চলচ্চিত্রের আঁতুরঘর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) এখন আর আগের মতো নেই। বাইরে থেকে দেখলে মনে হবে, নতুন করে ঢেলে সাজানো হচ্ছে এফডিসিকে। চলছে ব্যাপক উন্নয়ন। যে কারণে বদলাতে হয়েছে এফডিসির প্রবেশ মুখও।
হ্যাঁ, উন্নয়ন চলছে এফডিসিতে। তবে ভালো নেই এর ভেতরের কর্মকর্তারা। উন্নয়ন কাজ এগিয়ে চললেও, ভেতরের কর্মকর্তাদের বেতন আটকে আছে গত তিন মাস ধরে। বিষয়টি নিশ্চিত করেছেন এর একাধিক কর্মকর্তারা।তাদের সবার ভাষ্য, ‘গত তিন মাস ধরে কোন বেতন পাচ্ছি না। পরিবার নিয়ে খুব কষ্টে আছি। বিষয়টি উধ্বর্তন কর্মকর্তারা নজরে অনেকবার দেওয়া হয়েছে। তারা বিষয়টি দেখছেন বলে আশ্বাসও দিয়েছেন বহুবার। কিন্তু আজও পর্যন্ত এর কোন ফল পাচ্ছি না।’
সঙ্গে যোগ করে তারা আরও বলেন, ‘এর আগে আপনাদের পত্রিকায় আমাদের এই সমস্যা নিয়ে একটি প্রতিবেদক প্রকাশ হয়েছিল। সেসময় আমাদের বকেয়া বেতন দেওয়া শুরু হয়। কিন্তু গত বছর শেষ দিক থেকে আবার সেই আগের অবস্থা।’
এফডিসির ভেতরে কি নিয়মিত শুটিং হচ্ছে? জানতে চাইলে তারা জানান, ‘ভাই এমনিতেই কিন্তু এফডিসির ভেতরে আগের মতো শুটিং হয় না। কিন্তু শুটিং একেবারে নেই, এটা বলা যাবে না। নিয়মিত কাজ হচ্ছে। আর আমাদের কয়েকটি ফ্লোর কিন্তু বিভিন্ন বেসরকারি টিভি প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া আছে। আর বাকি কাজ যেমন- অন্যান্য ছবির শুটিং বা ডাবিং তো চলছেই। এফডিসিতে যে নতুন ভবন তৈরি হচ্ছে তার কাজও কিন্তু থেমে নেই, সেটিও চলছে। শুধু আমাদের ভেতন আটকে আছে।’
বিষয়টি নিয়ে এফডিসির হিসাব রক্ষণ কর্মকর্তা মো আলাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘হ্যাঁ, গত তিন মাস ধরে আমাদের বেতন হচ্ছে না। বেতন নিয়মিত করার জন্য উধ্বর্তন কর্মকর্তারা দৌড়ঝাঁপ করছে। আশা করি, অচিরেই সমস্যার সমাধান হয়ে যাবে।’