শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন

খেয়ে চলেছেন ইট,বালু ও পাথর!

অনলাইন ডেস্ক / ৬৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১

ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দা হানস রাজ। বয়স ৫০ এর কাছাকাছি। কিন্তু অবাক করা বিষয় হলো- তার প্রিয় খাদ্য বালু, ইট, পাথর।

হানস রাজ ভাত, ডাল, রুটি কিংবা মাছ-মাংস-ডিম কিছুই খান না। খান শুধু বালু, পাথর, ইট। তিনি এলাকায় স্যান্ড ম্যান হিসেবে খ্যাত। এ ঘটনা আজ থেকে নয়। ২০ বছর বয়স থেকে তিনি এই খাবার খেয়ে চলেছেন। শুধু খাচ্ছেনই না, শারীরিক ভাবেও সুস্থ আছেন হানস রাজ।এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্যান্ড ম্যান বলেন, ‘এখন ইট, বালু ও পাথর খাওয়া আমার জন্য খুবই স্বাভাবিক বিষয়। এগুলো খেলে আমি শরীরে শক্তি পাই। এমনকী, আমার পেটে বা দাঁতেও কোনও সমস্যা হয় না। আমার দাঁতগুলো এখনও সুস্থ আছে। অথচ প্রতিদিনই আমি শক্ত খাবার চিবিয়ে খাই।’

জানা গেছে, হানস রাজ বিরল পিকা রোগে ভুগছেন। এটি মানসিক রোগ। তবে ডাক্তারি মতে, এই রোগে ভুগলে অখাদ্যকে খাবার বলে খাওয়া সম্ভব। আর সে কারণেই তিনি দিনের পর দিন ইট, বালু, পাথর খেয়ে চলেছেন।

সূত্র: কলকাতা ২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ