ঝিনাইদহে সাবেক ছাত্রলীগ নেতা ফেন্সিডিলসহ র্যাবের হাতে আটক-
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ফেনসিডিলসহ র্যাবের হাতে আটক হয়েছেন হাফিজুর রহমান চঞ্চল নামে এক যুবক । মঙ্গলবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার তেতুলতলা বাজার থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। হাফিজুর রহমান চঞ্চল সদর উপজেলার চুটলিয়া গ্রামের তোফাজ্জেল হোসেন বিশ্বাসের ছেলে ও ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক নেতা বলে জানা গেছে।
ঝিনাইদহ র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চঞ্চল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সুত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে ঝিনাইদহ-কালীগঞ্জ সড়কের তেতুলতলা বাজার এলাকায় র্যাব তল্লাসী চৌকি বসায়। রাতে মটরসাইকেল নিয়ে চঞ্চল সেখানে উপস্থিত হলে র্যাব তাকে আটক করে। তার দেহ তল্লাসী করে ফেনসিডিল উদ্ধার করা হয়। বুধবার ঝিনাইদহ সদর থানায় তার নামে মাদক আইনে একটি মামলা হয়েছে।