রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় এক জেলের জালে ধরা পড়েছে ১৪ কেজি ওজনের একটি কাতল মাছ। মাছটি এক হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ১৯ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।
বুধবার সকালে মানিকগঞ্জ জেলার হরিরামপুর এলাকার জেলে সালাম হালদারের জালে মাছটি ধরা পড়ে।
পরে জেলে সালাম হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট এলাকার বিশিষ্ট মাছ ব্যবসায়ী শাকিল-সোহান মৎস্য আড়তে নিয়ে যায়। সেখানে ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মাছটি এক হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ১৯ হাজার ৬০০ টাকায় কিনে নেন।
জেলে সালাম সরদার বলেন, ভোরের দিকে ট্রলারে করে আমরা কয়েকজন মানিকগঞ্জের হরিরামপুর এলাকায় পদ্মায় মাছ শিকারে যাই। মূলত ইলিশ মাছ ধরার উদ্দেশ্যেই আমরা বের হই। কিন্তু ইলিশ না পেয়ে আমরা সবাই হতাশ হয়ে গেলে সকালের দিকে জালে জোরে টান অনুভূত হয়। পরে জাল তুলে দেখি বড় একটি কাতল।
শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ বলেন, পদ্মায় বড় কোনো মাছ ধরা পড়লে চেষ্টা করি সবার আগেই কেনার। কারণ বড় মাছ কেনার প্রতি আমার একটা নেশা রয়েছে। পদ্মার বড় মাছের চাহিদাও বেশি।মানিকগঞ্জসহ আশপাশের এলাকায় বড় বড় মাছ ধরা পড়লে জেলেরা দৌলতদিয়াঘাটে এসেই বিক্রি করেন; তখন আমি মাছ কিনে নিই এবং মোবাইল ফোনে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে লাভে মাছ বিক্রি করে দিই।
জেলা মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, পদ্মা ও যমুনা এখন বড় বড় মাছ হারিয়ে যাচ্ছে।