শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন

সরকারি ব্যাংকে বড় নিয়োগ

অনলাইন ডেস্ক / ৮৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠান ৪ হাজার ৫৫২ কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসব ব্যাংকে মোট তিনটি পদে  জনবল নিয়োগ দেওয়া হবে। পদগুলো হলো অফিসার (ক্যাশ), অফিসার (জেনারেল) ও সিনিয়র অফিসার (জেনারেল)। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অফিসার (ক্যাশ) পদে ১ হাজার ৭২০ জন, অফিসার (জেনারেল) পদে ১ হাজার ৭৬৩ জন এবং সিনিয়র অফিসার (জেনারেল) পদে নেওয়া হবে ১ হাজার ৬৯ জন। একেকটি পদের জন্য আবেদন ফি ২০০ টাকা। আবেদন করা যাবে এ ওয়েবসাইটের মাধ্যমে।

  • পদের নাম: অফিসার (ক্যাশ)
    পদসংখ্যা: ৭টি ব্যাংকে এ পদে মোট ১ হাজার ৭২০ জন নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সোনালী ব্যাংকে ১৯৯ জন, জনতা ব্যাংকে ১০৩৮ জন, অগ্রণী ব্যাংকে ৩০০ জন, রূপালী ব্যাংকে ২ জন,বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৫ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১৩৪ জন ও প্রবাসীকল্যাণ ব্যাংকে ৪২ জন নেওয়া হবে।
    আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় কমপক্ষে একটিতে প্রথম শ্রেণি/সমমান থাকতে হবে।
    বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
    আবেদনের শেষ সময়: ৩০ জানুয়ারি ২০২২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ