বলিউডের এক সময়ের ব্যস্ত অভিনেত্রী নম্রতা শিরোদকর। অল্প সময়ে পরিচালকদের উপহার দিয়েছিলেন ব্যবসা সফল বেশকিছু সিনেমা। তবে হঠাৎই দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা মহেশ বাবুকে বিয়ে করে বিদায় জানান বিনোদন জগৎকে। নব্বই দশকের শেষ দিকে বড় পর্দায় আগমন ঘটে তার। শুধু অভিনয় নয়, নম্রতার মডেলিং ক্যারিয়ারও কম ঈর্ষণীয় নয়। ১৯৯৩ সালে বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেছেন তিনি। সবকিছু ভালোই চলছিল। কিন্তু আচমকা ২০০৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন মহেশ বাবুর সঙ্গে। এরপর আর কোনো ধরনের অভিনয়েই দেখা যায়নি নম্রতাকে। কিন্তু যখনই বিনোদন জগতের কারও দেখা পেয়েছেন একটি প্রশ্নের উত্তর সবসময়ই দিতে হয়েছে তাকে।
কেন ছাড়লেন বিনোদন জগৎ? আর বহুদিন পর এ প্রশ্নের জবাব দিলেন অভিনেত্রী নিজেই। সম্প্রতি তিনি জানান, আমি বর্তমানে আমার স্বামী এবং সন্তানদের নিয়ে সুখে আছি। আর ক্যারিয়ার জীবনে কখনোই পরিকল্পনা করে কিছুই করিনি। যা কিছু হয়েছে স্বাভাবিকভাবে হয়েছে। অভিনয়কে বিদায় জানানো প্রসঙ্গে তিনি আরও বলেন, আমি ব্যক্তিজীবনে খুবই অলস। যখন মডেলিং করে ক্লান্ত হয়ে গিয়েছিলাম সেই সময় অভিনয়কে পেশা হিসেবে বেছে নিই। কাজটা ভালোবেসেই করছিলাম। তখনই মহেশের সঙ্গে বিয়ে হয়ে গেল। তবে কোনো অভিযোগ কিংবা অভিমান নেই কারও প্রতি। তবে তখন যদি কাজটাকে আরেকটু গুরুত্ব দিতাম আজ জীবনটা হয়তো অন্যরকম হতো।