যাত্রা শুরু করলো
অর্গানিক পণ্যের উপর বাংলাদেশে প্রথম বেসরকারি প্রতিষ্ঠান অর্গানিক সার্টিফিকেশন বাংলাদেশ সংক্ষেপে ওসিবি
গত ০৫/১১/২০২১ ইংরেজি তারিখে রাজধানীর গুলশান ক্লাবে এর উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালে উপস্থিত হন
জনাব কামাল আহমেদ মজুমদার এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, শিল্প মন্ত্রণালয়।
মাননীয় প্রতিমন্ত্রী তার লিখিত বক্তব্যে বলেন, বর্তমানে যে ১০৬ মিলিয়ন ডলারের যে বিশ্ব বাজার রয়েছে সেখানে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি করতে হবে আর এক্ষেত্রে অর্গানিক পণ্যের সার্টিফিকেশনের মাধ্যমে ওসিবি রাখতে পারে গুরুত্বপূর্ণ ভুমিকা।
বিশেষ অতিথি হিসাবে এদিন আরও উপস্থিত ছিলেন টিম রবার্ট গ্যামন, অর্গনিক ননো টেকনোলজির বিশেষজ্ঞ মার্কিন যুক্তরাস্ট্রের নাগরিক, এছাড়া আরও উপস্থিত ছিলেন
ওসিবি সার্টিফিশন বডির চেয়ারম্যান জনাব সাইফুল হাসিব, সাবেক মহা পরিচালক, বিএসটিআই। সার্টিফিকেশন বডির আর এক সদস্য মো মহাফুজুর রহমান,সবেক রাষ্ট্র দুত পোল্যান্ড ব্যাক্তিগত কারনে আসতে পারেনি। অনুষ্ঠানে উপস্থিত হন দেশের অর্গনিক পণ্য উৎপাদন ও রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখা ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে বাংলাদেশে অর্গানিক কোম্পানি গুলোর শিল্পায়ন,অবস্থান, গুনগত মান, এবং তার সার্টিফিকেশন নিয়ে প্রবন্ধ পাঠ করেন জনাব মোঃ খোরশেদ আলম, প্রিন্সিপাল সাইন্সটিস, বারি ও অবৈতনিক উপদেষ্টা অর্গানিক সার্টিফিকেশন বডি। তিনি তার লিখিত বক্তব্য রাখেন সেটা এদেশের অর্গনিক পণ্য বিকাশের পথে একটা মাইল ফলক হবে।
পবিত্র কুরআন তেলয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কুরআন তেলোয়াত করেন জনার মাসুদুর রহমান। অনন্য দের মধ্যে বক্তব্য রাখেন, জনাব মিজানুর রহমান, আহমেদ কবির, জিয়া উদ্দিন, মুক্তাদুল হক, মোঃ নাসির উদ্দীন, মিজানুর রহমান বিজয় সহ উপস্থিত আরও অনেকে। বক্তরা বলেন
কৃষি প্রধান বাংলাদেশে ব্যাপক জনসংখ্যার কারনে প্রতিনিয়ত অধিক খাদ্য উৎপাদনের রাসায়নিক সার ব্যাবহার করা হয়েছে।এর কারণে আমরা সদা সর্বদা প্রকৃতির খাবার থেকে বঞ্চিত আর মাটির উর্বরতা দিন দিন কমে আসছে। আমরা ফিরে যেতে চাই আবহমান জীববৈচিত্র্যের প্রচীন বাংলাতে তাই আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের এ দেশে পর্যাপ্ত পরিমান অর্গানিক পণ্য উৎপাদন হওয়া শুরু হয়েছে। আশার কথা হলো এই আর্গানিক খাদ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে।
কিন্তু পরিতাপের বিষয় হল সরবরাহ ও বিদেশে রপ্তানির ক্ষেত্রে দেশী কোন নিদৃষ্ট কোন প্রত্যায়ন পত্র বা অর্গানিক সার্টিফিকেশন না থাকায় কৃষক, ব্যবসায়ী ও রপ্তানিকারকরা অর্গানিকপণ্যের যথাযথ মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। কারন বিশ্ব বাজারে অর্গানিক পন্যের দাম বেশি। অর্গনিজ পন্য কম পরিমাণে উৎপাদন হয় বলে অর্গনিক পন্যের অনুমোদন না থাকলে কৃষক, ব্যবসায়ী সবাই নায্য মুল্য হতে বঞ্চিত হবে।
আবার এই পণ্যের সার্টিফিকেশন দেশের বাইরের প্রতিষ্ঠান করে বলে সেখানে সার্টিফিকেশন বাবদ মোটা অংকের টাকা বাইরে চলে যায়।
এই বিষয় গুলো মাথায় রেখে দেশের খ্যাতিমান অর্গানিক সেক্টরের বিশেষজ্ঞদের নিয়ে একটি অর্গানিক সার্টিফিকেশন বডি প্রতিষ্ঠা করা হয়েছে, নাম “অর্গানিক সার্টিফিকেশন বাংলাদেশ লি: (ওসিবি)”।
একটি দেশীয় প্রতিষ্ঠান কিন্তু আন্তর্জাতিক মান অনুসরণ করে কাজ করবে। ( আন্তর্জাতিক প্রতিষ্ঠান The International Federation of Organic Agriculture Movements সংক্ষেপে ifoam )
প্রত্যেক বক্তৃাই আশা করেন আন্তর্জাতিক বাজারে আমাদের অর্গনিক পণ্য অচিরেই পাবে তার মান ও দাম। মোঃ মনিরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করে প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন রানা।