্ব পালনের জন্য গত সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সেখানে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা ওই মামলায় রোজিনা ইসলামের জামিন আবেদনের ওপর শুনানি হয়েছে বৃহস্পতিবার। তাঁর জামিনের বিষয়ে আদেশের জন্য রোববার দিন রেখেছেন আদালত।রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে সোচ্চার রয়েছেন সাংবাদিক, শিক্ষক, লেখক, সাংস্কৃতিক কর্মীসহ সব পেশার মানুষ। জাতিসংঘও রোজিনা ইসলামকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ জানিয়েছে। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও উদ্বেগ জানিয়ে অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি দাবি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ