শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন

হোয়াটসঅ্যাপ কলে নতুন ফিচার!!

অনলাইন ডেস্ক / ৩৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফরম হোয়াটস অ্যাপ চলতি বছর ফোন কলের ক্ষেত্রে ব্যবহারকারীদের জন্য দারুণ সব ফিচার এনেছে। তারই ধারাবাহিকতায় ২০২৩ সালের শুরুতেই পিকচার-ইন-পিকচার নামের আরেকটি ফিচার আনতে যাচ্ছে জনপ্রিয় অ্যাপটি।

এ ফিচারের সুবিধায় কোনো ভিডিও কলে থেকে একই ডিভাইসে অন্যান্য কাজ করতে পারবেন ব্যবহারকারী। সম্প্রতি এক বিবৃতিতে মেটা জানায়, ২০২৩ সালে আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য এই ফিচার আনতে যাচ্ছে হোয়াটস অ্যাপ।

পিকচার-ইন-পিকচার ধরনের এ প্রযুক্তিগত আপডেটের কারণে ব্যবহারকারী যে ডিভাইসে ভিডিও কলে থাকবেন, সেই ডিভাইসে অন্যান্য কাজও করতে পারবেন। বর্তমানে এটি বেটা অর্থাৎ পরীক্ষামূলক ব্যবহারে আছে। এ ছাড়া ২০২২ সালে ফোন কলে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে যেসব ফিচার যুক্ত করা হয়, হোয়াটস অ্যাপ সেগুলোর পুনরাবৃত্তিও করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ