শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন

ঈদ নাটক দিয়ে যাত্রা শুরু করলো রয়েল মাল্টিমিডিয়া এণ্ড কমিউনিকেশন

স্থানীয় প্রতিবেদক। / ৮৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১

একুশে টিভির  ঈদের ৭ পর্ব দিয়ে যাত্রা শুরু করলো রয়েল মাল্টিমিডিয়া এণ্ড কমিউনিকেশন। এবারের ঈদের জন্য সম্পুর্ন ব্যাতিক্রম ধর্মী গল্প নিয়ে নির্মিত হলো নাটক “থিয়েটার সুপারহিট “।নিয়ামুল করিমের গল্পে  বেদুইন হায়দার লিওর চিত্রনাট্য ও সংলাপে নাটক টি পরিচালনা করেছেন প্রবীণ নাট্যনির্মাতা মিজানুর রহমান নাসরু।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহামুদুল ইসলাম মিঠু, তারিক স্বপন, সাব্বির আহম্মেদ, অবিদ রেহান,নুর ই আলম নয়ন, দোলন দে, সাকিলা, সিলভি, মিম, আশিক জামান জন, এ কে জামান লিটন,শাহারিয়ার, মাখজুম খান শাদীদ সহ আরও অনেকে। নাটকের প্রযোজক শরিফুল ইসলাম মিঠু বলেন ” একটি পরিচ্ছন্ন মন নিয়ে আমরা এসেছি মিডিয়ায়  কাজ করতে। আশা করি আমরা সমাজকে ভালো  কিছু দিতে পারবো।

তিনি তার সৃজনশীল কাজে সহযোগিতার জন্য ডা এবি আনসারি কে ধন্যবাদ প্রদান করেন। পরিচালক মিজানুর রহমান নাসরু বলেন ” দিন দিন মিডিয়াতে যে অবক্ষয় ৩ যুগ ধরে যা দেখছি সেটাই আমাদের নাটক।সুস্থ সাংস্কৃতি আজ অপসংস্কৃতি কাছে বন্ধী।তবে আমরা বিশ্বাস করি সুস্থ সংস্কৃতির জয় হবেই।” নাটকটি একুশে টিভিতে ঈদের দিন হতে ৭ দিন বেলা ১ টা ৩০ মিনিটে দেখা যাবে।রাতে নাটকটির পুনঃপ্রচার হবে ।

পরিচালক ও প্রযোজক নাটকটি দেখার জন্য সবাই কে অনুরোধ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ