প্রতারণা করে কোটি টাকার সম্পদ গড়েও ক্ষান্ত হননি প্রতারক তৌফিকুল ইসলাম ওরফে তৌফিক। সম্প্রতি এক নারী নির্যাতনের মামলায় পুলিশ হেফাজতে রয়েছেন তিনি।
সম্প্রতি বিয়ের প্রলোভন দেখিয়ে এক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে তৌফিকুল ইসলাম ওরফে তৌফিক। মেয়েটি যেন বিয়ের জন্য তাকে চাপ দিতে না পারে এজন্য শারীরিক সম্পর্কের সেই অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও গোপনীয় ভাবে ধারণ করে রাখে সে। এবং বিয়ের কথা বললেই সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় প্রতারক তৌফিক।
এমন হুমকিতে ভয় না পেয়ে মেয়েটি আশ্রয় খুঁজে নিয়েছে আইনের কাছে। ২৩ মে ২০২১ তারিখে মেয়েটি প্রতারক তৌফিকুল এর বিরুদ্ধে আদাবর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। এর পরপরই পুলিশি অভিযানে তাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়।
সকল আইনি প্রক্রিয়া মেনে প্রতারক তৌফিকুল ইসলাম কঠিন শাস্তির পাশাপাশি, সুষ্ঠু বিচারের আশায় দিন পার করছেন অসহায় মেয়েটির পরিবার।