শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন

ঝিনাইদহে অনু নামের এক ব্যক্তিকে পিটিয়ে টাকা ও মোবাইল ছিনতাই করার অভিযোগ।

সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার। / ৪১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ জুন, ২০২২

ঝিনাইদহে অনু নামের এক ব্যক্তিকে পিটিয়ে টাকা ও মোবাইল ছিনতাই করার অভিযোগ।

সাইফুল ইসলামঃ
ঝিনাইদহের গুরুত্বপূর্ন সড়ক সার্কিট হাউজ রোডে গতকাল সন্ধ্যায় সামস আরেফিন (অনু) ৪০ কে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে নগদ ৮৪০০০ হাজার টাকা এবং একটি অপপো মোবাইল ছিনতাই করে নেওয়ার অভিযোগ
উঠেছে। আহত অনু চাকলাপাড়ার মৃত: শরিফুল ইসলামের ছেলে। তার ভাষ্যমতে গতকাল রাত ৮ টার সময় মোটর সাইকেলযোগে ঝিনাইদহ জেলা জজ আদালতের সামনে থেকে সার্কিট হাউজ রাম্তা ধরে চাকলাপাড়া তারিখ মোড়ের দিকে যাচ্ছিলেন।

পিবি,আই অফিস পার হওয়ার পর ৫/৬ জন লোক তাকে গতিরোধ করার চেষ্টা করে এবং লাঠি দিয়ে চলন্ত অবস্থায় মাথায় আঘাত করে। মোটরসাইকেল থেকে পড়ে গেলে ৫/৬ সন্ত্রাসী তাকে বেধড়ক পেটাতে থাকে। এক পর্যায়ে তার পকেটে থাকা ব্যবসার ৮৪০০০ হাজার টাকা এবং একটি অপপো মোবাইল সেট তারা নিয়ে চলে যায়। আশেপাশে কাউকে সাহায্যর জন্য না পেয়ে কোনরকমে মোটর সাইকেলে উঠে তারেক মোড়ে এসে তার সহযোগী ফরহাদকে ডেকে বলে আমাকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে চলো।আমার মাথায় সন্ত্রাসীরা আঘাত করেছে বমি হচ্ছে।

এমন্তাবস্থায় ফরহাদ তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। আরও জানান গেছে ঝিনাইদহের আদালতে বাদী অনুর আজ একটি নন জি-আর মামলা ৪১/২২ শুনানীর দিন ছিল এবং ঐ মামলার এজাহারভূক্ত ৪ জন আসামী জামিনে মুক্তি লাভ করে। তার কথা মতে আক্রশবশতঐ মামলার একজন আসামী সহ আর ৪/৫ জন এই ঘটনা ঘটিয়েছে ।অনু ঝিনাইদহ সদর হাসপাতালের ৫ ম তলায় পুরুষ সার্জারী ওয়ার্ডে ভর্তি। এব্যাপারে তিনি ঝিনাইদহ সদর থানায় আইনি সহযোগিতা পাওয়ার জন্য অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ