বিভীষিকাময় সেই ২১ আগস্ট আজ। নৃশংস হত্যাযজ্ঞের ভয়াল দিন। ১৭ বছর আগে ২০০৪ সালের এই দিনে (২১ আগস্ট) মুহুর্মুহু গ্রেনেডের বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ। মানুষের আর্তনাদ আর কাতর ছোটাছুটিতে সেখানে তৈরি হয় এক পরিস্থিতি।
২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে শহীদদের প্রতি বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুর ইসলাম মোল্লা এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ ফেরদৌস এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুরুজ মিয়া , যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এনামুল হক সরকার ,যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোমিনুর রহমান সবুজ , ,প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মোঃ রনি মোল্লা , উপ-দপ্তর সম্পাদক জনাব মোঃ কামরুল ইসলাম দিপু ,সহ উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের অসংখ্য নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় দলীয় কার্যালয়ে।
সেখানে বক্তারা এই হামলার মাস্টার মাইণ্ড জনাব তারেক রহমান কে অনতিবিলম্ব দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের দাবি জানান ও এই সময়ে ২১ আগষ্টের শহীদদের প্রতি শ্রদ্ধা ও দোয়া করা হয়।