বরগুনায় একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শামসুন্নাহার (৩৫) নামের এক গৃহবধূ।
আজ বুধবার সকালে বরগুনা সদর উপজেলার কুয়েত প্রবাসী প্রাইভেট হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে একটি ছেলে ও দুটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি।
শামসুন্নাহার সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের ইটবাড়িয়া এলাকার নিজাম উদ্দিনের স্ত্রী।
গৃহবধূর স্বামী নিজাম উদ্দিন বলেন, ‘আমার স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কুয়েত প্রবাসী হাসপাতাল নিয়ে আসি। তখনও ভাবিনি একসঙ্গে তিন সন্তানের বাবা হব।’
চিকিৎসক সাদিয়া পারভীন বলেন, মঙ্গলবার প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন শামসুন্নাহার। বুধবার সকালে নরমাল ডেলিভারির মাধ্যমে দুই মিনিটের ব্যবধানে তিন সন্তানের জন্ম দেন তিনি। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ আছেন।