শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন

নতুন সার্চ ফিচার গুগলে

রিপোটারের নাম / ৬০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১

ভবিষ্যতে কোনো কিছু সার্চ করার সময় ছবি, ভিডিও ও টেক্সট একত্রেজুড়ে দিতে পারবেন ব্যবহারকারীরা। সম্প্রতি এ ধরনের ফিচার উন্মোচন করেছে গুগল। ই-কমার্সে নিজ ভূমিকা প্রসারে ফিচারটি সহায়তা করতে পারে বলেই মন্তব্য উঠে এসেছে এক প্রতিবেদনে। নিজেদের লাইভস্ট্রিম সম্মেলন ‘সার্চ অন’-এ মার্কিন এ সার্চ জায়ান্ট জানিয়েছে, গুগল লেনস সার্চ টুলে কয়েক মাসের মধ্যেই ফিচারটিকে দেখা যাবে।

মে মাসেই অবশ্য গুগল উল্লেখ করেছিল, কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যারে অগ্রগতির ফলেই এমন ফিচার আনা সম্ভব হচ্ছে। সে সময় প্রতিষ্ঠানটি বলেছিল, ‘নতুন এই সক্ষমতার বদৌলতে, আপনি শার্টের কোনো ছবি দেখার সময় লেনস আইকনে ট্যাপ করতে পারবেন এবং গুগলকে একই নকশারটি খুঁজে দিতে বলতে পারবেন; কিন্তু তা হয়তো অন্য কাপড় হতে পারে, যেমন মোজা’, বলেছিলেন জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট প্রভাকর রাঘাভান। নতুন এ সার্চ প্রযুক্তিটি ইন্টারনেটের সবচেয়ে বড় স্ট্রিমিং সাইট ইউটিউবের ভিডিওতেও অনুসন্ধান চালাতে পারবে।

ব্যবহারকারীরা গুগল আইওএস অ্যাপ বা ক্রোম ডেস্কটপ ব্রাউজার ব্যবহারের সময় ‘রিভার্স-ইমেজ সার্চ’-ও চালাতে পারবেন। কোনো ছবি সিলেক্ট করে দিলেই তা একই ধরনের দৃশ্যমান ফলাফল দেখাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ