ডা. মোজাম্মেল হকের স্ত্রী মদিনাতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জের কৃতি সন্তান গরিবের ডাক্তার খ্যাত একজন সাদা মনের মানুষ ডা. মোজাম্মেল হকের স্ত্রী ফারজিন সুলতানা (পুতুল) মদিনায় এক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (ইউরোলোজী) এবং ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল ঝিনাইদহের বিশিষ্ট ইউরোলজী সার্জন ডা. মোজাম্মেল হকের সহধর্মিণী হজ্বব্রত পালন শেষে গতকাল মদিনা থেকে মক্কা ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই ইন্তেকাল করেন এবং ডা. হক হক মদিনা থেকে ১৩০ কিঃমিঃ দুরবর্তী Wadi Al Farah হাসপাতালে ভর্তি আছেন, তবে তিনি বর্তমানে আশংকা মুক্ত বলে ঘনিষ্ট সূত্রে জানা গেছে। আমরা ডা হকের স্ত্রীকে শহীদি মর্যদায় জান্নাতী মেহমান হিসেবে কবুলের জন্য এবং মানবতার মহান সেবক ডাক্তার সাহেবকে দ্রুত সুস্থ্য করে সবার মাঝে ফিরে আসার তৌফিক দানের জন্য সকলের নিকট দোয়ার আবেদন করছে সুশীল সমাজ।