কুড়িল থেকে নীলক্ষেত পর্যন্ত দূরত্ব ১৬ কিলোমিটার। নতুন হার অনুযায়ী এই দূরত্বের ভাড়া আসে ৪০ টাকা। এই পথে চলাচলকারী স্মার্ট উইনার পরিবহনের ভাড়া নেওয়া হচ্ছে ৫০ টাকা করে। যাত্রীপ্রতি সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে ১০ টাকা বেশি নেওয়া হচ্ছে।
বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বাসভাড়া নির্ধারণের বিষয়টা কমেডির মতো হয়ে গেছে। সরকার একটা বলে দেয়, বাসে উঠলে তার প্রায় দ্বিগুণ ভাড়া দিতে হয়। টাকা তো শেষ পর্যন্ত আমাদের মতো সাধারণ মানুষের পকেট থেকেই বের হয়।’
সরকার গত শুক্রবার রাতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে। মূল্যবৃদ্ধির প্রথম ধাক্কাটি এসেছে পরিবহন খাতে। শনিবার সরকার পরিবহনের মালিকদের সঙ্গে বৈঠকে বাসের নতুন ভাড়া নির্ধারণ করে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ নগর পরিবহনে প্রতি কিলোমিটারে ৩৫
পয়সা ভাড়া বেড়ে এখন ২ টাকা ৫০ পয়সা হয়েছে। এর আগে প্রতি কিলোমিটার ভাড়া ছিল ২ টাকা ১৫ পয়সা। বাস-মিনিবাসে সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ১০ ও ৮ টাকা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারে ১ টাকা ৮০ পয়সার জায়গায় ২ টাকা ২০ পয়সা হয়েছে। সায়েদাবাদে গিয়ে দেখা যায়, হানিফ পরিবহনের ঢাকা থেকে সিলেটের বিভিন্ন গন্তব্যের ভাড়া আগের চেয়ে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। ১৩০ টাকা বেড়ে সিলেটের ভাড়া এখন ৭০০ টাকা। এই রুটে সবচেয়ে বেশি ২০০ টাকা বেড়েছে সুনামগঞ্জের ভাড়া। প্রতি সিটের ভাড়া নেওয়া হচ্ছে ৮৫০ টাকা। সরকারি হিসাবে এই গন্তব্যের ভাড়া হয় ৮০০ টাকার কাছাকাছি।