রসে টলমল-bgn24
তেতুলের কথা শুনলে জিভে জল কার না আসে! তেতুল কিন্তু আমাদের দেশে খাবার হিসেবে খুব জনপ্রিয় এটা বলা যাবে না।
কমলার কথা যদি বলি কে না পছন্দ করে ভিটামিন সি এ ভরপুর। এক সময় এই কমলা দুষ্প্রাপ্য ছিল বাংলাদেশীদর জন্য শুধুমাত্র
পাহাড়ি অঞ্চলে চাষ হতো কমলার দাম থাকত বেশ চড়া। বর্তমানে অতি সুখের সংবাদ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চাষ হচ্ছে মিষ্টি কমলা।
মিডিয়ার মাধ্যমে আলোচিত রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের রামদিয়া গ্রামের স্কুল শিকক আব্দুস সালাম ও তার ভাই আব্দুর রউফ, কমলা চাষে পেয়েছেন ব্যাপক সফলতা। তাদের সফলতা কৃষকদের উৎসাহিত করছে। বাগান দেখতে ভিড় করছে শত শত মানুষ। ১৮৩ টি গাছে কমলার সমাহার।
আমরা চাই বাংলাদেশের কৃষক কমলা চাষে বিপ্লব ঘটিয়ে দেশের চাহিদা পূরণ করে, বিদেশি মুদ্রা অর্জনে সহায়তা করবে।
রসে টলমল-bgn24