শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন

ভোটের দিন সকালে মারা গেলো মেম্বার প্রার্থী

নিজস্ব প্রতিবেদক / ৬০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দিন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মনির তালুকদার নামে এক মেম্বার প্রার্থী মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারান যান বলে জানা যায়।
রোববার (২৬ ডিসেম্বর) ভোরে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শিকলবাহা ইউনিয়নের ওয়ার্ডের মেম্বার প্রার্থী ছিলেন তিনি।

মনির তালুকদারের ছেলে আরফাত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, মনির তালুকদার কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হয়ে ফুটবল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ভোটের মাঠে প্রচার-প্রচারণা চালালেও হঠাৎ ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার দিন ভোরে তিনি মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এ বিষয়ে কর্ণফুলী নির্বাচন কর্মকর্তা আব্দুল শুক্কুর বলেন, এটা দুঃখজনক ঘটনা। তবে তার মৃত্যুতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। তিনি নির্বাচিত হলে পরবর্তীতে সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ