ইংরেজি বর্ষবরণ কেন্দ্র করে ফানুস উড়াতে গিয়ে ঢাকার মিরপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, ডেমরা, সূত্রাপুর, লালবাগ ও কেরানীগঞ্জে পৃথক পৃথক ৭টি স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, আগুন নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে সব স্থানেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়েছে।কোনো আগুনই ভয়াবহ নয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার ।ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে আরও বলা হয়, যাত্রাবাড়ীর মাতুয়াইল ছাড়াও আরও একাধিক স্থানে আগুন লাগার খবর পেয়েছি আমরা। সেগুলো আমরা তালিকাভুক্ত করছি। তালিকা না করে এ বিষয়ে বিস্তারিত এই মুহূর্তে বলা সম্ভব না। তালিকা সম্পন্ন করার পর আমরা এ বিষয়ে বিস্তারিত বলতে পারবে। এরমধ্যে সুনির্দিষ্ট করে বলতে গেলে মাতুয়াইল স্কুল রুটের একটি বড় আগুন লাগার খবর পেয়েছি আমরা। সেখানে আমাদের দুইটি ইউনিট রওনা হয়েছে।