টিকটক ও পাবজির মতো অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে আফগানিস্তানের তালেবান সরকার। এসব অ্যাপ দেশের যুব সমাজকে ভুল পথে পরিচালিত করছে বলে দাবি দেশটির।
সপ্তাহান্তে আফগানিস্তানের মন্ত্রিসভায় এ অ্যাপদুটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়।
আফগান টেলিকম মন্ত্রণালয় জানায়, বিনোদনের নামে কোনো রকম ‘অনৈতিক বিষয়’ প্রচার করা যাবে না। দেশটিতে তালেবান সরকার ক্ষমতায় আসার পর খবর এবং ধর্মীয় বিষয় ছাড়া বিনোদনের অন্যান্য বিষয়কে সীমিত করা হয়েছে।
এছাড়া দেশটিতে ইন্টারনেট ব্যবহারেও রয়েছে শক্ত নিয়ন্ত্রণ। ৩ কোটি ৮০ লাখের এই দেশে মাত্র ৯০ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। সোশ্যাল মিডিয়া হিসেবে ফেসবুক এখানে জনপ্রিয়। তবে দেশটিতে মাত্র ৪০ লাখ মানুষ ফেসবুক ব্যবহার করেন।
সূত্র : আনন্দবাজার