শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন

হিন্দু যুবকের দাহকার্য করলো মুসলিমরা

অনলাইন ডেস্ক / ৫৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

নূপুর শর্মা কিংবা মহুয়া মৈত্র নিয়ে যখন ভারত উত্তাল, হিন্দুত্ব ও ইসলাম নিয়ে যখন ঝড়- ঠিক তখন সাম্প্রদায়িক সম্প্রীতির এক টুকরো উজ্জ্বল নিদর্শন হয়ে রইলো নদিয়া জেলার পলাশীপাড়ার বাগাগাড়িয়া গ্রাম। এই গ্রামের হিন্দু ছেলে সঞ্জয় রায়ের শেষকৃত্য করলেন গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষরা। শুধু হরিনাম সংকীর্তন করে শ্মশান যাত্রা নয়, গ্রামের মসজিদ থেকে রীতিমতো মাইক্রোফোনে ইলান করে আবেদন জানানো হলো মৃত যুবকের দুস্থ পরিবারকে অর্থ সাহায্য করার জন্য।

বাগাগাড়িয়া গ্রামটিতে আটশ’ মুসলিম পরিবারের বাস। এর মধ্যে একমাত্র হিন্দু পরিবার কৃষক সুবল ও দীপালি রায়ের পরিবার। এই দম্পতির এক মেয়ে, এক ছেলে। মেয়ের বিয়ে হয়ে গেছে। ছেলে পুনের এক হোটেলে রান্নার কাজ করতো। সেখানেই ডেঙ্গুতে মৃত্যু হয় তার। গ্রামের মুসলিমরা মৃতদেহ আনানো থেকে শ্মশান যাত্রার সব ব্যবস্থা করে। অভিভূত সুবল রায় বলেন, ওরা যে ভিন্ন জাত তা বোঝাই যায়নি।

কীর্তন গাইতে গাইতে ওরা ছেলেকে নিয়ে চলে গেল। আমাদের কিচ্ছু করতে দিল না, সাম্প্রদায়িক সম্প্রীতি বোধহয় একেই বলে! হিন্দু, মুসলমান নিয়ে অনেক কথা বলা হয়। নেতারা গলার শিরা ফুলিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বক্তৃতা দেন। কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির ভালো বিজ্ঞাপন এর থেকে ভালো আর কি হয়! নূপুর শর্মা, লিনা মনিমেকাল কিংবা মহুয়া মৈত্ররা কি বলেন?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ