জারজ স্বপ্ন
ভাষা ভাষা চোখের মাঝে
দুর্ণিবার আকর্ষণের বীজ বোনা
পল্লবের প্রতিটা পাপড়িতেই
টাঙানো ছিলো প্রেমের ফেস্টুন।
ওষ্ঠের দীপান্বিতায় দেখতে পেয়েছি , সুখ পুঞ্জিত বিশাল ভালোবাসার নীড়।
সম্মতিহীন সুচনার প্রেমের চরে
ছোট একটি ডেরায়
আমি যেন ভালবাসার আদিবাসি,
স্বপ্নের বীজ বুনেছি
আমার হৃদকোষের প্রত্যেক রন্ধ্রে
মুঠো ভর্তি সুখের নরম ছোঁয়া
দৌঁড়ঝাপ খেলতে ব্যস্ত।
কল্পিত রাষ্ট্রের দখলদারিত্বে
এ মন যেন সর্বদা তটস্থ।
সেই সে প্রত্যুষের যাহা অনুভুতি
যাহা কল্পনা আসা আকাঙ্ক্ষা
অনুমান অনুভব এ হৃদয়ে ছিল
একতরফা।
লোক দেখানো অভিনয় পটিয়শি
সুচনাকে নিয়ে সে স্বপ্ন দল দেখতাম
নিদারুন যন্ত্রনা খচিত হৃদয়ের
মাঝে আজও ভিড় করে সেই নোংরা, ভ্রূণের জারজ স্বপ্নেরা।