নিয়মিত প্রয়োজনা করতে চান তৌহিদ আক্তার পান্না। তার প্রতিষ্ঠান সপ্তক টেলিমিডিয়ার ব্যানারে সম্প্রতি শেষ হলো একক নাটক “একটি সাদাকালো চলচ্চিত্র”। তিনি মানসম্পন্ন গল্প ও অভিনয় নির্ভর নাটক উপহার দিতে চান।
তার এবারের নাটকটি ছিল এমন
নাটকের শুরুতে গল্পের নায়িকের একটি দুর্ঘটনা ঘটে আর দুই দুর্ঘটনা কে নিয়ে ঘটে বাকি গল্প।
ইশ্বরদীর রুপপুরের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়িত হয় নাটকের সুটিং ।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আব্দুল হান্নান। নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সময়ে প্রতিশ্রুতি শীল অভিনেতা সাহিল।নাটকটিতে সাহিলের বিপরীতে ছিল দুই জন নায়িকা একজন হিয়া মনি ও অপর জন শ্রাবণী।
এছাড়া অনন্য চরিত্রে আছে, হান্নান সেলি, এনি,শামসুন নাহার,এটিএন নাট্যযোদ্ধার ইমন,সাদ্দাম,আব্দুল হান্নান এবং একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছে প্রযোযক তৌহিদ আক্তার পান্না নিজে।
কলাকুশলীদের মধ্যে ছিলেন চিত্রগ্রাহক মিলন,রুপজ্জ দিদার সজ্জা চিত্রগ্রহন সহকারী রনি সহ আরও অনেকে।
নাটকটি খুব দ্রুত একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে। সপ্তক টেলিমিডিয়ার কর্ণধার টি এ পান্না বলেন বাজেটের কারণে বর্তমানে ঢাকার বাইরে তেমন নাটক নির্মাণ হয় না কিন্তু দেশে অনেক ভালো ভালো লোকেশন রয়েছে, সুযোগ পেলে নিজ এলাকা কে দেশের কাছে তুলে ধরবেন তিনি । তিনি আরও জানান নাটকে আশারুপ সাড়া মিললে নিয়মিত নাটক প্রয়োজনা করবে সপ্তক টেলিমিডিয়া। নিয়মিত নাটক নির্মিত হওয়া সংশ্লিষ্ট সকলের জন্য সুখবর।