শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন

সম্পন্ন হলো অর্গানিক সম্মেলন-২০২২

বেদুইন হায়দার লিও / ৮০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

গত ২০/০১/২০২২ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের অর্গানিক প্রোডাক্ট ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন (বোপমা) এর প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হল।জনাব টিপু মুনশি এমপি (মাননীয় মন্ত্রী বানিজ্য মন্ত্রণালয়) ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সম্মেলনের শুভ উদ্বোধন করেন। এই সময় তিনি বলেন সরকার নিরাপদ খাদ্য তথা অর্গানিক পণ্যের প্রসারের ব্যাপরে অনেক উদার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চান দেশের মানুষ নিরাপদ খাদ্য উৎপাদন করুক। তিনি বোপমার সাফল্য ও সম্মেলনের সাফল্য কামনা করেন।

তিনি আরও জানান বানিজ্য মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত সংগঠন হিসাবে তিনি এই সংগঠনের সার্বিক সাফল্য কামনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ মিজানুর রহমান, সহ সভাপতি বোপমা। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন,বোপমার উপদেষ্টা জনাব, মোহাম্মদ হারুন,সভাপতি, বাংলাদেশ রাবার গার্ডেন ওনার্স এসোসিয়েশন ।

মিজানুর রহমান বিজয়, সহ সভাপতি বোপমা – শহরের প্লোটকে যিনি আবাদি জমিতে পরিনত করার প্রযুক্তি আবিষ্কার করেছে), মোঃ মুক্তাদুল হক সহসভাপতি বোপমা, মোঃ মিজানুর রহমান সহ সভাপতি বোপমা, স্বাগত বক্তব্য রাখেন মোঃ মনিরুজ্জামান,নির্বাহী সভাপতি বোপমা, আরও উপস্থিত ছিলেন সুদক্ষ সংগঠক মোঃনাসিরুল ইসলাম দপ্তর সম্পাদক বোপমা,শরীফ মোঃ বেদুইন হায়দার লিও অর্গানিক সার্টিফিকেশন বাংলাদেশ ( ওসিবি), ডা হাসান আহমেদ মেহেদী, যুগ্ন সাধারন সম্পাদক (বাপমা), জাহাঙ্গীর আলম তুষার, যুগ্ন সাধারন সম্পাদক (বাপমা), মোঃ আব্দুল মুনিম রুমান, চেয়ারম্যান মিলেনিয়াম গ্রুপ সহ আরও অনেকে। বক্তৃতা যা বলেন তার সারমর্ম এমন, বর্তমান ভোগ্যপণ্যের বাজার বিষাক্ত,অস্বাস্থ্যকর এবং দূষিত দ্রব্যে ভরে গেছে। শস্য উৎপাদনে ব্যবহৃত মাত্রাতিরিক্ত কৃত্রিম সার, ক্ষতিকর কীটনাশক,রাসায়নিক পদার্থের মিশ্রণ, নিত্য খাদ্যশস্যকে বিষাক্ত করে চলেছে।

তার সাথে যুক্ত হয়েছে দীর্ঘদিন শস্য সংরক্ষণের জন্য ব্যবহৃত কেমিক্যাল বা প্রিজারভেটিভ, ক্ষতিকর রঙ, কৃত্রিম ফল পাকানোর বিষাক্ত ঔষধ ইত্যাদি। এইসব ক্ষতিকর উপাদান প্রতিনিয়ত খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করছে এবং ক্যান্সার, ডায়বেটিস, মানসিক অবসাদ, শারীরিক দুর্বলতার মত অসংখ্য জটিল রোগের কারণ হচ্ছে। এমনকি প্রজনন স্বাস্থ্য পড়ছে তীব্র সংকটে ।

জনসাধারণকে এইসব মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি থেকে নিরাপদ রাখার লক্ষ্য নিয়ে আমরা কাজ করে চলেছি। আমরা স্বপ্ন দেখি দেশ একদিন ভেজাল ও বিষ মুক্ত খাবার উৎপাদনে বিশ্বে শীর্ষ অবস্থানে থাকবেঅর্গানিক প্রোডাক্ট ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন (বোপমা) দেশের প্রতিটি প্রান্তে অর্গানিক চাষি উদ্যোক্তা তৈরী করতে বদ্ধপরিকর। আজ সময় এসেছে সবাই কে নিরাপদ খাদ্য উৎপাদনে এগিয়ে আসতে হবে। আমাদের জীবন কে নিরাপদ করতে নিরপদ খাদ্যের বিকল্প নেই। আমরা বিষ মুক্ত ভেজাল মুক্ত খাদ্য সাধারণের নিকট পৌঁছে দিতে চাই। আমারা এদেশের সাধারণ মানুষদের সেই অতীতের খাদ্যে মানে নিয়ে যেতে চাই। আমাদের লক্ষ্য হলো সোনার বাংলা হবে সেই স্বপ্নের সোনার বাংলা যেখানে থাকবে নদীতে প্রকৃতির মাছ,মাঠে মাঠে প্রকৃতির শাক সবজি।

আমরা ফিরে পেতে চাই ইবনে বতুতার সেই বর্ণীল বাংলা আবহমান জীববৈচিত্র্যের সরল-সৌন্দর্যের আমার বঙ্গভূমি। আমরা খাদ্য নামের বিষ খেয়ে তিলে তিলে মরতে চাই না মারতে চাই না।

অর্গানিক ক্ষেত্রে অবদানের জন্য ২১ টি কৃষক ও প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা অর্গানিক এ্যাওয়ার্ড-২০২২ প্রদান করা হয়। তারা হলেন সংগঠনের সভাপতি নিজামুদ্দিন রাজেশ, (সভাপতি, বোপমা, ও পরিচালক এফবিসিসিআই) শারিরীক সুস্থতার কারনে না থাকার কারনে সভাপতিত্ব করেন মোঃ মনিরুজ্জামান নির্বাহী সভাপতি বোপমা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ